Daffodil International University

Faculties and Departments => Business Administration => Business & Entrepreneurship => BBA Discussion Forum => Topic started by: ashiqbest012 on July 12, 2011, 08:03:05 AM

Title: Business News
Post by: ashiqbest012 on July 12, 2011, 08:03:05 AM
We all faculty members, administration officer, students and others are very busy with our daily work. Sometimes, we don't have the time to read newspaper or business news or magazine. So, we miss a huge number of news specially business news. As we are business students, we should always open our eyes, ears, and mouth. So, we have to read business news everyday and broad our knowledge. If we update in this section daily, we can make the collection of business news. Anyone can get help from this post.

I hope, if we find any important business related news, please publish here with date, name of the source and link.
We all try to update this section by business news.

N:B: Please try to avoid political news.

Thank you
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 12, 2011, 08:04:27 AM
১৯ জুলাই থেকে অনলাইনে সিআইবি রিপোর্ট দেবে বাংলাদেশ ব্যাংক
ঢাকা, মঙ্গলবার, ১২ জুলাই ২০১১

বাংলাদেশ ব্যাংক (বিবি) অনলাইনে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ জুলাই থেকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট দেওয়া শুরু করতে যাচ্ছে। এতে দ্রুত সেবা দেওয়া যাবে এবং ব্যবসা-বাণিজ্যে ব্যয় কমবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এই অনলাইন সার্ভিসের উদ্বোধন করবেন। এর ফলে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ক্রেডিট ইনফরমেশন আদান-প্রদান প্রক্রিয়ায় সময়ক্ষেপণ ও জটিলতার অবসান হবে।
১৯ জুলাই থেকে দেশের ৪৭টি ব্যাংক ও ২৯টি নন-ব্যাংকিং প্রতিষ্ঠানের সবগুলোই অনলাইনে সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে সক্ষম হবে। ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকেও সিআইবির রিপোর্ট সংগ্রহ করতে পারবে।
ব্যাংক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যক্তি ঋণগ্রহিতা, মালিক ও জামিনদারের সংখ্যা বেড়ে যাওয়ায় সিআইবির কাজের পরিধি বিস্তৃত হয়েছে। বিদ্যমান আইনে কমপক্ষে ৫০ হাজার টাকা ঋণ সিআইবি রিপোর্টে অন্তর্ভুক্ত হয়। ঋণের ঝুঁকি ও খেলাপি ঋণের পরিমাণ হ্রাসের লক্ষ্যে কেন্দ ীয় ব্যাংক ১৯৯২ সালের ১৮ আগস্ট সিআইবি চালু করে।
বাংলাদেশ ব্যাংক জনগণের দোরগোড়ায় ব্যাংকসেবা পেঁৗছে দিতে ইতিমধ্যে স্বয়ংক্রিয় কিয়ারিং হাউস, এমআই আরসি (ম্যাগনেটিক ইঙ্ক রিডেবল চেক) ও মোবাইল ব্যাংকিংসহ অনেক স্বয়ংক্রিয় সেবা চালু করে।
http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Politics&pub_no=579&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=7
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 12, 2011, 08:12:01 AM
What do we understand from the above news?

Bangladesh has 47 Bank and 29 Non-Banking Financial Institution.

and bla bla bla
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 12, 2011, 08:19:21 AM
পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে দ্বিমত এফবিসিসিআইয়ের
ঢাকা, ১২ জুলাই মঙ্গলবার, ২০১১

দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদের তথ্য দিয়ে পাইকারি ব্যবসায়ী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশের সরকারি কারখানাগুলোয় উৎপাদন কম হওয়ার পাশাপাশি পরিশোধনকারী ছয়টি কারখানার মধ্যে পাঁচটি গ্যাস-সংকটে বন্ধ থাকায় ওইগুলো সময়মতো চিনি সরবরাহ করতে পারছে না। তাই চাহিদার তুলনায় সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে। ভোজ্যতেলের মজুদ ও সরবরাহ চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তাঁরা সরকারিভাবে দুটি চিনি ও দুটি ভোজ্যতেল পরিশোধন কারখানা স্থাপনের সুপারিশ করেছেন।
তবে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেছেন, রমজান মাসে চাহিদার তুলনায় দেশে চিনি ও ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি বলেন, পরিশোধনকারী মিলমালিকদের কাছে বর্তমানে এক লাখ ৩১ হাজার টন ভোজ্যতেল মজুদ রয়েছে। তা ছাড়া আরও তিন লাখ ৩৭ হাজার টন ভোজ্যতেল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে, যা রমজান মাসের আগেই চলে আসবে।
এ কে আজাদ আরও বলেন, দেশে দুই লাখ ১৫ হাজার টন চিনিও মজুদ রয়েছে। আরও দুই লাখ টন চিনি আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এটিও রমজান মাসের আগেই দেশে চলে আসবে।
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও পণ্যের গুণগতমান অক্ষুণ্ন রেখে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাভিত্তিক ও বিশেষায়িত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে ঢাকা চেম্বারের এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এসব তথ্য ও মতভেদ উঠে আসে।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।
তবে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে একমত হয়েছেন ব্যবসায়ী নেতারা। পাইকারি ব্যবসায়ীরা এ প্রসঙ্গে জানিয়েছেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকলে পণ্যের দাম বাড়ানো সম্ভব নয়। তবে ঘন ঘন হরতাল হলে পণ্যের দর সহনীয় পর্যায়ে রাখাও সম্ভব হবে না।
বৈঠকে ব্যবসায়ীদের কেউ কেউ হরতাল বন্ধের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার বিষয়ে মধ্যস্থতা করার বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতিকে অনুরোধ করেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, হরতাল বন্ধ রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। তিনি অবশ্য সরকার ও বিরোধী দলকে সংলাপে বসানোর বিষয়ে মধ্যস্থতার বিষয়টি নাকচ করে দেন। বলেন, অতীতে এফবিসিসিআইয়ের দুজন সভাপতি উদ্যোগ নিলেও তাঁরা ব্যর্থ হয়েছেন।
এ কে আজাদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সাংসদরা দেশের উন্নয়নের বিষয়ে ব্যবসায়ীদের চেয়ে অনেক ভালো বোঝেন। তাঁরা আইন প্রণয়ন করেন। সুতরাং তাঁদের বোঝানোর ক্ষমতা তাঁর নেই।
তবে এ কে আজাদ জানান, ঘন ঘন হরতাল দেওয়া হলে ব্যবসায়ী সমাজ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হরতাল বন্ধের জন্য জনমত গড়ে তোলা হবে।
ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, প্রতিবছর রমজান মাসের শুরুতে কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই অতিরিক্ত মুনাফা লাভের আশায় ব্যবসায়ীদের বিভিন্ন কৌশলের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে। তিনি আসন্ন রমজান মাসে কম মুনাফা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
সভায় পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেন, খাদ্যপণ্য ও মসলাজাতীয় দ্রব্য আমদানিতে সুদের হার ১২ শতাংশ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মানা হয়নি। এর জবাবে এ কে আজাদ বলেন, তিন মাস আগেই এফবিসিসিআইতে অভিযোগ জানানোর জন্য বলা হলেও একটা অভিযোগও জমা পড়েনি।
আলোচনায় আরও অংশ নেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি এম এস সেকিল চৌধুরী, ডিসিসিআইয়ের পরিচালক নিয়াজ রহিম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব, সহসভাপতি আবুল হাশেম, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ী সংগঠনের নেতারা।

http://www.prothom-alo.com/detail/date/2011-07-12/news/169601
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 12, 2011, 08:27:34 AM
Spinners face double trouble
Tuesday, July 12, 2011

(http://www.thedailystar.net/photo/2011/07/12/2011-07-12__buis01.jpg)


Demand for cotton in Bangladesh may decline this year for a reduction of consumption in the local markets. The distressed local spinners are saying there is no demand for the item.

Spinners produced yarn from high-priced, imported cotton, but now the price of cotton is on the decline. Businesspeople said they can hardly adjust the market price of yarn to imported cotton prices.

As a result, local markets are burdened by stockpiles of unsold yarn, they said.

Furthermore, the import of cotton may decline this year although the price of the fibre is declining worldwide because of a reduction in consumption by China, the largest cotton consuming country.

With the recent fall in global cotton prices, demand for the cheaper yarn from China and India has soared in the market, while local spinners have used expensive cotton for their spinning needs.

Local spinners are also unable to take advantage of low cotton prices, as they are yet to dispose of their previous stocks of yarn.

“The import of cotton was meant to be higher, as prices were falling, but for some reasons, it is not happening,” said A Matin Chowdhury, managing director of Malek Spinning Mills Ltd, a major cotton importer.

He said primarily, some new mills were supposed go into operations this year, but for an unavailability of gas connections, they could not. As a result, cotton imports might not increase.

After two years of giving no new gas connections, the government is now planning to resume the connections to the industrial units soon.

Moreover, the current price of local yarn declined to $4.20 a kilogram, dropping from a rate of nearly $7 a kilogram a few months ago. Yarn is being stockpiled as the local spinners cannot sell the item at low prices, he said.

Banks are also losing interest in financing cotton imports, as the financial institutions do not want to take on more risks, he said. “Banks do not want to take risks by financing the import of cotton as the old stocks of yarn are yet to be finished.”

“Cotton imports were on the rise as the export of readymade garments is increasing. This upward trend of cotton imports might not continue if demand for local yarn does not rise,” he said.

Industry people predict cotton imports to increase to 5.5 million bales in the year that started July 1, when the country usually imports 5 million bales a year. Cotton was selling at $1.17-$1.13 per pound on the New York Futures trade yesterday.

The commodity traded between $1.44 and $1.48 per pound at the New York Futures in mid May. Cotton prices started declining globally on prospects of higher yield next year, and a reduction in consumption by China, the industry people said.

The price of cotton hit historic highs in March this year -- $2.19 per pound on March 7 and $2.04 on March 25.

But the market calmed down by the end of the month with forecasts of better output next year, as cotton producing countries like the US, China, India, Pakistan and the Commonwealth of Independent States increased acreage for cotton cultivation this year.

The initial world cotton projections for 2011-12 show a sharp increase in production to a record 124.7 million bales, with India, China, and Pakistan accounting for 70 percent of the total output, said a report by the United States Department of Agriculture.

World trade is projected at 40 million bales, mainly reflecting higher import demand by China, the report said, adding that world ending stocks are projected to rise to nearly 48 million bales, a 13 percent increase from the beginning level.

Cotton importers and millers are now in a panic as they are unable to sell the yarn, said a senior official of DBL Group, an importer.

The official said many importers have already booked cotton at higher prices with the international cotton dealers, but the price of the fibre is now declining.

They are now in a dilemma as they cannot breach agreements with the dealers and as a result, the spinners have to import high-cost cotton, the official said. Again, the high-cost cotton will be used to spin yarn to sell to customers at lower prices, he said.

“I have already slashed my factory's production volumes as yarn stockpiles are increasing for a low demand,” said Shafiqul Islam Sarker, a director of Purbani Group.

If the normal trend continued, the import of cotton would have increased by 10-15 percent, but it will not happen as demand for yarn is declining in the local market, Sarker said.

“It is my forecast that the import of cotton will decline by 10-15 percent this year,” he said.

Mohammad Ayub, president of Bangladesh Cotton Association (BCA), said Bangladesh needs to increase the stock of cotton as the country is totally dependent on imports.

The country could not take advantage of the price fall because of low demand for the local yarn, he said. Many spinners are running their factories in under-capacity, he said.

The industry people said the total investment of Tk 30,000 crore in the spinning, weaving, dyeing, printing and finishing sub-sectors will be at stake if the government does not take immediate steps to help the sector.

Bangladesh produces eight lakh tonnes of yarn a year from raw cotton imported mainly from the US, India, Uzbekistan, Pakistan and some African countries.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=193831
Title: Re: Business News
Post by: Md. Limon Hossain on July 12, 2011, 11:10:06 AM
Hey Ashiq: It’s a good idea to get all business news in a single place. The source could be newspaper or any thing. We should also analysis the news.
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 12, 2011, 07:29:03 PM
@Dear Limon
Thank you...Anyway, It may possible someday I would not give the post in this section bcoz of my busy schedule, I hope you will carry this time. Not only that if you get any outstanding post plz share with our forum members.

thank you again...
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 13, 2011, 07:12:28 AM
এডিপি বাস্তবায়নে ধীরগতির ২৫ কারণ

বুধবার | ১৩ জুলাই ২০১১

সময়মতো অর্থ ছাড় না করা, দাতাদের অনেক শর্ত আরোপসহ বিভিন্ন কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অধীনে গৃহীত কোনো প্রকল্পই মেয়াদের মধ্যে শেষ হচ্ছে না। প্রায় সব প্রকল্পই দ্বিগুণ এমনকি তিনগুণ পর্যন্ত বেশি সময় নিচ্ছে। এতে একদিকে যেমন প্রকল্পের ব্যয় বাড়ছে, তেমনি অতিরিক্ত সময়ক্ষেপণের ফলে প্রকল্পের উপযোগিতা হারাচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় এসব প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে এ বিলম্বের ২৫টি কারণ চিহ্নিত করেছে পরিকল্পনা কমিশন। এসব সমস্যা দূর করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে ১৪টি সুপারিশ করা হয়েছে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি খুব শিগগিরই পরিকল্পনামন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
কমিশন সূত্রে জানা যায়, প্রকল্প প্রণয়ন বিলম্বের ১০ কারণের মধ্যে রয়েছে প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা, অননুমোদিত অবস্থায় প্রকল্প চলমান থাকা, ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি করা, প্রকল্প প্রক্রিয়া সম্পৃক্ত বিভিন্ন দফতরের পরিকল্পনা কাঠামোর অভাব, দুর্বল মনিটরিং ব্যবস্থা। এছাড়াও রয়েছে প্রকল্প বাস্তবায়নে দক্ষ লোক ও প্রযুক্তিগত উন্নয়নের অভাব, লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সম্পৃক্ত না করা এবং ঋণের গুরুত্ব নির্বাচন যথাযথ না হওয়া, বাস্তবায়ন সমস্যা মোকাবেলায় প্রকল্প কর্তৃপক্ষের অক্ষমতা এবং প্রকল্প পরিচালক নিয়োগে বিলম্ব এবং প্রকল্প নির্বাচন ও প্রণয়ন প্রক্রিয়ায় প্রকল্প পরিচালক সম্পৃক্ত না থাকা।
প্রকল্প বাস্তবায়ন বিলম্বের ১৫টি কারণের মধ্যে রয়েছে, একনেক সভার সিদ্ধান্ত প্রাপ্তি ও প্রকল্প দলিল প্রস্তুতে সময়ক্ষেপণ, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনে কালক্ষেপণ, ক্রয় কার্যক্রমে অহেতুক বিলম্ব, দরপত্র প্রক্রিয়াকরণ, পরামর্শক-ঠিকাদার নিয়োগে বিলম্ব, ঋণের চুক্তিপত্র করতে বিলম্ব, সরকারের ও প্রকল্প সাহায্যের অর্থ সময় মতো ছাড় না হওয়া, সংশোধিত প্রকল্পের অর্থ দাবি পুনর্ভরণে বিলম্ব, প্রশাসনিক ও আর্থিক নীতি পদ্ধতি প্রয়োগে জটিলতা এবং প্রকল্প বাস্তবায়নকালে স্থানীয় লোকজনের অসহযোগিতা।
একই সঙ্গে প্রতিবেদনে প্রকল্পের বিলম্ব পরিহার করতে ১৪টি সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হচ্ছে_ জমি অধিগ্রহণ নিশ্চিত হওয়ার পর প্রকল্প অনুমোদন দেওয়া, প্রকল্প প্রস্তাবের সময়েই উপযুক্ত প্রকল্প পরিচালক নির্বাচন ও নিয়োগ দেওয়া, প্রকল্প প্রণয়নের সময় থেকেই পরিচালককে নিবিড়ভাবে সম্পৃক্ত রাখা, প্রকল্প সমাপ্তির আগ পর্যন্ত কোনো পরিচালককে পরিবর্তন না করা, উপযুক্ত বা আগ্রহী নয় এমন কাউকে পরিচালক হিসেবে নির্বাচিত না করা, যথাসম্ভব পূর্ণকালীন দায়িত্বে পরিচালক নিয়োগ দেওয়া, সমাপ্তির পর রাজস্ব বাজেটে স্থানান্তরিত হবে এমন প্রকল্পের জনবল আগে থেকেই স্থায়ী নিয়োগ দেওয়া। এছাড়া রয়েছে প্রকল্প পরিচালকের সহযোগী হিসেবে কাজ করতে বাজেটভুক্ত একটি দল গঠন করা। যারা পরিচালকের সাফল্য-ব্যর্থতার অংশীদার হবেন, প্রকল্প অনুমোদনের পর থেকে প্রকল্পের মেয়াদ গণনা করা, গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন শেষ হওয়ার পর অন্য প্রকল্প গ্রহণ করা, প্রকল্প দলিল অনুযায়ী বছরভিত্তিক নির্দেশিত বরাদ্দ ছক অনুযায়ী বরাদ্দ প্রদান করা, বেশি বরাদ্দ পাওয়া দশ মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া যেতে পারে এবং বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও সংস্থা পর্যায়ের পরিকল্পনা উইংগুলোকে শক্তিশালী করা যেতে পারে।

http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=172828&pub_no=751&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 13, 2011, 07:15:06 AM
পিই ১৫ ধরে এ মাসেই চূড়ান্ত হচ্ছে বুকবিল্ডিং পদ্ধতি
বুধবার | ১৩ জুলাই ২০১১

কম্পানির শেয়ারের মূল্য ও আয়ের অনুপাত (পি/ই) সর্বোচ্চ ১৫ ধরে এ মাসেই চূড়ান্ত হবে বুকবিল্ডিং পদ্ধতির সংশোধনী। এ সংশোধনের মাধ্যমেই প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) বুকবিল্ডিং পদ্ধতি সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তাব তৈরি করেছে।
এসইসির প্রস্তাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় নিয়ে শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে লেনদেন শুরুর আগে কোনো কম্পানির শেয়ারের মূল্য ও আয়ের অনুপাত (পি/ই) ১৫-এর বেশি হতে পারবে না। পাশাপাশি শেয়ারের নির্দেশক মূল্য কম্পানির শেয়ারপ্রতি এনএভির পাঁচ গুণের নিচে থাকতে হবে।
পুনর্গঠনের আগে প্রণীত খসড়াকে ভিত্তি করে নবগঠিত কমিশন এ প্রস্তাব তৈরি করেছে। সংশোধনীর খসড়া চূড়ান্ত করে বাজার সংশ্লিষ্টদের মতামত আহ্বান করবে এসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এসইসির খসড়া অনুযায়ী নির্দেশক মূল্য নির্ধারণের লক্ষ্যে রোড শোর আয়োজনের কমপক্ষে পাঁচ দিন আগে কম্পানির খসড়া বিবরণীর (প্রসপেক্টাস) ছাপানো কপি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে পাঠাতে হবে। তবে এতে কোনোভাবেই নির্দেশক মূল্যের কোনো প্রস্তাব করা যাবে না। কম্পানির আর্থিক বিবরণী পর্যালোচনার জন্য আইসিএবি, আইসিএমএবি, দুই স্টক এঙ্চেঞ্জের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের কথা বলা হয়েছে। তবে এতে কম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থাকতে পারবেন না।
কমিশনের প্রস্তাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর প্রস্তাব (বিডিং) প্রক্রিয়ার মধ্য বরাদ্দ শেয়ার বিক্রির নিষেধাজ্ঞা (লকইন) ১৫ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। দর প্রস্তাব প্রক্রিয়ার সময়সীমা তিন দিনের পরিবর্তে দুদিন করার কথা বলা হয়েছে। দর প্রস্তাবের মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারণের দুদিনের মধ্যে আইপিও বিবরণী (প্রসপেক্টাস) এসইসিতে জমা এবং ১৫ দিনের মধ্যে আবেদন গ্রহণ শুরুর বাধ্যবাধকতা আরোপ করা হবে। বর্তমানে দর প্রস্তাবের পর ২৫ দিনের মধ্যে আইপিওর টাকা জমা নিতে হয়। পুঁজিবাজারে বড় ধরনের বিপর্যয়ের প্রেক্ষাপটে গত ২২ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত রাখার প্রস্তাব করা হয়। এর ভিত্তিতে এসইসি বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত রাখার ঘোষণা দেয়। পরে বুকবিল্ডিং পদ্ধতি সংস্কারের লক্ষ্যে পাবলিক ইস্যু বিধিমালা, ২০০৬-এর প্রস্তাবিত সংশোধনের উদ্যোগ নেয় এসইসি। দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষার পর পুঁজিবাজারে নতুন কম্পানির তালিকাভুক্তির জন্য শেয়ারের প্রাথমিক মূল্য নির্ধারণের লক্ষ্যে বুকবিল্ডিং পদ্ধতি প্রবর্তন করা হয়। প্রচলিত পদ্ধতির নির্ধারিত মূল্যের (ফিঙ্ড প্রাইস) পাশাপাশি বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নির্ধারণের লক্ষ্যে ২০০৬ সালের সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়। ২০০৯ সালের ৯ মার্চ বিধিমালা জারি করে এসইসি। বুকবিল্ডিং পদ্ধতি চালুর হলেও প্রয়োজনীয় প্রযুক্তি না থাকায় এটি প্রয়োগ করতে সময় লেগেছে এক বছর। ২০১০ সালের মার্চে এই পদ্ধতির প্রয়োগ শুরু হয়।


http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Tax&pub_no=580&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=3
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 13, 2011, 07:25:52 AM
Credit may cool, inflation unlikely
Wednesday, July 13, 2011

(http://www.thedailystar.net/photo/2011/07/13/2011-07-13__buis03.jpg)

In a bid to contain the inflationary pressure, the Bangladesh Bank has gradually tightened the monetary stance. The basic idea is to curb the excessive credit growth so that money supply could be brought down within the limit set in the half-yearly monetary policy statement.

The BB has actually moved more aggressively during the second half of the just concluded fiscal year (FY11). Over the year, the central bank has increased reserve requirements once and policy rates for four times.

The International Monetary Fund (IMF) and some economists of the country are not happy with these measures as they found these inappropriate. To maintain macroeconomic stability, more tightening is a must, they said. That means, further rate hike.

As the time for semi-annual monetary policy announcement is very close, pressure on the central bank to hike rate continued. In this regard, a strong argument is references of India and China. The central banks of these countries have aggressively been tightening money supply to contain inflation. Reserve Bank of India (RBI) has increased policy rates for the 10th time within a year and a quarter. Bank of China also did it five times.

Before aligning the local trend with that in India, one should, however, closely look at the inflationary movement in that country. On average, Indian inflation rate was roughly 9 percent up to May reflecting limited impact of monetary tightening. Even, the RBI governor in May publicly admitted that their 'calibrated policy steps failed to tame inflation.' He, however, added that lag-effect would be there and so inflation would come down. In a similar vain, a deputy governor of the RBI in June said they have 'no magic wand to tame inflation.'

Indian analysts argued that the impact of rate hike is not uniform. At the beginning, when inflation was very high, it came down because of high base effect. Inflation rate was 14.86 percent in April last year and came down to 11.25 percent in July. Between August, 2010 and April, 2011, inflation rate hovered between 9.9 percent and 8.8 percent. But during the period, repo and reverse repo rates have increased 200 and 150 basis points respectively. Thus, after July, 2010, the inflation rate in India is actually fluctuating irrespective of the changes (hikes) in rates. So, drawing the example of RBI's aggressive rate hike move can be a good example of a central bank's continuous fight against inflation. But, it cannot justify the compulsion of monetary tightening in Bangladesh to contain inflation.

In fact, during the last fiscal year, the BB has hiked repo and reverse repo rates by 225 basis points each. These four rounds of rate hike by the BB are similar to 10 rounds of hike of repo rate by the RBI in 15 months. At the same time, the RBI, however, increased reverse repo rate by 275 basis points.

By using repo, banks borrow funds from the central bank. On the other hand, central bank mops up liquidity from the banks through reverse repo rate. By increasing repo rate, the central bank makes the loanable fund costlier, while higher rate of reverse repo indicates lucrative rate of interest for the banks to park funds with the central bank.

It is true that credit inflow registered huge growth during the just concluded fiscal year. Against the central bank's annual target of 17.9 percent growth of domestic credit, the actual growth stood at 28.3 percent at the end of May, 2011. Both the government and private sector borrowing from the banking system registered 32.8 percent and 27.5 percent rise at the end of May this year. The targets of these two aggregates were 25.3 percent and 16 percent respectively.

Moreover, money supply (M2) recorded 22 percent growth in May against the target of 15.2 percent. These are really a concern for the monetary authority. But, this does not mean that high money supply is the only reason for current upward trend in inflation in Bangladesh. Such monetarist proposition is no more convincing, although money supply is definitely an important driver of inflation. June figure is not yet available.

In fact, a policy note, prepared by the policy analysis unit of the BB a few years back, categorically mentioned that 'the relationship between the growth rate of M2 and inflation is relatively weak in Bangladesh.' It also said that 'although Bangladesh Bank is able to influence the monetary aggregates using the policy tools, the tools are losing effectiveness in controlling inflation in view of the increasingly complex nature of price dynamics in the country.'

Again, the current inflation is mostly driven by food inflation as reflected in the CPI (Consumer Price Index). In May, point-to-point inflation stood at 10.20 percent, while food inflation stood at 13.16 percent. Food inflation reached a double-digit level in December and continued to rise. On the other hand, non-food inflation rate was kept below 5 percent during the period under review. One can, however, question the accuracy of inflation calculation as non-food expenditures like transport fare have also gone up significantly for the last couple of months.

Despite such limitation, policymakers have to rely on the existing CPI data. Now, move to tighten money supply is virtually a move to dampen demand as monetary policy is recognised as demand management policy. As inflation is mainly driven by food prices, does tightening monetary stance means that peoples' demand for food has increased significantly? Does the higher inflow of credit push the peoples' demand for food?

One can, however, also question the programmed or target level of different monetary aggregates like government borrowing and private credit. Does the central bank justify its low level of targets with real world scenario?

The BB designed the monetary programmes to accommodate growth and inflation rate as well as estimated income velocity of money. In the last fiscal year, 6.7 percent real GDP growth and 7.5 percent annual inflation rate were in the mind to set the credit growth limits.

A big problem, however, is that monetary authority is overridden by the fiscal policy. To finance budget deficit, the government has heavily borrowed from the banking system at the end of the fiscal year. Worrisome part is that a good portion of the government credit was directly borrowed from the central bank. That is, the BB has to print notes. This is highly inflationary and goes against the central bank's tight monetary stance.

Against the backdrop, it is clear that monetary tightening is unlikely to contain inflationary pressure in near future. Even there is some lag-effect, and supply side constraints could not be addressed by monetary policy. Rather, there may be some success in restraining credit growth. Some signs of restraint are already there. It is now to see, how monetary authority sets stance for the first half of the new fiscal year keeping all these scenarios in mind.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=193960
Title: Re: Business News
Post by: goodboy on July 13, 2011, 10:07:27 PM
It's a great opportunity for us to have the latest business news for the first time in the forum atmosphere, which I think the most noble step for the students, Faculties.........& many more.!

We all should have the visit of this section as we are business students, and as it is the primary requirement for us to have updated with the current business world, we must try to contribute.

I'll try my best to share my findings in this post!!!
Thank you,,,ASHIQ BHAI!!
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 14, 2011, 07:38:17 AM
দুই অঙ্কের ঘরেই থাকছে মূল্যস্ফীতি

(http://www.kalerkantho.com/admin/news_images/581/thumbnails/image_581_171400.jpg)

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১১

অর্থবছর শুরু হয়েছিল এক অঙ্কের মূল্যস্ফীতি নিয়ে। শেষ হলো দুই অঙ্কের ঘর দিয়ে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অর্থাৎ আগের বছরের জুন মাসের তুলনায় গত জুন মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ১০.১৭ শতাংশ। মূলত খাদ্যের উচ্চমূল্যর কারণেই গ্রামে ও শহরে মূল্যস্ফীতি বাড়ছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে। তবে পরিবহনসহ খাদ্যবহির্ভূত অনেক ব্যয়ও বেড়েছে। মে মাসের (১০ দশমিক ২০) তুলনায় জুনের মূল্যস্ফীতি সামান্য কম হলেও সহসা যে খুব বেশি কমবে_এমন সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। সে জন্য প্রান্তিক মানুষদের সুরক্ষা কর্মসূচি জোরদার করার পরামর্শ তাঁদের।
গত জুলাই মাসে যখন ২০১০-১১ অর্থবছর শুরু হলো, মূল্যস্ফীতির সাধারণ সূচক ছিল ২২৯-এর ঘরে। বছরের শেষ মাস অর্থাৎ গত জুনে সাধারণ সূচক দাঁড়াল ২৪৯-এ। গত জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭.২৬ শতাংশ। অক্টোবরে কিছুটা কমেছিল। পরের মাস থেকে বাড়তে বাড়তে মার্চ মাসে দুই অঙ্কের ঘরে পেঁৗছে গেল পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি। সেখান থেকে আর নামার নাম নেই।
বার্ষিক গড় হিসাবেও গত তিন বছরে মূল্যস্ফীতি বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৬.৬৬ শতাংশ, ২০০৯-১০ সালে ৭.৩১ আর সদ্যসমাপ্ত অর্থবছরে মূল্যস্ফীতির গড় দাঁড়িয়েছে ৮.৮০-এ।
এবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূল্যস্ফীতিকে অর্থনীতির প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এটি নিয়ন্ত্রণে রাখতে সংকোচনমূলক মুদ্রানীতিসহ নানা উদ্যোগ আয়োজনের কথা বলেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অনেক কঠিন। ভারত ও চীনও মূল্যস্ফীতি নিয়ে হিমশিম খাচ্ছে। বিশ্ববাজারে পণ্যের যখন উচ্চমূল্য থাকে, তখন মুদ্রা ও রাজস্ব নীতি দিয়ে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের মূল্যস্ফীতি কম রাখা সম্ভব নয় বলেই তাঁদের বিশ্বাস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যানুযায়ী, খাদ্যমূল্যর ঊর্ধ্বগতির পাশাপাশি যানবাহন ও যোগাযোগসহ খাদ্যবহির্ভূত কিছু খাতেও ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। শহর থেকে গ্রামে মূল্যস্ফীতির প্রকোপ বেশি। জাতীয় পর্যায়ে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ১২.৫১ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার এখন ১৩.৫৩, আর শহরে ১০.২ শতাংশ। মে মাসে খাদ্যের মূল্যস্ফীতি ছিল ১৩.১৬ শতাংশ। মাসিক ভিত্তিতে মে মাসের তুলনায় জুন মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেশি ছিল।
গ্রামাঞ্চলে মাসিক ভিত্তিতে মে মাসের চেয়ে জুনে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির হার ১.০৪ শতাংশ। এর মধ্যে খাদ্যে ১.০৬ এবং খাদ্য বহির্ভূত খাতে ০.৯৯ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছে। শহরাঞ্চলে মে মাসের তুলনায় জুনে মূল্যস্ফীতি হয়েছে ১.২৬ শতাংশ হারে। খাদ্যে ১.৩৬ এবং খাদ্যবহির্ভূত খাতে ১.১২ শতাংশ। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীও বলেছেন, মূল্যস্ফীতিতে গ্রামীণ ও দরিদ্র জনগণের ওপর চাপ বেশি পড়ে।
এদিকে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কিছুটা কম হলেও মাসিক ভিত্তিতে এই হার বেড়েছে। মে মাসের তুলনায় জুনে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়েছে ১.১০ শতাংশ। খাদ্য খাতে ১.১৫ শতাংশ আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ১.০৩ শতাংশ। জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণের পর দুই মাস ধরে যানবাহন ও যোগাযোগ খাতের মূল্যস্ফীতি মে মাস থেকে জুনে বেড়েছে ২.৬৭ শতাংশ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তা নিয়ন্ত্রণে সরকার খুব বেশি কিছু করতে পারবে বলে মনে করছেন না তাঁরা। তাঁরা বলেছেন, খাদ্যের উৎপাদন বাড়লেও মূল্যস্ফীতি কমবে না, যদি সরবরাহ ব্যবস্থার উন্নতি না ঘটে। এ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারকে সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম।
কালের কণ্ঠকে গতকাল তিনি বলেন, বোরো ফসলের পরও খাদ্য মূল্যস্ফীতি খুব সামান্যই কমেছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বাড়ায় সরকার ইচ্ছে করলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। কেবল আমাদের সরকার কেন, কোনো সরকারই নিজের একক প্রচেষ্টায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না।
মির্জ্জা আজিজ বলেন, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতি বেশি। মূল্যস্ফীতিতে সব সময় দরিদ্ররাই বেশি ভোগে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি দরিদ্রদের জন্য প্রকল্প হাতে নিতে হবে, নিম্ন আয়ের মানুষের দিকে বিশেষ নজর দিতে হবে।


http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Antivirus&pub_no=581&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=1
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 14, 2011, 07:41:49 AM
কম্পানি আইনের অর্ধেকই সংশোধন হচ্ছে
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১১

শেয়ারবাজারে ধসের পর কম্পানি আইনে শেয়ার পুনরায় ক্রয়ের ধারা যোগ করার কথা ছিল। সে জন্য চার দফায় বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কেবল শেয়ার পুনরায় ক্রয়ের ধারা সংযুক্ত নয়; পুরো কম্পানি আইনকেই যুগোপযোগী করার প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা বিদ্যমান কম্পানি আইন ১৯৯৪-এর ৪০৪টি ধারার মধ্যে দুই শতাধিক ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কাজ শেষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে গতকাল। এ আইনসহ ডাইরেক্ট সেল আইন-২০১১, বাণিজ্য সংগঠন আইন-২০১১ ও সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট-২০১১ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে পাস করার জন্য উপস্থাপন করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। কম্পানি আইন সংশোধনের জন্য বাণিজ্যসচিবের নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা ছাড়াও এফবিসিসিআই, ডিসিসিআই ও মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধিও রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কম্পানি আইনের সংশোধনী চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
বিদ্যমান কম্পানি আইন-১৯৯৪ মূলত ব্রিটিশ আমলে প্রণীত আইনেরই সংশোধিত রূপ। ভারতের কম্পানি আইনের উৎসও একই। পাকিস্তান ও বাংলাদেশে অবশ্য কয়েক দফায় মূল আইনটি সংশোধন করা হয়েছে। ভারতে কম্পানি আইনে শেয়ার পুনরায় ক্রয়সহ যুগোপযোগী বিভিন্ন ধারা সংযোজন করা হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় বিভিন্ন সময় কম্পানি আইন-১৯৯৪ কে যুগোপযোগী করার দাবি জানিয়ে আসছে। তবে শেয়ারবাজারে ধস নামার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে শেয়ার পুনরায় ক্রয়ের বিধান করার অনুরোধ করেন। তাঁদের ওই দাবির প্রতি সমর্থন জানান অর্থমন্ত্রী। পরে কম্পানি আইনে শেয়ার পুনরায় ক্রয়ের ধারা যোগ করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়। তার পর থেকেই কম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কম্পানি আইন পর্যালোচনা ও সংশোধন করতে ২০১০ সালের ডিসেম্বর থেকে গত মে পর্যন্ত চার দফা বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম দুই বৈঠকে কম্পানি আইন-১৯৯৪ পর্যালোচনা করা হয়েছে। আর পরের বৈঠকগুলোয় আইনটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত নেওয়া হয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক পরিদপ্তর, আইসিএসবি, আইসিএবি, আইসিএমএবি, এসইসি ও চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের মতামত পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব সংস্থা ও প্রতিষ্ঠান বিদ্যমান আইনের ৪০৪টি ধারার মধ্যে দুই শতাধিক ধারা সংশোধন করার কথা বলেছে। তবে এখনো এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডিএসই ও সিপিডির প্রস্তাব চেয়েও পায়নি বাণিজ্য মন্ত্রণালয়।
এদিকে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেন্ট ফান্ড (বিআইসিএফ) নতুন কম্পানি আইনের খসড়া প্রণয়নের জন্য সার্বিক দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় বিশ্বব্যাংকের ওই প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়নি বলে জানান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এদিকে মাল্টিলেবেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা নিয়ন্ত্রণে ডাইরেক্ট সেল আইন ২০১১-এর খসড়া এখন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনমতের জন্য প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত মতামত নেওয়া হবে। এ ছাড়া আগামী ১ আগস্ট ট্যারিফ কমিশন এমএলএম ব্যবসাসংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করবে। ওই সেমিনারের সুপারিশ আমলে নেবে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া এমএলএম ব্যবসায়ীদের সঙ্গেও একটি সভা করতে পারে মন্ত্রণালয়। তার পরই খসড়াটি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র, মন্ত্রিপরিষদের অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে।
এ ছাড়া কো-অপারেটিভ সোসাইটিসহ বিভিন্ন সংগঠন পরিচালনায় স্বচ্ছতা আনতে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের খসড়া চূড়ান্ত অবস্থায় রয়েছে। ইতিমধ্যে এ খসড়ার ওপর জনমতও নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই তা মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে। আর বাণিজ্য সংগঠন আইন ২০১১-এর খসড়া প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। চলতি মাসের মধ্যেই আইনের খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে বলে জানান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।


http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Antivirus&pub_no=581&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=4
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 14, 2011, 07:54:34 AM
Few gas connections amid a long queue
Thursday July 14 2011

The government has just started giving gas connections to new industries that were waiting for the last two years. This is otherwise considered a positive development against the backdrop of the country's slow pace of industrialisation.

A report published in a national daily this week suggested that the authorities were now giving gas connections to a limited number of new industries based in and around Dhaka city. This is being done following a decision taken last month at a meeting of a government committee headed by the prime minister's adviser on energy and power.

Only 40 such industries out of hundreds of applications filed two years back and beyond, will get the much-sought-after connections initially. Ban on providing connections to new industries became effective in 2009 following severe gas supply constraint.

It is now evident that hundreds of entrepreneurs had deposited money with the treasury a couple of years back for getting connections according to Titas' advice. But the government imposed restrictions on providing gas connections to industrial units as well as households soon after that. Since then they were waiting for the connections.

There are allegations of nepotism and favouritism about Titas in giving gas connections. According to the report, a number of entrepreneurs have been failing to get gas connections although their names were on the list of 40 approved ones.

By-passing them, Titas is reportedly giving connections to late comers through underhand deals. Most of the entrepreneurs have put millions of dollars in investment for the industries.

However, Titas said the industries that applied for gas connections in 2008 and installed pipelines have been included in the latest list. Some entrepreneurs have reportedly filed writ petitions against Titas for breach of commitment. They had made payments to Titas in 2009 for gas connections. If Titas accepts money, it is obligated to give connections, they contended.

While the gas supply crunch still lingers, thousands of new connection seekers have illegally obtained it bypassing the government restriction on the same since long. The situation reached such an extent that the housewives in the metropolis are struggling to cook daily meals, CNG fuelling stations are failing to supply adequate gas, and all types of industries are starving for gas supply.

Besides, low gas pressure is affecting electricity generation in power plants across the country. According to reports, such a scenario is visible in most of the places in Bangladesh. As a consequence, life-span of the gas-based power plants is also shrinking and their equipment are being damaged. Although the plants are set to generate electricity in their full capacity, the low gas pressure is holding back their operations.

Delay in implementation of the 30-inch diameter and Monohardi-Jamuna gas pipeline is also causing low gas pressure problem in Savar and its adjoining areas. The pipeline project work has long been stalled.

Gas supply crunch, along with low pressure, has been affecting the pace of industrial growth in the country. It has also led to the closure of several power plants and industries. Over the past decade, there have been no major efforts to explore and exploit the country's gas resource, in spite of the fact that the country's economy is predominantly gas-based. On the other hand, exploiting very low tariff of natural gas, there had been mushroom growth of medium and large gas and energy consuming industries in and around Dhaka and Chittagong cities. This unbalanced growth of gas demand over-stripped supply and overwhelmed the security of supply in the gas grid.

Bangladesh would not have faced any gas crisis now if successive governments paid proper attention to capacity building and modernising the companies under Petrobangla instead of becoming over-dependent on foreign oil companies to produce gas. International oil companies (IOCs) with fewer gas reserves are producing much higher volume of gas because they have installed bigger production wells. They have done so because they have detailed information about their gas fields. In contrast, the wells of the big national companies are old and much narrower. They never modernised their gas fields to increase production capacity, neither did they try to gather detailed information about the gas fields' health.

Present inadequate gas production is the result of unplanned development of gas resource over the years. Then again the market expanded injudiciously without considering production and transmission constraints. Successive governments failed to carry out regular on-stream pigging of major transmission pipelines causing impediment to capacity utilisation of transmission system. State-run gas companies moved to transport higher than designed capacity through saturated transmission system causing significant pressure drop over the entire gas system. Irrational gas connections were given without assessing supply capacity and finally, the government failed to set up gas pipeline compressors in time.

