Daffodil International University

Entrepreneurship => Entrepreneurship Ecosystem => Topic started by: asif.gce on July 12, 2021, 03:36:18 PM

Title: ৭০০ কোটি টাকার আরও দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা
Post by: asif.gce on July 12, 2021, 03:36:18 PM
করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবেলায় দুই হাজার ৭০০ কোটি টাকার আরও দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(https://bangladeshkantha.com/wp-content/uploads/2021/01/138450177_444890603216099_3645261884768760757_n-1-542x375.jpg)

দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার করতে ৭০০ কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।

প্রথম প্যাকেজটির আকার এক হাজার ৫০০ কোটি টাকা, যার আওতায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাত এবং নারী উদ্যোক্তাদের জন্য নেওয়া কার্যক্রম সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনকে ৩০০ কোটি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিককে) ১০০ কোটি এবং জয়িতা ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা দেওয়া হবে।

দ্বিতীয় প্যাকেজে ১২০০ কোটি টাকা আগামী ২০২১-২২ অর্থবছরে দেশের ১৫০টি উপজেলায় দরিদ্র্য সব বয়স্ক এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে ভাতার ব্যবস্থা করা হবে।

করোনা প্রভাব মোকাবেলা করে দেশের অর্থনীতি গতিশীল রাখতেই এ প্যাকেজ ঘোষনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ref: https://bangladeshkantha.com/?p=4702