Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on August 14, 2019, 03:48:30 PM

Title: কমনওয়েলথ গেমসে ফিরল ক্রিকেট, অলিম্পিকেও?
Post by: Anuz on August 14, 2019, 03:48:30 PM
কমনওয়েলথ গেমসের আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২২ সালে বার্মিংহামে। এ সংস্করণ দিয়ে ক্রিকেটকে আবারও ফেরানো হবে কমনওয়েলথ গেমসে। মেয়েদের শীর্ষ আট দল টি-টোয়েন্টি সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা করবে কমনওয়েলথ গেমসের (সিডব্লিউজি) আগামী আসরে। সিডব্লিউজি ফেডারেশন সভাপতি ডেম লুই মার্টিন বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে আমরা খুশি।’

২০২২ কমনওয়েলথ গেমসে মেয়েদের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এজবাস্টনে। ক্রিকেট সবশেষ অন্তর্ভুক্ত ছিল ১৯৯৮ কমনওয়েলথ গেমসে। সেবার ৫০ ওভার সংস্করণের ফাইনালে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছিল শন পোলকের দক্ষিণ আফ্রিকা। এদিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও ফেরানো হতে পারে ক্রিকেট। এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির সভাপতি মাইক গ্যাটিং জানিয়েছেন এ খবর। তাঁর কমিটিকে আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু স্বহনে বলেছেন, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনেকটা পথ অগ্রসর হওয়া গেছে। এমসিসির এই বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সংবাদমাধ্যমকে গ্যাটিং বলেন, ‘আইসিসির প্রধান নির্বাহী মানু স্বহনের সঙ্গে কথা হয়েছে। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করানোর ব্যাপারে তিনি খুব আশাবাদী। ক্রিকেটের জন্য এটি হবে দারুণ খবর।’ গ্রীষ্মকালীন অলিম্পিকে এর আগে একবারই ক্রিকেট খেলা হয়েছে—সেটি ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে। সেবার ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল ব্রিটেন।