Energy experts believe Bangladesh's ongoing gas crisis can partly be solved by increasing production from its existing gas fields. But for that matter, the country needs to quickly install adequate pipelines. There is no denying that the gas crisis has been created due to insufficient investment in the past. In dealing with the crisis over the next few years, the country should make the most of the reserves of the known fields, and get more through the pressure-constrained infrastructure by installing compressors.

The situation thus demands that the government takes up short- and medium-term measures to boost gas production and its exploration. Extensive drive should be carried out to disconnect unauthorised gas connections. Adequate setting up of pipeline compressors is expected to ease the problem to some extent.


http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=142791&date=2011-07-14
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 14, 2011, 08:00:12 AM
সিএনজি স্টেশন রমজানে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে
বৃহস্পতিবার | ১৪ জুলাই ২০১১

আসছে রমজানে আবারও দৈনিক ছয় ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধিসহ আবাসিক সংযোগে গ্যাসের চাপ বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর করার আগে মন্ত্রণালয় সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে আলোচনা করবে। বর্তমানে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি
স্টেশন বন্ধ থাকে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে রোজায় সিএনজি স্টেশন বন্ধের সময় দু'ঘণ্টা বেড়ে দুপুর ৩টায় বন্ধ হয়ে খুলবে রাত ৯টায়। এদিকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য সিএনজি স্টেশন প্রতিদিন দু'ঘণ্টা বেশি বন্ধ রাখা হলেও ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকবে।
এ ঘাটতি মোকাবেলায় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বন্ধ রাখা হলে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। তা দিয়েই ঘাটতি মিটিয়ে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে বিদ্যুৎ বিভাগ আশা করছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর, পিডিবি চেয়ারম্যান এএসএম আলমগীর কবীরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান সমকালকে জানান, গত বছরের মতো এবারও রোজায় ছয় ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে আলোচনা হবে। প্রথম রোজা থেকে ২৭ রোজা পর্যন্ত নতুন সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরদিন অর্থাৎ ২৮ রোজা থেকে যথারীতি চার ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এর ফলে আবাসিক সংযোগে গ্যাসের চাপ বাড়লে গৃহিণীদের ইফতারি তৈরিতে সমস্যা হবে না। এছাড়া সাশ্রয়ী গ্যাস পেলে বিদ্যুৎকেন্দ্রগুলোতেও উৎপাদন বাড়বে।


http://www.samakal.com.bd/details.php?news=13&action=main&option=single&news_id=173184&pub_no=752
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 15, 2011, 09:39:36 AM
অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ফি দেওয়া যাবে

ঢাকা, শুক্রবার, ১৫ জুলাই ২০১১

বিদ্যমান বৈদেশিক লেনদেন ব্যবস্থায় বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন ফি, নিবন্ধন ফি, ভর্তি ফি, TOEFL, SAT প্রভৃতি পরীক্ষার ফি এবং বিদেশি পেশাজীবী সংস্থার সদস্য ফি প্রেরণের জন্য অনুমতি রয়েছে ডিলার ব্যাংকের। ব্যাংক কর্তৃক প্রচলিত পদ্ধতিতে (TT/MT/Draft) এসব ফি বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে প্রেরণ করা হয়। এসব ফি প্রেরণের ক্ষেত্রে পরিশোধ পদ্ধতি অধিকতর সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গতকাল একটি এফই সার্কুলার জারি করেছে ।
জারীকৃত সার্কুলারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে এসব ফি ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করা যাবে। এ ছাড়া কার্ডধারী নয়_এমন আবেদনকারীর পক্ষে ভার্চুয়াল কার্ড ব্যবহার করে মনোনীত ব্যাংক শাখা ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট ফি প্রেরণ করা যাবে।


http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Mobile&pub_no=582&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=7
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 15, 2011, 09:47:43 AM
বাণিজ্য ঘাটতি ৭শ' কোটি ডলার ছাড়িয়েছে

শুক্রবার | ১৫ জুলাই ২০১১

(http://www.samakal.com.bd/admin/news_images/753/image_753_173457.gif)

রফতানি খাত বেশ চাঙ্গা থাকলেও ব্যাপক আমদানি ব্যয় এবং রেমিট্যান্সে ধীরগতির কারণে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি খুব বেশি মাত্রায় বেড়ে গেছে। বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গেল অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংক গতকাল এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১০-১১ অর্থবছরের জুলাই-মে সময়ে আমদানি ব্যয় হয়েছে ২ হাজার ৭৭১ কোটি ডলার। এ সময়ে রফতানি আয় ২ হাজার ৬১ কোটি ডলার। আমদানি ও রফতানি পার্থক্য অর্থাৎ বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭১০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৪৮৭ কোটি ডলার। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার ফলে লেনদেনের ভারসাম্যে চাপ বেড়েছে। আলোচ্য সময়ে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত রয়েছে মাত্র ৬১ কোটি ডলার। ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ২৯৭ কোটি ডলার। অন্যদিকে সামগ্রিক ভারসাম্যে ৭৫ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে সামগ্রিক ভারসাম্যে ২৬৬ কোটি ডলার উদ্বৃত্ত ছিল।
বাংলাদেশ ব্যাংক লেনদেনের ভারসাম্যের যে প্রতিবেদন তৈরি করে থাকে সেখানে রফতানি আয়কে এফওবি (জাহাজে পণ্য ওঠানোর আগে পরিবহন এবং জাহাজীকরণ ব্যয় বাদ) হিসেবে সমন্বয় করে অন্তর্ভুক্ত করা হয়। ফলে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানের চেয়ে এখানে রফতানি আয়ের পরিসংখ্যান কিছুটা কম হয়। অন্যদিকে সিঅ্যান্ডএফ (জাহাজ ভাড়া ও অন্যান্য ব্যয়) ভিত্তিতে আমদানি ব্যয়ের যে পরিসংখ্যান পাওয়া যায়, তা থেকে বীমা ও জাহাজীকরণের ব্যয় বাবদ গড়ে ১০ শতাংশ কমিয়ে এফওবি ভিত্তিতে আমদানি ব্যয় লেনদেনের ভারসাম্য পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়।
লেনদেনের ভারসাম্যের এ পরিস্থিতি সম্পর্কে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, রফতানিতে বেশ বড় অংকের প্রবৃদ্ধি থাকলেও বিশ্ববাজারে পণ্যমূল্য বৃদ্ধির প্রভাবে আমদানি ব্যয়ও অনেক বেড়েছে। আমাদের রফতানি আয়ের বড় অংশই চলে যায় রফতানি পণ্যের কাঁচামাল আমদানিতে। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্সে তেমন গতি না থাকায় চলতি হিসাবের ভারসাম্য বেশ চাপের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারের পণ্যমূল্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায়, আগামীতে এ চাপ থাকবে। এ পরিস্থিতি সামাল দিতে একদিকে রফতানি পণ্য ও রফতানি বাজার বহুমুখী করতে হবে, অন্যদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বাণিজ্যের পাশাপাশি সেবা খাতেও ঘাটতি বেড়ে গেছে। গত অর্থবছরের প্রথম ১১ মাসে সেবা খাতে বাণিজ্য ঘাটতি হয়েছে ২২৩ কোটি ডলার যা তার আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫৮ কোটি ডলার। চলতি স্থানান্তর হিসাবে ১ হাজার ১১৪ কোটি ডলারের উদ্বৃত্ত রয়েছে। এর মধ্যে অন্তর্মুখী রেমিট্যান্সের পরিমাণ ১ হাজার ৬১ কোটি ডলার। গত অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্স আয়ে প্রবৃদ্ধি মাত্র ৫ শতাংশ। অন্যদিকে আলোচ্য সময়ে আর্থিক হিসাবে ঘাটতি হয়েছে ১১০ কোটি ডলার যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৯ কোটি ডলার।
কমেছে বিদেশি বিনিয়োগ : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৭২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে নিট এফডিআই ছিল ৮২ কোটি ডলার। অন্যদিকে এ সময়ে পুঁজিবাজার থেকে পোর্টফোলিও বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে ২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে পোর্টফোলিও বিনিয়োগ প্রত্যাহারের পরিমাণ ছিল ৮ কোটি ৫০ লাখ ডলার।
রিজার্ভের ওপর চাপ বেড়েছে : বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া এবং সর্বোপরি লেনদেনের ভারসাম্যে নেতিবাচক পরিস্থিতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বেড়েছে। গত মে মাস শেষে আগের বছরের একই সময়ের তুলনায় রিজার্ভের পরিমাণ কিছুটা বাড়লেও আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা বিবেচনায় পরিস্থিতির অবনতি হয়েছে। এ বছরের মে মাস শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ১ হাজার ৪৩ কোটি ডলার যা ৩ দশমিক ৬ মাসের আমদানি ব্যয়ের সমান। গত বছরের একই সময়ে ৪ দশমিক ৯ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ছিল।


http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=173457&pub_no=753&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 15, 2011, 09:49:43 AM
স্বর্ণের দামে রেকর্ড
শুক্রবার | ১৫ জুলাই ২০১১

সর্বকালের সর্বোচ্চ দরের রেকর্ড স্পর্শ করেছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি এক হাজার ৫৮৯ দশমিক ৫৬ ডলার। হঠাৎ স্বর্ণের এ দর বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দর পতনকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র 'ঋণখেলাপি' হচ্ছে চারদিকে_ এ আশঙ্কার মুখে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণী সংস্থা মুডিস দেশটিকে রেটিং থেকে বাদ দিতে পারে বলে জানিয়ে দেওয়ার পরই বিশ্ববাজারে ডলারের দর পড়ে যায়। চার মাসের মধ্যে সর্বনিম্ন দরে ডলার কেনাবেচা হয়েছে গতকাল। খেলাপির দুর্নাম এড়াতে যুক্তরাষ্ট্রকে আগামী ২ আগস্টের মধ্যে ঋণসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে হবে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিক নেতাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব-বিসম্বাদ এখন চরমে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বারনানকি জানান, ঋণখেলাপি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সংকট তৈরি করবে। এটি যুক্তরাষ্ট্রে গোটা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঝাঁকুনি দেবে। প্রেসিডেন্ট বারাক ওবামা ঋণসীমা বাড়ানো প্রসঙ্গে রিপাবলিকান শীর্ষ নেতাদের বলেছেন 'যথেষ্ট'। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করতে পরবর্তী দফা প্রণোদনা প্যাকেজও অনিশ্চিত হয়ে পড়েছে। ঋণ প্রসঙ্গে চীন বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে আয়ারল্যান্ড, গ্রিসের পর এবার ইতালিও অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ফলে ইউরো ব্যবহারকারী ১৭ জাতির একক মুদ্রাও এখন সংকটে। ইউরোর দরও গত চার মাসে সর্বনিম্ন হারে লেনদেন হয়েছে। এসব কারণে বিনিয়োগকারীরা ডলার কিংবা ইউরো কোনো মুদ্রার প্রতিই আর আস্থা রাখতে পারছেন না। বরং মুদ্রার দরপতনের কারণে অন্যান্য মুদ্রার মানে স্ব্বর্ণ সহজ লভ্য হয়ে উঠেছে। গতকাল জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর কমতে কমতে এক পর্যায়ে ডলারপ্রতি ৭৮ দশমিক ৪৫-এ নেমে যায়। এর আগে গত মার্চে সর্বনিম্ন দর ছিল ৭৯ দশমিক ৬১ ইয়েন। একই সঙ্গে ইউরোর পাউন্ডসহ বিশ্বের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দাম কমেছে গতকাল। তারা আবারও স্বর্ণের দিকে ঝুঁকছে। এসব কারণেই স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। গত প্রায় তিন বছর ধরে বিশ্ব মন্দার প্রভাবে প্রায়ই ডলার ও ইউরোর দর পতনের শিকার হলে দফায় দফায় স্বর্ণের দাম বেড়েছে।

http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=173459&pub_no=753&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 15, 2011, 09:56:21 AM
Golden fibre holds hopes for revival
Demand for raw jute, jute goods goes up in last two years

Friday, July 15, 2011

(http://www.thedailystar.net/photo/2011/07/15/2011-07-15__front02.jpg)

The once flourishing jute industry is showing signs of a turnaround with production and export of jute and jute goods going up over the last two years.

Official sources and industry insiders attribute this to increased price of raw jute and demand for jute goods both at home and abroad.

Jute growers and producers of jute goods are now making renewed efforts to take advantage of the rising demand for their produce, and prices of those.

Against this backdrop, the land brought under jute cultivation rose 20 percent to 13.80 lakh acres in the current season from 11.50 lakh acres in the previous season, according to provisional estimates of the Department of Jute (DoJ).

The DoJ expects jute output this season will rise to 66 lakh bales from 59 lakh (1 bale equivalent to 180 kg), said a senior DoJ official, who sought anonymity.

The jute industry is now comprised of 20 public sector mills owned by Bangladesh Jute Mills Corporation (BJMC) and 149 private mills.

The BJMC has reopened four of its closed mills after the present government took the burden of its loans and provided funds to buy raw jute. This raised the number of mills under it to 20.

Production of these mills increased over the last two fiscal years. And some private mills also increased their production capacity with fresh investment to tap the buoyant market of the green products.

The industry, which employs 150,000 workers, posted a 50 percent growth in export earning in fiscal 2009-10, compared to the previous year, as prices rose sharply with China emerging as a key importer.

In the first 11 months of fiscal 2010-11, export earning from the industry surged 42 percent to $1,030 million from $725 million a year ago, shows the data from Export Promotion Bureau.

The buoyancy in export and prospect of increased use of jute products for packaging commodities--food grains, cement, fertiliser and sugar--have attracted over a dozen large and small new investors in the last two years. They include Partex Holdings, battery maker Panna Group and Aftab Group.

The demand in the domestic market will grow more if the government strictly enforces the new packaging act, which makes it mandatory to use jute goods in packaging, industry people say.

On the international front, industry stakeholders expect the demand for jute goods will rise further. Many advanced economies have started discouraging the use of polythene-based shopping bags fearing environmental degradation, they say.

''It appears that a vibrant mood and enthusiasm now prevail in the industry,'' said a top BJMC official.

Industry insiders say the prospect of increased use of jute locally following the packaging act might give Bangladesh--the biggest exporter of jute--an edge in bargaining with foreign buyers for higher prices.

But they point out that charging higher prices continuously might lead to a dip in the demand for jute and a rise in the use of its substitute polythene.

''We have to remember that jute has to sustain by competing with its substitutes like polythene,'' said Dr Khondaker Golam Moazzem, senior research fellow of the Centre for Policy Dialogue (CPD).

''For long-term sustainability of the sector, the core issue lies in the reduction of production cost and improvement in productivity so that jute can compete with its substitutes.

''Expansion of the domestic market is also important for long-term sustainability of the sector,'' said Moazzem, citing the biggest jute producer--India--which consumes bulk of its production domestically.

He also suggested diversification of the export market.

Signs of a revival of jute industry are there; but there are a lot of challenges as well, said Moazzem.

Entrepreneurs will have to monitor the market constantly and sustain in the competition with the substitutes for jute, he said.

Moazzem suggested jute mills should go for an upgrade of technology and skills to enhance productivity and reduce production cost for sustainability of the industry in the long run.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=194326
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 18, 2011, 07:57:12 AM
এক পয়সা হারে নেওয়া এসএমই ঋণ ১০ শতাংশ সুদে খাটাতে চায় সরকার

ঢাকা, রবিবার, ১৭ জুলাই ২০১১
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশে সরকার সহজ শর্তে অর্থায়নের কথা বললেও বাস্তবে হচ্ছে তার উল্টো। জাপান সরকারের কাছ থেকে নামমাত্র সুদে ৪০৬ কোটি টাকা ঋণ এনে হাজার গুণ বেশি সুদে তা এসএমই খাতে খাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ে সরকারের ভেতরেই রয়েছে নানা সমালোচনা। সরকারেরই এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বিষয়টি পর্যালোচনা করতে গত ৩০ জুন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে প্রকল্প মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। কমিশনের সদস্য সাহাব উল্লাহ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেন, যেটি গত ৭ জুলাই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের সরকারি সংস্থা জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) বাংলাদেশের এসএমই খাতের বিকাশের জন্য মাত্র ০.০১ শতাংশ অর্থাৎ ১০০ টাকায় বছরে এক পয়সা সুদে ৪০৬ কোটি ৬১ লাখ টাকার ঋণ দেবে। ৪০ বছর এ ঋণ পরিশোধের মেয়াদ হলেও আরো ১০ বছর বাড়তি সময় পাওয়া যাবে। এ ঋণের সঙ্গে আরো ১০ কোটি ৮১ হাজার টাকা যোগ করে বাস্তবায়ন করা হবে ফাইন্যান্সিয়াল সেক্টর প্রজেক্ট ডেভেলপমেন্ট অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস বা এফএসপিডিএমএমই প্রকল্প।
এ প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে সহজ শর্তে এসএমই খাতে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। অথচ যে ঋণ মাত্র এক পয়সায় জাপান সরকার বাংলাদেশকে দিতে সম্মত হয়েছে, সেই ঋণই এসএমইয়ের বিকাশের কথা বলে হাজার গুণ বেশি চড়া সুদে এ খাতে খাটানোর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এ ঋণ দেওয়া হবে ১০ শতাংশ সুদে! প্রতিবেদনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এক প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে ঋণের সুদের হার ১০ শতাংশ নয়; বরং ১৩ শতাংশ করার সুপারিশ করা হয়। পরে পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে ১০ শতাংশ রাখার সিদ্ধান্ত হয়। বলা হয়, প্রথমে বাংলাদেশ ব্যাংক ঋণটি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ৫ শতাংশ সুদে দেবে। পরে ব্যাংকগুলো তা ১০ শতাংশ সুদে খাটাবে এসএমই খাতে। প্রথমে ১৩ শতাংশে খাটানোর পক্ষে সুপারিশ করা হলে পরিকল্পনা কমিশন তাতে আপত্তি করে বলে, এত বেশি হারে সুদ নেওয়া হলে এ প্রকল্পের কোনো যৌক্তিকতা থাকবে না।১০ শতাংশ সুদ আরোপ করলেও তা বিদ্যমান সুদ হারের সঙ্গে খুব বেশি ফারাক থাকে না। তাই বিষয়টি নিয়ে সরকারের ভেতরেই সমালোচনা তৈরি হচ্ছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা গতকাল কালের কণ্ঠকে বলেন, 'ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১৩ শতাংশ সুদ আরোপের সুপারিশ করেছিল। পরে তা আমরা কমিয়ে ১০ শতাংশ করার কথা বলেছি। তার পরও তা বেশি। এভাবে বেশি সুদে এসএমই খাতে ঋণ দেওয়া হলে এসএমই খাতের বিকাশ সম্ভব নয়।'
প্রকল্পটি চলতি বছরে শুরু হয়ে ২০১৬ সালে সম্পন্ন হওয়ার কথা। তা বাস্তবায়ন করতে ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এতে ৪৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় পরামর্শক ও ১২ কোটি টাকা ব্যয়ে বিদেশি পরামর্শক নিয়োগের কথা রয়েছে।

http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Income&pub_no=584&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=0
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 20, 2011, 07:37:46 AM
কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি এখন অনলাইনে
পাঁচ সেকেন্ডেই পাওয়া যাবে ব্যাংক গ্রাহকের ঋণের তথ্য

ঢাকা, বুধবার, ২০ জুলাই ২০১১

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্যাগারটি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) এখন স্বয়ংক্রিয় তথ্যপ্রযুক্তির আওতায় ঢুকে পড়েছে। এর ফলে অনলাইনে মাত্র কয়েক সেকেন্ডেই ব্যাংকগুলো কোনো গ্রাহকের ঋণতথ্য পেয়ে যেতে পারবে। গ্রাহককেও এখন আর আগের মতো সিআইবি প্রতিবেদনের জন্য অপেক্ষা করে থাকতে হবে না।
অনলাইনে সিআইবি তথ্য-উপাত্ত পেতে ব্যাংকগুলো এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ও করছে। এ ব্যবস্থায় প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দু-তিনটি করে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। কোনো গ্রাহকের ঋণতথ্য পেতে ব্যাংকগুলো এই পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় ঋণ তথ্যাগারে প্রবেশ করতে পারবে এবং নিজেদের কম্পিউটার থেকেই প্রতিবেদন সংগ্রহ করে ফেলতে পারবে।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল মঙ্গলবার অনলাইনে সিআইবি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) ইয়ান ক্রসবি ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) ক্যাথরিন মার্টিন বক্তব্য দেন। এ সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, সিআইবি অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধনের পরক্ষণ থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ সাইট থেকে ঋণের তথ্য সিআইবি তথ্যভান্ডারে সরাসরি পাঠাতে পারবে। একই সঙ্গে সিআইবি প্রতিবেদনপ্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা এবং কাগজভিত্তিক প্রতিবেদনপ্রাপ্তির সময়সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই সিআইবি অনলাইনে প্রবেশ করে ঋণের প্রতিবেদন সংগ্রহ করতে পারবে।
গভর্নর বলেন, ‘আমি অনলাইনে সিআইবি প্রতিবেদন প্রদানের এ সেবাকে দেখছি আমাদের আর্থিক খাতের জন্য একটি সন্ধিক্ষণ হিসেবে। এর ফলে ব্যবসা ও গৃহস্থালি খাতের প্রকৃত গ্রাহকদের ঋণ আবেদন প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তির কাজ দ্রুততর হবে। আর এর শুভসূচনা থেকে পাওয়া কার্যকর অর্জন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনকে একধাপ এগিয়ে নেওয়ার অন্যতম সোপান হয়ে থাকবে বলে আমি মনে করি।’
ডেপুটি গভর্নর নজরুল হুদা পরে এ প্রতিবেদককে বলেন, ‘এর ফলে ঋণতথ্য প্রতিবেদন পাওয়া নিয়ে যে ভোগান্তি এত দিন ছিল, তা আর থাকছে না।’
ঋণতথ্য প্রতিবেদন অনলাইনে পাওয়া গেলেও গ্রাহকের তথ্যের নিরাপত্তায় বিভিন্ন ধরনের ব্যবস্থা এ প্রক্রিয়ায় থাকছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো জানাচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের এই সাইটটিতে যে ব্যাংক ঢুকবে, তার সব তথ্যই থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সময় সময়, এমনকি সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করে দেখবে, ব্যাংকটি যে গ্রাহকের ঋণতথ্য নিয়েছে, তাঁর (গ্রাহকের) আবেদন বা ঋণতথ্য নেওয়ায় সম্মতিসূচক স্বাক্ষর আছে কিনা। অনলাইনে ঋণতথ্য পাওয়ার ক্ষেত্রে এমন কতগুলো শর্তও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রায় ১৯ বছর, অর্থাৎ ১৯৯২ সাল থেকে বাংলাদেশ ব্যাংক গ্রাহকের সিআইবি প্রতিবেদন ব্যাংকগুলোকে সরবরাহ করে আসছে। সিআইবি অনলাইন সেবা চালু হওয়ায় এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সফটওয়্যারে কোনো ঋণগ্রহীতার নাম লিখে সন্ধান বা সার্চ দেওয়ামাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই গ্রাহকের গত দুই বছরের ঋণতথ্য পেয়ে যাবে।
অন্যদিকে, এখন আর আগের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছে থাকা ঋণের তথ্য সিডির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সরবরাহ করতে হবে না। অনলাইনেই এ তথ্য-উপাত্ত সরবরাহ করতে পারবে।
অনলাইনে যাওয়ার ফলে সিআইবি প্রতিবেদনপ্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা এবং কাগজভিত্তিক প্রতিবেদনপ্রাপ্তির সময়সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই সিআইবি অনলাইনে প্রবেশ করে ঋণের প্রতিবেদন সংগ্রহ করতে পারবে।
জানা যায়, ১৯৯২ সালের আগে ব্যাংকগুলো গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্যাদি পারস্পরিক লেনদেনের মাধ্যমে ঋণ বিতরণ করত। তারপর বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণতথ্য সংগ্রহ করে তা সিআইবি প্রতিবেদন আকারে ব্যাংকগুলোকে সরবরাহ শুরু করে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ৩০০ ঋণগ্রহীতার সিআইবি প্রতিবেদন সরবরাহের উপযোগী ছিল। ২০০৮ সালে এসে এই ক্ষমতা দাঁড়ায় প্রায় তিন হাজারে। কিন্তু প্রতিদিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে গড়ে প্রায় ছয় হাজার আবেদন আসতে থাকে।
সিআইবিকে অনলাইনে দেওয়ার এ ব্যবস্থা প্রবর্তনের কাজ শুরু হয় ২০০৯ সালের মে মাসে। ইতালিয়ান প্রতিষ্ঠান ক্রিফ কাজটি করেছে। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৫৬ লাখ মার্কিন ডলার। ডিএফআইডি এই প্রকল্পে অর্থায়ন করে। প্রকল্পটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আইএফআইসি।
নতুন গ্রাহকের ঋণতথ্য পেতে ব্যাংকগুলোকে প্রথমে ১০০ টাকা এবং পরে গ্রাহকের অন্যান্য লিংকে সার্চ দিলে ১০ টাকা করে বাংলাদেশ ব্যাংককে সেবামাশুল দিতে হবে। তবে গ্রাহকের কাছ থেকে মাশুল চার্জ নেওয়ার বিষয়টি ব্যাংক নিজেই নির্ধারণ করবে।


http://www.prothom-alo.com/detail/date/2011-07-20/news/171404
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 20, 2011, 07:51:38 AM
আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

বুধবার | ২০ জুলাই ২০১১

আর্থিক প্রতিষ্ঠানের নূ্যনতম পরিশোধিত মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগামী জুনের মধ্যে ওই মূলধন বাড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ওই সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ সংক্রান্ত সার্কুলার জারি করে সরকারের ওই নির্দেশ কার্যকর করতে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠাবে। মূলত আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা ব্যয় কমাতে মূলধন বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, সময়ের প্রয়োজনে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি শক্তিশালী করতে মূলধন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের মূলধন ৫০ কোটি টাকা। ব্যাসেল-২-এর আওতায় এখন মূলধন আরও বাড়ানো হলো। ব্যাসেল-২ হচ্ছে মূলধন সংরক্ষণের আন্তর্জাতিক রীতি। ব্যাংকের মতো অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানেও এ নীতি বাস্তবায়নের বাধ্যবাধকতা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বা পুঁজি কম থাকলে তার বিপরীতে দায় বেশি হলে ঝুঁকির আশঙ্কা থাকে। ওই ঝুঁকি এড়াতেই বাড়ানো হয়েছে মূলধন।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞর বলেছেন, এতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং শিল্প খাতে বেশি করে পুঁজির জোগান দিতে পারবে। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩০। একে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, সংক্ষেপে এনবিএফআই বলা হয়। ১৯৮১ সালে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি) নামে প্রথম আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত বিনিয়োগ ও অর্থায়ন কোম্পানি এবং লিজিং কোম্পানির সমন্বয়ে গঠিত। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর আওতায় এগুলো পরিচালিত।
জানা গেছে, মূলধন বাড়ানোর ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণযোগ্য তহবিলের পরিমাণ বাড়বে, পাশাপাশি কমবে তহবিল ব্যয়। এতে ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত হবে এবং বেশি করে ঋণ দিতে পারবে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠনগুলো ২০ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে। টেক্সটাইল, পরিবহনসহ বিভিন্ন শিল্প খাতে ওই ঋণ বিতরণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে গড়ে খেলাপি ঋণের হার ৫ থেকে ৭ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে ফিনিক্স লিজিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ লিজিং অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এ কাদের চৌধুরী সমকালকে বলেন, কোম্পানির মূলধন বাড়লে ব্যবস্থাপনা ঝুঁকি কমে আসবে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আর্থিকভাবে টেকসই হবে। তিনি মনে করেন, মূলধন হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের 'মৌল ভিত্তি'। একে ভবনের ফাউন্ডেশনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কোনো ভবনের ফাউন্ডেশন যত গভীর হবে, ততই বিল্ডিং মজবুত হবে। ঠিক তেমনি কোনো আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বা পুঁজি যত বেশি হবে, তার আর্থিক ভিত্তি ততই দৃঢ় হবে। বর্তমানে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিল্প খাতে ঋণ বিতরণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক তাদের লাইসেন্স দিয়ে থাকলেও তদারকির জন্য রয়েছে আলাদা নীতিমালা। তবে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাকিং খাত থেকে সম্পূর্ণ আলাদা। বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন শিল্প খাতে অর্থায়নের পাশাপাশি ঋণপত্র বা এলসি ব্যবসা করে। আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু শিল্প খাতে অর্থায়ন করে থাকে।
আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার বাজারের চেয়ে তুলনামূলক বেশি। এ প্রসঙ্গে এ কাদের চৌধুরী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সর্তকর্তা অবলম্বন করে, তদারকি ব্যবস্থাও নিবিড়, যে কারণে এ খাতে খেলাপি ঋণের হার ব্যাকিং খাতের চেয়ে অনেক কম। এ কারণে বেশি সুদ দিয়েও তারা ঠিকে আছে। তিনি বলেন, ব্যাংকগুলোর নানাবিধ কর্মকাণ্ডের জন্য তাদের মুনাফা বেশি হয়। আর্থিক খাতের আয়ের খাত সীমিত থাকায় মুনাফা কম হয়। অথচ দুটি প্রতিষ্ঠানকে একই হারে (৪৫%) কর দিতে হয়। বিদ্যমান নীতিকে বৈষম্যমূলক বলে আর্থিক প্রতিষ্ঠানের কর হার কমানোর পরামর্শ দেন তিনি।


http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=174671&pub_no=757&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 20, 2011, 07:52:45 AM
নতুন সফটওয়্যারে পরীক্ষামূলক লেনদেন শুরু আজ

বুধবার | ২০ জুলাই ২০১১

ইন্টারনেট ভিত্তিক শেয়ার লেনদেন ব্যবস্থার সুবিধাসহ আজ বুধবার থেকে শেয়ার কেনাবেচার সফটওয়্যার এমএসএ প্লাসের মোক ট্রেডিং বা পরীক্ষামূলক শেয়ার লেনদেন শুরু করতে যাচ্ছে ডিএসই। প্রাথমিকভাবে ১২০টি ব্রোকারেজ হাউস থেকে এ সফটওয়্যারের মাধ্যমে লেনদেন ব্যবস্থা পরীক্ষা করা হবে। আগামী ২০ আগস্ট পর্যন্ত বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে সাতটা পর্যন্ত পরীক্ষামূলক লেনদেন চালু থাকবে।
ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সমকালকে জানান, নতুন এ সফটওয়্যারের মাধ্যমে দেশের শেয়ার লেনদেন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে।
বিনিয়োগকারীরা চাইলে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারবেন। তবে নতুন এ সফটওয়্যারে শেয়ার কেনাবেচার জন্য প্রত্যেক বিনিয়োগকারীর আলাদা বিও হিসাব থাকতে হবে। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো একটি মাত্র অমনিবাস হিসাবের মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারীর শেয়ার লেনদেন করে থাকেন। নতুন সফটওয়্যার চালু হলে অমনিবাস হিসাব ব্যবস্থা থাকবে না।


http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=174680&pub_no=757&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 20, 2011, 07:56:33 AM
NBR hikes tax rates by five times

Dhaka, Wednesday July 20 2011

The National Board of Revenue (NBR) has raised the tax rates from 200 per cent to 1000 per cent on investment of black money for the purchase of commercially-run vehicles in the current fiscal year.

People can invest their undisclosed money on commercially-run vehicles by paying a tax amount equivalent to 10 times of the existing payable presumptive tax on similar vehicles, officials said.

Taxmen will not raise any question on the invested amount in commercially-run vehicles if anybody pays such an amount of tax.

Currently, owners of commercial vehicles, including air-conditioned bus, minibus, coaster and taxicab, pay presumptive taxes ranging from Tk 20,000 to Tk 7,000.

Presumptive taxes for commercially-run vehicles above 10 years starts from Tk 3000 to Tk 10,000.

The revenue board issued a Statutory Regulatory Order (SRO) early this month by increasing the tax rates for investment of commercial vehicles without being questioned.

Officials said the opportunity for investment of black or undisclosed money on commercial vehicle businesses was enforced in 1999.

Talking to the FE, a senior tax official said the government kept the provision during the last one decade in a bid to bring the undisclosed income into formal channel.

"Taxmen found the sector is still lagging behind due to lack of adequate investment. The opportunity for investment of undisclosed money has been offered to address the grey area of our economy," the official said.

The revenue board earned an insignificant amount of tax in the last few years despite the existing opportunity, he said without disclosing the amount of received tax.

"We don't have the complete data on how much tax was collected despite the opportunity offered in the last one decade," he added.

A large number of luxury buses are now plying the roads, especially in Dhaka-Chittagong routes, like Saudia-S.Alam, Green Line, Silk Line, Shohag Poribohan etc.

In 2009, the government hiked taxes up to 100 per cent on all types of commercial vehicles as they found evasion is rampant, amid loud outcry from the transport owners.

Taxes on luxury buses doubled to Tk 10,000 a year, minibus and coaster to Tk 4,000 from Tk 2700 and five-tonne truck to Tk 5000 from Tk 4000.

All modes of commercial vehicles saw the hike, since 2000, including 52-seater buses, cargo and container carriers, taxicabs, human haulers, pick-ups, tank lorries, maxies and small lorries.

Tax officials said although the transport sector witnessed a boom in the last few years, its contribution to national exchequer was only Tk 2.0 billion until 2009.

According to the Bangladesh Road and Transport Authority (BRTA) statistics 1.1 million motor vehicles are plying the country's roads. But the owners said only a few bothers to pay taxes regularly.

Khandaker Rafiqul Hossain Kajol, president of Bangladesh Association of Bus Companies, said: "We pay the presumptive tax. But tax officials often decline to accept the amount."

He said the tax officials can explain the matter better than the owners of bus companies.


http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=143408&date=2011-07-20
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 21, 2011, 07:34:16 AM
কমেছে মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য অঞ্চলে বেড়েছে

বৃহস্পতিবার | ২১ জুলাই ২০১১

(http://www.samakal.com.bd/admin/news_images/758/image_758_174991.gif)

সদ্যসমাপ্ত ২০১০-১১ অর্থবছরে সামগ্রিকভাবে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স কিছুটা বাড়লেও বৈদেশিক আয়ের প্রধান উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রথমবারের মতো কমেছে। মূলত সৌদি আরব থেকেই কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স সার্বিকভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০০৯-১০ অর্থবছরে মধ্যপ্রাচ্য থেকে ৭২২ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ২০১০-১১ অর্থবছরে ওই উৎস থেকে এসেছে ৭২১ কোটি ৫৫ লাখ ডলার। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালিসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে কিছুটা বাড়ায় সামগ্রিকভাবে ৬ দশমিক ৩ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগের বেশ কয়েকটি অর্থবছরে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ১০০ কোটি ডলারেরও বেশি করে রেমিট্যান্স বেড়েছে। তবে সদ্য বিদায়ী অর্থবছরেই প্রথমবারের মতো এসব দেশ থেকে ৭০ লাখ ডলার রেমিট্যান্স কম এসেছে। যদিও এ সময়ে অন্য দেশগুলো থেকে ৬৭ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। বিগত পাঁচ বছরের রেমিট্যান্স পর্যালোচনায় দেখা গেছে, সব চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। পাঁচ বছরে সৌদি আরব থেকে ১ হাজার ৩৬৩ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর পরের অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৭৫৮ কোটি ৭৮ লাখ ডলার। আর তৃতীয় সর্বোচ্চ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটি থেকে বিগত পাঁচ বছরে রেমিট্যান্স এসেছে ৭১৮ কোটি ৬০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে সৌদি আরব থেকে ৩৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। গত অর্থবছরে সেখানে এসেছে ৩২৯ কোটি ৩ লাখ ডলার। ২০০৮-০৯ অর্থবছরে ছিল ২৮৫ কোটি ৯০ লাখ ডলার, ২০০৭-০৮ অর্থবছরে ২৩২ কোটি ৪২ লাখ ডলার এবং ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৪৭ লাখ ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে ২০১০-১১ অর্থবছরে এসেছে ২০০ কোটি ২৬ লাখ ডলার, ২০০৯-১০ অর্থবছরে ছিল ১৮৯ কোটি ৩ লাখ ডলার, ২০০৮-০৯ অর্থবছরে ১৭৫ কোটি ৪৯ লাখ ডলার, ২০০৭-০৮ অর্থবছরে ১১৩ কোটি ৫১ লাখ ডলার এবং ২০০৬-০৭ অর্থবছরে ছিল ৮০ কোটি ৪৮ লাখ ডলার। সদ্য বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ১৮৪ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, ২০০৯-১০ অর্থবছরে ১৪৫ কোটি ১৮ লাখ ডলার, ২০০৮-০৯ অর্থবছরে ১৫৭ কোটি ৫২ লাখ ডলার, ২০০৭-০৮ অর্থবছরে ১৩৮ কোটি ৮ লাখ ডলার এবং ২০০৬-০৭ অর্থবছরে এসেছিল ৯৩ কোটি ৩ লাখ ডলার।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে সদ্য বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ৫৭ লাখ ডলার। ২০০৯-১০ অর্থবছরে এখান থেকে ১০১ কোটি ৯১ লাখ ডলার এসেছিল। কাতার থেকে সদ্য বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৯৩ লাখ ডলার, আগের অর্থবছরে এসেছিল ৩৬ কোটি ৯ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে ওমান থেকে এসেছে ৩৩ কোটি ৪৩ লাখ ডলার, আগের অর্থবছরে এসেছিল ৩৪ কোটি ৯০ লাখ ডলার। বাহরাইন থেকে সদ্য বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৫৯ লাখ ডলার, ২০০৯-১০ অর্থবছরে দেশটি থেকে ১৭ কোটি ১৪ লাখ ডলার এসেছিল। লিবিয়া থেকে সদ্য বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৫২ লাখ ডলার, আগের অর্থবছরে এসেছিল ১৪ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে ইরান থেকে এসেছে ২৩ লাখ ডলার, আগের অর্থবছরে এখান থেকে এসেছিল ৪৪ লাখ ডলার। মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স কমে যাওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত জনশক্তি রফতানি কমে যাওয়ার প্রভাবেই এটি ঘটেছে। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু দেশ থেকে বড় অঙ্কের শ্রমিক ফেরত এসেছে। মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য দেশ থেকে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ৯৬ লাখ ডলার, ২০০৯-১০ অর্থবছরে এসেছিল ৮২ কোটি ৭৫ লাখ ডলার। জার্মানি থেকে ২০১০-১১ অর্থবছরে এসেছে ২ কোটি ৫৬ লাখ ডলার। আগের বছর এসেছিল ১ কোটি ৬৫ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে জাপান থেকে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৫২ লাখ ডলার। ২০০৯-১০ অর্থবছরে এসেছিল ১ কোটি ৪৭ লাখ ডলার। মালয়েশিয়া থেকে ২০১০-১১ অর্থবছরে এসেছে ৭০ কোটি ৩৭ লাখ ডলার। আগের বছর এসেছিল ৫৮ কোটি ৭০ লাখ ডলার। সিঙ্গাপুর থেকে ২০১০-১১ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ২৩ লাখ ডলার, ২০০৯-১০ অর্থবছরে এসেছিল ১৯ কোটি ৩৪ লাখ ডলার।
অস্ট্রেলিয়া থেকে সদ্য বিদায়ী অর্থবছরে ১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, আগের বছর এসেছিল ৮৪ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে ইতালি থেকে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৫৮ লাখ ডলার, ২০০৯-১০ অর্থবছরে এসেছিল ১৮ কোটি ২১ লাখ ডলার। দক্ষিণ কোরিয়া থেকে ২০১০-১১ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ কোটি ৩৯ লাখ ডলার, আগের বছর এসেছিল ২ কোটি ৭ লাখ ডলার। হংকং থেকে ২০১০-১১ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১ কোটি ১১ লাখ ডলার, ২০০৯-১০ অর্থবছরে এসেছিল ৮৩ লাখ ডলার। আর সদ্য বিদায়ী অর্থবছরে অন্যান্য দেশ থেকে মোট রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ৬১ লাখ ডলার, তার আগের বছর এসেছিল ৪৫ কোটি ৩৮ লাখ ডলার।

http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=174991&pub_no=758&type=
Title: Re: Business News
Post by: bidita on July 21, 2011, 05:12:17 PM
The Economy

5 Reasons Borders Went Out of Business (and What Will Take Its Place)


Forty years ago, when Borders opened its first store in Ann Arbor, Michigan, the book industry was a different place. But for years, Borders acted like it wasn’t, culminating in the announcement this week that it would liquidate its remaining 399 stores.

Borders has been on the verge of insolvency throughout the recession, briefly flirted with a bid to buy Barnes & Noble (a move most analysts saw as desparate, wrong-headed and financially impossible) and filed to restructure under bankruptcy protection in February, when it began closing a third of its then 659 stores.

What was it that forced Borders to write its final chapter? Here are five explanations:

1. It was too late to the Web

For years, Borders outsourced its online book-selling to Amazon.com. So anytime you visited borders.com, you were redirected. While at the time it may have seemed like a smart decision to jump on the coattails of the Amazon juggernaut, relinquishing control to another company hurt Borders’ branding strategies and cut into its customer base.


2. It was too late to e-books

In a similar vein, Borders didn’t foresee the rise of e-books like Amazon and later Barnes & Noble did. It didn’t develop its own e-reader to compete with the Kindle or the Nook, and Borders only opened an online e-book store a year ago. And when you walked into a Borders, you barely knew that they sold e-books for devices like the Kobo and Cruz. (Have you even heard of those?) By contrast, Barnes & Noble went all out with the Nook when it was released in 2009 — when you walk into a B&N now, the Nook kiosk stares you right in the face.

3. It opened too many stores

Borders just got too big – so big in fact that many of its stores (an estimated 70 percent) were competing with a local Barnes & Noble’s, offering a glut of book stores even as people were shifting to online shopping.

4. It had too much debt

When the recession hit in 2008-09, Borders was already carrying a huge debt load. It had restructured twice since 2008 in an attempt to pay down some $350 million owed. But Borders could never get out of the hole that its inefficient business practices had put itself in.


5. It over-invested in music sales

Borders was a bookstore, but over the years it morphed into a multipurpose entertainment retailer. In the 1990s, it invested heavily in CD sales. Bad move: Around then, people stopped buying CDs as they began buying iPods instead. And when it finally reduced music inventories, Borders found itself with more expensive retail space than it needed, putting additional pressure on its business model.

What will take Borders place? Although its profits were down late last year, Barnes & Noble remains profitable, and Credit Suisse estimates that it could grab half of Borders’ retail store business. And there still seems to be a place for traditional bookstores — just not in the size and scope as they were. Last year, the number of independent bookstores in the U.S. actually increased.

But the reality is that people are increasingly turning to digital books. In February, e-books outsold paperbacks for the first time ever, growing 202 percent compared with the same month last year. And one reason B&N has avoided Borders’ fate is thanks to the Nook, which has successfully grabbed a quarter of the e-book market away from Amazon.

The death of Borders doesn’t necessarily mean the beginning of the end for books. But the days of the massive shopping mall-like stores appear to be numbered.


References:::http://moneyland.time.com/2011/07/19/5-reasons-borders-went-out-of-business-and-what-will-take-its-place/
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 22, 2011, 08:29:47 AM
ব্যাসেল-২ বাস্তবায়ন নিয়ে সংশয়

মূলধন সংরক্ষণে ১১ ব্যাংকের পিছিয়ে পড়ার আশঙ্কা

ঢাকা,শুক্রবার, ২২ জুলাই ২০১১

ঝুঁকিভিত্তিক সম্পদের ৯ শতাংশ মূলধন সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে গত জুন পর্যন্ত সময় বেঁধে দিলেও ১১টি ব্যাংকের তা পূরণে ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে ২০১১ সালের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা (ব্যাসেল-২) বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। অপরদিকে গত বছরই ব্যাসেল কমিটি বিশ্বব্যাপী ব্যাসেল-৩ চালু করে দিয়েছে। ফলে ব্যাসেল-৩ বাস্তবায়নের নির্দেশনা জারির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকও কোনো পরিকল্পনা নিতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের মার্চভিত্তিক পরিসংখ্যান থেকে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের মধ্যে জনতা, অগ্রণী ও রূপালী ৯ শতাংশ মূলধন সংরক্ষণ করতে পারেনি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমার্স ব্যাংক লিমিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মূলধন ৯ শতাংশ হারে সংরক্ষণ করতে পারেনি। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মূলধন সংরক্ষণে পিছিয়ে। জুনভিত্তিক প্রতিবেদন চলতি জুলাই শেষে প্রণীত হবে। ফলে মার্চভিত্তিক প্রতিবেদনই সর্বশেষ প্রতিবেদন।
মার্চ প্রতিবেদন থেকে জানা যায়, ৯ শতাংশ হারে মূলধন সংরক্ষণের জন্য রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ২৫৯ কোটি ৪৮ লাখ টাকা, জনতা ব্যাংকের ১৯১ কোটি ২৩ লাখ টাকা এবং রূপালী ব্যাংকের ৭৯ কোটি ৪৩ লাখ টাকা ঘাটতি রয়েছে। অপরদিকে ৯ শতাংশ মূলধন সংরক্ষণে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ৩৭৯ কোটি ৫৯ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ১৮ কোটি ৫৯ লাখ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের এক হাজার ১১০ কোটি ১৯ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ কোটি ৯০ হাজার টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৩ কোটি ৯০ লাখ টাকা ঘাটতি রয়েছে। এ ছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের চার হাজার ৬২১ কোটি ১৪ লাখ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১৩৭ কোটি ৮০ হাজার টাকা ঘাটতি রয়েছে। তবে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূইয়া জানান, মার্চে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ইউসিবিএল তাদের মূলধন বাড়িয়েছে। বর্তমানে তাদের সংরক্ষিত মূলধন ঝুঁকিভিত্তিক সম্পদের ৯ শতাংশের বেশি রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী কালের কণ্ঠকে বলেন, যে ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের ৯ শতাংশ হারে মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে, তাদের ইতিমধ্যেই মূলধন বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর কোয়ার্টার শেষে যে ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণে ব্যর্থ হবে, তাদের অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদার নেতৃত্বাধীন ন্যাশনাল স্টিয়ারিং কমিটি ও কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে দেশের সব ব্যাংককে ব্যাসেল-২ বাস্তবায়ন বাধ্যতামূলক করে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে ২০১১ সালের জুনের মধ্যে ঝুঁকিভিত্তিক সম্পদের ৯ শতাংশ এবং জুলাই থেকে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করে। কিন্তু কিছু ব্যাংক এ ক্ষেত্রে বরাবরই পিছিয়ে অনীহার পরিচয় দিচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বর্তমানে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশ ব্যাংক যদি এ ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করে থাকে এবং কোনো ব্যাংক এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে তার শাস্তি হওয়ার কথা। আর যদি বাংলাদেশ ব্যাংক কোনো বাধ্যবাধকতা আরোপ না করে থাকে, তাহলে আমি বলব সেটা বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা। বিশেষায়িত দুটি ব্যাংকের এ ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, 'এ ব্যাংকগুলোর মালিক সরকার। আমরা ইতিমধ্যেই সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা আমাদের মূলধন বাড়াতে বন্ড দেওয়ার কথা জানিয়েছে। এ জন্য আমরা সরকারের বরাবর আবেদনও করেছি। তবে অদ্যাবধি আমরা সরকারের কাছ থেকে কোনো বন্ড পায়নি।'
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ ভূইয়া কালের কণ্ঠকে বলেন, ব্যাসেল-২ গাইড লাইনে জুনের মধ্যে ব্যাংকগুলোর নূ্যনতম সংরক্ষিত মূলধন ৯ শতাংশ হতে হবে বলে বলা হয়েছে। যদি কোনো ব্যাংক নূ্যনতম মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়, তাহলে তার লাইসেন্স বাতিলের বিধিবিধান পর্যন্ত ব্যাংক কম্পানি আইনে রয়েছে। আমরা জুন পর্যন্ত কতটি ব্যাংক তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের ৯ শতাংশ মূলধন সংরক্ষণ করতে পেরেছি, তা জুলাই শেষে প্রতিবেদন হাতে পেলে বলতে পারব। তবে জানতে পেরেছি, মার্চ প্রান্তিকে কিছু ব্যাংকের কম থাকলেও মার্চ পরবর্তী সময়ে এদের কেউ কেউ ৯ শতাংশের বেশি মূলধন বাড়াতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে অবস্থিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট (বিআইএস)-এর একটি কমিটি হলো 'ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন (বিসিবিএস)'। বিসিবিএস-এরই একটি প্রকাশনা হলো 'ইন্টারন্যাশনাল কনভারজেন্স অব ক্যাপিট্যাল মেজারমেন্ট অ্যান্ড ক্যাপিটাল স্ট্যান্ডার্ডস' যা ব্যাসেল-২ নামে পরিচিত। বিশ্বের প্রায় সব দেশের কেন্দ ীয় ব্যাংকই বিআইএসের সদস্য হওয়ায় এই ব্যাসেল-২ অনুসরণ করে।
মূলত ব্যাসেল-২ হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি মোকাবিলার জন্য একটি দিকনির্দেশনা। তবে উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশের কেন্দ ীয় ব্যাংকগুলো তাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ব্যাসেল-২ বাস্তবায়নে নিজেদের মতো করে একটি গাইডলাইন তৈরি করে থাকে।


http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Bank&pub_no=589&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=1
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 22, 2011, 08:40:00 AM
দেশে তৈরি সবচেয়ে বড় জাহাজ যাচ্ছে জার্মানিতে

শুক্রবার | ২২ জুলাই ২০১১

বাংলাদেশে তৈরি এ যাবৎকালের সর্ববৃহৎ জাহাজ যাচ্ছে জার্মানিতে। প্রায় ৯৪ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রায় জাহাজটি রফতানি করছে নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড।
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনার-গাঁওয়ের মেঘনা-ঘাটের আনন্দ শিপইয়ার্ড চত্বরে জাহাজটি রফতানির উদ্দেশ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাহাজটির ক্রেতা প্রতিষ্ঠান জার্মানির 'কমরোস্কি মারিটিম জিএমবিএইচ'র প্রতিনিধিরা, জাহাজ তৈরিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোঃ আবদুজ জাহের, ব্যস্থাপনা পরিচালক আবদুল মান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আবদুল্লাহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নন্দন চন্দ্র দেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ হাজার ১০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ওই জাহাজটি জিএল ই৩ আইস ক্লাস মোতাবেক জার্মান পতাকা বহনকারী জাহাজ হিসেবে তৈরি হয়েছে। এর দৈর্ঘ্য ১১০ দশমিক ৯০ মিটার, প্রস্থ ১৬ দশমিক ৫০ মিটার, গভীরতা ৮ দশমিক ২০ মিটার, ইঞ্জিনের ক্ষমতা ৪ হাজার ১০০ হর্সপাওয়ার এবং গতি ১২ দশমিক ৫০ নটিক্যাল মাইল


http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=175213&pub_no=759&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 22, 2011, 08:43:15 AM
Imports grow 35pc, pressure on BoP

Friday, July 22, 2011

Bangladesh's imports stood at nearly $32 billion in fiscal 2010-11, up 35 percent year-on-year.

Latest data showed imports grew in all major sectors from consumer items to intermediate goods, industrial raw materials, capital machinery and petroleum products.

Trade gap has widened to nearly $9 billion (for goods only) because of the much larger import base, creating a pressure on the declining balance of payments (BoP) that is now more than $500 million negative.

Bangladesh Bank (BB) data shows industrial raw materials, capital machinery and machinery for miscellaneous industries accounted for more than 54 percent of the country's imports for fiscal 2010-11.

Import of intermediate goods was nearly $2 billion or 7 percent of the total imports.

Import of petroleum and petroleum products, which is growing rapidly on additional demand to run rental power plants, constituted more than 10 percent of the total import values. Import of consumer goods was not far behind -- about $3.5 billion or 12 percent of the total imports.

Bangladesh's imports were $23.73 billion in 2009-10, up by only 5.47 percent from $22.50 billion a year ago.

Though analysts termed the trend in imports 'good' for the country's industrialisation, they said time has come to manage this high import growth, which they said 'not sustainable'.

“BoP is not in crisis, but 40 percent growth in imports is not sustainable,” said Sadiq Ahmed, vice chairman of Policy Research Institute and a former official of World Bank.

Bangladesh had record surpluses in the current account of the BoP in the past few years. The surplus was $2.4 billion in fiscal 2008-09 and $3.7 billion in fiscal 2009-10. Foreign exchange reserves increased from a low of $6.1 billion in June 2008 to $10.4 billion in June 2011.

The BoP situation changed dramatically in fiscal 2010-11. While exports of goods and services measured in nominal dollars grew even more rapidly than in the past, registering an expansion of 37 percent over the level in fiscal 2010, imports of goods and services increased at an unprecedented pace of 41 percent.

“As a result, the trade balance widened by 56 percent to $10 billion in 2010-11 from $6.4 billion a year ago,” said Ahmed, including the import of services. As compared to this, remittances grew modestly by 5.5 percent, he pointed out.

Besides managing high growth of imports, Ahmed suggested another option -- flow of foreign capital into the country -- to manage the situation prudently. “All the adjustments should not be on the exchange rate,” he added.

“There is nothing to be worried,” said Monzur Hossain, senior research fellow of Bangladesh Institute of Development Studies (BIDS).

Hossain suggested restriction on import of fancy items and facilitation of $1 billion credit to be provided by the International Monetary Fund as short term remedies to address the situation.

Dr Nazneen Ahmed, a senior research fellow of BIDS, said recovery of world economy and relatively cheaper credit provided in 2009 and 2010 have encouraged industrialists to go for expansion and accordingly, import of machinery and raw materials.

“Recovery of global financial crisis has increased the demand for our products,” said Nazneen Ahmed.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=195167
Title:  ইস্টার্ন ব্যাংকের নতুন সেবা ‘ইবিএল ৩৬৫’
Post by: ForhadFaysol on July 23, 2011, 04:46:29 PM
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গ্রাহকদের জন্য ‘ইবিএল ৩৬৫’ নামে নতুন একটি সেবা চালু করেছে। প্রাথমিকভাবে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও উত্তরায় নতুন সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সেবাকেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজিউমার ব্যাংকিং প্রধান মুখলেসুর রহমান। এ সময় ব্যাংকের হেড অব ব্র্যান্ডস অ্যান্ড মার্কেটিং জিয়াউল করিম, হেড অব এডিসি জাহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকৃত ইবিএল ৩৬৫ সেবাকেন্দ্রগুলো ১৮৬ নিউমার্কেট; ২৩৪ এলিফ্যান্ট রোড ও উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে অবস্থিত।
নতুন এ সেবাকেন্দ্রগুলোতে বছরের ৩৬৫ দিনই ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 25, 2011, 07:17:53 AM
সঞ্চয়পত্রের নতুন মুনাফায় ফাঁকি!

ঢাকা, ২৫ জুলাই, সোমবার ২০১১

চলতি অর্থবছরে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্বিন্যাস করায় বিনিয়োগকারীরা আর্থিকভাবে তেমন একটা লাভবান হবেন না। আর পুরোনো বিনিয়োগকারীরা প্রকৃত হিসাবে ক্ষতিগ্রস্ত হবেন। এভাবেই সঞ্চয়পত্রের মুনাফায় এক ধরনের শুভংকরের ফাঁকি তৈরি করা হয়েছে।
২০১১-১২ অর্থবছরের বাজেটে মুনাফার হার বাড়ানোর কথা বলা হলেও মূলত সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম নামে বিনিয়োগকারীদের কিছু বাড়তি অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র নগদায়ন করে ফেললে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে না। অর্থা ৎ বাড়তি অর্থ পাওয়া যাবে না। এতে মূলত সঞ্চয়পত্রগুলোয় আগের মুনাফার হার কার্যকর থাকছে।
চলতি অর্থবছরের প্রথম দিন বা ১ জুলাই থেকে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হারের সঙ্গে শুধু সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম হিসাবে দশমিক ৩৮ শতাংশ থেকে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত হারে বাড়তি অর্থ প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে একদিকে যেমন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে খুশি রাখার চেষ্টা করলেন অর্থমন্ত্রী। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের একটু স্বস্তি দেওয়ার ধারণা দিলেন।
সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম দেওয়ার ফলে গ্রাহক পর্যায়ে সার্বিক মুনাফার হার কিছুটা বেড়েছে। সবচেয়ে জনপ্রিয় দুটি সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রে বেড়েছে সবচেয়ে বেশি। পরিবার সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার বার্ষিক ১২ দশমিক ০৭ শতাংশ। এত দিন এই সঞ্চয়পত্রে এই হার ছিল ১১ দশমিক ০৪ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ শতাংশের পরিবর্তে ১১ দশমিক ৮১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার ১১ দশমিক ৫৫ শতাংশ, আগে যা ছিল ১১ শতাংশ। আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১০ দশমিক ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৭৮ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার হারও একই রকম বাড়ানো হয়েছে।
এই সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম আয় হিসাবে গণ্য করার সুযোগ না থাকায় এর ওপর উ ৎ সে কর বসবে না। কিন্তু প্রিমিয়াম বাদে মুনাফার ওপর ৫ শতাংশ হারে উ ৎ সে আয়কর কর্তন প্রযোজ্য হবে।
যেমন, পরিবার সঞ্চয়পত্রের ওপর প্রিমিয়ামসহ মোট মুনাফার হার ১২ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে মুনাফার হার ১১ শতাংশ আর প্রিমিয়াম ১ দশমিক ০৭ শতাংশ। ফলে কোনো গ্রাহক এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে মুনাফা প্রাপ্য হবেন ৯১৬ টাকা ৬৭ পয়সা। আর ৫ শতাংশ হারে উ ৎ সে কর হিসাবে ৪৫ টাকা ৮৩ পয়সা কেটে রাখার পর প্রকৃত প্রাপ্তি দাঁড়াবে ৮৭০ টাকা ১৪ পয়সা। তবে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম হিসাবে যুক্ত হবে ৮৯ টাকা ১৬ পয়সা। ফলে মাস শেষে ওই বিনিয়োগকারী হাতে পাবেন মোট ৯৬০ টাকা। অন্যদিকে এই সঞ্চয়পত্রে ১ জুলাইয়ের আগে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা প্রতিমাসে পাবেন ৯২০ টাকা।
তবে কোনো বিনিয়োগকারী যদি পাঁচ বছরের মেয়াদের এই সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করে মেয়াদপূর্তির আগে নগদায়ন করেন, তাহলে প্রিমিয়ামের অর্থ কেটে রাখা হবে। যেমন, তিন বছর পর নগদায়ন করলে তিন বছরের (৩৬ মাসের) প্রিমিয়াম বাবদ তিন হাজার ২০৯ টাকা ৭৬ পয়সা কেটে রাখা হবে।
একইভাবে পেনশনার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে দশমিক ৮১ শতাংশ হারে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম পাওয়া যাবে। প্রতিমাসে প্রিমিয়ামসহ মুনাফা পাওয়া যাবে দুই হাজার ৮১৫ টাকা। ১ জুলাইয়ের আগে যাঁরা এই সঞ্চয়পত্রটি কিনেছেন, তাঁরা মাসে মুনাফা পাবেন দুই হাজার ৭৫০ টাকা।
আবার ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে মেয়াদ শেষে পাওয়া যাবে এক লাখ ৫৫ হাজার টাকা। ১ জুলাইয়ের আগে কেনা থাকলে তাতে মেয়াদ শেষে এক লাখ ৫২ হাজার ৫০০ টাকা পাওয়া যাবে।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে দুই হাজার ৫৬৫ টাকা। ১ জুলাইয়ের আগে কেনা থাকলে মুনাফা পাওয়া যাবে আড়াই হাজার টাকা।


http://www.prothom-alo.com/detail/date/2011-07-25/news/172776
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 25, 2011, 07:21:50 AM

সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি
রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বন্ধের আশঙ্কা ব্যবসায়ীদের
ঢাকা, ২৫ জুলাই, সোমবার ২০১১

(http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-07-24-15-39-00-099805300-untitled-27.gif)

রিকন্ডিশন্ড গাড়ি (একবার ব্যবহূত) আমদানির বয়সসীমা দুই বছর কমিয়ে দিয়ে তিন বছর নির্ধারণ করা সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকেরা।
একই সঙ্গে তাঁরা দ্বৈত প্রতিষ্ঠান দিয়ে গাড়ির মূল্য, বয়স ও মান পরীক্ষার বাধ্যবাধকতা তুলে দেওয়ারও দাবি জানিয়েছেন।
আমদানিকারক ও ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দাবি মানা না হলে দেশে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বন্ধ হয়ে যেতে পারে। আর আমদানি বন্ধ হলে মধ্য ও উচ্চমধ্যবিত্ত ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন। সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা এ আশঙ্কার কথা উল্লেখ করেন। রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, বাজেটের পরই জাতীয় রাজস্ব বোর্ড এক পত্রে বাণিজ্য মন্ত্রণালয়কে রিকন্ডিশন্ড গাড়ি আমদানির বয়সসীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর নির্ধারণ করে দিয়েছে। একই সঙ্গে জাপানের ‘জাই’-এর সঙ্গে ‘জেভিক’ নামক প্রতিষ্ঠান দিয়ে গাড়ির মূল্য, বয়স ও মান পরীক্ষার বাধ্যবাধকতা আরোপ করেছে।
আবদুল মান্নান চৌধুরী বলেন, দেশের ৮০ শতাংশ গাড়ির চাহিদা মেটায় জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি। কেননা, নতুন গাড়ির ১০ শতাংশ মূল্যে এসব গাড়ি কেনা যায়। এ ছাড়া রিকন্ডিশন্ড এসব গাড়ির স্থায়িত্বও অনেক বেশি।
ব্যবসায়ীরা জানান, বয়সসীমা কমানোর কারণে এখন অপেক্ষাকৃত নতুন গাড়ি আমদানি করতে হবে। কিন্তু চলতি বছরের মার্চে সুনামির পর জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ির সরবরাহ কমে গেছে। এ জন্য বর্তমানে কয়েক গুণ বেশি দামে গাড়ি কিনতে হবে।
সহসভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের দেশে কোনো গাড়ি তৈরি হয় না, বরং নিজেদের ক্ষতি করে কেন তৃতীয় একটি দেশকে সুবিধা দেওয়া হচ্ছে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে সরকার এই খাত থেকে তিন হাজার ৭৬ কোটি টাকা রাজস্ব আদায় করে। এ ছাড়া ২০০৮-০৯ অর্থবছরে শুধু চট্টগ্রাম কাস্টমস থেকে সরকারের রাজস্ব আয় দুই হাজার ৬৬১ কোটি টাকা।
ব্যবসায়ীরা জানান, ২০০৯-১০ অর্থবছরে জাপান থেকে ৩২ হাজার ২২৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছিল। সেখানে গত অর্থবছরে আমদানি করা হয় মাত্র ১৯ হাজার ৮২৩টি গাড়ি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়িক নেতারা জাপান থেকে রিকন্ডিশন্ড প্রাইভেটকারের বসয়সীমা ছয় বছর, পণ্যবাহী পিকআপ ও মাইক্রোবাস আট বছর ও যাত্রীবাহী এসি বাসের ক্ষেত্রে ১০ বছর নির্ধারণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ বলেন, কোষাধ্যক্ষ মো. ফারুক, সাংস্কৃতিক সম্পাদক আতিয়াল হাসান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. ইকবাল প্রমুখ।
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 25, 2011, 07:29:16 AM
ইআরএফের সেমিনারে
অর্থমন্ত্রীরাজনৈতিক বিবেচনাতেই আসছে নতুন ব্যাংক

ঢাকা, সোমবার, ২৫ জুলাই ২০১১

রাজনৈতিক বিবেচনাতেই নতুন ব্যাংকের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাফ জানিয়েছেন, নতুন ব্যাংক দেওয়ার সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে রাজনীতিবিদদের সুবিধা দেওয়ার জন্য নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, 'মে বি, আই ডোন্ট নো'। অর্থাৎ হতে পারে, আমি জানি না।
অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে অর্থমন্ত্রী গতকাল রবিবার এ তথ্য জানান। ঢাকার জাতীয় প্রেসক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বোর্ড মিটিংয়ে মতামত দিয়েছে যে দেশের অর্থনীতির আকার অনুযায়ী নতুন ব্যাংকের প্রয়োজন নেই। ২০০৬ সালে বাংলাদেশ ব্যাংক স্টাডি করে বলেছে, অর্থনীতির আকার বিবেচনায় দেশে ব্যাংক বেশি হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংক একটি নীতি গ্রহণ করে যে দেশে আর কোনো বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে না। এ অবস্থার মধ্যেই গত ২৯ জুন সংসদে অর্থমন্ত্রী নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ব্যাংক কম্পানি আইন অনুযায়ী নতুন লাইসেন্স দেওয়া, না দেওয়ার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের হাতে_এ তথ্য উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, কেন্দ্রীয় ব্যাংক ২০০৬ সাল থেকেই নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিপক্ষে। তা সত্ত্বেও সরকার এ ধরনের সিদ্ধান্ত নিল কেন?
জবাবে অর্থমন্ত্রী বলেছেন, 'বাংলাদেশ ব্যাংক কী সিদ্ধান্ত নিয়েছে তা জানি না। আমি বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছি যে সরকার নতুন ব্যাংকের লাইসেন্স দিতে আগ্রহী। কিভাবে তা দেওয়া যায় তা জানাতে বলেছি কেন্দ্রীয় ব্যাংককে। ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যাংকগুলোর মুনাফার দিকে তাকালে মনে হয় না যে বিদ্যমান ব্যাংকগুলোর অবস্থা দুর্বল। দেশের অর্থনীতির আকারও বেশ বেড়েছে।'
'সরকার ও বাংলাদেশ ব্যাংকের সম্পর্ক আলাদা করা কঠিন। সরকারই বাংলাদেশ ব্যাংককে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষমতা দিয়েছে। তবে এবারই সম্ভবত শেষবারের মতো নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে উৎসাহিত করছি আমরা'_বলেন অর্থমন্ত্রী।
বাজেট বাস্তবায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে সে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। বাড়তি আমদানির কারণে লেনদেনের ভারসাম্য বেশ চাপের মধ্যে পড়েছিল। আমদানি একইহারে বাড়তে থাকলে অনেক বিপদ হতো। বাজেটে আমদানি নিরুৎসাহিত করা হয়েছে। এর সুফল পাওয়া শুরু করব। এ ছাড়া রপ্তানিখাতগুলোর জন্য আগের বছরের মতোই নগদ সহায়তা বহাল রাখা হয়েছে। ফলে চলতি অর্থবছর ১৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জিত হওয়াই স্বাভাবিক।
মুদ্রার বিনিময় হার সম্পর্কে বলতে গিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, মার্কেটে বেশি হস্তক্ষেপের কারণেই আগে ডলারের মূল্য ৬৯-৭০ টাকায় ছিল। এত বেশি হস্তক্ষেপ করা ছিল ভুল সিদ্ধান্ত। এখন যে ডলারের মূল্য ৭৩-৭৪ টাকায় পেঁৗছেছে এটি স্থিতিশীল থাকবে বলে আশা করেন তিনি।
শেয়ারবাজারের সম্প্রতি ধস সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, 'পুঁজিবাজারের তথাকথিত ধস বাজেটের আগেই হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) বিধিমালা সংস্কারে মনোযোগ দিয়েছে। বুক বিল্ডিংয়ের খসড়া তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হচ্ছে। তবে বুক বিল্ডিংয়ের জন্য অপেক্ষা না করেও আইপিও আসতে পারে। এরই মধ্যে দু-একটি কম্পানি আইপিও ছাড়ার চুক্তি করেছে। আরো কয়েকটা আলোচনা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোও বাজারে আনার চেষ্টা চলছে। বরাবরের মতোই প্রতিষ্ঠানগুলো অবশ্য আপত্তি জানাচ্ছে। তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।'
দেশের বীমা কম্পানিগুলোর পরিশোধিত মূলধন অনেক কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধনের আকার ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আর্থিক খাতে আরো বেশি নজরদারি প্রয়োজন।
আদমশুমারি পরিচালনার সময় তথ্য সংগ্রাহকরা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বাড়িতে যাননি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, 'আমার বাড়িতে যাঁরা গিয়েছিলেন তাঁরাও বেশি পরিপক্ব ছিলেন না। তবে এমনটা সব সময়ই হয়ে থাকে।' বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ (বিআইডিএস) নমুনা জরিপ চালাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসে তাঁদের প্রতিবেদন পাওয়া যাবে। তবে আমার ধারণা, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিসহ দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ থেকে ১৬ কোটি ৫০ লাখের মতো হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে সাড়ে তিন কোটি টন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। পুরনো হিসাব অনুযায়ী মাথাপিছু ১৬ আউন্স চাল হিসাব করলে খাদ্য উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু দেশে মোটা ধান উৎপাদন কমে গেছে। তাই পুরনো ওই হিসাব এখন আর খাটছে না।

http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Recipe&pub_no=592&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=0

Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 25, 2011, 07:36:37 AM
নতুন অনলাইন পরিশোধ ব্যবস্থা আসছে

সোমবার | ২৫ জুলাই ২০১১

বাংলাদেশ ব্যাংক আরও নিরাপদ ও সহজ অনলাইন পরিশোধ পদ্ধতি চালুর চিন্তাভাবনা করছে। এ ক্ষেত্রে 'পে পাল' নামক অত্যাধুনিক অনলাইন পেমেন্ট সিস্টেম চালুর বিষয়টিও বিবেচনায় স্থান পাচ্ছে। বহুল ব্যবহৃত এ পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশে চালু আছে। 'পে পাল' ব্যবস্থায় ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর গোপন রেখে পাওনা পরিশোধ করা যায়। শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ব্যাংকার্স চিফ টেকনোলজি অফিসার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান 'পে পাল' চালুর চিন্তাভাবনার কথা জানিয়েছেন। গভর্নর বলেন, 'আউটসোর্সিংয়ের কাজকে শহর ও গ্রামের তরুণ আইটি উদ্যোক্তা ও কর্মীদের জন্য রেখে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণে রেখে পে পালের মতো পেমেন্ট সিস্টেম চালু করার কথাও ভাবছি। ভারত যেমনটি করেছে আমরাও তা করতে পারি।' তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বজনীন ভূমিকা বা অবদান অনস্বীকার্য। তথ্যের সহজলভ্যতা উৎপাদনশীলতা বৃদ্ধি করে, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার নিশ্চয়তা প্রদান করে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী বা স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করে। ডিজিটাল প্রযুক্তির ফলে কোনো জিনিস সহজে হাতের নাগালে পাওয়া যায় বা যে কোনো স্থান থেকে সেবা পাওয়া যায়, সেবাকে ভোক্তার দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় ফলে ব্যবসায়িক লেনদেনের মূল্য কমে যায়। উদ্ভাবনশীলতা, লেনদেনের মূল্য হ্রাস এবং সর্বোপরি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ প্রকারান্তরে বিনিয়োগ পরিবেশকে উন্নত করে যার ফলে সরকারি বেসরকারি উভয় খাতের কর্মদক্ষতা বেড়ে যায় ।
গভর্নর আরও বলেন, দেশে ডিজিটাল ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনলাইন ব্যাংকিং, ই-কমার্স, ই-টেন্ডারিং, ই-রিত্রুক্রটমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং সেবার ব্যবস্থা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত দু'বছর বাংলাদেশ ব্যাংক একটি আধুনিক ও নিরাপদ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম চালু করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস গড়ে তোলা হয়েছে, যা দেশের ব্যাংকিং ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। গত ১৯ জুলাই তারিখে একটি স্বচ্ছ, ভোগান্তিবিহীন, নির্ভরযোগ্য এবং গতিশীল তথ্য নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দেশের ব্যবসায় বাণিজ্য তথা সামগ্রিকভাবে অর্থনীতির বিকাশে ক্রমবর্ধমান ঋণ চাহিদা পূরণ করে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন সাধনে ব্যাপক ভূমিকা পালন করার প্রয়াসে সিআইবি অনলাইন করা হয়েছে। এতে বাংলাদেশের ব্যবসায় বাণিজ্যের খরচ কমবে এবং সহজে ব্যবসা করার সংস্কৃতির সম্প্রসারণেও এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে ।


http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=176193&pub_no=762&type=
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 25, 2011, 07:40:14 AM
BB suggests issue of bonds
The move aims to ease stress on balance of payments

Monday, July 25, 2011

The central bank has recommended the government issue bonds on the international market against major public-sector infrastructure projects, including the new Padma Bridge, to reduce pressure on balance of payments (BoP).

Bangladesh Bank last week put forward a set of recommendations to ease pressure on BoP, and its board held an exclusive meeting with Finance Minister AMA Muhith on the matter.

The finance minister while replying to a query from reporters at a meeting with Economic Reporters' Forum at the National Press Club yesterday said they have got such recommendations from the BB and “this has already been acted on”.

He also said the government is trying to ease the conditions for taking loans from abroad which was approved by a government hard term loan committee headed by the central bank governor.

Finance ministry officials said the BB in a report has analysed the external balance situation and observed that heavy import payment financed by domestic credit coupled with declining foreign financing has created pressure on the exchange rate of the taka.

The central bank also said, if foreign resource inflow does not improve to the expected level, the reserve will fall further and depreciation pressure on the taka may continue to worsen, with attendant increase in inflationary pressure.

Though the overall balance of the external sector remained surplus in recent times, there was a deficit of $747 million in the July-May period of the last fiscal year. It was a $2.66 billion surplus in the same period of the previous fiscal year.

The taka is continuously losing ground to the dollar. On July 19, it depreciated around 7 percent and the rate stood at Tk 74.58.

The BB said there may not be much scope of the government's targeting major further increase in foreign financing, the fiscal 2012 budget having already targeted doubling of the fiscal 2011 borrowing from traditional external sources.

The central bank said issuing bond in the external market is a realistic option for easing borrowing pressure on the domestic banking system.

The BB also said, instead of continually adding on numerous new ADP project undertakings reliant solely on domestic financing, completion of the large number of donor supported projects in pipeline should be accorded priority.

This will help ease pressure on the limited foreign exchange liquidity in the domestic market, it said.

The BB and the domestic banking sector can facilitate term borrowing by entrepreneurs of private sector industrial projects for investment needs.

The large difference between borrowing interest rates in the taka and in foreign exchange is now large enough to cover exchange risks, making such borrowing viable for projects with taka income as well as export oriented ones, the BB said.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=195641
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 25, 2011, 07:47:53 AM
Govt borrowing and money market developments: The real situation

(http://www.thefinancialexpress-bd.com/images/news_image_2011-07-25_23271.jpg)

In the recently ended fiscal year government has borrowed TK 204 billion from the banking sector which was negative TK 38 billion, implying a repayment by the government to the banking system in the preceding fiscal year (FY). Based on these numbers there have been arguments from different quarters that government's fiscal policy is crowding out private sector credit and investment and contributing to the ongoing money market tensions. The analysis presented bellow attempts to identify the real situation, based on data published by Bangladesh Bank (BB) and recent press reports.
To finance fiscal deficits, Government of Bangladesh domestically borrows from two sources-the banking system and non-bank sources. The latter takes place primarily in the form of sales of Shonchoy Patra or national savings scheme (NSS) instruments of different maturities/types. We need to understand that the money borrowed through NSS or from commercial banks essentially comes from the same source--deposits of the households with the bank and non-bank institutions. Depending on their respective rates of return, measured by interest rates offered under different instruments, households decide where to invest their financial savings in banking or non-bank instruments.
In years when returns on NSS instruments were higher relative to deposit rates of bank, as it was in FY10, households deposited more money in NSS instruments. Consequently, government's non-bank borrowing exceeded it planned borrowing target by a big a margin. The Government ended up borrowing TK 124.2 billion in FY10 compared to only TK 38 billion in its budgetary plan for the fiscal year. In contrast, in FY 11 when the deposit rates of commercial banks had increased relative to that of NSS instruments, people switched their deposits from NSS to banks. As a result, compared to the non-bank borrowing target of TK 80 billion in FY 11, net borrowing was only TK 24.4 billion during the first 11 month of the fiscal. In essence the money which could have been deposited with NSS ended up in banks due to higher interest rates offered by them (banks).
 What we see from the above analysis is that the borrowing from bank and non-bank sources is dependent on relative interest rate policy and the amount not received from non-bank has essentially fueled deposit growth of commercial banks. As a result growth of deposit of DMBs has increased at a higher rate than previous fiscal.
The developments described above indicate that since NSS and banking system are part of same financial system, what is important is to looking at domestic borrowing of the government, which includes banks and non-banks and not to focus exclusively on only the component of government borrowing from the banking system. On this basis, we now look at whether the government sector really borrowed what it had planned from the domestic sectors.

Domestic Borrowing of Government   Billion taka
                                      Budget FY 11   Actual FY 11   Budget FY 10   Actual FY 10
Bank Borrowing                            156.8    203.9                   167.6    -37.9
Bangladesh Bank                                96.4                             -66.3
DMBs                                              107.5                              28.4
Non-Bank Borrowing                       80.0      32.0*                    38.0          124.2
Total Domestic Borrowing              236.8    235.9                      205.6    86.3
* Non-bank borrowing is an estimate based on developments up to April 2011

 According to the government plan in FY 10, domestic borrowing was supposed to be TK 205.6 billion but actual borrowing was only TK 86 billion. In FY 11 budget, government announced to borrow TK 236.6 billion from domestic sources and in the event actual borrowing was about  TK 236 billion. Thus despite the surge in domestic borrowing over the preceding year, actual borrowing was very much in line with what was planned for at the time the budget was announced.
In FY 11 what really changed is the distribution of borrowing between bank and non-bank sources of financing. The amount that the government could not borrow from the non-bank source as per its original plan was largely compensated by borrowing from the banking system. At the same time, due to lesser government borrowing in the form of NSS instruments, bank deposits also increased markedly. Bank deposits increased by TK 645 billion in last twelve month up to April in FY11, compared with an increase of TK 582 billion in FY10. Thus one can argue that the increase in banking sector deposits essentially covered the additional borrowing requirement of the government without exerting any additional pressure on the banking system.
The point I wanted to make above is that, fiscal management in FY11 despite its deficiencies in some areas, cannot be blamed for current money market situation and for crowding out private sector investment. The prevailing tightness in liquidity in the money market is primarily attributable to excess lending to the private sector and to a limited extent due to increased borrowing by the public sector enterprises.
While I do not see any major problem emerging from the overall level of government borrowing in FY11 from the banking sector, I find a major problem in the reported composition of government borrowing. Based on press reports, out of TK 204 billion borrowed from the banking sector TK 96.4 billion came from Bangladesh Bank (BB), which in my view is a major concern. As we all know, borrowing from BB is not same as borrowing from deposit money banks (DMBs). BB's lending to the government sector essentially means printing of money which is called high powered money and with money multiplier being around 4, one unit increase in high powered money will result in a four-fold increase in broad money or liquidity expansion over the course of the year.
It would have been highly desirable on the part of BB to refrain from injection of such a large quantity of high powered money into the economy in the final months of the fiscal year. BB should have forced the government to borrow from the DMBs. It would have forced commercial banks to contain their level lending to the private sector and would have also entailed higher interest rates on treasury bills.
Instead of allowing money market operate properly, BB injected the liquidity which essentially monetized large part of the government borrowing instantaneously. The effect of such a large scale monetization of the fiscal deficit, if not sterilized, will be seen in the form of higher inflation and a further depreciation of the exchange rate in coming months. The second bubble currently forming in the capital market may also be partly attributable to the liquidity injection by BB. This injection of high powered money has largely happened in May and June, the last two months of the fiscal year. BB should mop up the recent injection of liquidity without any delay and we look forward to seeing definite steps to this end in its forthcoming Monetary Policy Statement. (The writer is executive director, Policy Research Institute of Bangladesh.

http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=143956&date=2011-07-25
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 27, 2011, 07:23:33 AM
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই মুদ্রানীতির লক্ষ্য হওয়া উচিত নয় :
বিশ্লেষকদের অভিমতপ্রাক্কলনের সঙ্গে মিল নেই বাস্তবতার


ঢাকা, বুধবার, ২৭ জুলাই ২০১১,

ছয় মাস আগে ঘোষিত সর্বশেষ মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ২০ শতাংশ প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু মে মাসের সর্বশেষ প্রতিবেদন থেকে দেখা গেছে, তা ২৮.২৯ শতাংশ। বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৫.২ শতাংশে নামিয়ে আনার প্রাক্কলন করা হলেও মে শেষে তা এসে দাঁড়িয়েছে ২৭.৫ শতাংশ। মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি ১৬ শতাংশ প্রাক্কলন করা হলেও মে শেষে তা দাঁড়িয়েছে ২১.৮৮ শতাংশ। টাকার অবচয় ৪ শতাংশ প্রাক্কলন করা হলেও তা হয়েছে ৭ শতাংশ। প্রাক্কলনের চেয়ে বাস্তবের এ ব্যবধান শুধু গত মুদ্রানীতিতেই নয়, এ পর্যন্ত প্রণীত সব মুদ্রানীতিতেই দেখা গেছে। তবু বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাসে একবার করে মুদ্রানীতি ঘোষণা করে বলছে কৃষি, শিল্পসহ সামগ্রিক প্রবৃদ্ধি কেমন হবে, কতখানি মূল্যস্ফীতি দেশের অর্থনীতির জন্য সহনীয় হবে, মুদ্রা সরবরাহ ও ব্যক্তি খাতে ঋণ কেমন হওয়া উচিত, সরকার সর্বোচ্চ কতটুকু ঋণ নিলে ব্যাংক খাতে চাপ পড়বে না। বছর শেষে দেখা যায়, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ ও ঋণের প্রবাহ প্রাক্কলনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না।
খোদ বাংলাদেশ ব্যাংকসহ অর্থনীতির বিশ্লেষকদের মতে, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মূল্যস্ফীতি হয় প্রধানত সরবরাহ ঘাটতি থেকে, যা মুদ্রানীতি দিয়ে সারানো যাবে না। সরবরাহের সমস্যা দূর করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সঙ্গে সরকারের রাজস্ব নীতির সমন্বয়ের তাগিদও দেন তাঁরা। ডলারের বিপরীতে টাকা ক্রমাগত মূল্য হারাচ্ছে। এতে আমদানি খরচ বেড়ে গিয়ে ভোক্তাপর্যায়ে চাপ পড়ছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে তাঁরা আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন।
কোনো কোনো বিশ্লেষকরা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই মুদ্রানীতির একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। বাংলাদেশের দরকার উচ্চতর প্রবৃদ্ধি। সেটি অর্জন করতে হলে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই বিনিয়োগ বাড়াতে হবে। তাই মুদ্রা সংকোচন নয়; বরং সতর্কতার সঙ্গে কিছুটা সম্প্রসারণমূলক মুদ্রানীতিই অনুসরণ করতে হবে। তাঁদের যুক্তি, ঋণ বেশি হলে ক্ষতি নেই, যদি তা উৎপাদনমুখী ও জরুরি অবকাঠামো খাতে ব্যয় হয়।
সামষ্টিক অর্থনীতিকে সঠিক কাঠামোর মধ্যে রাখার জন্য ২০০৬ সাল থেকে অর্ধবার্ষিক মুদ্রানীতি ঘোষণা শুরু করেন বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। সেই থেকে বছরে দুবার নিয়মমাফিক মুদ্রানীতি ঘোষণা করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় বর্তমান গভর্নর ড. আতিউর রহমান আজ ঘোষণা করবেন দ্বাদশ মুদ্রানীতি। এবারও সংকুলানমূলকের মোড়কে বাংলাদেশ ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতিই নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে কালের কণ্ঠকে জানান, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বেড়ে যাওয়ায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপের কারণে বাজেটে প্রত্যাশিত (ফিসক্যাল পলিসি) মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। এ জন্য বাজেটে প্রত্যাশিত মূল্যস্ফীতি (সাড়ে ৭ শতাংশ) থেকে বাড়িয়ে ৮ শতাংশের কাছাকাছি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আজ সংকুলানমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে মূল্যস্ফীতি যথাসাধ্য সহনীয় রাখা এবং বাজেটে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনে সহায়ক খাতগুলোয় বিনিয়োগ বাড়ানোর বিষয়কে বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া ও কিছু খাতে অপ্রয়োজনীয় আমদানি কমায় সরকারকে করসীমা বাড়ানোর পরামর্শ, বেসরকারি খাতে ঋণের প্রবৃব্ধি কমানোর ঘোষণা থাকছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, বাংলাদেশের মতো দেশে মুদ্রানীতির মৌলিক লক্ষ্য হওয়া উচিত দারিদ্র বিমোচন। উচ্চ প্রবৃদ্ধিতে সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকে, সেভাবেই মুদ্রানীতি প্রণয়ন করতে হবে। শুধু মূল্যস্ফীতি কমানোই লক্ষ্য হওয়া উচিত নয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুজেরী বলেন, প্রতিবছরই দেখা যায় প্রাক্কলনের সঙ্গে বাস্তবতার মিল নেই। ঋণ বা মুদ্রা প্রবাহ বৃদ্ধি সব সময়ই প্রাক্কলনের চেয়ে বেশি হয়। এতে বোঝা যায়, প্রাক্কলনগুলো সব সময় বাস্তবভিত্তিক হয় না। প্রাক্কলনের সঙ্গে বাস্তবতার ফারাক দূর করার জন্য বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে হবে।
অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ বলেন, এবারের মুদ্রানীতির প্রধান পরীক্ষা হবে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রেখে প্রবৃদ্ধিকে সহায়তা করা। ইতিমধ্যে মুদ্রা সরবরাহ ও বেসরকারি খাতে ঋণ বেড়ে গেছে। গত মুদ্রানীতিতে ঋণ সম্প্রসারণের লক্ষ্যমাত্রা ছিল ১৮ শতাংশ, শেষ পর্যন্ত তা ২৯ শতাংশ ছাড়িয়ে গেছে। ঋণপ্রবাহ বাড়ার কারণে অনাকাঙ্ক্ষিত খাতে অর্থ চলে গেছে। ঋণের টাকা যাতে উৎপাদনশীল খাতে ব্যয় হয়, তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে কঠোর তদারকি করতে হবে। আমরা চাই, অর্জন করা সম্ভব_এমন লক্ষ্যমাত্রাই নির্ধারণ করা হবে মুদ্রানীতিতে।
বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী শাহাবউদ্দিনের মতে, সংকুলানমূলক মুদ্রানীতিই বাংলাদেশের জন্য কাম্য। সরবরাহের সমস্যার কারণে এমনিতেই মূল্যস্ফীতি বাড়ছে, মুদ্রা বা ঋণপ্রবাহ বেশি সম্প্রসারণ করলে মূল্যস্ফীতি আরো বাড়বে।
গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখা ও রাজস্ব নীতির সঙ্গে সমন্বয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবস্থাপনার বিষয়টি এবারে বাংলাদেশ ব্যাংককে মাথায় রাখতে হবে।
বাংলাদেশে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূল্যস্ফীতি ৮.৮৮ শতাংশ, জাতীয় প্রবৃদ্ধি ৬.৬৬ শতাংশ এবং মানি ভেলিসিটি ৩ শতাংশ ধরলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ১৮.৫৪ শতাংশের ওপরে হওয়ার কথা নয়। কেন্দ ীয় ব্যাংকের গত ছয় মাসের আগাম মুদ্রানীতিতেও বেসরকারি খাতের ঋণপ্রবাহ ১৫.২ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত মে মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বেড়ে হয়েছে প্রায় ২৭.৫ শতাংশ। এটা অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য এ মুহূর্তে ঋণ সংকোচনের কোনো বিকল্প নেই। তাই এবারের মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ২০ শতাংশ এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৮ শতাংশ প্রাক্কলন করা হয়েছে।
ঋণ সংকোচনের বিষয়ে তিনি জানান, এতে সুদের হার বেড়ে গিয়ে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এমনিতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আমদানিনির্ভর পণ্যের দাম বেড়েছে। এর ওপর পণ্যের উৎপাদন ব্যয় বাড়লে মূল্যস্ফীতিকে আরো উসকে দেবে। মুদ্রা সরবরাহের বর্তমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মুদ্রা সরবরাহ আরো বেড়ে যাবে। আর মুদ্রা সরবরাহ বাড়লে মূল্যস্ফীতি বাড়তে সহায়ক হবে। এ ছাড়া আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এমনিতেই বর্তমানে কিছু কিছু ব্যাংকের তারল্য সংকট চলছে। এ তারল্য সংকট মেটাতে ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে রেপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিচ্ছে। অপরদিকে বর্তমানে পুঁজিবাজারেও তারল্যপ্রবাহ বাড়ানোর চেষ্টা চলছে। তাই ফিসক্যাল পলিসিতে নির্ধারিত লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। ইতিমধ্যেই এ বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক থেকে এক পত্রের মাধ্যমে তা অর্থ মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রাক্কলনের সঙ্গে বাস্তবের ফারাক প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, মূল্যস্ফীতির ওপর মুদ্রানীতির প্রভাব আসলে কতটুকু, তা নির্ণয়ের মানদণ্ড কোথাও আবিষ্কার হয়নি। তবে বলা চলে মনিটরি পলিসি দ্বারা খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এর ভূমিকা অতি নগণ্য। আমাদের দেশে মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রায় এক-তৃতীয়াংশ ভূমিকা রাখে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি; কিন্তু বাকি দুই-তৃতীয়াংশই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি ছাড়া বাকি যে ক্ষেত্রগুলোয় প্রাক্কলনের সঙ্গে বাস্তবের যে ব্যবধান, সেখানে ভূমিকা রাখতে বার্ষিক পলিসি। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে সরকারগুলোকে যে পরামর্শ দেয়, তারা তা বাস্তবায়ন করে না। যেমন এবারও বাজেটের আগে বাংলাদেশ ব্যাংক আট দফা সুপারিশ সরকারকে করেছিল; কিন্তু ঘোষিত বাজেটে এসবের প্রতিফলন ঘটেনি।
http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=International&pub_no=594&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=0
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 27, 2011, 07:27:01 AM
SEC forms committee to examine proposed prices for IPO

Wednesday, July 27, 2011
The Securities and Exchange Commission has formed a committee to review price proposals of companies seeking to list on the stockmarket using the fixed price method.

Members of the committee will be presidents of the Institute of Chartered Accountants of Bangladesh and the Institute of Cost and Management Accountants of Bangladesh, chief executive officers of Dhaka and Chittagong stock exchanges, and chairman of finance or accounting department of Dhaka University or a representative nominated by the department.

The committee was formed at a meeting of the stockmarket regulator in Dhaka yesterday with SEC Chairman Professor M Khairul Hossain in the chair.

In another move, the SEC decided to form a committee to examine the errors made by authorised representatives of brokerage houses, said Saifur Rahman, an SEC executive director.

After scrutinising the errors, the committee will submit a recommendation to the commission on formulation of a guideline on authorised representatives.

The SEC also decided to send the proposed draft guidelines on book building rules amendment to the stakeholders for their observation.

At the meeting, the regulator also approved rights offer of United Airways, and allowed Beximco to increase its paid-up capital.

The United Airways will offer one rights share for each existing share at an issue price of Tk 15, including Tk 5 as premium, Rahman told reporters.

The airline, with existing paid-up capital of Tk 210 crore, will raise Tk 315 crore through floating 21 crore rights shares.

The United Airways sought Tk 10 as premium, but the SEC approved Tk 5 as premium.

The SEC official also said Beximco sought approval from the commission to increase its paid-up capital, as the company is going to acquire one of its subsidiary company, Bextex.

Beximco will issue 10.72 crore new shares of Tk 10 each totaling Tk 107.28 crore.

Earlier, Beximco and Bextex won approval from the High Court for their previously announced amalgamation.

Beximco Textiles (commonly known as Bextex) will merge with Beximco, the flagship company of Beximco Group, at an exchange ratio of one Beximco share for five Bextex shares.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=195925
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 27, 2011, 07:28:17 AM
Meghna Petroleum, Jamuna Oil to offload shares

(http://www.thedailystar.net/photo/2011/07/27/2011-07-27__bus04.jpg)

In an ice-breaking move two state-owned companies announced offloading their shares in the stockmarket, which declined yesterday as a reaction to the mid-day news.

Shares of Meghna Petroleum and Jamuna Oil Company, both already listed, will be offloaded in the secondary market within the next 30 working days through Investment Corporation of Bangladesh (ICB), according to web postings of the Dhaka Stock Exchange yesterday.

The state-run Bangladesh Petroleum Corporation (BPC), the major corporate sponsor of both Meghna and Jamuna, will sell 17 percent shares of the two companies at market prices from its stakes in Meghna Petroleum and Jamuna Oil.

The BPC, which enjoys monopoly in the domestic petroleum market, has announced selling 54.97 lakh shares out of its total holdings of 3.23 crore shares of Meghna Petroleum, and 53.55 lakh shares of Jamuna Oil out of its total holdings of 3.15 crore shares.

Analysts said, although the government shares were supposed to be offloaded in the market a long time ago, the delayed entry is welcomed and it will help the market to remain stable.

Though the move has left a temporary impact on particular share prices, there is nothing to be worried about, they said.

“It's the beginning and it will increase the supply side in the market,” said Salahuddin Ahmed Khan, a former chief executive officer of the DSE.

After the recent price debacle in the stockmarket, the demand was picking up again and it is the perfect time to release more shares in the market to meet the demand, he said.

“However, similar initiatives need to be taken to bring new private sector companies in the market,” added Khan.

Earlier on July 13, the banking division of the finance ministry issued a fresh directive to 23 state-owned enterprises (SoEs) to immediately offload shares on the bourses to increase the supply of shares.

As per the directive, companies which are already listed on the bourses were asked to release more shares.

Of the 23 SoEs, six are listed on the stockmarket that includes Titas Gas Transmission and Distribution Company, Meghna Petroleum, Jamuna Oil Company, Dhaka Electric Supply Company (Desco), Bangladesh Services and Bangladesh Shipping Corporation.

After the present government assumed power, the finance minister undertook several initiatives to make the public sector companies offload more shares. But the companies failed repeatedly.

Many observed that the failure of the public sector companies to offload shares was a reason behind the recent debacle in the stockmarket.

After the offloading news was posted on the trading server and DSE website, prices of other state-owned fuel and power companies, along with Meghna and Jamuna, declined on the floor.

On the premier bourse, each Meghna share dropped 3.87 percent to Tk 197.70, while each Jamuna share slid by 3.91 percent to Tk 273.70, Powergrid 1.23 percent to Tk 811.75, Titas 1.8 percent to Tk 843.75 and Desco 2.3 percent to Tk 1,730.50.

The impact is temporary caused by the share offload news and there will not be any serious problem, said Ahmad Rashid Lali, a stockbroker and a director of the prime bourse.

“We welcome the government move of offloading more shares in the market,” he said, adding that it will impact the market positively and will help the market to remain stable in future.

The fall in state-owned companies' shares also led other firms to close negative.

The benchmark index of the Dhaka bourse, DGEN, fell 54 points, or 0.8 percent, to 6,642, while the Selective Categories Index of Chittagong Stock Exchange declined 63 points, or 0.5 percent, to 12,226.

Losers beat gainers 171 to 86 with seven remaining unchanged on the DSE, which traded over 17.55 crore shares and mutual fund units on a value of Tk 1,680 crore.

Of the traded issues on the CSE, 61 advanced, 137 declined and six remained unchanged. More than 2.01 crore shares and mutual fund units worth Tk 167 crore changed hands on the port city bourse.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=195924
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 28, 2011, 07:37:44 AM
বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমবে

ঢাকা, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১১

(http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-07-27-16-22-39-009665700-untitled-29.jpg)

অনুৎপাদনশীল ও অত্যধিক ঝুঁকিপূর্ণ ব্যবসায় ঋণ কমানো এবং উৎপাদন খাত, কৃষি, ব্যবসা ও অন্যান্য সেবা খাতে অর্থের জোগান নিশ্চিত করার তাগিদ দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।
নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হ্রাস টানতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের জোগানকে খানিকটা কমিয়ে আনা হয়েছে। তবে জাতীয় বাজেটে সরকারের ব্যাংক ঋণের বড় লক্ষ্যমাত্রা থাকায় সেখানে খুব বেশি সংযত হতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।
অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘মোদ্দা কথা, প্রস্তাবিত মুদ্রানীতিটি হবে বাস্তবানুগ, সংযত ও সংহত।’
এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার গভর্নর চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা দেন। এ সময় ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলী খান, জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন মুদ্রানীতিতে আগামী ছয় মাসে মুদ্রা সরবরাহ বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ। সরকারসহ রাষ্ট্রীয় খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২৮ দশমিক ১০ শতাংশ। আর বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৮ শতাংশ।
সাধারণভাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সঙ্গে মূল্যস্ফীতির হার যোগ করে সমপরিমাণ মুদ্রা সরবরাহ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হলে তাকে সংকুলানমূলক, এর চেয়ে কম হলে সংকোচনমূলক এবং তার চেয়ে বেশি হলে সম্প্রসারণমূলক মুদ্রানীতি বলা হয়। কিন্তু বাংলাদেশে মুদ্রানীতির আদলটি অতটা গভীর ও কার্যকর নয়।
এক প্রশ্নের জবাবে আল্লাহ মালিক কাজেমী বলেন, ‘আমাদের এখানে আর্থিক গভীরতা বিবেচনা করে আমরা প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হারের সঙ্গে ঋণাত্মক চেনজিং ইনকাম ভ্যালোসিটি অব মানি (মুদ্রার আয়ের গতিবেগ) বিবেচনায় নিয়ে থাকি।’ তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক হিসাব করে দেখেছে, এখানে এই হার চার শতাংশের মতো। ফলে সাত শতাংশ প্রবৃদ্ধি ও সাড়ে সাত শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে যোগ করে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলেছে, গত অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ ২৫ শতাংশের বেশি বেড়েছে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বেশি। বড় অঙ্কের ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি বিদেশি তহবিল কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও লেনদেনের ভারসাম্যে চাপ বেড়েছে। এ অবস্থায় ঋণপ্রবাহে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে উৎপাদনশীল খাতে ঋণ অব্যাহত রেখে অপচয়ী, অনুৎপাদনশীল ও অনুমাননির্ভর বিনিয়োগের জন্য ঋণের লাগাম টেনে ধরতে চায় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, গত অর্থবছরে ঋণ প্রবৃদ্ধির কিছু ইতিবাচক ফল চলতি অর্থবছরে পাওয়া যাবে। এতে করে এবার সংযত ঋণ প্রবৃদ্ধি দিয়েই প্রত্যাশিত জিডিপির প্রবৃদ্ধি অর্জন করা যাবে।
অনুমাননির্ভর বিনিয়োগ বলতে শেয়ারবাজারকে বোঝানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আল্লাহ মালিক কাজেমী বলেন, শুধু শেয়ারবাজার নয়, আরও অন্য ধরনের অনুমাননির্ভর বিনিয়োগকেও বোঝানো হচ্ছে।
গভর্নর বলেন, চলতি অর্থবছরে জাতীয় বাজেটে প্রাক্কলিত সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। সে ক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য অগ্রগতিসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূল ও স্থিতিশীল থাকতে হবে। একই সঙ্গে মূলধন হিসাবে বৈদেশিক অর্থপ্রাপ্তি ব্যাপকভাবে বৃদ্ধি না পেলে সাত শতাংশ জিডিপি অর্জন করতে গিয়ে আর্থিক প্রয়োজনীয়তা গত অর্থবছরের মতো মুদ্রাবাজারের ওপর চাপ অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে অন্য নীতিগুলো পরিপূরক ও কার্যকর করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করে, অভ্যন্তরীণ ঋণপ্রাপ্তির চাহিদা কমে যাবে যদি টাকার অতিরিক্ত অবমূল্যায়ন, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা এবং সম্পদ-দায়ের মধ্যে সামঞ্জস্যহীনতা দূর করা যায়।
গভর্নর বলেন, ব্যাংকের সুদের হার, চার্জ ও কমিশনকে প্রতিযোগিতামূলক করা এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক তার নজরদারি ব্যবস্থা আরও জোরদার করবে।
আতিউর রহমান বলেন, প্রধানত, বিশ্ববাজারে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য মূলের অস্থিরতার কারণে গত অর্থবছর দেশের মূল্যস্ফীতি ৮ দশমিক ৮০ শতাংশ হয়েছে, যা সংশোধিত জাতীয় বাজেটে প্রক্ষেপিত আট শতাংশের তুলনায় অনেকটা বেশি।
নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছর শেষে অর্থাৎ ২০১২ সালের জুনে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে গত মে মাস শেষে অভ্যন্তরীণ ঋণের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৯ শতাংশ। আর অর্থবছর শেষে তা ২৭ দশমিক ৮ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে মে মাস শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৫ শতাংশ, যা জুন মাসের হিসাব নিয়ে ২৫ দশমিক ৫ শতাংশ হবে বলে হিসাব করা হচ্ছে।
এর আগের কয়েকটি মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহ ও ঋণপ্রবাহ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও তা বাস্তবায়ন হয়নি কেন জানতে চাইলে আল্লাহ মালিক কাজেমী বলেন, বিশ্বমন্দার কারণে দুই বছর ধীরগতির পর গত অর্থবছরে অর্থনীতিতে চাহিদা অনেক বেড়ে যায়। পরিস্থিতির কারণে মুদ্রানীতির আদল ও বাস্তবতার মধ্যে বড় পার্থক্য তৈরি হয়।


http://www.prothom-alo.com/detail/date/2011-07-28/news/173520
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 28, 2011, 07:51:45 AM
Spectrum fees by mid-August

hursday, July 28, 2011

(http://www.thedailystar.net/photo/2011/07/28/2011-07-28__buis08.jpg)

The financial basics of the licence renewal guidelines for the telecom operators are expected to come in by mid-August.

The financial issues that will affect the licence renewal process of four Bangladeshi operators is hanging mid air as Finance Minister AMA Muhith is currently out of the country.

The procedure is currently awaiting approval, said ministry officials.

Furthermore, Telecommunications Minister Rajiuddin Ahmed Raju and Secretary Sunil Kanti Bose are also out of the country.

The finance ministry is responsible for fixing the financial matters, such as spectrum price, revenue sharing and social obligation fund. The ministry has previously declared that it would finalise the charges by mid-June, but that did not happen.

The telecom ministry submitted the licence renewal guidelines to the finance ministry by revising the Bangladesh Telecommunication Regulatory Commission's (BTRC) draft proposal in May.

The telecom ministry proposed for a total of Tk 7824 crore for the four operators -- Grameenphone, Banglalink, Robi and Citycell as spectrum charge, while BTRC had proposed a total of Tk 12,118.

Revenue sharing and the social obligation fund charges were reduced by the telecom ministry.

In this situation, the three GSM and one CDMA operators are in a pressing situation, as they will have to complete the whole renewal process by November 10 this year. The renewal will be valid for the next 15 years.

Industry experts said after the finance minister approves the financial aspects, the telecom ministry will take sometime to complete the guidelines. There will be a time limit for the application procedure and money submission.

But before money collection, the operators will have to obtain internal approval from their own parent companies, as those are all foreign entities.

It would take another 6 to 8 weeks to get internal approval for the renewal, said Mahmud Hossain chief corporate officer of Grameenphone.

It will be cumbersome for the operators to organise the formalities of the renewal process and arrange the funds by November 10.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=196047
Title: Re: Business News
Post by: ashiqbest012 on July 29, 2011, 07:46:12 AM
পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসনে দুর্বলতা
এসইসির নির্দেশিকা পরিপালন করছে না অনেক প্রতিষ্ঠান
ঢাকা, শুক্রবার, ২৯ জুলাই ২০১১,

(http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-07-28-16-57-16-066415100-untitled-52.jpg)

দুর্বল প্রাতিষ্ঠানিক সুশাসন দিয়েই চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি।
কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিত করতে ২০০৬ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) একটি নীতিনির্দেশিকা প্রণয়ন করলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না।
ফলে সাধারণ শেয়ারধারীরা তাঁদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এসইসি গত ফেব্রুয়ারি মাসে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে।
এতে দেখা গেছে, দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ২৯৯টি কোম্পানির মধ্যে ১৯২টি কোম্পানি এসইসির নির্দেশিকা অনুসরণ করলেও গুণগত মান নিয়ে প্রশ্ন আছে।
এ ছাড়া ৯৩টি কোম্পানি আংশিকভাবে পরিপালন করলেও ১৪টি কোম্পানি তা একেবারেই মানছে না।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসইসি-প্রণীত প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশিকা পালনে কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
‘পালন কর অথবা ব্যাখ্যা কর’ ভিত্তিতে নির্দেশিকাটি অনুসরণ করতে বলায় কোম্পানিগুলো এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করছে।
আবার যেসব কোম্পানি নির্দেশিকা শতভাগ অনুসরণ করছে বলে তথ্য দিয়েছে, তা কতটুকু বিশ্বাসযোগ্য, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ, এ ব্যাপারে এত দিন এসইসির তেমন কোনো নজরদারিই ছিল না। কোম্পানিগুলো এসইসির নির্দিষ্ট ফরমে উল্লিখিত বিভিন্ন ছকে ‘টিক’ চিহ্ন দিয়েই পার পেয়ে যাচ্ছে।
যোগাযোগ করা হলে এসইসির সদস্য আরিফ খান প্রথম আলোকে বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এটি এসইসির অগ্রাধিকার তালিকায় রয়েছে। সাধারণ শেয়ারধারীদের সর্বোচ্চ স্বার্থসংরক্ষণ করার বিষয়টি মাথায় রেখেই এসইসির সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে কাজ করছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ‘পালন কর অথবা ব্যাখ্যা কর’ নীতি থেকে বেরিয়ে এসে প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশিকা পরিপালন বাধ্যতামূলক করা যায় কি না, সে বিষয়টিও এসইসি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এসইসির চেয়ারম্যান থাকার সময় প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক সুশাসন-নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয়। যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সাধারণ শেয়ারধারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি কোম্পানিগুলো যাতে দক্ষতার সঙ্গে অর্থনীতিতে অবদান রাখতে পারে, সে জন্যই প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা প্রণয়ন করা হয়েছিল। প্রথমবারের মতো হওয়ায় সে সময় এটি পরিপালন বাধ্যতামূলক করা হয়নি। পৃথিবীর অনেক দেশেই এ নিয়ম রয়েছে। তাছাড়া বাধ্যবাধকতা আরোপ করলে নতুন কোম্পানি পুঁজিবাজারে আসতে নিরুৎসাহিত হতে পারে এ বিষয়টিও চিন্তায় ছিল।’
মির্জ্জা আজিজ আরও বলেন, নির্দেশিকা পরিপালনের বিষয়টি বাধ্যতামূলক হলে ভালো। কিন্তু নজরদারি না থাকলে কেবল বাধ্যতামূলক আইন করলে ফল ভালো না-ও হতে পারে। তাই প্রাতিষ্ঠানিক সুশাসন পরিপালনে নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
জানা গেছে, বর্তমান এসইসির নতুন নেতৃত্ব বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। এরই মধ্যে সংস্থাটির সংশ্লিষ্ট বিভাগে দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা বাড়াতে দুই স্টক এক্সচেঞ্জে পৃথক প্রাতিষ্ঠানিক অর্থায়ন বা করপোরেট ফাইন্যান্স (সিএফ) বিভাগ চালু করার নির্দেশ দিয়েছে এসইসি। এরই ধারাবাহিকতায় ৩০ জুলাই এ বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডিএসই।
পরিপালন: এসইসির প্রাতিষ্ঠানিক সুশাসন নীতি নির্দেশিকায় কোম্পানির পরিচালনা পর্ষদের আকার নির্ধারণ করে দেওয়া, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পৃথক ব্যক্তি হওয়াসহ ১৪টি বিষয় পরিপালনের দিকনির্দেশনা দেওয়া হয়েছিল।
এসইসির ২সিসি ক্ষমতাবলে প্রণীত এ দিকনির্দেশিকায় বলা হয়, নির্দেশিকা পরিপালন করতে না পারলে তার কারণ ব্যাখ্যা করতে হবে। তবে পরিপালনে ব্যর্থতার জন্য কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি।
পর্যালোচনা প্রতিবেদনে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশিকা শতভাগ পরিপালনে এগিয়ে রয়েছে টেলিযোগাযোগ খাত। অবশ্য এ খাতে গ্রামীণফোন একমাত্র কোম্পানি।
এর পরই রয়েছে সিমেন্ট খাত। এ খাতের আটটি কোম্পানির মধ্যে সাতটি নীতিনির্দেশনা পরিপালন করেছে। সিমেন্ট খাতের পরই সিরামিক খাতের অবস্থান। এ খাতের পাঁচটি কোম্পানির মধ্যে নির্দেশনা অনুসরণ করেছে চারটি।
ব্যাংক ও অব্যাংকিং আর্থিক খাতের ৫১টি কোম্পানির মধ্যে সম্পূর্ণ অনুসরণ করেছে ৩৬টি, আংশিকভাবে করেছে ১৪টি এবং একেবারেই করেনি একটি কোম্পানি।
প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশিকা পরিপালনে সবচেয়ে পিছিয়ে রয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ খাতের ৪৪টি কোম্পানির মধ্যে ২৬টি পরিপালন করলেও ১৩টি আংশিক পালন করেছে। আর পাঁচটি একেবারেই করেনি।
ওষুধ ও রসায়ন খাতের ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি সম্পূর্ণ পরিপালন করেছে। আংশিক করেছে আটটি ও একেবারেই করেনি দুটি কোম্পানি।
বিমা খাতের ৪৪টি কোম্পানির ২৭টি সম্পূর্ণ ও ১৭টি আংশিকভাবে নির্দেশিকা অনুসরণ করছে। খাদ্য ও খাদ্যজাতীয় পণ্য খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ১৮টি সম্পূর্ণ এবং ১৫টি আংশিকভাবে করলেও একটি একেবারেই পরিপালন করেনি।
সম্প্রতিকালে পুঁজিবাজারে অস্বাভাবিক উত্থান ও তারপর বিরাট ধসের ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসনের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। নিয়ম পরিপালন না করাসহ নানা ধরণের অনিয়মের কারণে তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে এসইসির যথাযথ নজরদারির অভাব নিয়েও।

http://www.prothom-alo.com/detail/date/2011-07-29/news/173803
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 01, 2011, 07:23:26 AM
ব্যাংকের মুনাফা বেশি দেখানোর কৌশল রোধে নতুন নির্দেশনা

তারিখ: ০১-০৮-২০১১

কোনো কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায় হয়ে যাবে বা ঋণটি অবলোপন হবে, এমন বিবেচনা থেকে কর প্রদান বিলম্বিত (ডেফার্ড ট্যাক্স অ্যাসেট) করছে। কিন্তু বিলম্বিত হিসাব রেখেই ব্যাংক আর্থিক বিবরণী তৈরি করছে। এর ফলে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা ও সম্পত্তির পরিমাণ বেশি দেখানো হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক এমন কিছু প্রমাণ পাওয়ার পর নতুন নির্দেশনা জারি করেছে। এতে এখনো পরিশোধ করা হয়নি, এমন আয়করের হিসাব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে গতকাল রোববার এ নির্দেশনা পাঠিয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, ঋণ, অগ্রিম বা বিনিয়োগের বিপরীতে রক্ষিত সংস্থানের ওপর ভিত্তি করে ‘ডেফার্ড কর সম্পদ’ হিসাবভুক্ত করা যাবে না। এ ক্ষেত্রে হিসাবরক্ষণের মান অনুযায়ী অন্য যেসব বিষয়ের ওপর আয়কর আইন অনুযায়ী ভবিষ্যতে আয়কর সুবিধা পাওয়া যাবে, সেসব বিষয়ের ওপর এ ধরনের কর সম্পদ হিসাবভুক্ত করা হলে বিস্তারিত বিবরণ (ভিত্তি, পরিমাণ ও সমন্বয়ের সময়) আর্থিক বিবরণীর ব্যাখ্যামূলক অংশে উল্লেখ করতে হবে।
কোনো অবস্থাতেই ‘ডেফার্ড কর সম্পদ’ ও ‘ডেফার্ড কর দায়’কে নিট করে স্থিতিপত্রে দেখানো যাবে না।


http://www.prothom-alo.com/detail/date/2011-08-01/news/174463
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 01, 2011, 07:30:18 AM
সেন্ট্রালাইজ্‌ড কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন করল এসআইবিএল

সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) শরিয়াহ কমপ্লায়েন্ট সেন্ট্রালাইজ্‌ড কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন করেছে। এতে ব্যাংকটি পুরোপুরি অনলাইন ব্যাংকে রূপান্তরিত হয়েছে। এ উপলক্ষে গত ৩০ জুলাই ব্যাংকের বোর্ডরুমে এই সাফল্যের জন্য ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান কামালউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইটি কর্মকর্তাদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন, পরিচালক আবদুল জব্বার মোল্লা ও পরিচালক মো. সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Islamic&pub_no=599&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=6
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 01, 2011, 07:38:37 AM
ADP spending improves a bit

Monday, August 1, 2011

(http://www.thedailystar.net/photo/2011/08/01/2011-08-01__bs08.jpg)

The implementation of annual development programme (ADP) was better last fiscal year, rising by 27 percent compared to the previous year.

The government took an ambitious ADP last fiscal year and after a downward revision, 92 percent of the revised programme could be implemented finally.

In fiscal 2009-10, the implementation rate was 91 percent of the revised ADP.

The implementation of foreign aided projects went up by only 1.6 percent but local funded project implementation rose by 41 percent though its expenditure quality gave rise to questions inside the finance ministry.

Like the previous years, hurried and huge spending marked the last month of the last fiscal year when Tk 6,981 crore was spent against only Tk 836 crore in the first month of the fiscal year.

Economists frequently raise questions about hurried spending at the end of every fiscal year, which makes the expenditure wasteful and also creates liquidity crunch in the banking sector.

Zaid Bakht, research director of Bangladesh Institute of Development Studies, at a discussion on Bangladesh Bank's Monetary Policy Statement (MPS) said, as the ADP implementation gets rapid momentum at the end of the year, the government borrowing suddenly increases much.

Bakht said it creates liquidity crisis in the banks and also pushes up inflation.

Implementation Monitoring & Evaluation Division (IMED) officials said, at the end of a fiscal year, implementing agencies get the ADP allocations released and deposited into their accounts though the amount remains unspent, which results in showing of higher expenditure at the year-end.

About the government borrowing at the year-end, the central bank MPS said, every June government departments and offices rush for full withdrawal of their annual budgetary allocations, often depositing the funds drawn in accounts with scheduled banks.

About a huge increase in local fund utilisation, the finance ministry's budget department officials who oversee implementation by different ministries said it was good but it should be intensely monitored whether quality expenditure was ensured.

The central bank MPS also said, ensuring efficiency and preventing wastefulness in utilisation of the rapidly rising ADP expenditure allocations should be an area of priority attention.

According to an IMED report, last fiscal year ADP worth Tk 32,830 crore was implemented, whereas the revised allocation was Tk 35,880 crore. The original allocation was Tk 38,500 crore.

In fiscal 2009-10, the implementation was Tk 25,917 crore, which was 91 percent of the revised ADP. The local fund expenditure was Tk 23,166 crore or 97 percent of the allocation. The utilisation of project aid was Tk 9,665 crore which was 81 percent of the allocation.

A finance ministry official said, in case of releasing fund the development partners go for more scrutiny.

As the ministries fail to utilise foreign aid money, the amount of unutilised foreign aid in the pipeline is now more than $12 billion.

The finance ministry official also said, as the foreign aid could not be utilised, it was putting pressure on the balance of payments.

According to the IMED report, 10 ministries and divisions got allocation of 83 percent of the total ADP last fiscal year. Among the worst performers, bridge division spent 34 percent, health and family welfare ministry 91 percent, roads and railway division 82 percent and water resources ministry 89 percent.

A large portion of allocations to these ministries/divisions was foreign funded projects. So, their rate of implementation was low.

However, local government division spent 96 percent of the allocation, power division 99 percent, primary and mass education ministry 97 percent, education ministry 95 percent, agriculture ministry 98 percent and energy and mineral resources division spent 92 percent.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=196651



 
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 01, 2011, 07:40:34 AM
DSE opens corporate governance wing

Your Right To Know
Monday, August 1, 2011

The premier bourse yesterday launched a new department to help strengthen the practice of corporate governance among listed companies and make them more transparent and accountable.

The new division -- Department of Corporate Governance and Financial Reporting Compliance -- will mainly monitor whether the listed firms follow the securities rules, prepare accurate financial statements and disclose the financials timely.

Prof M Khairul Hossain, chairman of Securities and Exchange Commission, formally inaugurated the department on the Dhaka Stock Exchange premises.

The department will have to report to the commission on the activities of the listed companies and findings on a regular basis.

The introduction of the new department makes the DSE a primary regulator, Hossain told journalists after the launch of the new department.

“The department will also examine the accuracy, validity and transparency of the financial reports submitted by the listed firms,” he said, adding that the tasks were previously done by the SEC in a limited scale with inadequate workforce.

All the listed companies are required to disclose financial statements every three months and disseminate any price sensitive information within the shortest possible time.

“Investors take investment decision based on the companies' disclosed information. So, timely and accurate information will not only help the investors, but also make the market stable, transparent and accountable,” Hossain said.

Findings of the department will help the commission take actions accordingly, the SEC chief said.

Earlier on July 13, the bourses at a meeting with the stockmarket regulator agreed to set up separate corporate finance departments within July after the SEC proposed setting up such divisions to check the practices of financial manipulations and increase transparency and accountability.

There have been allegations that many listed companies inflate financial reports by showing higher earnings and profits, especially when they submit un-audited quarterly reports. But, when the reports are annualised and audited, huge anomalies are detected.

SEC members Helal Uddin Nizami, Amzad Hossain, Arif Khan and Abdus Salam Sikder, DSE President Md Shakil Rizvi and Senior Vice-president Ahsanul Islam were also present at the launch.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=196654
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 02, 2011, 07:25:49 AM
বুকবিল্ডিং পদ্ধতির খসড়া চূড়ান্ত, মতামত আহ্বান

তারিখ: ০২-০৮-২০১১

প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণে বিতর্কিত বুকবিল্ডিং পদ্ধতি সংশোধনের জন্য খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামতের জন্য পাঠিয়েছে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে এসইসিতে তাদের মতামত জানাতে হবে। এর পরই পদ্ধতিটির সংশোধনী প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন করবে এসইসি।
বিশ্বব্যাপী প্রাথমিক শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের জন্য বুকবিল্ডিং পদ্ধতিকে সর্বাধুনিক উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু উদ্যোক্তার অপব্যবহারে পদ্ধতিটি শুরুতেই সমালোচনার মুখে পড়ে।
এ কারণে গত ২০ জানুয়ারি সরকার বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সংস্থাটির তত্কালীন নেতৃত্ব পদ্ধতিটি সংস্কারের বেশ কিছু খসড়া প্রস্তাব তৈরি করে। পরে পুনর্গঠিত এসইসি আবার নতুন করে প্রস্তাবনা তৈরি করেছে।
জানা গেছে, বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণের প্রস্তাবিত নিয়মে ২০টির মতো সংশোধনী সুপারিশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে এ পদ্ধতিতে বাজারে আসতে ইচ্ছুক কোম্পানির শেয়ারের নির্দেশকমূল্য নির্ধারণের জন্য শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে পিই ১৫ অথবা এনএভির তিন গুণ—এই দুয়ের মধ্যে যেটি কম, নির্দেশকমূল্য তার বেশি হতে পারবে না।
আবার এর পরিমাণ শেয়ারপ্রতি এনএভির কমও প্রস্তাব করা যাবে না। এ ক্ষেত্রে পিই গণনা করতে হবে কোম্পানির পূর্ববর্তী তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লিখিত শেয়ারপ্রতি আয় বা ইপিএসের ভারিত্ব গড়ের ভিত্তিতে।
যেমন: ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভেলু) কোনো কোম্পানির ইপিএসের তিন বছরের ভারিত্ব গড় পাঁচ টাকা হলে বেঁধে দেওয়া পিই অনুযায়ী সর্বোচ্চ নির্দেশক দাম হতে পারবে ৭৫ টাকা। আর এনএনভি ২০ টাকা হলে নির্দেশক দাম ৬০ টাকা হতে পারবে।
এ ক্ষেত্রে প্রস্তাবিত দাম ৬০ টাকার মধ্যেই থাকতে হবে। কেননা, পিই অনুযায়ী নির্দেশক দাম এনএভি অনুযায়ী নির্দেশক দামের চেয়ে কম। একই সঙ্গে তা ২০ টাকার নিচেও নামতে পারবে না। কেননা, এখানে এনএভি হলো ২০ টাকা। বর্তমান নিয়মে নির্দেশকমূল্যের জন্য কোনো ধরনের সীমারেখা টানা নেই।
এসইসি মনে করে, এটা শেয়ারের সম্ভাব্য সর্বোচ্চ মূল্যায়নকে সীমার মধ্যে নিয়ে আসবে। যদিও ধারণাগতভাবে বুকবিল্ডিং পদ্ধতিতে এ ধরনের কোনো সীমা বেঁধে দেওয়া উচিত নয়। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ প্রস্তাবকে বিবেচনা করা যেতে পারে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা-জোগানের ভিত্তিতে শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের উপায় হিসেবেই বুকবিল্ডিং পদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু এসইসির নতুন প্রস্তাবটি সেই ধারণার পরিপন্থী। এটিকে বুকবিল্ডিংয়ের নামে স্থির মূল্য পদ্ধতিরই আরেক রূপ।
সংশোধনীর খসড়ায় আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলোর এসইসির কাছে জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক বিবরণী পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কোনো কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে কমিটির কোনো মতামত বা পর্যবেক্ষণ থাকলে ১০ দিনের মধ্যে দিতে হবে।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোন আইনের বলে এ কমিটি তাঁদের মতামত নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে বাধ্য থাকবে, তা স্পষ্ট নয়।
সংশোধনী প্রস্তাবে দরপত্রে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপরীতে বরাদ্দকৃত শেয়ার লেনদেন শুরুর ছয় মাস পর্যন্ত বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ (লকইন) করা হয়েছে।
এ ছাড়া চূড়ান্ত দরপত্রের পর আইপিওর চাঁদা গ্রহণ (সাবস্ক্রিপশন) ২৫ দিনের পরিবর্তে ১৫ দিনের মধ্যে শুরু করা, দরপত্রের সময় ৭২ ঘণ্টা থেকে কমিয়ে ৪৮ ঘণ্টা করা এবং দরপত্র গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপককে আইপিওর জন্য শেয়ারের প্রস্তাবিত মূল্যসহ (কাট অফ প্রাইস) চূড়ান্ত খসড়া প্রসপেক্টাস এসইসিতে জমা দিতে বলা হয়েছে।
এর আগে মুদ্রিত প্রাথমিক খসড়া প্রসপেক্টাস মনোনীত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সমিতির কাছে রোড শো আয়োজনের অন্তত পাঁচ দিন আগে প্রেরণ করতে হবে। এতে শেয়ারের নির্দেশকমূল্য উল্লেখ করা যাবে না।
খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, নির্দেশকমূল্য নির্ধারণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কোম্পানি, কোম্পানিটির কোনো সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান, অথবা পরিচালকদের স্বার্থ-সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। ডিএসই ও সিএসইর প্রতিনিধিরা রোড শোতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকলেও তাঁদের পর্যবেক্ষণ মূল্যায়ন করা হবে কি না, সেটি পরিষ্কার নয়।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নির্দেশকমূল্য প্রস্তাব করবে, তাদের ওই কোম্পানির ন্যূনতম ১০ শতাংশ শেয়ার কেনার অঙ্গীকার করতে হবে। আবার একই প্রস্তাবনার অন্য একটি অংশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান পাঁচ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবে না। যে পরিমাণ শেয়ার কেনা যাবে না, তা কেনার জন্য অঙ্গীকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
খসড়া অনুসারে, কোম্পানি ৩০ থেকে ৫০ কোটি টাকার শেয়ার ছাড়লে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। ৫০ থেকে ১০০ কোটি এবং ১০০ কোটির ওপরে শেয়ার ছাড়লে এর পরিমাণ হবে যথাক্রমে ৫০ শতাংশ ও ৬০ শতাংশ। এতে সাধারণ বিনিয়োগকারীদের অংশ কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।


http://www.prothom-alo.com/detail/date/2011-08-02/news/174731
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 04, 2011, 07:42:03 AM
১৩ দেশে শ্রেষ্ঠ ইন্টারনেট ব্যাংকের স্বীকৃতি পেল সিটি ব্যাংক

ঢাকা, বৃহস্পতিবার, ৪ আগষ্ট ২০১১

গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন সিটি গ্রুপকে এশিয়া প্যাসিফিকের ১৩টি দেশে বিশ্বের শ্রেষ্ঠ ইন্টারনেট ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে, কয়েকটি ক্যাটাগরিতে ব্যাংকগুলোর করপোরেট ও কন্জিউমার ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়।
সিটি গ্রুপ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান ও থাইল্যান্ড_এই ১১টি দেশে 'শ্রেষ্ঠ করপোরেট বা ইনস্টিটিউশনাল ইন্টারনেট ব্যাংক'' হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া সিটি গ্রুপ অস্ট্রেলিয়া, চীন, গুয়াম, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম_এই ৯টি দেশে 'বেস্ট কন্জিউমার ইন্টারনেট ব্যাংক'- এর স্বীকৃতি পেয়েছে। সিটি এশিয়া প্যাসিফিক আঞ্চলিকভাবে 'শ্রেষ্ঠ করপোরেট বা ইনস্টিটিউশনাল ইন্টারনেট ব্যাংক' হিসেবে বিজয়ী হয়েছে, যার সাব-ক্যাটাগরি হিসেবে রয়েছে 'বেস্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস', 'শ্রেষ্ঠ বেস্ট ট্রেড ফাইন্যান্স সার্ভিসেস', বেস্ট ইন মোবাইল ব্যাংকিং' অ্যান্ড বেস্ট ইন সোশ্যাল মিডিয়া'।

http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Internet&pub_no=602&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=6
Title: Re: Business News
Post by: sethy on August 06, 2011, 11:40:30 PM
Thanks for this excellent job. It will be very helpful for us.
Title: Re: Business News
Post by: sethy on August 06, 2011, 11:43:06 PM
Do not stop this process.
Title: Re: Business News
Post by: bidita on August 06, 2011, 11:49:51 PM




get ready for Business Update

http://www.marketwatch.com/story/us-economy-gains-117000-jobs-in-july-2011-08-05?link=MW_pulse
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 07, 2011, 10:20:34 PM
Thank you for your inspiration Ms. Sethy and Ms. Bidita....If both of you get any hot business news. Please share with us.
Thank you
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 09, 2011, 07:24:32 AM
এশিয়ায় বেড়েছে মার্কিন ডলার, বন্ডের চাহিদা
বিশ্ব শেয়ারবাজারে বড় পতন

তারিখ: ০৯-০৮-২০১১

(http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-08-08-16-47-35-096172800-untitled-69.jpg)

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণমান (ক্রেডিট রেটিং) এক ধাপ কমে যাওয়ার খবরটি যখন প্রকাশ পায়, তখন অবশ্য এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়ে গেছে। তবে ঋণমান পড়ে যাচ্ছে—এ খবরটি আগেই ছড়িয়ে পড়ায় বাজারে বড় ধরনের পতন ঘটে।
তাই ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনতির প্রকৃত প্রভাব দেখতে দুই দিন সাপ্তাহিক ছুটির পর গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসের অপেক্ষায় ছিল সবাই এবং যে ধারণা ছিল, তার তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। দরপতন ঘটেছে ইউরোপেও।
টোকিও স্টক এক্সচেঞ্জের একজন ব্রোকার সুন্দর করে দরপতনের বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘এটা ভীতি থেকে নয়, বরং অনিশ্চয়তা থেকে হয়েছে। এসঅ্যান্ডপি যে আমেরিকার ঋণমান নামিয়ে দিয়েছে, এটা খুব বিস্ময়কর কিছু নয়। কিন্তু এর ফলাফলটা অনিশ্চিত। আমরা জানি না, এর ফলে কী হতে যাচ্ছে।’
উল্লেখ্য, আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) যুক্তরাষ্ট্রের ঋণমান ‘বিবিবি’ থেকে নামিয়ে ‘বিবি+’ করে দেয়। এর মানে হলো, আমেরিকাকে ঋণ প্রদান করা এখন আর ঝুঁকিহীন নয়।
তবে টোকিওতে জাপানের অর্থায়ন মন্ত্রী (ফিন্যান্স মিনিস্টার) ইওশিহিকো নোদা বলেছেন, আমেরিকার ট্রেজারি বন্ড এখনো জাপানের কাছে আকর্ষণীয়। চীনের পর জাপানই হলো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা। তাঁর এই বক্তব্যের প্রতিফলনও ঘটেছে গতকালের এশিয়ার বাজারে। অনেকটা যুক্তিবিরুদ্ধভাবে মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বন্ডের চাহিদা বেড়ে গেছে গতকাল। অথচ ঋণমানের অবনতিতে আমেরিকার সম্পদের চাহিদা কমে যাওয়ার কথা।
বর্তমানে আমেরিকার ঋণের বাজারের পরিমাণ ১০ লাখ কোটি ডলার। অর্থা ৎ এই পরিমাণ বন্ড মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কাছে নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে ঋণ নিয়েছে। উল্টোভাবে বললে, বিভিন্ন বিক্রি দেশ আমেরিকার সরকারি বন্ডে মোট এই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।
বিশ্লেষকেরা বলছেন, এশিয়ার বিভিন্ন দেশের সরকার তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে দ্রুত হারে অধিক পরিমাণ মার্কিন ডলার যোগ করার জন্য গতকাল সক্রিয় হয়ে ওঠায় চাহিদা বেড়েছে। আর তাই এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে।
এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে টোকিরও নিক্কি-২২৫ সূচক দুই শতাংশের বেশি পড়ে গিয়ে ১০ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। সিউলের কসপি সূচক ও তাইপের ভারিত সূচক উভয়ই ৩ দশমিক ৮২ শতাংশ হারে পড়ে গেছে।
গতকাল সাংহাই ও সিঙ্গাপুরের শেয়ারবাজারে পৌনে চার শতাংশ এবং হংকং সোয়া দুই শতাংশ হারে দরপতন ঘটেছে।
অবশ্য ইউরোপের বাজারের চিত্রটা এতখানি নিম্নমুখী নয়। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ঘোষণা দিয়েছে যে, তারা বিভিন্ন সরকারি বন্ড কিনবে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি বন্ডের প্রতি আস্থা বাড়ানোর একটা প্রয়াস নেওয়া হয়েছে।
লন্ডনের এফটি-১০০ সূচক ও প্যারিসের ক্যাক সূচক পৌনে দুই শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক সোয়া দুই শতাংশ হারে পড়ে গেছে।


http://www.prothom-alo.com/detail/date/2011-08-09/news/176665
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 09, 2011, 07:43:53 AM
নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ শতাংশ
ঢাকা, মঙ্গলবার, ৯ আগষ্ট ২০১১, ২৫ শ্রাবণ ১৪১৮, ৮ রমজান ১৪৩২

(http://www.kalerkantho.com/admin/news_images/607/thumbnails/image_607_178572.jpg)

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের বাইরে অন্যান্য দেশে তৈরি পোশাক রপ্তানিতে ভালো করেছে বাংলাদেশ। আগের বছরের চেয়ে নতুন বাজারগুলোয় বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। মোট পোশাক রপ্তানি আয়ে নতুন বাজারের অংশও বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে মোট পোশাক রপ্তানি বেড়েছে ৪৩ দশমিক ৩৬ শতাংশ। সেখানে নতুন বাজার বলে পরিচিত ১১টি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৭৫ শতাংশ।
পোশাক রপ্তানিকারকরা মনে করছেন, ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক সংকটের কারণে পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় নতুন বাজারে রপ্তানি বাড়ানো বাংলাদেশের জন্য অপরিহার্য। কিন্তু চলতি অর্থবছর থেকে তুরস্কে সেফগার্ড ডিউটি, জাপানের অর্থনীতির সংকট ইউরোপ ও আমেরিকার বাইরে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা যায়, গত অর্থবছর ইউরোপ, আমেরিকা ও কানাডার বাইরে ১১টি দেশে বাংলাদেশ মোট ১৩৮ কোটি ৩৭ লাখ ডলারের (১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার) পোশাক রপ্তানি করে, যা আগের বছরের চেয়ে ৫৯ কোটি ৩৩ লাখ ডলার বেশি। নতুন বাজারে পোশাক রপ্তানি মোট রপ্তানির ৭ দশমিক ৭২ শতাংশ। আগের বছর মোট রপ্তানির ৬ দশমিক ৩২ শতাংশ রপ্তানি হয়েছিল নতুন বাজারে।
গত অর্থবছর মোট পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৯১৪ বিলিয়ন ডলারের, যা আগের বছরের চেয়ে ৪৩ দশমিক ৩৬ শতাংশ বেশি। আগের বছর ১২ দশমিক ৪৯৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। মোট রপ্তানির প্রায় ৯০ ভাগ হয়েছে ইউরোপ, আমেরিকা ও কানাডায়। ইউরোপে রপ্তানি হয়েছে প্রায় সাড়ে ১০ বিলিয়ন ডলারের পোশাক, আমেরিকায় ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। আর কানাডায় রপ্তানি হয়েছে ৮৯৪ দশমিক ৬৭ মিলিয়ন ডলারের পোশাক।
নতুন বাজারে রপ্তানির সম্ভাবনা সম্পর্কে বিজিএমইএ'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'পোশাক খাতের পুরোনো বাজারের অবস্থা ভালো নয়। ফলে নতুন বাজার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এ জন্য আমরা এ বছর লাতিন আমেরিকায় সফরে যাব। গত বছর সেখানে সফরে গিয়ে ভালো ফল পাওয়া গিয়েছিল।'
নতুন বাজারের মধ্যে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছে তুরস্ক, জাপান ও অস্ট্রেলিয়ায়। তুরস্কে ৫১ কোটি ৮৩ লাখ ডলার, জাপানে ২৪ কোটি ৭৫ লাখ ডলার ও অস্ট্রেলিয়ায় ১৯ কোটি ২৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়। কিন্তু এই তিন বাজারেই আগামীতে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এর কারণ হিসেবে পোশাক শিল্প মালিকরা তিন দেশের অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করছেন।
তাদের মতে, তুরস্ক তাদের নিজের পোশাক খাতকে সুরক্ষা দিয়ে ১৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার ফলে বাংলাদেশের রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এই শুল্কের বাইরে রাখার আবেদন করা হলেও তুরস্ক সরকার তাতে সাড়া দেয়নি। জাপানে সুনামির কারণে অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ায় যে হারে প্রবৃদ্ধির আশা করা হয়েছিল তার চেয়ে কম হবে। এ সপ্তাহের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় অস্ট্রেলিয়ার খুচরা বিক্রয় জুন মাসে আগের মাসের তুলনায় ০.১ শতাংশ কমে গেছে। এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশে ক্রেতাদের আস্থা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি ১.২ শতাংশ সংকুচিত হয়।
পুরনো বাজারের মধ্যে আমেরিকা ও ইউরোপের ঋণ সংকট নিয়েও শঙ্কায় পোশাক মালিকরা। তাঁরা জানান, যুক্তরাষ্ট্রে এখন বেকারত্বের হার ৮.৭ শতাংশ থেকে বেড়ে ৯.১ শতাংশ হয়েছে। গ্রিস, স্পেন, আয়ারল্যান্ড ও পর্তুগালসহ ইউরোপের অর্থনীতি সংকটের মধ্যে আছে। সেখানে অর্থনৈতিক মন্দা দীর্ঘায়িত করার আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের কিছু দেশে পোশাকের খুচরা বিক্রি কমে গেছে। প্রধান প্রধান অর্থনীতির দেশে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। যার ফলে ভোক্তারা ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন।
নতুন বাজার সম্প্রসারণে সরকার নগদ সহায়তা দেয়। তবে দেশীয় কাপড় ব্যবহারকারীরা সে সহায়তা পাচ্ছেন না। বিজিএমইএ'র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, এই শর্তের মাধ্যমে বিদেশি কাপড় আমদানিতে উৎসাহ দেওয়া হচ্ছে। কারণ দেশি কাপড় না কিনে বিদেশি কাপড় আমদানি করে পোশাক তৈরি করলে এ প্রণোদনা পাওয়া যায়। দেশীয় টেঙ্টাইল শিল্পকে বাঁচাতে দেশীয় কাপড় ব্যবহারকারীদেরও নতুন বাজার সহায়তার প্রণোদনা দেওয়া উচিত।
২০০৯ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে পণ্য রপ্তানিকারকদের মোট রপ্তানি আয়ের ৫ শতাংশ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। নতুন বাজার সহায়তা (নিউ মার্কেট ইনসেনটিভ) নামে তিন বছর মেয়াদি এ প্রণোদনা প্যাকেজের প্রথম বছর ৫ শতাংশের পর দ্বিতীয় বছরে ৩ শতাংশ ও তৃতীয় বছরে ২ শতাংশ হারে সহায়তা দেওয়ার কথা।


http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Download&pub_no=607&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=1
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 10, 2011, 07:20:47 AM
পুঁজিবাজারকে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু করা হবে: অর্থমন্ত্রী

তারিখ: ১০-০৮-২০১১ | ৬৪২

পুঁজিবাজারকে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই তিনি সে চেষ্টা করবেন। এ ছাড়া চলতি বছর থেকেই দীর্ঘমেয়াদি সরকারি বন্ড চালুরও ঘোষণা দেন অর্থমন্ত্রী।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১০ অর্থবছরের অর্জিত ৬৪ কোটি ৬৫ লাখ টাকা নিট মুনাফা থেকে পাঁচ কোটি টাকা নগদ লভ্যাংশ হস্তান্তর করেন বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমদ চৌধুরী। ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমানসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল। এখন শেয়ারের দর বাড়ছে-কমছে। আগামী দিনে এ বাজারকে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে।
রাষ্ট্র পরিচালনাধীন ব্যাংকের শেয়ার ছাড়ার প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নিশ্চয়ই এদের শেয়ার ছাড়া হবে। আর সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এক দিনে সব প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনতে যাওয়া ঠিক হবে না বলে মত প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তিন দফায় সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে সময়সীমা আগেই বেঁধে দেওয়া হয়েছে। ১৪ আগস্ট পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম আরও শেয়ার ছেড়েছে। অপেক্ষায় রয়েছে ডেসকো ও তিতাস।
৩০ আগস্টের মধ্যে এসেনশিয়াল ড্রাগস, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাবমেরিন কেব্লস, প্রগতি ইন্ডাস্ট্রিজ এবং হোটেল ইন্টারন্যাশনালের শেয়ার ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার কথা আবারও উল্লেখ করেন সচিব। বাকিগুলো আসবে তারও পরে।
বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমদ চৌধুরী বলেন, ব্যাংক ভালোভাবে চালাতে আরও ৩০০ কোটি টাকা দরকার। তবে সরকার চাইলে তাদের শেয়ার ছাড়ার অনুমতিও দিতে পারে। তিনি বলেন, ব্যাংকের ভালো সম্পত্তি রয়েছে। প্রিমিয়ামে শেয়ার ছেড়েও টাকা তোলা যাবে।
বিডিবিএল যে মুনাফা দিতে পেরেছে, অতীতে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) ও বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) যৌথভাবেও তা পারেনি বলে মন্ত্রীকে জানান ব্যাংকটির চেয়ারম্যান।
অবশ্য এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি চাই, ব্যাংকটি ভালোভাবে চলুক। আর টাকা দেওয়ার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে ব্যাংকটির জন্য সত্যিই কিছু করা হবে।’


http://www.prothom-alo.com/detail/date/2011-08-10/news/176862
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 10, 2011, 07:24:50 AM
স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন
বিশ্ব অর্থবাজার অস্থির

তারিখ: ১০-০৮-২০১১ | ৩৯৪

একদিকে শেয়ারবাজারে ধস, অন্যদিকে পণ্যবাজারে অস্থিতিশীলতায় বিশ্বজুড়ে অর্থবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
স্বর্ণের দামে আরেক দফা রেকর্ড, ইউরো ও ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দরপতন, চীনের উচ্চ মূল্যস্ফীতি—সব মিলিয়ে গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব আর্থিক বাজারের আরেকটি অস্থির ও উদ্বেগের দিন।
এভাবেই আমেরিকার ঋণমানের অবনতি ও ইউরোপের দেশে দেশে চলমান আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব বিস্তৃত হয়ে পড়েছে বিশ্বজুড়ে আর্থিক বাজারে।
বিনিয়োগকারীরা এখন তাকিয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দিকে। আমেরিকায় মঙ্গলবার দিবসের লেনদেন শুরু হলে ফেডারেল রিজার্ভ মুদ্রনীতি ঘোষণা করবে। (গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকায় মঙ্গলবার কার্যদিবস শুরু হয়নি)।
গত সোমবার আমেরিকার শেয়ারবাজারে এক দফা ধস নামার পর গতকাল মঙ্গলবার এর জের ছড়িয়ে পড়ে প্রথমে এশিয়া ও তারপর ইউরোপের বাজারে। উদ্বিগ্ন বিনিয়োগকারীরা একযোগে শেয়ার বিক্রি করে বেরিয়ে আসতে শুরু করেছেন।
সোমবার ডাওজোনস ও ন্যাসডাক যথাক্রমে সাড়ে পাঁচ শতাংশ ও ৬ দশমিক ৯০ শতাংশ হারে পড়ে গিয়েছিল। আর মঙ্গলবার লন্ডন ও ফ্রাঙ্কফুর্টে বড় ধরনের পতন ঘটে। এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে সিডনি ছাড়া সবগুলোয় দরপতন ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ পতন ঘটেছে হংকংয়ের বাজারে, যা প্রায় এক হাজার ১৬০ পয়েন্ট।
গতকালই আবার খবর আসে যে জুলাই মাসে চীনের মূল্যস্ফীতির হার আরেক দফা বেড়েছে। এতে করে ভবিষ্যতে দেশটির প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়তে পারে—এমন আশঙ্কাও জেগেছে।
গতকাল বিশ্ববাজারে স্বর্ণের দর প্রতি আউন্স আরেক দফা বেড়ে হয়েছে এক হাজার ৭৭১ ডলার। আর জ্বালানি তেলের দর একপর্যায়ে ব্যারেল-প্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়।
অন্যদিকে, বিদেশি মুদ্রার বাজারও গতকাল ছিল বেশ অস্থিতিশীল। গতকাল বিদেশি মুদ্রার বাজারে জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দরপতন ঘটেছে। অর্থাৎ ডলারের বিপরীতে ইয়েন শক্তিশালী হয়ে উঠেছে। সোমবার নিউইয়র্কে প্রতি ডলার ৭৭ দশমিক ৬৮ ইয়েনে লেনদেন সম্পন্ন করার পর গতকাল টোকিওতে প্রতি ডলার ৭৭ দশমিক ২৫ ইয়েনে দাঁড়ায়।
বিশ্লেষকেরা বলছেন, বিদেশি মুদ্রার উদ্বিগ্ন বিনিয়োগকারীরা মার্কিন ডলারকে আগের মতো নিরাপদ মনে না করায় ইয়েনের দিকে ঝুঁকেছে।
অন্যদিকে, প্রতি ইউরো আগের এক দশমিক ৪১ ডলার থেকে বেড়ে হয়েছে এক দশমিক ৪২ ডলারে। অর্থাৎ ইউরোও শক্তিশালী হয়েছে। তবে ইউরোর বিপরীতে ইয়েন আবার দুর্বল হয়েছে। প্রতি ইউরো ১১০ দশমিক ১০ ইয়েন থেকে হয়েছে ১১০ দশমিক ২৩ ইয়েন।
মার্চ মাসের পর গতকালই প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের দরপতন ঘটেছে।
রাশিয়ার মুদ্রা রুবল গতকাল মার্কিন ডলারের বিপরীতে বড় ধরনের পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। রুশ অর্থনীতি জ্বালানি তেলের রপ্তানির ওপর বহুলাংশে নির্ভরশীল। তাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা সেখানে ছড়িয়ে পড়েছে, যার প্রতিফলন ঘটেছে রুবলের দরপতনে।
ডলার ও ইউরোর বিপরীতে রুবল যথাক্রমে তিন ও তিন দশমিক ৪০ শতাংশ হারে পড়ে গেছে। ফলে দুই সপ্তাহ ধরে রুবলের পতন ঘটল।
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 10, 2011, 07:30:41 AM
আসছে ২, ৫, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট

(http://www.kalerkantho.com/admin/news_images/608/thumbnails/image_608_178879.jpg)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সংবলিত ২, ৫, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কাউন্টার থেকে নতুন ডিজাইনের এ নোটগুলো ইস্যু করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও সব বাণিজ্যিক ব্যাংকে পাওয়া যাবে। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্যুকৃত নোটগুলোর মধ্যে দুই টাকার নোটে অর্থসচিব ড. মোহাম্মদ তারেকের স্বাক্ষর এবং বাকিগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের স্বাক্ষর থাকবে। দুই টাকার নোটটি সিনথেটিক ফাইবার মিশ্রিত অধিক টেকসই কাগজে মুদ্রিত। নোটের সামনের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে জাতীয় স্মৃতিসৌধ হালকা রঙে মুদ্রিত থাকবে। নোটের পেছনের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি মুদ্রিত আছে।
পাঁচ টাকার নোটটিও সিনথেটিক ফাইবার মিশ্রিত অধিক টেকসই কাগজে মুদ্রিত। এর কাগজে জলছাপ হিসেবে ব্যবহৃত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। নোটের সামনের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে জাতীয় স্মৃতিসৌধ হালকা রঙে মুদ্রিত রয়েছে। নোটের পেছনের দিকে নওগাঁয়ের কুসুম্বা মসজিদের ছবি মুদ্রিত থাকবে। ১০০ টাকার সিনথেটিক ফাইবার মিশ্রিত নোটের সামনের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং পেছন দিকে ইন্টাগিও কালিতে ঢাকার তারা মসজিদ মুদ্রিত থাকবে। ৫০০ টাকার নোটেও বঙ্গবন্ধুর ছবি এবং পেছন দিকে ইন্টাগিও কালিতে বাংলাদেশের কৃষি কাজের দৃশ্য মুদ্রিত আছে। ১০০০ হাজার টাকার নোটের এক পিঠে বঙ্গবন্ধুর ছবি ও অপর পিঠে ইরিডিসেন্ট ব্যান্ড বা স্ট্রাইপে ইঅঘখেঅউঊঝঐ ইঅঘক লেখা থাকবে। নোটটি নাড়াচাড়া করলে এর রং পরিবর্তন হবে।

http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Hotel&pub_no=608&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=4

Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 10, 2011, 07:32:02 AM
সংবাদ সম্মেলনে বিটিএম সভাপতি
সুতা ও কাপড় আমদানি বন্ধ না হলে
ঈদের পর কারখানা বন্ধ

বিদেশ থেকে সুতা ও কাপড় আমদানির ফলে দেশের মিলগুলো বিপাকে পড়েছে। বর্তমানে দেশের মিলগুলোতে ৯ হাজার কোটি টাকার আড়াই লাখ টন সুতা মজুদ রয়েছে। ক্রেতার অভাবে সুতা বিক্রি হচ্ছে না। সরকারও এদিকে দৃষ্টি দিচ্ছে না। ইতিমধ্যে দেশের বস্ত্র কারখানাগুলো উৎপাদন ৫০ শতাংশ বন্ধ রেখেছে। তাই বিদেশ থেকে সুতা ও কাপড় আমদানি বন্ধ না করা হলে ঈদের পর দেশের মিলগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেঙ্টাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন।
গতকাল মঙ্গলবার রাজধানীর বিটিএমএ কার্যালয়ে প্রাথমিক টেঙ্টাইল খাতের বিরাজমান সমস্যা ও এর সমাধানে করণীয় সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন বিটিএমএ সভাপতি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলামিন বলেন, 'দেশে গ্যাস ও বিদ্যুত সংকটের পরও দেশের সুতা ও বস্ত্র মিলগুলো তাদের উৎপাদন ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বর্তমানে বিদেশ থেকে সুতা ও কাপড় আমদানির ফলে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে পারছি না। প্রতিদিনই মিলগুলোতে বিপুল পরিমাণ লোকসান হচ্ছে। এই লোকসানের বোঝা আমরা আর বইতে পারছি না। লোকসান কমাতে এরই মধ্যে মিলগুলো সক্ষমতার অর্ধেক উৎপাদন করছে। সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে হয়তো ঈদের পর মিলগুলো পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশের বস্ত্রশিল্পের বাজার অন্য কারো হাতে তুলে দিতে হবে।'
জাহাঙ্গীর আলামিন জানান, ২০১০ সালের জানুয়ারি থেকে জুন_এই সময়ের তুলনায় চলতি ২০১১ সালের একই সময়ে সুতা আমদানি বেড়েছে ১৮.২১ শতাংশ এবং ওভেনের আমদানি বেড়েছে ৫১.১৮ শতাংশ। আর নিট ফেব্রিকের আমদানি বৃদ্ধি পেয়েছে ২৯৩.০৬ শতাংশ। এই আমদানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে দেশের স্পিনিং মিলগুলোতে ৯ হাজার কোটি টাকা মূল্যের আড়াই লাখ টন সুতা অবিক্রীত রয়ে গেছে।
বিটিএমএর সদস্য মিলগুলোতে কোনো দিন বেতন-বোনাস নিয়ে সমস্যা না হলেও এবার পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে জাহাঙ্গীর আলামিন বলেন, 'ঈদুল ফিতর আসন্ন। যেকোনো সময় এ খাতে বিপর্যয় নেমে আসতে পারে। এবারের প্রেক্ষাপট ভিন্ন, তাই আমরা আতঙ্কিত।'
দেশের বেসরকারি খাতে এককভাবে সর্বোচ্চ প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ কারা বস্ত্রশিল্প রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলামিন বলেন, এ খাতটি ধ্বংস হলে দেশের সার্বিক অর্থনীতিতে অকল্পনীয় ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য বিটিএমএ বেশ কিছু দাবি জানিয়েছে সরকারের কাছে। এর মধ্যে রয়েছে বিকল্প নগদ সহায়তা ৫ শতাংশ থেকে বাড়িয়ে করে ১৫ শতাংশ নির্ধারণ এবং তা ২০১৫ সালর পর্যন্ত বর্ধিত করা, দেশীয় শিল্পের ন্যায স্বার্থ সংরক্ষণের জন্য সেফ গার্ড হিসেবে দীর্ঘমেয়াদি ব্যবস্থা এবং রপ্তানিনীতি ২০০৯-১২-এর আলোকে স্থানীয়ভাবে তৈরি রপ্তানি মানের ইয়ার্ন ও ফেব্রিক ব্যবহারে উৎসাহী করা, পলেস্টার ও ভিসকস স্ট্যাপল ফাইবার এবং অ্যাক্রেলিক টো আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিজে নামিয়ে আনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত কম দামে সুতা বিক্রি করায় দেশি মিলগুলো হুমকির মুখে পড়েছে। ভারত সরকার তাদের মিলগুলোকে নানাভাবে সহযোগিতা করলেও বাংলাদেশ সরকার কোনো সহযোগিতা তো করছেই না বরং নানাভাবে হয়রানি করছে। এভাবে চলতে থাকলে দেশের পুরো বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যাবে বলে তাঁরা জানান।
সংবাদ সম্মেলনে বিটিএমএর সহসভাপতি এম এ জাহের, আহমেদ আলী, সাবেক সভাপতি এম এ মতিন চৌধুরী, পরিচালক মান্নান মিয়া, সোলায়মান, নুরুল ইসলাম, মোশারফ হোসেন, সৈয়দ ইশতিয়াক আহমেদ, আমাল্লাহ সরকার, মোজাফফর হোসেন, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, উথা স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক রাজ্জাক সাত্তার এবং নিউটেঙ্ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকরাম খান উপস্থিত ছিলেন।
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 10, 2011, 07:34:45 AM
Banglalion to raise Tk 400cr through bonds

Wednesday, August 10, 2011

Banglalion Communications Ltd will raise Tk 400 crore through issuing zero coupon bonds, officials said yesterday.

The bonds have an option of 18 percent conversion into ordinary shares of Banglalion, a leading WiMax data and telecoms service provider. It organised a roadshow for the bonds at Ruposhi Bangla Hotel in Dhaka.

A zero coupon bond is a debt instrument that has no periodic interest. At maturity, the face value of the bond is repaid or redeemed.

“The mission of Banglalion is to empower a smarter, more connected world with the fastest, most cost-efficient and highest 4G network for the people of Bangladesh," said Abdul Mannan, chairman of the company.

IIDFC is the trustee for the issue of the bonds and IIDFC Capital is the issue manager.

The face value of each bond is

Tk 1,000 with 11 percent interest for three years. The value of the issue is Tk 731.

Shafiqur Rahman, executive vice president of IIDFC, explained the structure and investment perspectives of the bonds. Neil Graham, chief executive officer of Banglalion, presented the company's financial strength and background.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=197969
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 10, 2011, 07:36:11 AM
Big operators to pay high spectrum fees
3G licences will be given through auction

The government yesterday finalised the process of how it will charge four mobile operators -- Grameen-phone, Banglalink, Robi and Citycell -- for renewing their licences for the next 15 years.

A high-profile meeting presided over by Prime Minister Sheikh Hasina decided that the operators will pay at the rate of Tk 150 crore for per megahertz of airwave, which will be multiplied by the total allocated spectrum and a 'market competition factor'.

The meeting held at the Prime Minister's Office also decided to give 3G (third generation) technology licences through auction.

However, Bangladesh Telecommunication Regulatory Commission and the telecom ministry will calculate and disclose the spectrum allocation charges for the operators by August 15.

Telecom Secretary Sunil Kanti Bose said the operators will have to pay Tk 150 crore for per megahertz of spectrum and the amount will be finalised on the basis of their market share.

Now an operator with a big subscriber base will pay higher than a low-subscriber operator, he said.

“Otherwise some of the operators will be affected and won't survive.”

Now Grameenphone will have to pay higher than its nearest peers; Banglalink and Robi will be in the middle, while Citycell will pay less, on the basis of the calculation -- Tk 150 crore/ per megahertz of spectrum multiplied by the total amount of spectrum and the market competition factor.

The rate for all bands of spectrum -- including GSM 1800 Mhz, 900 Mhz and CDMA 800 Mhz -- will be the same: Tk 150 crore.

Last year the BTRC proposed a 'utilisation factor' (UF) to determine the spectrum assignment fees of the operators. As the UF causes different rates for different operators, a high-profile meeting on July 10 suggested abolishing the UF.

However, this time the UF comes as the 'market competition factor', according to telecom ministry officials.

The meeting also supported the BTRC proposal of 5.5 percent revenue sharing for the mobile operators, instead of 5 percent proposed by the ministry.

However, now the operators will pay 1 percent of their revenue to Social Obligation Fund, a new idea to help implement the government's vision for a 'digital Bangladesh'.

The meeting also decided that the licence renewal process has to be complete by November 10 this year, and the upfront spectrum charges have to be paid in four instalments within two years.

The meeting suggested opening voice over internet protocol (VoIP) for all who are interested.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=197951
Title: Re: Business News
Post by: bidita on August 10, 2011, 07:27:44 PM
                              7 ways to get an industry leader you don’t know to mentor you


Mentorship is a critical component for many successful entrepreneurs. No matter how smart you are – and how good your idea is – it’s always easier when you have someone who has been through it before (in some capacity).

I’ve previously written about how to capture the eye of a venture capitalist as a mentor, but sometimes it’s more advantageous to be under the wing of an industry leader. The problem is: Odds are you don’t know any.

I study mentorship in a method and magnitude method that helped me become one of Stanford’s first EIRs (entrepreneur in residence). Here are some morsels on how to secure a mentorship from those heads of industry – even when they don’t know you from Adam.

Move towards something specific – When you make a commitment, the universe moves with you. That might sound a little new-age-y, but I believe moving towards something specific helps a lot in achieving that goal – in this case, getting a mentor.

Put another way: Asking for general help is a turn off to potential mentors, just as generic questions will get you nowhere. Ask for specific help when you have the opportunity.

Target events where your potential mentor is a speaker – Important people want to look busy in public. They may say no to a coffee or a lunch date, but ask to walk them from the car to the conference (or vice versa) and you can have 12 minutes of one-on-one time.

These dozen minutes can be the equivalent value of four years of tuition at some colleges.

Get in late. Get out early. – Industry leaders (along with VCs) are pattern recognizers. The pattern you want to signal is person who executes and moves forward.

The way to achieve that is by getting into the conversation late (in other words, by just jumping in) and getting out early.

Recommend that they speak - Conference producers are looking for feedback from the people that pay to attend stuff. In an email tell the conference producer that you got value out of your parking lot walk with your soon-to-be mentor. Layer in that they should speak for 30 minutes to expand what it is that you learned from that same mentor. Even if you fail, you move forward.

Invite them to things – Important people like to say no to stuff and like to ignore invites.

But when they stop getting invited they go bezerk. Here is some insight… They can never get invited enough.

You should market yourself – You probably know this already. Heck, I hope you do! But not everyone knows how. The best way to do this is by:

    Closing emails with a pitch for mentorship
    Acquiring their cell phone number at live events
    Put their cell in the subject line. Or if you don’t have it — put yours in
    Have detailed subject lines that jive with your specific goal

Role-play interactions with real mentors – Before you call me insane, know that I stole this idea.

You should be able to almost guess what your mentor is going to say. Napolean Hill, in chapter 11 of “Think and Grow Rich,” had an entire board of dead people that comprised of his advisory board. He took actual meeting minutes of imaginary conversations with dead people.

Step one is imagining your interactions with real people. Step two is to confirm your guestimations of their advice via email. If you’re right, you’re on your way to securing a mentor..




http://venturebeat.com/2011/08/09/7-ways-to-get-an-industry-leader-you-dont-know-to-mentor-you/
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 14, 2011, 07:28:17 AM
BB brings back credit discipline
Credit-deposit ratio reaches safe limit in June

(http://www.thedailystar.net/photo/2011/08/14/2011-08-14__buz01.jpg)

The credit-deposit ratio (CDR) of commercial banks came down to a safe limit in June, as the surplus inter-bank deposits were included in total deposits.

The banks increased deposits and reduced credit, trimming the CDR further, said an official of the Bangladesh Bank.

Commercial banks are not allowed to invest more than 85 percent of their deposits, while Islamic banks cannot exceed the 90 percent limit.

On June 30, the CDR of 43 local and foreign commercial banks fell to 79.68 percent from more than 85 percent in December last year. In many banks, the ratio was above 100 percent.

The banks' overall deposits increased by 11.22 percent on June 30, compared to six months ago. Credit fell 6.20 percent.

The banks included Tk 7,605 crore in the total deposits in June, according to the central bank.

The banks increased deposits aggressively, and every bank cut lending consciously, which pared down the CDR rate, said K Mahmood Sattar, president of the Association of Bankers Bangladesh.

He said a few banks could reap the benefit of inter-bank deposits but most of the banks' CDR fell as they reduced credit.

The BB set a deadline for the banks to bring down the CDR to the safe limit by June to restore credit discipline. The bank owners met with Prime Minister Sheikh Hasina with an appeal to relax the rules.

The central bank relaxed the rules and said the banks can calculate inter-bank deposits in their total deposits.

The CDR by state commercial banks was 72.9 percent on June 30. Those banks included Tk 4,580 crore inter-bank surplus deposits in their total deposits.

The CDR of the private commercial banks was 82.92 percent and they included Tk 2,992 crore in the inter-bank deposits, while that of foreign commercial banks was 76.96 percent and they added only Tk 32 crore in the inter-bank deposits.

Of the 30 private commercial banks, only nine included inter-bank deposits of over Tk 100 crore in their CDR.

Analysts held the banks' excessive investment in the stockmarket as one of the causes, which pushed share prices to an unsustainable high. The central bank had since the first half of 2009 warned banks against parking excessive money in stocks.

Some officials of the Securities and Exchange Commission, stockmarket leaders and influential businessmen piled pressure on the BB to let the banks pour money into the stockmarket.

A total of 47 banks made operating profits of Tk 16,486 crore in 2010, with Tk 2,504 crore coming from the stockmarket, according to the central bank statistics.

The BB discourages the banks from any risky investment in an effort to cut credit growth, the high official of the central bank told The Daily Star yesterday.

As part of its overall monetary policy, the central bank takes steps to bring down credit growth to control soaring inflation, the official said.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=198530
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 14, 2011, 07:34:02 AM
Global markets rebound after rollercoaster week

Sunday, August 14, 2011

(http://www.thedailystar.net/photo/2011/08/14/2011-08-14__bs02.jpg)

World stock markets finished a rollercoaster week on a high note Friday, with traders breathing easier but still jittery over the shock waves of slower growth, the US credit downgrade and eurozone debt fears.

One of the most volatile weeks on record saw panic selling, quickly replaced by opportunity buying, and then repeated again; some major stockmarkets plunged more than five percent in one session and then rose more than five percent the next.

At the end, in markets where the sparks to selling originated, in Europe and the United States, net losses were mostly relatively small -- with the exception with Frankfurt's Dax -- while in Asia markets paid more as collateral casualties.

"The pure exhaustion that was this week's market has left participants strained as volatility reigned supreme," said Kimberly DuBord at Briefing.com.

"The prevailing thought on Wall Street ... 'thank goodness it's Friday,'" she said.

For the week, the Dow Jones Industrial Average fell 1.5 percent, the S&P 500 1.7 percent and the Nasdaq 0.96 percent.

In Europe London's FTSE index stood out as a gainer, adding 1.39 percent, but the other markets tumbled: the CAC 40 lost 2.0 percent for the week, and the DAX, 3.8 percent.

In Asia the Nikkei tumbled 3.6 percent for the week, while the Hang Seng Index of Hong Kong gave up 4.3 percent.

The first spark to a huge selloff on Monday was Standard & Poor's controversial, historic downgrade of the US credit rating. That sent US stocks on their second plunge in three days -- after one the previous Thursday -- with an impact that was echoed around the world.

Markets thrashed around on Tuesday as new worries surfaced in Europe over the debt crisis possibly enveloping Italy and Spain, but mostly recovered their losses for the day on assurances from the European Central Bank, and the US Federal Reserve's pledge to keep interest rates ultra-low for two more years because of sagging economic growth.

But the Fed move bared the touchiness of the markets -- the Dow first rose, then plunged, and then rocketed back up on the rate news.

Wednesday more rumors in Europe, including that France might be downgraded in the wake of the United States, sent markets tumbling again; bank stocks were a focus of selloffs in both Europe and the US.

Thursday, the markets shot up again, as European authorities strained to calm the rumor mill while American traders turned their focus back to individual stocks and their valuations.

Finally on Friday, the markets held onto and added to the gains of the day before, helped by a ban of short sales of bank stocks in four European countries and reasonably positive data on consumer spending in the United States.

The turbulence sent investors and businesses fleeing to safe-havens, and gold pushed to a record high Thursday at $1,814.95, before dropping off to around $1,746 late Friday.

Investors also sought out the Japanese yen and Swiss franc, prompting interventions by Japan's and Switzerland's central banks to prevent further rises.

And despite the US downgrade, traders fled into US Treasury bonds, sending yields at one point Wednesday to historic lows. By the end of the week, the US benchmarket bonds were still hovering near their lowest yields ever.

While calm returned on Friday, all the sources of the jitters -- Europe's dubious capacity to get a hold onto its debt problems; Washington's ability to address the debt-and-deficit issues S&P singled out -- remained in the air.

"We've known about both problems for months ... Neither one of these things should have been a surprise," said Nicholas Colas of ConvergEx Group. "What we've learned this week is that anticipating events is not the same as discounting them."

Traders remain on edge, said Gregori Volokhine of Meeschaert New York.

"Swings of 300-400 points are really hard on the nerves of traders, investors, and the market confidence," he said.

He pointed the finger at poor political leadership, in Washington and in Europe, in dealing with economic and fiscal problems, and said next week's mini-summit between France's and Germany's leaders on the eurozone crisis could bring more calm.

"If we have evidence of a strong political will not just to cut deficits but also to battle a slowing economy, that will be better," he said.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=198453
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 17, 2011, 05:50:51 PM
(http://www.thedailystar.net/photo/2011/08/17/2011-08-17__bs16.jpg)

Wednesday, August 17, 2011

Default loans continued to rise in the second quarter -- by Tk 643 crore or 2.66 percent -- due to sluggish activities in the industrial sector and unhealthy competition among some private banks.

On June 30, banks recorded default loans of Tk 24,384 crore of their outstanding loans, up from Tk 23,752 crore on March 30, according to Bangladesh Bank statistics.

In the first quarter to March, default loans rose by Tk 1,043 crore or 4.59 percent.

In percentage, however, default loans went down slightly because of a rise in outstanding loans.

On June 30, the total amount of default loans was 7.14 percent of their outstanding loans -- down from 7.27 percent in March.

Default loans of all private commercial banks, state-owned commercial banks and foreign commercial banks increased, except for the specialised banks, but the rise was the highest among the private banks.

However, default loans of all the private banks, except two, were low -- below 5 percent.

In June, default loans of the state banks rose by Tk 125 crore compared to March, according to the central bank statistics. Such loans in state banks increased by Tk 592 crore and in the foreign banks by Tk 37 crore.

But default loans of the specialised banks went down by Tk 124 crore during the same period compared to that in March.

Krishi Bank Chairman Khondker Ibrahim Khaled said performance in the manufacturing and housing sectors slowed, which trapped the loans in these sectors.

He also said money of some banks, especially of the private ones, got stuck in the stockmarket after a fall in prices there. He said another reason for a rise in default loans may be the weakness of the banks in monitoring the loan recovery activities.

Due to an unhealthy competition, some banks do not put adequate efforts to realise default loans from some parties.

A senior executive of a private bank supported the views of Khaled, and said many customers do not pay loans timely and the banks concerned also do not put any pressure on them.

Khaled also said, in this context, if the BB approves some more new banks to be set up the unhealthy competition will rise. He said, instead of giving approval to new banks the central bank should intensify monitoring of the existing banks.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=198942
Title: Re: Business News
Post by: Jalal on August 17, 2011, 09:36:12 PM
Infrastructure, energy situation improvement essential to attain targeted growth: MCCI
FE Report

Prospects for acceleration of economic growth, being buoyed up by investment activities that remain now far below the country's potential, will critically depend on efforts to remove the existing bottlenecks in physical infrastructural facilities and the persistent crisis in power and energy sectors.

This assessment has been made by the Metropolitan Chamber of Commerce & Industry (MCCI), Dhaka, one of the country's leading trade promotion organisations (TPOs), in its latest review of "Economic situation in Bangladesh."

According to the assessment by the MCCI, the actual increase in economy-wide investment, including foreign direct investment (FDI), will be contingent on "how quickly and effectively the government would ease the problems of power and energy sectors," notwithstanding the fact that there are "strong official commitments and efforts to find solutions" to the sectoral problems.

"Attaining the targeted 7.0 per cent gross domestic product (GDP) growth this year and 8.0 per cent in the next fiscal years will hinge upon the government's success in this area," it observed.

"Shortage of energy, in fact, now poses the biggest threat to Bangladesh's economic growth," the MCCI stated.

Despite the installation of some additional generation capacity and some increase in power production, the power situation did not improve much in quarter four (Q4) of fiscal year 2010-11 or FY11, as the production of power lagged behind the growing demand.

"The present demand for electricity is 6000 megawatt (mw), while actual generation varies between 4200 mw and 4800 mw. The estimated demand-supply gap currently is thus 1800 mw during peak hours. Gas shortage accounts for at least half of this gap. A total of 1922 mw of additional electricity has been added to the national grid since the present government took office in January 2009 but the shortfall remains because of higher demand. The highest electricity generation was recorded at 4890 mw on June 13 of FY11. To combat the acute power shortage, the government plans to increase power generation to around 7000 mw by 2013. Only 45 per cent households have access to national grid with the majority remaining out of the formal electricity supply system," the MCCI pointed out in its review.

The chamber recalled that the government formulated a merchant power plant policy for facilitating the entry of private enterprises to electricity business, especially in direct sale of electric power to the consumers from their plants, in order to break the monopoly in electricity business.

"These power plants use diesel and furnace oil for producing electricity and hence their cost is high and affects the competitiveness of user firms," it observed.

While noting that the Bangladesh economy performed reasonably well in FY11 posting a 6.7 per cent GDP growth -- well in excess of projections made by multilateral donor agencies and some local research bodies -- it stated that the agriculture sector depicted good growth, "but continuous government support with inputs and finance will be needed to sustain the sector's growth in the present fiscal."

"The production in the manufacturing sector has been improving steadily, although investment growth is still below the potential" because of many long lingering problems that continue to persist.

On the domestic front, output performance in agriculture, the chamber observed, continued to remain healthy. "Crop production during FY11 exceeded the previous year's production and also exceeded the annual production target, thanks to the record production of boro. Fisheries and livestock sub-sectors, too, depicted good growth."

"Within the broad industry sector, the performance of different sub-sectors was generally satisfactory. While large and medium scale industries are yet to regain the historically high growth rate witnessed in the middle of the 2010s, their recovery is well under way. In particular, manufacturing industries oriented to the domestic market have done better. With the expansion of small & medium enterprise (SME) loans by banks, production of SMEs has also increased considerably," it added.

According to the MCCI's review, the performance of construction, housing and water sub-sectors has improved while mining, electricity and gas sub-sectors lagged behind. A total of 1922 mw of additional electricity was added to the national grid since January, 2009.

"The services sector, overall, performed well. In particular, the telecommunications sub-sector depicted good growth buoyed by new FIDI and is expected to sustain the growth momentum with the introduction of new products and services."

About monetary and credit situation, the chamber noted that private sector credit increased significantly (24.3 %) during July-May of FY11. "Net credit to public sector also increased by about 22 per cent. Reserve money recorded a 13.5 per cent increase during July-May of FY11, resulting from the increase in Bangladesh Bank's (BB's) net domestic assets. Total liquid assets of scheduled banks stood higher at Tk 943.90 billion as on at the end of May, 2011, as against Tk 871.98 billion at end-June, 2010", it added.

"However, excess liquidity of scheduled banks", the MCCI pointed out, "stood lower at Tk 292.49 billion as on end May, 2011, as against Tk 344.98 billion at the end of June, 2010.

The MCCI pointed out that the level of public investment remained poor, despite the fact that revenue collection by the National Board of Revenue (NBR) improved significantly.

However, the ADP implementation performance in FY11 was slightly better than that of the previous fiscal, the chamber said.

Pointing out that public sector investment has a strong crowding-in effect on private investment, a speedier implementation of the ADP will be needed for boosting economic activities in the private sector, it pointed out.

On the external front, export trends, the chamber stated, remained strongly positive, growing by 43.9 per cent in the last quarter of fiscal 2011, compared to the corresponding quarter of the previous fiscal.

"In order to sustain the high export growth, top priority should be given to develop the physical infrastructure and improve the power situation, which are now the major constraints to export and economic growth," it said.

According to the assessment by the chamber, larger import payments and declines in foreign aid and remittances caused the depreciation of Taka.

"The inflation rate continued to rise, and BB had re-fixed the inflation target to 7.0 per cent for June, 2011 from the previously set target of 6.5 per cent. The actual annual average rate of inflation, however, rose to 8.7 per cent in May of FY11, well past the June, 2011 target", it noted.

The main factor behind the rise in overall inflation, according to the MCCI, was the rise in food prices, which increased continuously since May 2011

Title: Re: Business News
Post by: Jalal on August 17, 2011, 09:40:33 PM

Capital market 'heart' of investment
FE Report

The Metropolitan Chamber of Commerce and Industry, Dhaka (MCCI) has put thrust on a vibrant capital market.


"In the absence of a strong capital market, the GDP growth target of 7.0 per cent for FY12 will be difficult to achieve," the MCCI said in its latest review on the economy of Bangladesh.

"A strong capital market is essential to encourage the general people and the business community to invest in shares. Weak and fragile capital market retracts investment environment and directly or indirectly reduces and slows down economic growth, the prestigious chamber said.

It said capital market is the 'heart' of investment through which investors invest in shares of industries, financial institutions and other commercial organizations, and thus accelerates development and growth.

To strengthen and bring the much needed stability in the capital market, the FY12 budget adopted a number of measures. These include: i) TIN certificate for BO Account holder would not be mandatory; ii) there shall be no capital gain tax, as before, on the BO Account holders; iii) the rate of tax deductible at source for brokerage commission of stock brokers listed with SEC was increased from 0.05% to 0.10%; and iv) undisclosed money would be allowed for investment in the capital market as well as in treasury and infrastructure bonds on payment of a 10 per cent tax on the legalised income.

Commenting on industrial term loans, the MCCI said the disbursement of industrial term loans during Q3 increased by 22 per cent to Tk 75.64 billion from Tk 62.13 billion during the corresponding period of the previous fiscal year. The recovery of industrial term loans was Tk 68.57 billion during Q3 of FY11, which was 47 per cent higher than the recovery of Tk 46.51 billion during the same period of FY10.

The exchange rate of Taka per US$ rose to Tk 74.2329 as of June 30, 2011 from Tk 69.4100 at the end month of July, 2010. Taka thus depreciated by 6.95 per cent in FY11. This depreciation was due to the increased demand for foreign currency to finance current account transactions. Besides, BB is also providing overdraft (OD) facilities to the commercial banks to settle payment bills against import of essential items, including food grains, petroleum products and power plant equipment.
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 23, 2011, 07:15:52 AM

বিদেশি সহায়তা কমেছে প্রায় ১৮%

 তারিখ: ২৩-০৮-২০১১

(http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-08-22-16-43-47-033868900-untitled-85.jpg)

গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ আশানুরূপ বিদেশি সহায়তা পায়নি। প্রতিশ্রুত অর্থ ছাড়ের পরিমাণ আগের বছরের চেয়েও কমে গেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ১৭৭ কোটি ৭৩ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করেছে দাতা দেশ ও সংস্থাগুলো। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল ২১৬ কোটি ৪৪ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে বিদেশি সহায়তাপ্রাপ্তি কমেছে প্রায় ১৮ শতাংশ।
বিদেশি সহায়তার মধ্যে ঋণ হিসেবে পাওয়া গেছে ১০৫ কোটি ডলার আর অনুদান হিসেবে মিলেছে ৭২ কোটি ৬৬ লাখ ডলার।
অবশ্য ইআরডি কর্মকর্তারা জানান, এটি সাময়িক তথ্য। পূর্ণাঙ্গ তথ্য এলে বিদেশি সহায়তাপ্রাপ্তির পরিমাণ ১৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
গত অর্থবছর পদ্মা সেতু নির্মাণে অর্থ সহায়তার প্রতিশ্রুতিসহ দাতারা মোট ৫৯২ কোটি ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে পদ্মা সেতু নির্মাণের জন্য ২৩৭ কোটি ডলার রয়েছে।
এদিকে গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশকে প্রায় ৯১ কোটি ১৩ লাখ ডলার সুদসহ আসল পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে আসল ৭২ কোটি ৪০ লাখ ডলার। আর সুদ হিসেবে পরিশোধ করতে হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ ডলার।
সে হিসাবে বলা যায়, বাংলাদেশকে প্রাপ্ত বিদেশি সহায়তার প্রায় অর্ধেকই আগের গৃহীত ঋণ ও সুদের জন্য ব্যয় করতে হচ্ছে।
আবার আগের ঋণের আসল পরিশোধ বাদ দিলে গত অর্থবছর প্রকৃত বা নিট বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৫ কোটি ডলার।
পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে ২০০৯-১০ অর্থবছরে ২১৬ কোটি ৪৪ লাখ ডলারের মোট সহায়তার বিপরীতে বকেয়া ঋণের আসল বাবদ ৬৮ কোটি ৭৪ লাখ ডলার পরিশোধ করতে হয়েছিল। ফলে প্রকৃত সহায়তার পরিমাণ ছিল ১৪৭ কোটি ৭০ লাখ ডলার।
কে কত দিল: গত ২০১০-১১ অর্থবছরে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি তাদের ৯১ কোটি ৩০ লাখ ডলারের প্রতিশ্রুতির বিপরীতে ৪৩ কোটি ৪৭ লাখ ডলার ছাড় করেছে ঋণ হিসেবে।
অন্যদিকে বিশ্বব্যাংক থেকে পাওয়া গেছে ৪২ কোটি ১৪ লাখ ডলার। তবে এই সংস্থাটির প্রদেয় প্রতিশ্রুতি ছিল সবচেয়ে বেশি ২০৪ কোটি ডলার।
এ ছাড়া ৬৪ কোটি ২৪ লাখ ডলারের প্রতিশ্রুতির বিপরীতে জাপান ১০ কোটি ৭৬ লাখ ডলার ছাড় করেছে। দক্ষিণ কোরিয়া ১৯ কোটি ডলার প্রতিশ্রুতির বিপরীতে শেষ পর্যন্ত ঋণ দিয়েছে মাত্র চার কোটি ৭০ লাখ ডলারের।
অন্যদিকে অনুদান হিসেবে সবচেয়ে বেশি ১০ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করেছে জাতিসংঘের সংস্থাগুলো। এ ছাড়া এডিবি ১০ কোটি ৪০ লাখ ডলার, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ১০ কোটি ৩০ লাখ ডলার, যুক্তরাজ্যের ইউকেএইড নয় কোটি ৬৬ লাখ ডলার, আইডিএ ৯০ লাখ ডলার অনুদান হিসেবে দিয়েছে।
বেশি বিদেশি সহায়তা ছাড় করতে সরকারের প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী।
মোস্তফা কে মুজেরী বলেন, ‘গত অর্থবছরের শুরু থেকেই বিদেশি সহায়তা প্রবাহ কমছে। এই পরিস্থিতি সরকারকে ব্যাংক-ব্যবস্থা থেকে বেশি ঋণ গ্রহণে বাধ্য করছে।’
মুজেরী বলেন, সরকারকে বিদেশি সহায়তা-প্রবাহ বাড়ানোর বিষয়টি খুব গুরত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে বিদেশি সহায়তাপুষ্ট অবকাঠামো প্রকল্পগুলোর দিকে নজর দিতে হবে। এসব প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে।

http://www.prothom-alo.com/detail/date/2011-08-23/news/180267
Title: Re: Business News
Post by: ashiqbest012 on August 23, 2011, 07:27:56 AM

Banks rein in credit growth

Tuesday, August 23, 2011

(http://www.thedailystar.net/photo/2011/08/23/2011-08-23__b01.jpg)

Commercial banks lowered the credit growth to almost half of their deposits in the six months through June, thanks to the central bank's efforts to put a leash on loans.

Banks' deposits rose 11.22 percent to Tk 4,14,053 crore on June 30 from December 31 last year. Credit increased 6.02 percent to Tk 3,36,223 crore in the same period, according to data from Bangladesh Bank.

Banks seem to have returned from aggressive banking, putting brakes on credit expansion.

K Mahmood Sattar, president of Association of Bankers, Bangladesh, said the banks have consciously reduced their credit.

A Pubali Bank official said the central bank took steps to cut credit growth. Many banks were compelled to lower their credit to correct mismatches in fund management.

In an effort to control credit growth, Bangladesh Bank raised repo and reverse repo interest rates by 225 basis points in four steps in the last one year. It also raised the cash reserve ratio for banks by 50 basis points in December 2010.

The central bank's Monetary Policy Statement released in July also said BB's supervisory and credit policy steps to rectify unbalanced lending practices in banks included monitoring and enforcing of prudent advance deposit ratios and good forward looking liquidity management.

The banking regulator took measures to cut the banks' exposure to risky investments, including stocks and discouraged the banks from giving loans to unproductive sectors.

Besides, BB withdrew the lending cap, except for thrust sectors, resulting in a substantial increase in the rate of interest on bank loans.

The average rate of interest on loan was 11.23 percent in June last year, which rose to 12.17 percent in May this year.

A senior vice president of United Commercial Bank said banks took effective steps to increase deposit, as they faced a liquidity crisis. They increased the interest rate on deposits on one hand, and introduced a series of deposit schemes with attractive offers on the other.

The average interest rate on deposits increased to 7.24 percent in May, compared to 5.95 percent in June last year, according to the central bank statistics.

Credit outpaced deposit growth at some state and foreign banks. The deposit of state commercial banks increased by 10.01 percent and credit went up 13.99 percent.

In line with the government policy, state banks had to give loans to many government agencies, including Bangladesh Petroleum Corporation, said an official of Agrani Bank that gave the largest amount to the state fuel distributor. The result was, credit growth outstripped deposits.

But the deposits of private commercial banks rose by 12.16 percent and credit by 5.56 percent in the six months through June.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=199781
Title: Re: Business News
Post by: bidita on August 27, 2011, 08:25:08 PM
Bank's Contractor Rates Exposed


Staffing firm Hays is in hot water with Royal Bank of Scotland (RBS) after a staffer sent out an email with full pay details of 3,000 contractors at the bank, according to CIO.co.uk. The bank has been shedding IT workers and back-office staff in droves, yet the email showed some of the contractors were making up to £2,000 (US$2,875) a day.


The email was sent to 800 staffers at the bank, though about half were retrieved before they were opened. The bank stressed that no bank account details were compromised. It also has not said whether it will continue working with Hays, according to SearchSecurity.co.uk.

The trade union Unite reacted angrily to the rates being paid to temporary workers.

Reference:::: http://www.itbusinessedge.com/cm/community/news/sou/blog/banks-contractor-rates-exposed/?cs=48465
Title: Re: Business News
Post by: bidita on September 05, 2011, 09:22:05 AM
Do we need defined hours of work any more?

By now, most people who work in the developed world have gotten used to the idea that the old nine-to-five routine is gradually becoming a thing of the past; plenty of people have shifts that start and end at different times, or they use job-sharing and other forms of flex-time. Some don’t even have traditional jobs at all any more, thanks to the evolution of the “gig economy” and the increase in freelancing. All of which raises a question that seems even more appropriate with Labor Day around the corner: Are defined hours of work an anachronism that’s holding us back? Or is the freedom to work whenever we want something still reserved for a select few, and/or a trap that causes us to work more rather than less?

Flexible work is something that seems increasingly popular with programmers and other online workers, for reasons that Zach Holman of the software repository GitHub described in a recent post on the GitHub blog, entitled “Hours Are Bull****.” Holman said that for most of the staff who work on the service, there are no defined working hours whatsoever — everyone is on their own schedule and they work whenever they need to in order to solve the problems that need to be solved. As he puts it:

    Hours are great ways to determine productivity in many industries, but not ours. Working in a startup is a much different experience than working in a factory. You can’t throw more time at a problem and expect it to get solved. Code is a creative endeavor… We want employees to be in the zone as often as possible. Mandating specific times they need to be in the office hurts the chances of that.

Unstructured work is not for everyone


That kind of approach, which management consultants like to call a “results-oriented workplace,” might be fine for a creative endeavor like programming or design, or even for businesses (like GigaOM’s) that involve brain-powered work such as writing. But does it make any sense for other companies and industries? When Holman’s article got passed around in our office, my colleague Stacey said that this view of unstructured work only works for certain people — people without children, for example (who often have fairly rigid schedules governed by school, etc.) or other obligations that require them to work on something closer to a nine-to-five schedule.

Others argued that a less-structured schedule actually makes these things easier to handle rather than harder, since workers can leave whenever is necessary rather than waiting for the whistle to blow at 5.

Although there is plenty of research that shows both workers and companies benefit when hours are more flexible, not everyone — regardless of what business they work in — is going to want to work a totally unstructured schedule. And for some people, a specific routine isn’t just something that they need for external reasons: A job without defined parameters might actually increase the stress they feel, and therefore make them less productive or efficient. (A friend I know used to put on a suit and then walk down the hall to his office at home, just to simulate working in a regular workplace, because he needed the discipline.)

There’s another risk Holman’s description of the new unstructured workplace brings up, something we’ve written about a lot at GigaOM, and that is the impact that this can have on the “work-life balance” of employees. Says Holman:

    By allowing for a more flexible work schedule, you create an atmosphere where employees can be excited about their work. Ultimately it should lead to more hours of work, with those hours being even more productive. Working weekends blur into working nights into working weekdays, since none of the work feels like work.

If you can work any time, you can work all the time

But if it doesn’t feel like work and you can do it any time, how do you ensure you’re not working all the time? This is an issue that has been exacerbated by our increasingly always-on, always-connected, mobile-device-carrying culture. Knowledge workers of all kinds find themselves answering emails or responding to text messages at all hours of the day and night, working on weekends, and so on. And the increasing globalization of many industries has just accelerated this phenomenon, since some staffers or contract workers may be in completely different time zones.

In some ways, this requires more discipline on the part of the worker themselves: to set boundaries and say that he or she won’t be available at certain times, or to turn off devices during meals and on weekends. It’s something I and others at GigaOM have written about in the past, and something that remains an ongoing struggle. If your work is also something you enjoy doing, then your work can expand to fill virtually every available moment if you let it. But in the long run, that’s not good for employees or companies.

One thing is clear, however: This phenomenon isn’t going away; if anything, it is increasing, as more work becomes knowledge work, and as more companies try to adapt to a cloud-based and global world (flexible hours and an increase in freelance or contract work also has real benefits for companies in terms of lower costs, some of which are pushed down to the individual worker, such as the cost of health benefits).
When work is anywhere, companies need to change too

Companies like VMWare are trying to help figure out how the nature of work changes when it occurs in “the cloud” and the workforce moves toward what CEO Paul Maritz calls the “post-document era.” Instead of sitting at desks moving paper around, more people are working in ways that are difficult to define, that involve streams of information that don’t start or stop at specific times. And companies like Rypple are trying to re-engineer the human-resources requirements in that kind of workplace, so that measuring performance isn’t done once a year or every six months, but in something close to real time, using social tools that make more sense for such an environment.

Some companies have taken the unstructured work idea to its logical conclusion when it comes to traditional institutions such as vacation: Netflix has what it calls an “unlimited vacation” policy, which allows workers to take time whenever they need it, provided they arrange to have their work completed when necessary. Social Media Group, a Toronto-based consulting firm, is another that has taken this approach — one that CEO Maggie Fox described in a recent blog post.

The death of the nine-to-five workplace may not suit everyone, and a completely unstructured work schedule may not become the norm for all industries any time soon, but there’s no question that it is increasingly common. And adapting to it is going to require different skills — not just from employees, but from the companies that employ them.


http://gigaom.com/2011/09/02/do-we-need-defined-hours-of-work-any-more/
Title: Re: Business News
Post by: bidita on September 10, 2011, 01:58:14 AM
7 Jobs That Are Making Thousands of Workers Sick

Every year, people in the United States become ill as a result of occupational hazards. Workers exposed to asbestos can develop cancer. Coal miners can get black lung disease. Some of these diseases can be fatal, even when properly treated. 24/7 Wall St. identified some of the most common jobs that have a high risk of sickness, and the diseases and ailments associated with them.

Although many of these risks are well documented, many workplaces still fail to properly protect workers. Incidence of mesothelioma, the cancer caused by asbestos exposure, dropped sharply once the risk was understood. Exposure, however, still persists. It takes decades to address other risks.

The Great Jobs Debate: An Atlantic/McKinsey Report

Formaldehyde was classified as a carcinogen by the National Toxicology Program just this past June. The chemical has been known to cause cancer since the 1970s, but the official designation has been fought for years by the chemical industry. People who work with formaldehyde, such as morticians, have been known for a number of years to have higher rates of leukemia than those who are not exposed to it. According to a recent article in The New York Times, the industry appears reluctant to change its practices to better protect against it.

24/7 Wall St. identified many of the most common diseases that are related to occupation hazards, including cancer, lung disease and heart disease, according to the Centers for Disease Control and Prevention and other scientific studies of disease in the workplace. Using the Bureau of Labor statistics, we identified eight professions with exceptionally high rates of certain illnesses. Each of the occupations is listed with its respective long-term risk and its median annual wage.


please go through to read more

http://www.theatlantic.com/business/archive/2011/09/7-jobs-that-are-making-thousands-of-workers-sick/244618/#slide2
Title: Re: Business News
Post by: goodboy on September 10, 2011, 10:25:04 PM
Five private companies to receive $192.53 million foreign loans


Five private companies are allowed to receive loans worth over US$192 million from overseas sources for expansion of their businesses, officials said.

The loans were approved at a meeting of the scrutiny committee on foreign borrowing, held at the central bank in the capital Dhaka on Thursday with Bangladesh Bank (BB) Governor Atiur Rahman in the chair.

"We've given approval to the companies' loan proposals for a total of $192.53 million that would be used for expansion of their businesses," a BB senior official told the FE.

The companies are Axiata (Bangladesh) Limited, Mundipharma (Bangladesh) Limited, Khulna Power Company Limited, United Airways (BD) Limited and Abul Khair Steel Melting Limited.

The BB official also said the committee has given consent, in principle, for completing the negotiations for loans for Summit Bibiyana-I and Summit Bibiyana-II Power projects, worth US$ 264 million.

Axiata (Bangladesh) Limited, which operates under brand name Robi, is set to get a loan worth US$30 million from Standard Chartered Bank (SCB) London for purchasing equipments to expand its network across the country.

"The Robi will use the fund for purchasing equipment to upgrade and expand its network across the country," another BB official said.

Robi is a joint venture company between Axiata and NTT DoCoMo of Japan. The company commenced operation under the Aktel brand on November 15, 1997 and embarked on a new journey with the brand name of Robi on March 28, 2010.

The United Airways is set to receive $21.75 million from a Singapore-based leasing company to purchase two new aircrafts, the BB officials said.

Launched on July 10, 2007, the United Airways (BD) Limited has some 500 shareholders, 95 per cent of whom are non-resident Bangladeshis (NRBs) living in the United Kingdom.

Khulna Power Company Limited will get loans worth $50 million from two state-owned investment companies the Germany and the Netherlands, the central bank officials said.

Abul Khair Steel Melting Limited will be able to avail itself of the overseas loans, worth $90 million from two state-owned investment companies in Germany and the Netherlands to expand its production capacity through installation new capital machinery, they added.

Mundipharma (Bangladesh) Limited will receive $0.785 million as foreign loans to implement its project in Bangladesh.

The central bankers also said the highest rate of interest in the cases of the approved loans is six-month LIBOR+4.00 per cent, meaning an effective interest rate at a level of 4.40 per cent.

"Such foreign financing will be helpful to keep the country's foreign exchange market stable. It will also help to improve the country's balance of payments situation," the BB official noted.
BBN/SSR/AD-09Sept11-3:08 pm (BST)
http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=36&Itemid=27
Title: Re: Business News
Post by: goodboy on September 10, 2011, 10:32:41 PM
:: International tender for onshore blocks soon ~

Due to slow progress on the hydrocarbon exploration in the country's offshore blocks, the Petrobangla is expected to float international tender for onshore blocks soon.

Prime Minister Sheikh Hasina who is also in charge of the Ministry of the Power, Energy and Mineral Resources directed the Petrobangla Chairman Prof Hossain Monsoor Saturday to take necessary steps in this regard.

Hossain Monsoor said, I am proceeding my own way following the directive of the PM in this regard."

He hoped that Petrobangla would be able to resolve the legal issue regarding onshore bidding.

Energy and Mineral Resources Division has already started a process to move ahead with its plan to invite the bidding for onshore gas blocks to reduce the country's gas crisis.

The daily gas production of the country is now 1900 million cubic feet per day against the demand for 2,300mmcfd.

High Court imposed an embargo on invitation of international tender on the onshore gas blocks, which remains the main barrier to onshore gas search.

Earlier, there was court embargo on both offshore and onshore gas block biddings. During the BNP-led alliance government, the court had imposed the ban.

Later, the High Court withdrew the ban after a move by the caretaker government in 2007. The court allowed the government to invite international bidding for offshore gas blocks, but the embargo on onshore gas block bidding still remains.

"We have moved several times to the Attorney General Office (AGO) regarding the case in the High Court so that the embargo is lifted," a official of the Energy and Mineral Resources Division told The New Nation earlier.

The AGO office has responded positively to the matter, he said.

The country's onshore and offshore areas were divided into 23 blocks following the publication of the National Energy Policy and held the first international bidding for hydrocarbon exploration in the onshore and offshore areas in 1993.

Eight blocks were awarded to different IOCs. Among them, Occidental obtained Blocks 12, 13 and 14, Cairn Energy received Blocks 15 and 16, Oakland/Rexwood got Blocks 17 and 18, and United Meridien received Block 22.

The second round of PSC award was held in 1997, under which a number of contracts were signed by 2001 and the major blocks awarded to some IOCs. Of those, Block 9 was jointly awarded to Tullow, Chevron, Texaco and BAPEX, while Blocks 5 and 10 were awarded to Shell, Cairn and BAPEX, and Block 7 to Unocal, now Chevron and BAPEX.

The state-owned BAPEX was kept as joint operator in all the blocks as mandatory with the IOCs. Through the two bidding rounds held in 1993 and 1997, ten production sharing contracts (PSCs) were signed with a number of international oil companies (IOCs) for 12 blocks.

Out of these, three PSCs have already expired. Currently, seven PSCs are active in 10 blocks.

In the third round international bidding, the country's offshore area was divided into 28 new blocks. In February 2008, the caretaker government invited the international bidding for the 28 new offshore blocks under a newly prepared model PSC (production sharing contract)-2008.

Of the new 28 blocks, eight are shallow water blocks and the remaining 20 deep sea blocks.

In the third round bidding, seven IOCs have submitted bids for 15 blocks. After the evaluation of the bids, finally three blocks were awarded to two IOCs.

Deep sea block 10 and 11 are selected to be awarded to the US-based ConocoPhillips while shallow water block 5 selected for Irish company Tullow.

After primary discussion, Tullow wanted to include the disputed areas of block-5 while the ConocoPhillips sought eight blocks including the disputed areas which it got during the caretaker government.

source: http://www.bizbangladesh.com/business-news-2787.php
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 25, 2011, 12:36:42 AM
আগস্টেও মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি

ঢাকা: গত আগস্টে খাদ্য সূচকে মুদ্রাস্ফীতির হার সামান্য কমলেও খাদ্য-বহির্র্ভূত খাতে মুদ্রাস্ফীতি বেড়েছে। শহর ও গ্রামীণ এলাকায় খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতে মুদ্রাস্ফীতির চিত্র একই। মুদ্রাস্ফীতি খাদ্য সূচকে কমেছে, বেড়েছে খাদ্য-বহির্ভূত খাতে।

গত মাসে ঈদের কারণে খাদ্য-বহির্ভূত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ খাতে মুদ্রাস্ফীতি তুলনামূলকভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে সার্বিক মুদ্রাস্ফীতির গতি আগস্টেও ঊর্ধ্বমুখী।

এ পরিস্থিতিতে সম্প্রতি জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি আগামীতে মুদ্রাস্ফীতিকে আরো উসকে দেবে Ñএমনটাই আশঙ্কা করছেন ভোক্তারা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র হিসেব অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে আগস্টে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ১১ দশমিক ২৯ শতাংশ। গত জুলাইয়ে এই হার ছিল ১০ দশমিক ৯৬ শতাংশ।

এর আগে গত জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৭ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্য সূচকে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৭০ শতাংশ। এটা এর আগের মাসে ছিল ১৩ দশমিক ৪০ শতাংশ এবং জুনে ছিল ১২ দশমিক ৫১ শতাংশ। গত অর্থবছরে গড় খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ১১ দশমিক ৩৪ শতাংশ।

অন্যদিকে আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য-বহির্ভূত খাতে মুদ্রাস্ফীতি ২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আগস্টে খাদ্য-বহির্ভূত খাতে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ। জুলাইয়ে এ হার  ছিল ৬ দশমিক ৪৬ শতাংশ। এর আগে জুনে এটা ছিল ৫ দশমিক ৭৩ শতাংশ। গত অর্থবছরে খাদ্য-বহির্ভূত খাতে গড় মুদ্রাস্ফীতি ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

আগস্টে শহরে ও গ্রামে খাদ্য সূচকে মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ দশমিক ৯৪ শতাংশ এবং ১২ দশমিক ৫৯ শতাংশ। জুলাইয়ে এটা ছিল শহরে ১৩ দশমিক ১২ শতাংশ এবং গ্রামে ১৩ দশমিক ৫৩ শতাংশ।

অন্যদিকে আলোচ্য মাসে শহরে ও গ্রামে খাদ্য-বহির্ভূত খাতে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ দশমিক ৮০ শতাংশ এবং ৮ দশমিক ৭৪ শতাংশ। জুলাইয়ে এটা ছিল শহরে ৭ দশমিক ৩২ শতাংশ এবং গ্রামে ৬ দশমিক ১৪ শতাংশ। 

Source : www.banglanews24.com (http://www.banglanews24.com)
Title: Re: Business News
Post by: rina on September 25, 2011, 02:15:23 PM
posts are always containing rich informations.
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 27, 2011, 03:56:46 PM
   

সেবা খাতে পিছিয়ে বাংলাদেশ


 উন্নত দেশগুলো প্রতিবছর সেবা খাত থেকে প্রচুর আয় করলেও বাংলাদেশ এক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। বর্তমানে বাংলাদেশ সেবা রপ্তানি খাতে যে পরিমাণ আয় করে, এর প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় হয় সেবা আমদানির ক্ষেত্রে। ফলে প্রতিবছর সেবা খাতে বাণিজ্য ঘাটতি বাড়ছে।
 
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে সেবা খাতে বাণিজ্য ঘাটতি দ্বিগুণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, গত ২০১০-১১ অর্থবছরে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে প্রায় ২৫৭ কোটি ডলার। এর বিপরীতে সেবা আমদানি খাতে ব্যয় হয়েছে ৪৯৬ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ আলোচ্য অর্থবছরে সেবা খাতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৮০ লাখ ডলার। এর আগের অর্থবছরে (২০০৯-১০) এ খাতে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১২৩ কোটি ৩০ লাখ ডলার।
 
এ অবস্থায় দেশের রপ্তানি আয় বৃদ্ধি ও সেবা খাতে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে দেশি-বিদেশি একাধিক মহল দীর্ঘদিন ধরে সেবা খাতের উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর কথা বলে এলেও কার্যত এ খাতে কোনো গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায় না।
 
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর পলিসি ডায়লগ’ (সিপিডি)-এর মতে, বর্তমানে সেবা খাত পণ্য রপ্তানির নির্বাহ খরচ (ট্রানজিকশন কস্ট) ও সরবরাহ সময় (লিড টাইম) কীভাবে এবং কতখানি কমিয়ে আনতে পারেÑ এর ওপরই বিশ্ব পণ্য বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অনেকাংশে নির্ভর করে থাকে।
 
তিনটি কারণে সেবা বাণিজ্য উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে সংস্থাটি। এই গুরুত্বপূর্ণ কারণ তিনটি হচ্ছে: পণ্য রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ, সেবা খাতে রফতানির সুযোগের সদ্ব্যবহার এবং অভ্যন্তরীণ সেবা বাণিজ্যে দেশীয় সেবা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও দক্ষতার মাধ্যমে বাজার সংরক্ষণ।

আন্তর্জাতিক বাজারে সেবা খাতের এ অপরিহার্যতা ও নিয়ামক ভূমিকার কারণে সেবা বাণিজ্যকে এখন ‘অর্থনৈতিক বিশ্বায়নের পরবর্তী ধাপ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। পাশাপাশি গত তিন দশক ধরে সেবা খাতে বাণিজ্য প্রবৃদ্ধির হার যেভাবে দ্রুত গতিতে বাড়ছে, এতে করে তা বিশ্ব বাণিজ্যে পণ্য খাতকেও অতিক্রম করে যেতে পারে বলে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন।
 
এদিকে সেবা খাতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও সার্বিকভাবে দেশের অর্থনীতিতে সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিডিপিতে বর্তমানে সেবা খাতের অবদান প্রায় ৬০ শতাংশ। দেশে বছরে গড়ে সেবা বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫০ কোটি ডলার, যা মোট পণ্য বাণিজ্যের ১৫ শতাংশেরও বেশি।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=9034146523cfa1359cca6c36b80151fb&nttl=2011092606531259785&toppos=1 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=9034146523cfa1359cca6c36b80151fb&nttl=2011092606531259785&toppos=1)
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 27, 2011, 03:58:48 PM

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ ব্যবসায়ীরা


 বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ ব্যবসায়ীরা। তারা আর্থিক, জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ।

এক দল ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি মনে করছেন, বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ লাভজনক। তবে বিদ্যুত ও জ্বালানী সংকটকে তারা বিনিয়োগের বাধা মনে করছেন।

সোমবার এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় সফররত ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের (ডব্লিউবিসিসি) একটি প্রতিনিধি দল এ আগ্রহের কথা প্রকাশ করে সমস্যার কথা তুলে ধরেন। সফররত এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডব্লিউবিসিসি এর চেয়ারম্যান দিলাবার এ হোসাইন। তার সঙ্গে ১৯ সদস্যেও একটি ব্যবসায়ি প্রতিনিধি দল রয়েছে।

মতবিনিময়সভায় বাংলাদেশী ব্যবসায়ীদের পক্ষে ছিলেন, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবুসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা।

মতবিনিময়সভায় ব্রিটিশ ব্যবসায়ীরা উল্লেখিত খাতসমূহে একক বা যৌথ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের মতে, বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশি ব্যবসায়ীরা বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বাংলাদেশে থাকলেও সরকার এ সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে। আগামী ২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। আর গ্যাসের সমস্যা মূলত পাইপ লাইলের কারণে। 

তাছাড়া বাংলাদেশি ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে এ  খাতে বিনিয়োগ করার জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের আহ্বান জানান।

একে আজাদ বলেন, ২০১১-১২ অর্থবছরে ৭ শতাংশ এবং ২০১২-১৩ অর্থবছরে  ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রচুর বিদেশী বিনিয়্গো দরকার। তাছাড়া চলমান প্রবৃদ্ধি ধরে রাখার জন্য আরো ২৮০০ কোটি ডলারের বিনিয়োগ দরকার।

এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে বিদেশী বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো তুলে ধরে বলেন, এখানে বন্দর উন্নয়ন, জাহাজ নির্মাণ শিল্প, শিল্প পার্ক খাত, খাদ্য প্রক্রিয়াকরণ সেবা খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। । এছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প খাতে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশের সস্তা শ্রম যে কোনো বিনিয়োগকে লাভবান করবে বলেও তিনি উল্লেখ করেন।

একে আজাদের বক্তব্যের জবাবে ডব্লিউবিসিসি চেয়ারম্যান দিলবার হোসাইন বলেন- বাংলাদেশে নির্মাণ, ঔষধ, আর্থিক খাত, খাদ্য প্রক্রিয়াকরণ, সিরামিক, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা যেতে পারে। এ ক্ষেত্রে ওয়েলস এর ব্যবসায়ী ও ওয়েলসে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিরাও বিনিয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশে থেকে আমদানি করে ৭২৩ মিলিয়ন পাউন্ড। পক্ষান্তরে বাংলাদেশে তারা রপ্তানি করে ৮০ মিলিয়ন পাউন্ড।  যা বাংলাদেশের জন্য ইতিবাচক। বাংলাদেশের মানসম্পন্ন অনেক পণ্য আছে যা আরো বেশি বেশি করে যুক্তরাজ্যে পাঠাতে পারে। যাতে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আছে তা আরও সম্প্রসারণ ও শক্তিশালী হবে।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e16728c7281d0b08f8a69714a2fc21e6&nttl=2011092604572259751&toppos=2 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e16728c7281d0b08f8a69714a2fc21e6&nttl=2011092604572259751&toppos=2)
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 28, 2011, 12:04:27 AM
নতুন ব্যাংক: লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংকের আবেদনপত্র আহবান


 ব্যাংকিং খাতে নতুন ব্যাংকের লাইসেন্স প্রদানের জন্য যোগ্য ও উপযুক্ত স্পন্সরদের কাছে আবেদনপত্র আহবান করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’-এর ৩১ ধারা মোতাবেক বাংলাদেশ ব্যাংক এই আবেদনপত্র আহবান করেছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়।   

নতুন ব্যাংকের লাইসেন্স প্রদানের জন্য আবেদনপত্র আহবানের পাশাপাশি ব্যাংক লাইসেন্স প্রদান সংক্রান্ত একটি চূড়ান্ত গাইড লাইনও প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অফিস চলাকালীন সময়ে নতুন ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগের মহাব্যবস্থাপক বরাবর আবেদন করতে হবে। ফি হিসেবে আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ১০ লাখ টাকার অ-ফেরতযোগ্য ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আবেদন করার জন্য অত্যাবশ্যকীয় শর্ত হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্যসমূহ হচ্ছে: প্রস্তাবিত ব্যাংকটিকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে, অনুমোদিত মূলধন ৪শ’ কোটি টাকার কম হবে না, প্রত্যেক স্পন্সরের শেয়ারের মূল্য হবে কমপক্ষে ১ কোটি টাকা এবং কোনো স্পন্সর বা তার পারিবারিক সদস্য কোম্পানির শেয়ার মূলধনের ১০ শতাংশের অধিক মালিক হতে পারবেন না। কোনো কর খেলাপী ও ঋণ খেলাপী প্রস্তাবিত ব্যাংকের স্পন্সর হতে পারবেন না।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=514786a1904d9380816aa3f79fc77dfe&nttl=2011092706261359986&toppos=1 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=514786a1904d9380816aa3f79fc77dfe&nttl=2011092706261359986&toppos=1)
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 29, 2011, 07:11:07 AM
বাংলাদেশে বিনিয়োগ করবে যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার


সিলেট: বাংলাদেশের পর্যটন, জ্বালানি, ওষুধ, হাসপাতাল ও শিল্পখাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার।

বুধবার দুপুরে সিলেট চেম্বার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন।

সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহ্র সভাপতিত্বে সভায় ওয়েলস চেম্বারের সফররত অন্য ২৫ সদস্য এবং সিলেট চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম।

বাংলাদেশে সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন বলেন, বাংলাদেশে এখন বিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর এজন্য সিলেটে পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগ করে এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি করা সম্ভব।

মতবিনিময় শেষে বাংলানিউজকে দিলাবর বলেন, ‘পর্যটনে বিনিয়োগের সর্বোত্তম জায়গা হতে পারে সিলেট। আর এটা আমাদের প্রাথমিক মিশন’।

এ দেশ আমাদের জন্মভূমি উল্লেখ করে দিলাবর আরও বলেন, ‘যৌথভাবে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে এ মতবিনিময় বিনিয়োগের উৎকৃষ্ট দিকটি বেরিয়ে আসবে।’

সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম তার বক্তব্যে বলেন, দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবশে রয়েছে। সিলেটে স্পেশাল ইকোনমিক জোন হচেছ যার মাধ্যমে সিলেটসহ দেশের অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচিত হবে। প্রবাসীদের বিনিয়োগ এতে নতুন মাত্রা যোগ করবে।

এছাড়াও তিনি বলেন, পর্যটন এবং সংশ্লিষ্ট সব খাত সিলেটে আছে এখন শুরু বিনিয়োগের প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি ফারুক আহমদ মিসবাহ বলেন, প্রবসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে চেম্বারের উদ্যোগে ২০ টি প্রকল্প প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া অগ্রাধিকার ভিত্তিতে সিলেটে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে।

তিনি ওয়েলস-বাংলাদেশ চেম্বারকে সিলেটে পর্যটন এবং কৃষিখাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের আহবান জানান।

সভায় ওয়েলস-বাংলাদেশ চেম্বার অন্যদের মধ্যে প্রতিনিধি দলের নেতা ও ওয়েলস-বাংলাদেশ চেম্বারের সাধারণ সম্পাদক মাহবুব নূর, সহসভাপতি আনা মিয়া বক্তব্য রাখেন। এছাড়া সিলেট চেম্বারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি এম এ সালাম চৌধুরী।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=4af5c33a941045a3c21c79705bc23d08&nttl=2011092805092060149 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=4af5c33a941045a3c21c79705bc23d08&nttl=2011092805092060149)
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 29, 2011, 10:00:47 PM
ঢাকা ও চট্টগ্রামে নতুন ইপিজেড স্থাপনের সুপারিশ


 ঢাকা ও চট্টগ্রামে নতুন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৫০তম বৈঠকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (বেপজা) সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনার সময় এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন ইপিজেড স্থাপন করে শিল্প প্লট বরাদ্দ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সুপারিশ করা হয়।

এছাড়া মংলা ইপিজেডে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে এলাকায় লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট স্থাপন, বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশের বিভিন্ন ইপিজেড এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়গুলোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
 
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে মোট আটটি ইপিজেডে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশসহ ৩৫টি দেশের ৩৭৩টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে।

২০১০-২০১১ অর্থ বছরে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহে ৪৩ হাজার ৬৬৬ জন বাংলাদেশি শ্রমিকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় রপ্তানি হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। প্রকৃত বিনিয়োগ হয়েছে ৩১৩ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার যা বিগত যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ।

কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেন শিকদার, এসকে আবু বাকের ও মইন উদ্দীন খান বাদল অংশ নেন। এছাড়া বেপজার নির্বাহী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=c5be056ba66b2db7676d1158d1931137&nttl=2011092905541760335&toppos=7 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=c5be056ba66b2db7676d1158d1931137&nttl=2011092905541760335&toppos=7)
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 29, 2011, 10:02:37 PM
(http://www.banglanews24.com/images/imgAll/2011September/SM/rehab-sm20110929213822.jpg)


নিউইয়র্কে রিহ্যাব মেলায় ৪শ’ কোটি টাকার বাণিজ্য



 এবার নিউইয়র্কে রিহ্যাব হাউজিং ফেয়ারে আশাতীত সাড়া পড়ায় অভিভূত মেলার আয়োজকরা। তিন  দিনের মেলায় ৪০০ কোটি টাকার প্লট ও অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তি বা অঙ্গীকার পত্র পাওয়া গেছে।

২৭ সেপ্টেম্বর এস্টোরিয়া ম্যানোর হোটেলে সমাপনী অনুষ্ঠানে রিহ্যাব কর্মকর্তারা এ তথ্য জানান। গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত রিহ্যাব মেলায় ২৫০ কোটি টাকার ব্যবসা হয়েছিল।

রিহ্যাব ফেয়ারের আয়োজক প্রতিষ্ঠান ‘গুড কেয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জামান তপন মিডিয়াকে জানান, এবার সর্বোচ্চ সংখ্যক ৭৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এ মেলায়। ফেয়ারের ভেন্যু ছিলো বাংলাদেশিদের পদচারণায় মুখর। ব্যবসাও ভাল হয়েছে।

গত ৬ বছর যাবত নিউইয়র্কে এ মেলা হচ্ছে এবং এর ফলে স্বদেশে স্বপ্নের নীড় রচনায় যুক্তরাষ্ট্র প্রবাসীরা অনেক সুফল পাচ্ছেন।

গত ৭ বছরে ২ সহস্রাধিক প্রবাসী ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে প্লট/অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে মেলার কর্মকর্তারা জানান। এবারের মেলায় প্রধান অতিথি ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মান্নান খান।

রিহ্যাবের চেয়ারম্যান নসরুল হামিদ এমপি এবং সেক্রেটারি মুরাদ ইকবাল বলেছেন, বাংলাদেশের আবাসন সংকট মোকাবেলায় রিহ্যাব নিষ্ঠার সাথে কাজ করছে।

কোন কোন ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও সামগ্রিক অর্থে রিহ্যাবের প্রায় সকল সদস্যই গ্রাহকের সাথে আন্তরিকতাপূর্ণ মনোভাব নিয়েই প্লট বা অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দিচ্ছে যথাসময়ে। প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মান্নান খান জানান, এ সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য এবং লাভজনক বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে ভূমি ক্রয়। কারণ, প্রতিদিনই এর দাম বাড়ছে। ১০ বছর আগে যে জমির দাম ছিল লাখ টাকা, এখন সেটি কোটি টাকায়ও পাওয়া যাবে না। তিনি বলেন, প্লট বা অ্যাপার্টমেন্ট ক্রয়ের চুক্তি সম্পাদনের আগে ভালোভাবে খোঁজ-খবর নিতে হবে।

এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এ প্লাস হোল্ডিং লি., এফ্রেড ডেভেলপমেন্ট লি., এজি প্রপার্টি ডেভেলপমেন্ট লি., আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্ট লি., এনা হোল্ডিং লি., এশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লি., এসোর্ট হাউজিং লি., আরোয়া ডেভেলপমেন্ট, বেকন রিয়েল এস্টেট, বেস্টওয়ে ফাউন্ডেশন লি., বায়ো প্রপার্টি লি., বিশ্বাস বিল্ডার্স লি., বিল্ডিং ফর ফিউচার লি., বিল্ডিং টেকনোলাজি লি., সেঞ্চুরী রিয়েলিটি লি., চৌধুরী মডার্ন লি., কণকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডিং প্রডাক্ট, সিএস লি., দক্ষিণা রিয়েল এস্টেট লি., ডিসেন্ট হোল্ডিং লি., ডিভিং হোল্ডিং লি., ড্যুয়েল প্রপার্টিজ লি., ডায়নামিক ল্যান্ডমার্ক লি., আর্থ প্রপার্টিজ লি., ই ডোরাডো ডেভেলপমেন্ট লি., এনসিউর ল্যান্ডমার্ক লি., এপিক প্রপার্টিজ লি., ইক্যুটি প্রপার্টি ম্যানেজমেন্ট লি., গ্লোরিয়াস ল্যান্ড ডেভেলপমেন্ট লি., হামিদ রিয়েল এস্টেট, হাইপরিয়ান বিল্ডার্স লি., আইকন হাউজিং এন্ড বিল্ডার্স লি., ইমপ্রেস প্রপার্টিজ লি., ইনডেং ডেভেলপমেন্ট লি., ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট লি., জাপান  গার্ডেন সিটি লি., জুসিকো লি., কল্পকথা গ্রীণ সিটি লি., মানামা ডেভেলপমেন্ট লি., ম্যান্ডেলাস প্রপার্টিজ, মেগা বিল্ডার্স লি., মিশন ডেভেলপমেন্ট লি., মুন লাইট ডেভেলপমেন্ট লি., মাওলানা ডেভেলপমেন্ট লি., নাভানা রিয়েল এস্টেটট লি., নিউভিশন ল্যান্ডমার্ক লিমিটিডে, নোমান প্রপার্টিজ লি., পরিজাত ডেভেলপমেন্ট লি., পূবাচল প্রবাসী পল্লী লি., আরএফ প্রপার্টিজ লি., র‌্যাঙ্গস প্রপার্টিজ লি., রিলায়েন্স ডেভেলপমেন্ট এসোসিয়েটস লি., রয়েল হোমস লি., রুহামা প্রপার্টিজ ডেভেলপমেন্ট লি., সাগুপ্তা এন এম হাউজিং লি., সাকুরা হোল্ডিং লি., সুরমা  প্রপার্টিজ লি., সৌদি বাংলা প্রপার্টিজ লি., শতাব্দী হাউজিং লি., এসটিসি প্রপার্টিজ লি., সুবাস্তি প্রপার্টি লি., স্বদেশ প্রপার্টি লি., তাঞ্জিমুল উষ্মা ফাউন্ডেশন লি., তান্সির প্রপার্টিজ লি., টারডা প্রপার্টিজ লি., তমা প্রপার্টিজ লি., ইউনিটার্চ হোল্ডিং এন্ড টেকনোলজি লি., আরবান প্রপার্টিজ ডেভেলপমেন্ট কো. লি., ইউএস বাংলা এসেট  লি., উত্তরণ প্রপার্টিজ লি., ভিশন ২১ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লি., ভিশন লিভিং লি. ইয়েস ডেভেলপমেন্ট লি.।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=5b60531e7e48b9406f470eb8c7e5ab99&nttl=2011092909355960402&toppos=7 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=5b60531e7e48b9406f470eb8c7e5ab99&nttl=2011092909355960402&toppos=7)
Title: Re: Business News
Post by: goodboy on September 29, 2011, 11:15:27 PM
Europe again steps back from brink in debt crisis


(Reuters) - Following a now-familiar script, Europe again averted disaster in its debt crisis when German lawmakers rallied behind Chancellor Angela Merkel to approve a stronger euro zone bailout fund on Thursday.

But bigger challenges loom for the euro zone now. Financial markets are already anticipating a likely Greek default and demanding more far-reaching measures to prevent the crisis that began in Athens from spreading far beyond Europe and its banks.

The Bundestag (lower house) overwhelmingly approved new powers for the 440-billion-euro EFSF fund to make precautionary loans, help recapitalize banks and buy distressed countries' bonds in the secondary market.

Despite a rebellion by 15 backbench Euroskeptics, Merkel won 315 votes from her own center-right coalition, enough to avoid the humiliation of having to rely on the opposition Social Democrats and Greens to pass the plan.

"The result of the vote is a strong signal for Europe. The broad majority in parliament clearly shows that Germany is committed to the euro and to protecting our currency," said Hermann Groehe, general secretary of her Christian Democratic party.

The measure was part of a July 21 agreement by euro zone leaders meant to solve the crisis by providing a second bailout for debt-stricken Greece, partly funded by private sector bondholders, and providing more firepower to prevent contagion engulfing bigger EU economies Spain and Italy.

But that deal failed to stop Italian and Spanish borrowing costs soaring, forcing the European Central Bank to intervene in August to buy their bonds, and may yet unravel in Greece, which has fallen behind again on its deficit reduction targets, pushing it closer to default.

"There is a growing realization, even among the more reticent, that the July 21 package is yesterday's war, and we need to go further," a senior EU official said, speaking on condition of anonymity.

The euro and European shares ticked up and safe-haven German bonds fell after the closely-watched vote in Europe's pivotal power, where public opposition to further bailouts is rife.

But analysts said financial markets and outside powers still want a more comprehensive response from European Union policymakers to the debt crisis.

U.S. President Barack Obama kept up a drum beat of criticism of the EU's crisis management, saying on Wednesday: "In Europe, we haven't seen them deal with their financial system and banking system as effectively as they need to.

EU officials are already working on ways of leveraging up the rescue fund, but kept those legally and politically fraught options under wraps ahead of the German vote to avoid antagonizing waverers in the Bundestag.

Underscoring the sensitivity, German Economy Minister Philipp Roesler, leader of the liberal Free Democrats, junior partners in Merkel's coalition, said on a visit to Brussels after the vote that Berlin does not want to leverage the bailout fund.

The European Commission welcomed German approval of the EFSF boost and said it was confident the ratification process would be complete throughout the 17-nation currency area by mid-October.

Elsewhere in Europe, there was a sense of relief. French President Nicolas Sarkozy telephoned Merkel to congratulate her and invited Greek Prime Minister George Papandreou to talks in Paris on Friday to discuss Greece's precarious debt situation. Papandreou met Merkel in Berlin on Tuesday.

Cyprus also back the EFSF's new powers on Thursday, taking the number of states that have approved to 12. Of the remainder only Slovakia's endorsement looks politically tricky.

PAIN IN SPAIN, ITALY

Despite the German vote, developments in Spain and Italy highlighted the stark challenges still facing the euro zone in coping with the sovereign debt crisis.

Spain's ruling Socialists abruptly shelved plans to boost public coffers by selling part of the state lottery for up to 9 billion euros ($12 billion), in the face of tough market conditions, political opposition and banks' funding concerns.

The backtracking, a day before book building was supposed to begin on the public offering of 30 percent of Loterias, was a blow a few weeks before a November 20 election, which opinion polls show the center-right People's Party sweeping.

Banks involved in the sale, Santander and BBVA, saw the Loterias flotation as a direct rival to their efforts to bolster their capital by enticing Spaniards to withdraw deposits to invest in lottery shares.

Italy meanwhile had to pay the highest yield on a 10-year bond since the introduction of the euro in 1999 at an auction on Thursday, the first long-term sale since Standard & Poor's cut the country's sovereign credit rating.

Rome's funding costs remain under pressure despite ECB bond-buying and a pick-up in risk appetite due to expectations of a stronger euro rescue fund. Analysts say the government's tentative crisis response has harmed investor confidence.

Italy sold 7.86 billion euros of long-term bonds, moving closer to an overall issuance target of 430 billion euros for the year, but the 10-year yield rose to 5.86 percent at the auction, up from 5.22 percent a month ago.

"That's eye-watering yield levels," said David Schnautz, a rate strategist at Commerzbank.

In Athens, senior officials of the troika of European Commission, ECB and International Monetary Fund resumed talks aimed at checking that Greece has met the terms of its bailout program after adopting new austerity measures. The Greek Finance Ministry called the climate "positive and creative".

The government will run out of money to pay salaries and pensions in October unless it receives the next 8 billion euro installment of emergency loans. It pushed an unpopular new property tax through parliament this week despite public anger.

Anti-austerity protesters blocked the entrances to several ministries before the start of the talks.

Around 200 finance ministry employees gathered in front of their ministry, shouting: "Take your bailout and leave."

"The occupations are carried out today when the troika returns to our country and as we face new barbaric measures which were decided and are being decided for further wage reductions ... new tax hikes and mass layoffs," public sector ADEDY said in a statement.

Source:http://www.reuters.com/article/2011/09/29/us-eurozone-idUSTRE78Q1BQ20110929 (http://www.reuters.com/article/2011/09/29/us-eurozone-idUSTRE78Q1BQ20110929)
Title: Re: Business News
Post by: Golam Kibria on September 30, 2011, 10:35:37 AM

লংকাবাংলা ফিন্যান্স ও ব্যাংক এশিয়ার চুক্তি সই

ব্যাংক এশিয়া লিমিটেড ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড গতকাল বৃহস্পতিবার কার্ড চেক ইস্যু বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী লংকাবাংলার কার্ড ব্যবহারকারীরা ব্যাংক এশিয়ার কার্ড চেক ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন ও প্রদান করতে পারবেন।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন এবং লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (চলতি দায়িত্ব) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম ও ইর্তেজা রেজা চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আরফান আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরান আহমেদ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচ এম মোস্তাফিজুর রহমান এবং লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট এ কে এম রেজাউল করিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডকে চেক ইস্যু সংক্রান্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-09-30/news/189957 (http://www.prothom-alo.com/detail/date/2011-09-30/news/189957)
Title: Re: Business News
Post by: goodboy on September 30, 2011, 11:15:23 PM
পরীক্ষামূলক ট্রানজিটের প্রথম চালান গেছে আগরতলায়

ট্রানজিটের ট্রায়াল রান বা পরীক্ষামূলক চালান হিসেবে প্রায় ২০০ টন ইস্পাতের গ্যালভানাইজ পাটাতন (স্টিল সিট) গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়।
গতকাল বৃহস্পতিবার এই চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যায়। এটি ছিল ট্রানজিটের পরীক্ষামূলক প্রথম চালান। এই মালামাল ভারতের ত্রিপুরা রাজ্যের ইভারগ্রোইং আয়রন অ্যান্ড ফিনেস্ট লিমিটেডের বলে শুল্ক বিভাগ সূত্রে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়া শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, নৌপথে ট্রানজিট নিতে ভারতের দুটি পণ্যবাহী জাহাজ পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে সম্প্রতি আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে। নৌ-প্রটোকলের আওতায় মাশুল ছাড়া পণ্য পরিবহনে আনুষ্ঠানিকতাসংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। এর আওতায় আশুগঞ্জ পর্যন্ত নৌপথে আর আখাউড়ায় সড়কপথে পণ্য পরিবহন করা হয়।
মঙ্গলবার রাত নয়টার দিকে আশুগঞ্জ থেকে চারটি ট্রাকে করে ওই মালামাল আখাউড়া স্থলবন্দরে আনা হয়। বুধবার বাংলাদেশের আখাউড়া ও ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগে সারা দিন। সন্ধ্যার পর এই মালামাল নিতে আগরতলা থেকে নয়টি ট্রাক বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর টার্মিনালে ঢোকে।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ট্রাক থেকে ভারতীয় ট্রাকে মালামাল ওঠানো হয় আখাউড়া বন্দর টার্মিনালে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সুবাশ চন্দ্র কুণ্ডু বলেন, ট্রাকগুলোর পণ্য বিনাশুল্কে ত্রিপুরার আগরতলায় পৌঁছার জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র রয়েছে।

Source: http://www.prothom-alo.com/detail/date/2011-09-30/news/189963 (http://www.prothom-alo.com/detail/date/2011-09-30/news/189963)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 02, 2011, 12:02:47 AM
(http://www.banglanews24.com/images/imgAll/2011September/SM/b-b-logo20110930195233.JPG)

‘ব্যাংকগুলো বন্ডের মাধ্যমে ৭৫ শতাংশ এসএলআর জমা করতে পারবে’

ব্যাংকগুলো এখন থেকে বন্ডের মাধ্যমে ৭৫ শতাংশ ‘বিধিবদ্ধ জমা সংরক্ষণ’ (এসএলআর) জমা করতে পারবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

আগামীকাল শনিবার থেকে এটা কার্যকর হবে।

উল্লেখ্য, প্রচলিত নির্দেশনা অনুযায়ী বর্তমানে ব্যাংকগুলো এসএলআর-এর ৫০ শতাংশ বন্ডের মাধ্যমে জমা রাখতে পারে। ব্যাংকের পুনর্মূল্যায়নজনিত ক্ষতি কমাতে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর ‘হেল্ড টু ম্যাচুউরিটি’ (এইচটিএম) সিকিউরিটিজে বিনিয়োগ মূল্যমান অনুসারে সংশ্লিষ্ট মাসে রক্ষিত সহজে বিনিয়োগযোগ্য সম্পদের এসএলআর ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে সার্বিক অবস্থা বিবেচনায় সাময়িকভাবে ওই বিনিয়োগের পরিমাণ সংশ্লিষ্ট মাসের রক্ষিত সহজে বিনিয়োগযোগ্য সম্পদের ৫০ শতাংশের স্থলে ৭৫ শতাংশ পুনর্নির্ধারণ করা হলো। তবে ব্যাংক কোম্পানির ধারণকৃত ট্রেজারি বিল ও বন্ডের মার্কিং টু মার্কেটভিত্তিক পুনর্মূল্যায়ন সংক্রান্ত এর আগে জারি করা ৫নং সার্কুলারে বর্ণিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে। 

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=fa480a1c6ccae48bf050a03d9d7be134&nttl=2011093007523360509&toppos=2 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=fa480a1c6ccae48bf050a03d9d7be134&nttl=2011093007523360509&toppos=2)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 04, 2011, 12:05:06 AM
(http://www.banglanews24.com/images/imgAll/2011September/SM/Bangladesh-bank-logo20111003210140.jpg)

সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে

গত সেপ্টেম্বরে দেশে ৮৪ কোটি ডলারের সম-পরিমাণ রেমিট্যান্স এসেছে। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ  ২৯৬ কোটি ডলারে দাঁড়ালো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ এর আগের মাসের তুলনায় কমেছে। আগস্টে রেমিট্যান্স  ছিল ১১০ কোটি  ১৭ লাখ ডলার। এর আগে গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৮১ লাখ ডলার।

এদিকে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ কমলেও এর আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০১০-১১ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ২৬৫ কোটি ৮৯ লাখ ডলার। 

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত চার (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৬৭ লাখ ডলার, ৩০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৫০ লাখ ডলার, ৯টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ লাখ ডলার এবং রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ডলার।     

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=57c08ea1105b73d6bd9d1a0fdd7b558d&nttl=2011100309014061083&toppos=7 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=57c08ea1105b73d6bd9d1a0fdd7b558d&nttl=2011100309014061083&toppos=7)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 04, 2011, 12:14:46 AM
(http://www.banglanews24.com/images/imgAll/2011September/SM/B%20bank-logo-sm20111003184012.jpg)

রিজার্ভ কমায় উদ্বিগ্ন নয় কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সংগ্রহ (রিজার্ভ) দীর্ঘদিন পর কমতে শুরু করেছে। রিজার্ভের পরিমাণ কমাকে অর্থনীতির জন্য কিছুটা চাপ মনে করলেও উদ্বেগের কোনো কারণ দেখছে না বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ এসে দাঁড়ায় ৯৮৮ কোটি ডলার বা ৭৪ হাজার কোটি টাকা।   

কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, ডলারের বিপরীতে নন ডলার বা অন্যান্য মুদ্রার দুর্বলতা, স্বর্ণের দাম, জ্বালানি তেলের আমদানি বেড়ে যাওয়া, লেনদেনের ভারসাম্যে চাপ, রেমিটেন্স প্রবাহে ধীরগতি, অন্যান্য আমদানি ব্যয় বেড়ে যাওয়া কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২০১১ সালের মে মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে ২০১০ সালের আগস্টে তা ১০ বিলিয়ন ডলার ছাড়ায়।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ পরার্মশক আল্লাহ মালিক কাজমী বাংলানিউজকে জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব সময় একই থাকবে এমটি ঠিক নয়। উঠা নামা করতেই পারে। তবে ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বলে আমি উদ্বেগের কারণ দেখছি না।

তিনি বলেন, জ্বালানি তেলসহ আমদানী বেড়ে যাওয়া, নন ডলারের মূল্য দুর্বল হওয়ায় এই পরিস্থিতি হয়েছে। তবে নন ডলার আবার শক্তিশালী হলে এটি স্বাভাবিক হয়ে যাবে।

সেপ্টেবর মাসে রেমিটেন্স প্রবাহ কমার প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এই জ্যেষ্ঠ পরামর্শক বলেন, গত বছরের সেপ্টেম্বরেরও এই প্রবাহ সামান্য কমেছিল।’

এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, রিজার্ভে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে উদ্বেগের কোনো কারণ নেই। এটা সাময়িক। ব্যালেন্সে অব পেমেন্ট বেড়ে যাওয়াতে রিজার্ভ কমেছে। হঠাৎ করে ২৭৩ মিলিয়ন ডলারের দেনা জমে গিয়েছিল।

তিনি আরও বলেন, রিজার্ভ সামান্য কমলেও অর্থনীতিতে সব নিদের্শকই (ইনডিকেটর) ভালোর দিকে। রপ্তানি বেড়েছে প্রায় ২৪ শতাংশ, রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে। তাছাড়া অর্থনীতি আমাদের নির্ধারিত কর্মসূচিতে রয়েছে। 

এদিকে, গত মে মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুসহ অন্যান্য দায় হিসেবে ১০০ কোটি ডলার পরিশোধ করার পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করেছে। এই দায় পরিশোধের আগে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ১৩৭ কোটি ডলার। বড় কোনো দায় মেটানো না হলেও সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৯৮৮ কোটি ডলার। দাতা সংস্থাসহ বৈদেশিক সহায়তা ছাড় করানো না গেলে রিজার্ভ আরো চাপের মুখে পড়তে পারে।

আর্ন্তজাতিক মানদন্ড অনুযায়ী সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রা মজুদ রাখতে হয়।

এদিকে কোনো ভাবেই ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। গতকাল আন্তঃব্যাংকিং ডলার লেনদেন হয়েছে ৭৫ দশমিক ২০ পয়সায়। কার্ব মার্কেটে ডলার বিক্রি হয়েছে ৭৯ দশমিক ২০ পয়সায়।

আল্লাহ মালিক কাজমী বলেন, আমরা কেন ডলারে দাম নিয়ন্ত্রণ করতে যাবে। এটি আপাতত অর্থনীতির জন্য কোনো চাপ নয়। 

রেমিটেন্স প্রবাহের ধীর গতি চলছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) রেমিটেন্সের প্রবাহ বাড়লে হয়েছে ১৫ শতাংশের কাছাকাছি। গত সেপ্টেম্বর মাসে এই প্রবৃদ্ধি কমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুলাই মাসে প্রবাসীরা ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন। আগস্ট মাসে রেমিটেন্স এসেছে ১০৮  কোটি ডলার। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স প্রবাহ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৮৫ কোটি ডলার।
 
এদিকে অস্বাভাবিক ভাবে বাড়ছে আমদানি ব্যয়। জুলাই মাসের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম মাসে আমদানি ব্যয় বেড়েছে গত অর্থ বছরের জুলাইয়ের তুলনায় ৩৫ দশমিক ৭২ শতাংশ।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=013bd45563a1118fcefcbb1b0f2e3524&nttl=2011100306401261055&toppos=7 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=013bd45563a1118fcefcbb1b0f2e3524&nttl=2011100306401261055&toppos=7)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 04, 2011, 12:27:25 AM
(http://www.banglanews24.com/images/imgAll/2011September/SM/Bangladesh%20bank%20of%20goernor20111003192402.jpg)

বাংলাদেশ ব্যাংককে ১০০ কোটি ডলার দেবে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ ব্যাংকে ১০০ কোটি ডলার বা সাত হাজার ৫০০ কোটি টাকার প্রতিশ্রুত ঋণ ছাড়ের আশ্বাস দিয়েছে। বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) আওতায় এই অর্থ দেবে সংস্থাটি। এদিকে চার কিস্তিতে এই অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

আইএমএফ বার্ষিক সভা শেষে এর নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে এই আশ্বাস দিয়েছে আইএমএফ।

সোমবার সফর থেকে ফিরে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান সাংবাদিকদের একথা জানিয়েছেন।

ড. আতিউর রহমানের বরাত দিয়ে তার প্রটোকল অফিসার এএফএম আসাদুজ্জামান জানান, আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ ঋণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আইএমএফের ইসিএফ ঋণের শর্ত না থাকায় এটিকে ‘ভালো ঋণ’ বলে মনে করছে বাংলাদেশ।

তবে তাতে খুব একটা আশার আলো দেখছেন না বাংলাদেশ ব্যাংকের  জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজমী।

তিনি বলেন, আইএমএফ এর এই প্রতিশ্রুতি আগের। দেখার বিষয় কতদ্রুত অর্থ ছাড় হয়। তাছাড়া বড় অংকের টাকা হলেও আইএমএফ তা বাংলাদেশ ব্যাংকে দেবে চার কিস্তিতে। তাই তখন আর এটি বড় অংকে থাকছে না।

তিনি আরও বলেন, তবে যাই হোক এই অর্থ হাতে পেলে ব্যালেন্স অব পেমেন্টে একটু চাপ কমবে। এছাড়া ব্যাংকগুলো থেকে সরকারের ধার কমবে। সে হিসেবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।     

কোনো দেশের লেনদেনে ভারসাম্যহীনতা দেখা দিলে ইসিএফ পাওয়া যায়। এ ঋণ দেশের লেনদেনে ভারসাম্য ঠিক করতে সহায়তা করবে বলেও জানান তিনি।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=cefb4b45542b2c02118250c369e627e1&nttl=2011100307240261064&toppos=7 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=cefb4b45542b2c02118250c369e627e1&nttl=2011100307240261064&toppos=7)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 05, 2011, 12:48:00 AM
প্রথমবারের মতো চালু হলো ই-টেন্ডারপ্রক্রিয়া

প্রথমবারের মতো দেশে ইলেকট্রনিক টেন্ডার বা ই-টেন্ডারপ্রক্রিয়া চালু হয়েছে। গতকাল সোমবার থেকে চালু হওয়া এ প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, ইলেকট্রনিক পদ্ধতিতে সরকারি ক্রয়, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পরিচালনা করা। এ পদ্ধতিতে ইন্টারনেটে বসে সরকারি ক্রয় কার্যক্রমে সহজে অংশ নেওয়া যাবে। ফলে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
ই-জিপি বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের আওতায় কাজ করছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। গতকাল সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের যোগাযোগ ও সামাজিক সচেতনতা পরামর্শক শফিউল আলম প্রথম আলোকে এসব তথ্য জানান। এ কার্যক্রমের ফলে টেন্ডারে অংশ নেওয়া ঠিকাদারদের আবেদনপত্র ও বাছাইপ্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। গত ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইজিপি পোর্টালের (www.eprocure.gov.bd)। এর পর থেকেই মূলত ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক ও ওই চারটি প্রতিষ্ঠানের ক্রয়কারী অফিসগুলোর জন্য নিবন্ধন উন্মুক্ত রয়েছে। গতকাল পর্যন্ত ইজিপি ব্যবস্থায় ২৩৭ জন ঠিকাদার নিবন্ধন করেছেন, যার মধ্যে চারজন বিদেশিও রয়েছেন।
ই-টেন্ডারিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর যে ওয়েবপেজ খুলবে, সেখানে নিজস্ব ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, জাতীয়তা প্রভৃতি সব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে। এরপর অনুমোদিত ব্যাংকের নির্দিষ্ট শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে তাঁর সংশ্লিষ্ট কাগজপত্র স্ক্যান করে মেইলে পাঠাতে হবে। এরপর সব প্রক্রিয়া শেষে নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন শেষে আবেদনকারীর মেইলে ও মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে। এরপর প্রতিবছর শুধু নির্দিষ্ট নবায়ন ফি দিতে হবে। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর আওতায় সরকার দেশে ই-টেন্ডারিং চালু করেছে। ই-টেন্ডার পদ্ধতি চালুর মাধ্যমে দেশে টেন্ডার নিয়ে নানা ধরনের অনিয়ম কমে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির নতুন একটি মাইলফলক তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-04/news/190956 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-04/news/190956)
Title: Re: Business News
Post by: goodboy on October 05, 2011, 08:56:08 PM
স্যামসাং: মডেল করপোরেট প্রতিষ্ঠানের প্রতিরূপ

এককালে নুডলস তৈরি করত স্যামসাং। ১৯৩৮ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। তখন কেউ কি বুঝতে পেরেছিল যে এই স্যামসাংই এক সময় পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠানে পরিণত হবে? হয়ে উঠবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্র্যান্ডের নাম?
এমন অনেক স্বপ্ন হয়তো দেখেছিলেন স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিউং চুল। চুলের সেসব স্বপ্ন যে ৭০ বছরের একটু বেশি সময়ের মধ্যে এতটা বাস্তবে রূপ নেবে, সেটাই-বা কজন ভেবেছিলেন।
আজ ২০১১ সালে স্যামসাং পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম সেরা, পরিচিত একটি করপোরেট প্রতিষ্ঠানে। এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির ১৩ শতাংশ নিয়ন্ত্রণকারী এ প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্বের পরিমাণ চার হাজার কোটি মার্কিন ডলার। স্যামসাং ইলেকট্রনিকস বর্তমানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি অল্প কিছুদিনের মধ্যে টেলিযোগাযোগ প্রযুক্তি-শিল্পে বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠানকে টপকে যাবে।
স্যামসাং ইলেকট্রনিকস স্যামসাং গ্রুপের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। মূলত এই স্যামসাং ইলেকট্রনিকসই স্যামসাং নামটিকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে। স্যামসাং ইলেকট্রনিকস ও প্রযুক্তি ব্যবসা ছাড়াও আরও ৮২টি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। কিন্তু এতগুলো ব্যবসার পরও স্যামসাং ইলেকট্রনিকসই কিন্তু স্যামসাংকে বিখ্যাত প্রতিষ্ঠানে পরিণত করার সবচেয়ে বড় অনুষঙ্গ হয়ে উঠেছে।
স্যামসাং গ্রুপ যেমন খাবার নুডলস তৈরি করার মধ্য দিয়ে বাণিজ্যের জগতে প্রবেশ করেছিল, ঠিক তেমনি স্যামসাং ইলেকট্রনিকসের যাত্রা শুরু হয়েছিল ছোট্ট, কমদামি ট্রানজিস্টার তৈরির মধ্য দিয়ে। সেখান থেকে আজ স্যামসাং কোথায় পৌঁছে গেছে। টেলিভিশনের যে নানা প্রযুক্তি আমরা বর্তমান দুনিয়ায় দেখে থাকি, তাকেও এক অন্য উচ্চতায় নিয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। অ্যাপল ও নকিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে স্যামসাং ইলেকট্রনিকস টেলিযোগাযোগ প্রযুক্তি-শিল্পে এনেছে নতুনত্বের ছোঁয়া।
বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের বিভিন্ন স্মার্টফোন, অন্যান্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপণ্য অচিরেই অনেক বড় প্রতিষ্ঠানের রাজত্বে ভাগ বসাবে এবং তা কেবলই সময়ের ব্যাপার।
স্যামসাংয়ের লক্ষণীয় যে ব্যাপারটি বিদ্যমান, তা হল প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি লাভ-ক্ষতির তোয়াক্কা করে না। তাদের একমাত্র লক্ষ্য দীর্ঘমেয়াদে নির্দিষ্ট ব্যবসায়ে শ্রেষ্ঠত্বের আসনটি দখল করা। এ ধরনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে তারা এখন সফল। দীর্ঘমেয়াদি লাভালাভের অর্থ এখন তারা বিনিয়োগ করছে নতুন নতুন শিল্পে। সঠিক পরিকল্পনা ও দৃঢ় প্রতিজ্ঞার মধ্য দিয়ে স্যামসাং এই নতুন খাতগুলোতেও সফল হবে—এটা বলাই যায়। স্যামসাংয়ের এখন লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশ উপযোগী পণ্যসামগ্রী খাতে বিনিয়োগ করা। তারা পরিকল্পনা চূড়ান্ত করেছে বৈদ্যুতিক গাড়ি ও এলইডি বাতি তৈরি করার। এ ছাড়া চিকিত্সা যন্ত্রপাতি ও ওষুধ-শিল্পে স্যামসাং রাখতে চায় তাদের দৃঢ় পদচিহ্ন। প্রতিষ্ঠানটি মনে করছে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নতুন এ ক্ষেত্রগুলো থেকে তাদের বার্ষিক আয় আসবে প্রায় ৫০০ কোটি ডলার। এ লাভ যুক্ত হলে স্যামসাং গ্রুপের বার্ষিক রাজস্ব কোথায় গিয়ে দাঁড়াবে—সেটা নতুন করে না বললেও চলে।
ভবিষ্যতের স্যামসাং, জেনারেল ইলেকট্রিক না দাইয়ু?
দক্ষিণ কোরিয়ার শিল্পায়নে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানগুলো অতীতে সরকারের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছে। তাদের জন্য ব্যাংকিং সেক্টর ছিল রীতিমতো খোলা। যখন যা ইচ্ছা তেমন করেই তারা বিভিন্ন ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিয়েছে। এতে সরকারেরও ছিল প্রচ্ছন্ন সমর্থন। স্যামসাং, হাইউন্দাই, দাইয়ুর মতো প্রতিষ্ঠানগুলো দুই হাতে ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে স্যামসাং ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে কিছুটা রক্ষণশীল ভূমিকায় ছিল। সে কারণে ১৯৯৭-৯৮ সালে যখন কোরিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিপর্যয় দেখা দিয়েছিল। ওই সময় নানা সমস্যা জর্জরিত প্রায় ৩০টি করপোরেট প্রতিষ্ঠান পথে বসলেও স্যামসাং নিজেদেরকে সেই সংকট থেকে দূরে রাখতে পেরেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির হাতে প্রচুর নগদ পুুঁজি থাকায় তারা খুব দ্রুত ব্যবসা সম্প্রসারণের দিকে নজর দিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকেরা স্যামসাংয়ের বর্তমান নীতিকে কিছুটা আশঙ্কার চোখে দেখছেন। কারণ, সাম্প্রতিক সাফল্যে উদ্দীপ্ত স্যামসাং সম্প্রসারণের নেশায় না আবার কোনো ভুল করে বসে। অতীতে তাদের অনেক ব্যবসায়িক ভুল ছিল। একসময় অনেক ঢাকঢোল পিটিয়ে বাজারে আসা স্যামসাং ব্র্যান্ডের গাড়ির নাম এখন আর শোনা যায় না।
অনেকেই এখন স্যামসাংকে বিশ্বখ্যাত জেনারেল ইলেকট্রিক কোম্পানির (জিই) সঙ্গে তুলনা করছেন। প্রতিষ্ঠানটি পরিকল্পনায়, নীতি ও সাফল্যে তেমনই একটি ইমেজ প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু অতিরিক্ত সম্প্রসারণশীল নীতিতে বিশ্বাস করে নব্বইয়ের দশকের শেষ দিকে দাইয়ু যেমন নিজেদের বিপদ ডেকে এনেছিল, স্যামসাং না আবার তেমন কোনো সমস্যায় পড়ে, বিশ্লেষকরা এখন সে আশঙ্কাই করছেন।
Source: http://www.prothom-alo.com/detail/date/2011-10-05/news/191417 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-05/news/191417)
Title: Re: Business News
Post by: goodboy on October 05, 2011, 09:03:24 PM
জিপিকে ৩০৩৪ কোটি টাকা দিতে বললো বিটিআরসি


গ্রামীণফোনকে তিন হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর মধ্যে বিটিআরসির পাওনা দুই হাজার একশ ৪৬ কোটি টাকা এবং এনবিআরের পাওনা আটশ ৮৭ কোটি টাকা। এ দুই পাওনার ব্যাপারে গ্রামীণফোনকে (জিপি) সোমবার দুপুরে একটি চিঠি দিয়েছে বিটিআরসি।

বিটিআরসির পাওনা আগামী ২১ দিনের মধ্যে এবং এনবিআরের টাকা 'নির্দিষ্ট সময়ে' দিতে বলা হয়েছে চিঠিতে।

বিটিআরসি'র চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অডিট করে দেখেছি সরকার গ্রামীণফোনের কাছে তিন হাজার ৩৪ কোটি টাকা পায়।"

গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দুপুর ৩টায় বিটিআরসি'র পক্ষ থেকে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়ার জন্য একটি ফ্যাক্স পাঠিয়েছে। এটি কোনো জরিমানা আদায়ের পত্র নয়।"

বিটিআরসি'র পক্ষ থেকে নিরীক্ষা করার পর পাঠানো এ চিঠি প্রসঙ্গে মনিরুল বলেন, "বিটিআরসি'র সঙ্গে মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারন্যাশনাল আউট গোয়িং কল ও অন্যান্য বিষয়ে লভ্যাংশ ভাগাভাগির নানা পাওনা থাকে। এসব বিষয় পরিষ্কার হওয়ার জন্য এ চিঠি দেওয়া হয়েছে।"

টেলিকম সেক্টর একটি টেকনিক্যাল বিষয় তাই হয়তো অডিট কোম্পানি অনেক কিছু না বুঝেই অডিট করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, "কিছুদিনের মধ্যে গ্রামীণ ফোনের পক্ষ থেকে বিটিআরসিকে অবহিত করা হবে।"

চিঠিতে উল্লেখ করা হয়, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণ ফোনের মোট আয় ৩৮ হাজার নয়শ ৮৪ কোটি টাকা, এ আয়ের ভিত্তিতে বিটিআরসি'র পাওনা দুই হাজার পাঁচশ ৪৪ কোটি টাকা।

"কিন্তু বিটিআরসি'র একটি নিরীক্ষায় দেখা গেছে গ্রামীণফোন এর মধ্যে এক হাজার ছয়শ ২৭ কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করেছে। বাকি নয়শ ১৭ কোটি টাকার ওপর শতকরা ১৫ ভাগ হারে চক্রবৃদ্ধি সুদ হিসেবে মোট সুদ দাঁড়ায় এক হাজার দুশ ২৯ কোটি টাকা এবং সুদ সমেত মোট পাওয়া দাঁড়ায় দুই হাজার একশ ৪৬ কোটি টাকা।"

জিপির কাছে এনবিআর সিম ট্যাক্সের শুল্ক বাবদ সাতশ ২০ কোটি টাকা এবং ভ্যাট বাবদ একশ ৬৭ কোটি টাকা পায় বলে নিরীক্ষায় উঠে আসে। জিপিকে মোট আটশ ৮৭ কোটি টাকা এনবিআরকে পরিশোধ করার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

source: http://www.bdnews24.com/bangla/details.php?id=172915&cid=4 (http://www.bdnews24.com/bangla/details.php?id=172915&cid=4)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 06, 2011, 12:29:35 AM
(http://www.banglanews24.com/images/imgAll/2011September/SM/Power_Plant-sm20111005193833.jpg)

২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চুক্তি সই

দুইশত ২৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কোম্পানি লিমিটেড। এ উপলক্ষ্যে আশুগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন কোম্পানি লিমিটেড দুটি বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে।

কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের প্রকল্পে ঠিকাদার প্রতিষ্ঠান কোরিয়ার কনসোটিয়াম অব হুন্ডাই কোং লিমিটেড এবং দাইয়ো ইন্টারন্যাশনাল করপোরেশন।

বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে এ চুক্তি সাক্ষর অনুষ্টান অনুুষ্ঠিত হয়।

অনুষ্ঠাতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী।

এছাড়া, দাইয়ো ইন্টারন্যাশনাল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে ডং, কনসোটিয়াম অব হুন্ডাই কোং লিমিটেডের নির্বাহী কর্মকর্তা কিম ওকে চু এবং আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কামাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) তাজুল ইসলাম প্রমুখ।

২২৫ মেগাওয়াট উৎপাদনের এই নতুন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৬১ কোটি ৪৯ লাখ। এর ১৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে গ্যাস থেকে ও বাকি ৮০ মেগাওয়াট স্টিম ব্যবহার করে। আর বিদ্যুৎ উৎপাদন শুরু হবে ৫৪০ দিন অর্থাৎ দেড় বছর পর। জ্বালানি হিসেবে ব্যবহার হবে গ্যাস।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=b8e4da6cb821b8fed222061da1cc0565&nttl=2011100507383361446&toppos=3 (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=b8e4da6cb821b8fed222061da1cc0565&nttl=2011100507383361446&toppos=3)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 06, 2011, 06:47:24 AM
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-10-05-16-06-20-021644500-4.jpg)

ভোলায় আখের বাম্পার ফলন, দামও ভালো, কৃষকেরা খুশি

দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় এবার আখের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। এতে দারুণ খুশি আখচাষিরা।
ভোলা শহরের নতুন বাজারে প্রতিদিন বসে আখের পাইকারি বাজার। এখান থেকে পাইকারেরা আখ কিনে ভোলার বাইরের জেলাগুলোতে নিয়ে যান। তেমনি একজন পাইকার মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, ‘গত বছরের তুলনায় এবার আখের দাম অনেক বেশি। তবে আখের সাইজও ভালো। পাইকারি বাজারে গত বছর যেখানে ৫৫০ থেকে ৮০০ টাকায় কেনাবেচা হয়েছে, সেখানে এবার তা এক হাজার ২০০ থেকে এক হাজার ৬০০ টাকায় উঠেছে।’
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার এ জেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ৪২৭ হেক্টর। এ বছর প্রতি হেক্টরে ৯৫ থেকে ১২০ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। যেটাকে কৃষি বিভাগের কর্মকর্তারা বাম্পার ফলন বলে উল্লেখ করেন। তাঁরা আরও জানান, এ জেলায় সাধারণত ঈশ্বরদী-১৬, ঈশ্বরদী-২১ ও ঈশ্বরদী-২২ জাতের আখের চাষ হয়।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাতাইশ দাগ বাজারের আখচাষি আবুল কাশেম মল্লিক জানান, এবার তিনি ৫৬ শতক জমিতে আখের চাষ করেছেন। নিজে বাজারে গিয়ে খুচরা বিক্রি করায় খরচ বাদে আড়াই লাখ টাকার মতো আয় হয়েছে। তাঁর খরচ হয়েছিল প্রায় ৭০ হাজার টাকা।
তবে মশু হাওলাদার, মো. লিটন মাঝি, ধলু জমাদ্দারসহ বেশ কয়েক জন কৃষক জানান, তাঁদের মধ্যে যাঁরা জমিতেই ব্যাপারিদের কাছে আখ বিক্রি করেছেন, তাঁরা দাম অনেক কম পেয়েছেন।
এদিকে চাষিরা অভিযোগ করেছেন, আখ চাষের জন্য তাঁদের কৃষি ব্যাংক সঠিক সময়ে প্রয়োজনীয় ঋণ দেয় না। এ ছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক সময়ই তাঁরা আখের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত থাকেন।
কৃষি ব্যাংকের ভোলা জেলা আঞ্চলিক শাখায় খোঁজ নিয়ে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে আখ চাষের জন্য তাদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি টাকা। এর বিপরীতে বিতরণ হয় ৫৩ লাখ টাকা।
ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোলায় আখ মাড়াই যন্ত্র নেই। এ জন্য যে আখে গুড় তৈরি হয়, সেটি এখানে চাষ হচ্ছে না। এখানে চিবিয়ে খাওয়ার আখই চাষ হচ্ছে।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. সাইফ উল্লাহ প্রথম আলোকে বলেন, আখচাষিদের সঠিক সময়ে পর্যাপ্ত ঋণ দিতে হবে।
কৃষি ব্যাংকের ভোলা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মৃণালকান্তি মিত্র বলেন, ‘আখচাষিরা নীতিমালা অনুযায়ী কাগজপত্র জমা দিলেই আমরা ঋণ দিচ্ছি। কৃষক ঋণের কথা বলছেন, কিন্তু ঋণ নিতে আসছেন না। এ ব্যাপারে কৃষি অফিস থেকে একটা চাহিদা এলে ভালো হয়।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-06/news/191461 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-06/news/191461)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 08, 2011, 11:51:57 PM
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-10-07-16-38-34-073510200-01.jpg)
দেশের ৪০ হাজার হালকা প্রকৌশল যন্ত্রপাতি কারখানার একটি


সম্ভাবনার খাত হালকা প্রকৌশল শিল্প

পুরোনো ঢাকার আবদুল হাকিম মিয়া তাহেরবাগ লেনে দু-তিনজন কর্মচারী নিয়ে মেশিনের খুচরা যন্ত্রাংশ তৈরির একটি ছোট্ট কারখানা স্থাপন করেন ১৯৮৫ সালে। সে সময় মাত্র কয়েক হাজার টাকা নিয়ে এই ব্যবসার যাত্রা শুরু। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় এইচ টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।
সেই থেকে আড়াই দশক ধরে এই কারখানাটি শুধু দেশেই নয়, শিল্পোন্নত ফ্রান্সেও শিল্পের খুচরা যন্ত্রাংশ রপ্তানি করে আসছে। এই কারখানায় এখন কাজ করেন ২০ থেকে ২৫ জন মেকানিক ও কর্মচারী। স্থানীয় বস্ত্র ও পাটকলের পাশাপাশি কৃষি খাতের মেশিনের যন্ত্রাংশও সরবরাহ করে থাকে এই হালকা প্রকৌশল শিল্পটি।
বিশেষজ্ঞদের মতো আবদুল হাকিম মিয়াও মনে করেন, একটি দেশের শ্রমঘন শিল্প খাতকে এগিয়ে নিতে হালকা প্রকৌশল শিল্পের বিকাশের কোনো বিকল্প নেই। আর এ কাজে পর্যাপ্ত সরকারি নীতি ও সহায়তা চান তিনি।
সাম্প্রতিক চীন, তাইওয়ান ও মালয়েশিয়া আরও পূর্বে ইউরোপ ও জাপান এই হালকা প্রকৌশল শিল্পকে ভিত্তি ধরেই আজ সারা বিশ্বে নিজেদের অবস্থান তুলে ধরেছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়া গেলে বাংলাদেশেও হালকা প্রকৌশল শিল্পের বড় বিকাশ ও বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থানের সম্ভাবনার কথা সবার জানা। কিন্তু এ খাতে সরকারের নীতিনির্ধারকদের তেমন মনোযোগ লক্ষ করা যায় না।
আবদুল হাকিম আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘যেকোনো ব্যবসা করতে ব্যাংক ঋণের প্রয়োজন। কিন্তু দেশের ব্যাংকগুলো আমাদের গাড়ি কেনায় ঋণ দিতে যত আগ্রহী, ততটা এ ক্ষেত্রে নয়।’
এমন নানা সমস্যার পরও বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্প এক সম্ভাবনাময় খাত এবং এর বিকাশও হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি এসব যন্ত্রপাতির রপ্তানিও বাড়ছে। কয়েক বছর ধরেই বহির্বিশ্বে এর বাজারও তৈরি হচ্ছে। এর মধ্যে অবশ্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে রপ্তানি কিছুটা ব্যাহত হয়, তবে আবার তা ঘুরেও দাঁড়িয়েছে।
সাধারণত, বাংলাদেশ থেকে এয়ারকন্ডিশন ও রেফ্রিজারেটরের যন্ত্রাংশ, ফ্যান, বৈদ্যুতিক তার, ব্যাটারি, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, বাইসাইকেল, মোটরগাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ, সিরামিকস, ছোট মোটর যন্ত্র, পাইপ, টিউব, ব্রয়লার, ডাইসসহ নানা ধরনের হালকা যন্ত্রপাতি বিদেশে রপ্তানি হয়। নেদারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, ভারত, চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি হয়।
আশির দশকের শুরু থেকে হালকা প্রকৌশলীর এসব যন্ত্রপাতি সীমিত পরিমাণে রপ্তানি শুরু হয়। এ ছাড়া স্থানীয় শিল্প, কৃষিসহ অন্যান্য খাতের কারখানায় প্রকৌশল যন্ত্রপাতি সরবরাহ করছে এই খাতটি।
বিস্তৃতি: স্বাধীনতার পরপরই কিছু অবাঙালি উদ্যোক্তা পুরোনো ঢাকায় এই হালকা প্রকৌশল যন্ত্রপাতির কারখানা করেন। সাধারণত গাড়ির যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বাচ্চাদের খেলনার মাধ্যমেই সূত্রপাত হয় এই ব্যবসার। এখন এই ব্যবসা পুরোনো ঢাকার গণ্ডি ছাড়িয়ে বুড়িগঙ্গার ওপারেও ছড়িয়ে পড়েছে। এ ছাড়া চট্টগ্রাম, রংপুর, বগুড়া, যশোর, বরিশাল, সিলেট, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা প্রকৌশল যন্ত্রপাতি তৈরির কারখানা গড়ে উঠেছে। বিদেশে চাহিদা থাকায় বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানিমুখী প্রতিষ্ঠানও গড়ে তুলছেন কোনো কোনো উদ্যোক্তা।
বর্তমানে সারা দেশে ৪০ হাজার হালকা প্রকৌশল যন্ত্রপাতির কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ছয় লাখ লোক কাজ করেন। আর এর মধ্যে মাত্র কমবেশি এক হাজার ২০০ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে নিবন্ধিত রয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত সহযোগী শিল্পে আরও প্রায় ২০ লাখ কর্মরত।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতি সূত্রে জানা গেছে, এই খাতটি দেশের অর্থনীতিতে প্রতিবছর গড়ে প্রায় ২০ হাজার কোটি টাকার হালকা প্রকৌশল যন্ত্রপাতি এবং সেবার জোগান দিয়ে যাচ্ছে।
ছোটখাটো একটি কারখানা তৈরি করতে কমপক্ষে চার-পাঁচ লাখ টাকার প্রয়োজন হয়। আর বড় আকারের একটি কারখানার জন্য কমবেশি ২০ কোটি টাকা পুঁজির প্রয়োজন পড়ে। তবে সক্ষমতা ও কারখানার যন্ত্রপাতি ব্যয় অনুযায়ী বিনিয়োগের পরিমাণ ওঠানামা করতে পারে।
রপ্তানি প্রবৃদ্ধি: চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সাড়ে পাঁচ কোটি ডলারের হালকা প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি হয়েছে। গত অর্থবছরের মোট ৩৫ কোটি ডলারের রপ্তানি হয়। তবে এর আগের অর্থবছরে অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে ৩১ কোটি ১০ লাখ ডলার, ২০০৮-০৯ অর্থবছরে ১৮ কোটি ১৩ লাখ ডলার, ২০০৭-০৮ অর্থবছরে ৩১ কোটি ডলার ও ২০০৬-০৭ অর্থবছরে সাড়ে ২৮ কোটি ডলারের প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি হয়েছে।
২০০৬ সাল থেকেই বিশ্বব্যাপী বাংলাদেশের হালকা প্রকৌশল পণ্যের চাহিদা বাড়তে থাকে। সরকারও ২০০৭-০৯ সালের রপ্তানি নীতিতে হালকা প্রকৌশল খাতকে অগ্রাধিকার দেয়। এই খাতকে উৎসাহ দিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা ঘোষণা করা হয়। এরপর থেকেই রপ্তানি বাড়তে থাকে।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় দুই শতাংশই আসে হালকা প্রকৌশল যন্ত্রপাতি খাত থেকে। মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশেই এসব যন্ত্রপাতি বেশি রপ্তানি হয়। ইউরোপীয় ইউনিয়নের বাজারে হালকা প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধার পাশাপাশি অগ্রাধিকারমূলক প্রবেশ সুবিধা (জিএসপি) পাওয়া যাচ্ছে।
উদ্যোক্তাদের দাবি: দেশের অন্যান্য সম্ভাবনাময় খাতের মতো হালকা প্রকৌশল শিল্প খাতের জন্য একটি পরিকল্পিত শিল্পপার্ক নির্মাণের দাবি করে আসছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতি। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শিল্পপার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিলেও এর কোনো অগ্রগতি নেই। এ ছাড়া শিল্পপতিরা এ খাতের জন্য একটি কারিগরি প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র নির্মাণের দাবিও করে আসছেন।
ব্যবসা শুরু করতে সহজ শর্তে ঋণ পাওয়ার দাবি জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। তাঁরা বলছেন, হালকা প্রকৌশল খাতটি এসএমই খাতে অন্তর্ভুক্ত থাকলেও ব্যাংক ঋণ দিতে গড়িমসি করে ব্যাংকগুলো।
সমিতির সভাপতি আবদুর রাজ্জাক দাবি করেন, এ খাতের উন্নয়নে পুঁজির প্রাপ্যতা বা ব্যাংক ঋণ নিশ্চিত করতে হবে। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিভিন্ন সময়ে দাবিদাওয়াগুলো নিয়ে গেলে শুধু প্রতিশ্রুতি মেলে, কিন্তু শেষ পর্যন্ত কোনো উদ্যোগ চোখে পড়ে না। প্রতিবছর প্রাক-বাজেট আলোচনায় এ শিল্পের সুরক্ষায় বিভিন্ন প্রস্তাব এলেও পরে তা আর আমলে নেওয়া হয় না।’
এ খাতের একটি বড় সমস্যা হলো হালকা প্রকৌশল শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা মৌলিক লোহার (বেস মেটাল) ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক)। উদ্যোক্তারা এই শুল্ক ও মূসক প্রত্যাহারের দাবি জানান। বর্তমানে এই শুল্ক ও মূসক হার ৭ থেকে ১২ শতাংশ।
দেশের অভ্যন্তরে এলপি গ্যাস সিলিন্ডার উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া এবং এলপি গ্যাস সিলিন্ডার আমদানি পর্যায়ে সর্বোচ্চ শুল্ক নির্ধারণেরও দাবি জানান উদ্যোক্তারা। এ ছাড়া দেশীয় ড্রাইসেল ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সুবিধা দিতে আমদানি শুল্ক বাড়ানোর দাবিও রয়েছে উদ্যোক্তাদের। একই সঙ্গে তৈরি ফিল্টার আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর দাবিও রয়েছে তাঁদের।
বিআইডিএসের সমীক্ষা: ২০১০ সালের জুন মাসে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) হালকা প্রকৌশল শিল্প নিয়ে একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে। বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত ও গবেষক নাজনীন আহমেদ এই সমীক্ষাটি পরিচালনা করেন।
সমীক্ষায় বলা হয়েছে, সাধারণত ছয় থেকে ৪০ হাজার টাকা নিয়ে এই ব্যবসা শুরু হয়। আর ১৪ থেকে ৫০ বছর বয়সী কর্মীরাই হালকা প্রকৌশল শিল্পে কাজ করে থাকেন। আর প্রতিদিন গড়ে ১১ ঘণ্টা কাজ করেন তাঁরা। তাঁদের মাসিক বেতন দুই থেকে ১৫ হাজার টাকা।
সরকারকে এই শিল্প খাতে সহায়তা দেওয়ার সুপারিশ করা হয় সমীক্ষায়। এতে বলা হয়, এই খাতটি বেশ সম্ভাবনাময়। পশ্চাৎসংযোগ শিল্প হিসেবে মূল শিল্পকে বেশ সহায়তা করছে হালকা প্রকৌশল শিল্প। এ ছাড়া দিন দিন এর রপ্তানি চাহিদাও বাড়ছে। সস্
তা শ্রমের জন্য এই শিল্পটি বিশ্ববাজারে প্রতিযোগিতাসক্ষম বলেও মন্তব্য করা হয় সমীক্ষায়।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-08/news/191971

 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-08/news/191971)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 15, 2011, 11:27:49 PM
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-10-14-15-27-18-065763900-untitled-1.jpg)

প্লাস্টিক পণ্যে স্বনির্ভরতার দিকে বাংলাদেশ

দেশের প্লাস্টিক দ্রব্যসামগ্রী উৎপাদনে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। একসময়ের আমদানিনির্ভর এসব পণ্যের প্রায় সবই এখন দেশে তৈরি হচ্ছে। এভাবে প্লাস্টিক পণ্যে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আর তাই দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের তৈরি প্লাস্টিক পণ্য। চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় প্রতিবছর রপ্তানি আয়ের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্যও জোরদার হচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, প্লাস্টিক পণ্য রপ্তানি করে ২০১০-১১ অর্থবছরে ছয় কোটি ৮৭ লাখ ডলার আয় হয়। ২০০৯-১০ অর্থবছরে এই আয় ছিল পাঁচ কোটি ছয় লাখ ডলার। এর আগের অর্থবছরের রপ্তানি আয় পাঁচ কোটি ২৩ লাখ ডলার। চলতি অর্থবছরে এই খাতে আট কোটি ৪২ লাখ ডলার পরিমাণ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত জুলাই-আগস্ট অর্থাৎ প্রথম দুই মাসে এক কোটি ৩৩ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের বাজারে সব ধরনের প্লাস্টিক পণ্যের চাহিদার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা। চাহিদার পুরোটাই এখন মেটাচ্ছে সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট-মাঝারি ও বড় প্রায় তিন হাজার প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
তবে প্লাস্টিক পণ্য উৎপাদনের কাঁচামালের পুরোটাই সৌদি আরব, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ কাঁচামাল আমদানিতে ব্যয় হয়। এখন বছরে প্রায় সাড়ে সাত লাখ টন কাঁচামাল প্রয়োজন হচ্ছে বলে জানা গেছে। দেশীয়ভাবে কাঁচামাল উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হলে এক সময়ে এসে প্রকৃত স্বনির্ভরতা অর্জিত হবে বলে মনে করেন উদ্যোক্তারা।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্লাস্টিক শিল্পটি পুরোটাই বিদ্যুৎনির্ভর। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় সামর্থ্য অনুযায়ী উৎপাদন করতে পারছে না।’
বিপিজিএমইএর সভাপতি আরও বলেন, সরকার অন্যান্য সম্ভাবনাময় খাতের মতো প্লাস্টিক খাতটিতে নজর দেওয়া উচিত। নীতি সমর্থন ও নগদ সহায়তা দিলে এই খাতটি দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন তিনি।
খাতটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী জানান, দেশে প্লাস্টিক পণ্যসামগ্রী তৈরির ইতিহাস একবারে নতুন নয়। ষাটের দশকে অল্প বিস্তর গৃহস্থালি ব্যবহার্য দ্রব্যসামগ্রী তৈরি হতো। তখন ভারত ও চীন থেকে প্রয়োজনীয় প্লাস্টিক পণ্য আমদানি করা হতো। তবে আশির দশকে এসে দেশের এসব পণ্য উৎপাদন ধীরে ধীরে বাড়তে থাকে।
নব্বইয়ের দশকে পোশাক খাতের জন্য হ্যাঙ্গার, পলিব্যাগ, বোতামসহ বিভিন্ন উপকরণ তৈরির মধ্য দিয়ে প্লাস্টিক শিল্পে বিপ্লব শুরু হয়। প্রচ্ছন্ন এই (সরাসরি নয়) রপ্তানির পরপরই মূলত চাহিদা অনুযায়ী অন্যান্য পণ্যসামগ্রীও উৎপাদন করতে থাকেন উদ্যোক্তারা। একই সঙ্গে প্রচ্ছন্ন রপ্তানির পাশাপাশি সরাসরি রপ্তানি হতে থাকে।
এক ব্যবসায়ী নেতা জানান, ২০০০ সালের পর থেকে ধীরে ধীরে প্রয়োজনীয় প্রায় সব ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনে সক্ষমতা দেখাতে থাকেন উদ্যোক্তারা। এর পরই সরকারের সঙ্গে দেনদরবার করে এসব পণ্য আমদানি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়। গত পাঁচ-ছয় বছরে আমদানি নেমে এসেছে শূন্যের কোটায়। ফলে দেশের চাহিদা এখন দেশের উৎপাদকেরাই মেটাচ্ছেন।
বিপিজিএমইএর তথ্য অনুযায়ী, সারা দেশে দুই হাজার ৯৯৭টি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে এক হাজার ৯৬৫টি ছোট, মাঝারি ৯৮০টি ও বড় মাপের ৫২টি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান ৩৭৩টি, সরাসরি ছয়টি ও উভয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা দুটি। প্রচ্ছন্ন রপ্তানিকারক বলতে মূলত তৈরি পোশাকপণ্যের আনুষঙ্গ হিসেবে রপ্তানি হওয়া প্লাস্টিক পণ্যগুলোকে বোঝানো হয়।
বিপিজিএমইএ জানায়, প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৫ শতাংশ ঢাকায়, ২০ শতাংশ চট্টগ্রামে, ১০ শতাংশ নারায়ণগঞ্জে এবং বাকি ৫ শতাংশ খুলনা, কুমিল্লা, বগুড়া ও রাজশাহীতে অবস্থিত। প্রায় ২০ লাখের বেশি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত।
প্লাস্টিকের যত পণ্য: সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কারখানাগুলোতে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে পোশাক খাতের জন্য পলিব্যাগ, হ্যাঙ্গার, প্লাস্টিক ক্লিপ, বোতাম; খেলনা সামগ্রীর মধ্যে পুতুল, বল, ইয়োইয়ো; গৃহে ব্যবহারের জন্য চেয়ার, টেবিল, বাথটাব, জগ, মগ, ঝুড়ি, প্লেট, গ্লাস, চামচ; অফিসে ব্যবহারের জন্য পেপারওয়েট, স্কেল, টেবিল ক্যালেন্ডার, বলপেন, ফাইল কভার ইত্যাদি অন্যতম।
এ ছাড়া গৃহনির্মাণ সামগ্রী জানালা ও দরজা; চিকিৎসা উপকরণ রক্তের ব্যাগ, ওষুধ কনটেইনার, ইনজেকশন, স্যালাইন ব্যাগ; কৃষি খাতের জন্য প্লাস্টিক পাইপ, বড় চৌবাচ্চা; গাড়ি ও সাইকেলের যন্ত্রাংশের মধ্যে বাম্পার, হাতলের কভার, ব্যাক লাইট, স্পোক লাইট; পোলট্রি ও মৎস্য খাতের পট, জার, মাছের জাল, বল, মাছ ও ডিম রাখার ঝুড়ি; ভিডিও ও অডিও ক্যাসেট, কম্পিউটারের উপকরণসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে দেশেই।
বিদেশের বাজার: বর্তমানে বিশ্বের ২৩টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, জার্মানি, ফ্রান্স, স্পেন, কানাডা ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি প্লাস্টিক পণ্য রপ্তানি হয়।
বিপিজিএমইএ সূত্র জানায়, এসবের বাইরে সার্কভুক্ত দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালে বিপুল পরিমাণ প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। এর মধ্যে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়।
পোশাক খাতের জন্য হ্যাঙ্গার, পলিব্যাগ, বোতাম ইত্যাদি দিয়ে এ খাতের প্রচ্ছন্ন রপ্তানি শুরু হয়। দেশের পোশাক খাতের এসব উপকরণের শতভাগই দেশীয় উৎপাদকেরা মেটাচ্ছেন। একই সঙ্গে বর্তমানে সরাসরিভাবে ওভেন পলিপ্রোপাইলিন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফার্নিচার, পিভিসি পাইপ, গৃহস্থালি পণ্য, খেলনা, দস্তানা, ইলেকট্রিক সুইচ, টুথব্রাশ, বলপেন, কৃত্রিম ফুল, অডিও ও ভিডিও ক্যাসেট ইত্যাদি প্লাস্টিক পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে।
কিছু পরিসংখ্যান: ইপিবির তথ্য অনুযায়ী, ২০০৩-০৪ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে প্লাস্টিক পণ্য রপ্তানিতে সাফল্য দেখাচ্ছেন উদ্যোক্তারা। ওই অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল দুই কোটি ২০ লাখ ডলার। পরের বছর রপ্তানি আয় দাঁড়ায় তিন কোটি ৮৮ লাখ ডলার অর্থাৎ প্রবৃদ্ধি হয় ২৯ দশমিক ২১ শতাংশ। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরে রপ্তানির পরিমাণ যথাক্রমে চার কোটি ৪৪ লাখ ও চার কোটি ৮০ লাখ ডলার। ওই দুই অর্থবছরে প্রবৃদ্ধি হয় ২৩ দশমিক ২০ ও ৬৩ দশমিক ২৪ শতাংশ। এ ছাড়া ২০০৭-০৮ অর্থবছরের এই খাতে রপ্তানি আয় হয় পাঁচ কোটি ৪১ লাখ ডলার।
রপ্তানি আয় বাড়ার সঙ্গে সঙ্গে জিডিপিতেও খাতটির অবদান বাড়তে থাকে। ২০০৬-০৭ অর্থবছরে জিডিপিতে খাতটির অবদান ছিল এক দশমিক ০৭ শতাংশ। এর আগের বছর ছিল শূন্য দশমিক ৪৩ শতাংশ। বর্তমানে এই হার আরও বেড়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রস্তুতকারকেরা আরও জানান, প্লাস্টিক পণ্য উৎপাদনের ফলে যে পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়, তার প্রায় ৬০ শতাংশই এখন পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি রোধে ভূমিকা রাখা যাচ্ছে।
বিপিজিএমইএর সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন বলেন, ‘উন্নত দেশে প্লাস্টিক পণ্য নিয়ে অনেক গবেষণা হয়। কিন্তু আমাদের দেশে সেই সুযোগ নেই। গত বিএনপি সরকারের সময় এ বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও পরে তা থেমে যায়।’
সাধারণ সম্পাদক আরও বলেন, প্লাস্টিক পণ্য উৎপাদনের পলি প্রোপাইলিন, পলি ইথাইলিন, এইচআইপিএফ, জিপিপিএস ইত্যাদি কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এসব কাঁচামাল দেশেই উৎপাদন সম্ভব। এ ক্ষেত্রে বড় বিনিয়োগকারীরা এগিয়ে এলে এ খাতের পুরো চিত্রটাই পাল্টে যাবে।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-15/news/193791 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-15/news/193791)
Title: Re: Business News
Post by: goodboy on October 18, 2011, 02:12:48 AM
সূচক বাড়লেও কমেছে লেনদেন

(http://[center]http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-10-13-05-55-09-027974500-dse.jpg[/center])

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বাড়লেও গতকালের চেয়ে লেনদেন কম হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটের দিকে সূচক ৭৩ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমে যায়। এরই ধারাবাহিকতায় দিন শেষে ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৩৬.৮৭ পয়েন্ট বেড়ে ৫,৪২৩.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা কম।
ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ, সামিট পাওয়ার, ইউসিবিএল, এমআই সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, এসআইবিএল ও সিএমসি কামাল।

source: http://www.prothom-alo.com/detail/date/2011-10-17/news/194491 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-17/news/194491)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 18, 2011, 02:59:29 PM
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-10-17-16-49-29-090195800-03.jpg)



আট মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি ২৫% বৃদ্ধি

চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বলা যেতে পারে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি ২০১১ সালের প্রথম আট মাসে ২৫ শতাংশ হারে বেড়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বড় ধরনের গতিময়তা এসেছে।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য বিভাগের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়কালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৩৪৯ কোটি ১৯ লাখ ডলারের সমপরিমাণ পণ্য রপ্তানি করেছে। আর ২০১০ সালের একই সময়ে এই রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৭৯ কোটি ২৩ লাখ ডলার।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, মার্চ মাসের পর থেকে আমেরিকায় বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রায় প্রতি মাসেই ছিল নিম্নমুখী। মার্চে যেখানে ৪৭ কোটি ৬৮ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছিল, সেখানে জুলাই মাসে তা নেমে যায় ৪১ কোটি ৩১ লাখ ডলারে।
তবে আগস্ট মাসে তা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৩১ লাখ ডলার। আগস্টের রপ্তানির পরিপ্রেক্ষিতেই আট মাসের মোট রপ্তানি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে।
অন্যদিকে চলতি বছরের প্রথম আট মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আমদানিও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গত বছরের একই সময়ে যেখানে ৩৫ কোটি ডলারের সমপরিমাণ পণ্য আমদানি করা হয়েছিল, সেখানে চলতি বছরের আট মাসে আমদানি হয়েছে ৬৫ কোটি ৫১ লাখ ডলার।
এর ফলে চলতি বছরের প্রথম আট মাসে আমেরিকার সঙ্গে বাণিজ্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৮৩ কোটি ৬৮ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৪ কোটি ১৪ লাখ ডলার।
২০১০ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় পণ্য রপ্তানি ২০০৯ সালের তুলনায় ১৬ শতাংশ বেড়েছিল। বাংলাদেশ গত বছর ৪২৯ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করে।
তবে ২০০৯ সালে বাংলাদেশ রপ্তানি করেছিল প্রায় ৩৭০ কোটি ডলারের পণ্য। আর ২০০৮ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩৭৪ কোটি ৮৪ লাখ ডলার।অর্থাৎ ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে আমেরিকায় পণ্য রপ্তানি সামান্য কমে গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় সব পণ্যকেই উচ্চ হারে আমদানি শুল্ক দিয়ে প্রবেশ করতে হয়। বাংলাদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করতে গড়ে ১৫ শতাংশ হারে শুল্কারোপের মুখে পড়ে। কম্বোডিয়ার পণ্যের ক্ষেত্রে দিতে হয় ১৭ শতাংশ। অথচ একই সময়ে ফ্রান্স ও যুক্তরাজ্য এক শতাংশের কম হারে শুল্ক প্রদান করে।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-18/news/194614 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-18/news/194614)
Title: Re: Business News
Post by: Golam Kibria on October 21, 2011, 02:43:22 PM
এবার ২৬% বেশি আয়কর বিবরণী জমা পড়েছে

চলতি করবর্ষে (২০১১-১২) ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে আট লাখ ৫১ হাজার ৪৫২ জন কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন। গত বছর ছয় লাখ ৭৫ হাজার ২৪২ জন টিআইএনধারী তাঁদের বিবরণী জমা দিয়েছিলেন।
এ বছর গতবারের চেয়ে এক লাখ ৭৬ হাজার ২১০ জন বা ২৬ শতাংশ টিআইএনধারী আয়কর বিবরণী বেশি জমা পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
তবে গতবারের চেয়ে এবার আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য অপেক্ষাকৃত কমসংখ্যক ব্যক্তি সময় বাড়ানোর আবেদন করেছেন। এবার মোট দুই লাখ পাঁচ হাজার ব্যক্তি সময় বাড়ানোর আবেদন করেছেন। আর গতবার দুই লাখ ৩০ হাজারের বেশি ব্যক্তি সময় বাড়ানোর আবেদন করেছিলেন।
সাধারণত সময় বাড়ানোর আবেদন যাঁরা করেন, নিশ্চিতভাবেই তাঁরা আয়কর বিবরণী জমা দেবেন বলে ধরে নেয় আয়কর বিভাগ। সে হিসাবে এবার আয়কর বিবরণী জমার হিসাব ধরা হয়েছে ১০ লাখ ৫৬ হাজার ৪৫২ জন। গতবার সময় বাড়ানোর আবেদনসহ বিবরণী জমা দিয়েছিলেন নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএনধারী।
এ বছর বিবরণী জমাবাবদ আয়কর পাওয়া গেছে এক হাজার ১১৪ কোটি টাকা। গতবার এ খাত থেকে রাজস্ব প্রাপ্তি ছিল ৯৭২ কোটি টাকা। এবার আয় বেড়েছে ১৪২ কোটি টাকা।
এ বছর সবচেয়ে বেশি ৮১ হাজার ৪০০টি বিবরণী জমা পড়েছে ঢাকার কর অঞ্চল-৬-এ। এর পরের স্থানে রয়েছে ঢাকার কর অঞ্চল-২-এ, জমাকৃত বিবরণীর সংখ্যা ৭৮ হাজার ৮৭৫। তৃতীয় স্থানে থাকা কর অঞ্চল-২-এ বিবরণী জমা পড়েছে ৭৬ হাজার ১৯৫টি।
ঢাকার বাইরে কর অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিবরণী জমা পড়েছে রাজশাহী কর অঞ্চলে। এই কর অঞ্চলে ৭৫ হাজার ২৭১টি বিবরণী জমা পড়েছে। এরপর চট্টগ্রাম কর অঞ্চল-১-এ রিটার্ন জমা পড়েছে ৫৫ হাজার ৯২৫টি।
চলতি অর্থবছরের ২ অক্টোবর আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হয়। সে সময় পর্যন্ত সাত লাখ চার হাজার ২৫০ জন টিআইএনধারী তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। পরে ১৬ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়।
এ প্রসঙ্গে এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) এম এ কাদের সরকার জানান, এবার কর আদায়ের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। নানা ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়ার ফলে করদাতারা বিবরণী জমায় উৎসাহিত হচ্ছেন। এ ছাড়া করদাতাদের ভয়ভীতিও কেটে গেছে বলে তিনি মনে করেন।
গত বছর সময় বাড়ানোর পর ৭ অক্টোবর পর্যন্ত নয় লাখ দুই হাজার পাঁচজন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। তবে এই হিসাবে ব্যক্তিগত বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ে বিবরণী জমা দিয়েছিলেন ছয় লাখ ৭৫ হাজার ২৪২ জন করদাতা।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-21/news/195389 (http://www.prothom-alo.com/detail/date/2011-10-21/news/195389)
Title: Re: Business News
Post by: goodboy on October 21, 2011, 11:39:17 PM
PRAN wins Asia Best Food & Beverage Products award

PRAN, a leading food processing company, has received the ‘UDC Asia Best Food & Beverage Products-2011’ in recognition of its outstanding achievement in business development.

Universo De’Comercio (UDC) UK in collaboration with UDC Malaysia awarded PRAN under the category Global Business Award (Food & Beverage Sector), a press statement said on Monday.

Director of PRAN-RFL Group Uzma Chowdhury along with Country Manager of PRAN in Malaysia Asif Saygal received the award from Colin Bond, Chairman and Dr Erliana Nor, the chief executive officer of UDC.

The award-giving ceremony was arranged at Putra World Trade Center at Kuala Lumpur recently where former Prime Minister of Malaysia Dr Mahathir Mohamad was present.

PRAN products are exported to 77 countries of the world, the company said.

source: http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=article&id=4463:pran-wins-asia-best-food-a-beverage-products-award-&catid=36:business&Itemid=27 (http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=article&id=4463:pran-wins-asia-best-food-a-beverage-products-award-&catid=36:business&Itemid=27)
Title: Re: Business News
Post by: goodboy on October 21, 2011, 11:43:04 PM

Commodities prices gain in global market

Gold traded choppy within US$20 range during the end of last week as bullion investors raised cash to cover margin calls credit rating downgrades of Spain and Italy.

At the beginning of the week gold prices rose more than 2.0 percent, reversing a decline in the previous session after the leaders of France and Germany promised on Monday to unveil new steps by the end of the month to resolve the euro zone's debt crisis, a weekly review report said.

However gold dropped on Tuesday, giving up some of the previous day's gains as bullion investors sold on uncertainty ahead of a key vote in Slovakia on expanding the euro zone rescue fund.

Gold rallied on Wednesday, in tandem with riskier assets, as the dollar fell on hopes the euro zone debt crisis will be contained after Slovakian parties agreed to boost the region's bailout fund. Prices held steady on Thursday morning, as optimism for a solution to the euro zone crisis underpinned sentiment.

Brent Crude oil prices ended last week by edging higher from Thursday after the encouraging U.S. jobs data suggested the United States may avoid a recession. Brent crude for November edged up 15 cents to settle at US$ 105.88 a barrel.

Oil rose further on Monday, fueled by optimism that demand in the world's largest consumer would hold, Brent rose 0.2 percent to US$ 106.10 a barrel. Oil continued its rally on Tuesday on news of an alleged Iranian plot to assassinate Saudi Arabia's ambassador in the United State.

Moreover, as Slovakian lawmakers appeared ready to approve an EU plan to strengthen the euro zone rescue fund the next day, Brent crude rose-posting an 11.6 percent gain over six sessions, snapping a five-session streak of higher closes for the week on Wednesday.

source: http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=article&id=4443:commodities-prices-gain-in-global-market-&catid=36:business&Itemid=27 (http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=article&id=4443:commodities-prices-gain-in-global-market-&catid=36:business&Itemid=27)