Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - najnin

Pages: 1 ... 3 4 [5]
61
19-21 January, 2012, A conference on Tertiary Education, Realities and Challanges is running at Daffodil International University. Some outcomes from this conference what I have learned,

1. Our Education system should be converted from "Teacher Centric Learning System" to "Learner Centric Learning System".

2. We should focus on outcomes of the Education, neither on the no. of passed students nor the grading of them. "Quality Education".

3. In the era of Globalization, we should focus on Distance Learning or E-learning. We should enhance our teaching quality by using modern technology, by making our knowledge delivering system more lucrative and innovative. But we should remember that technology can not be a replacement of a "quality teacher". Quality is obviously the teacher's inner elligibility, technology only helps the teachers by making his job's easier.

4. Teacher should concern about 'content' and also 'process'. Teacher makes a class room more attractive for last bencher students also.

5. There are different kinds of intellectuality - Emotional intellectuality, Moral intellectuality, Spiritual intellectulity etc. A teacher enhances the potentiality of a student more. By gathering knowledge a student's capability iss increased, which triggers his potentiality.

6. In such kinds of knowledge sharing gathering likes national, international conferences, seminars, if there are some representatives from different govt. intellectual branches, they can take notes about what's our national recent demand in education, how we can meet them by changing our education in what way from the different research talks of scholars from home and abroads.... it will helps our national policy makers to design a good, highly potential Education Policy.

62
Online Education / The students of SSC & HSC level
« on: January 19, 2013, 05:41:11 PM »
প্রতিবছরই এসএসসি এবং এইচএসসির রেজাল্ট প্রকাশের পর দেখা যায় সারাদেশে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী এ প্লাস পাচ্ছে, পাশের হার দিনের পর দিন বেড়েই চলেছে। অথচ পাশাপাশি প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসব এ প্লাসদের একটা বিশাল অংশ পাশই করছে না। ২০১২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশ ছাত্র ছাত্রী পাশ করেনি।

এর পিছনে কারণ খুঁজে অভিপ্রায়ে কিছু কলেজ শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছিল কিভাবে এতো এতো ছাত্র এ + পায়? তাদের বক্তব্য ছিল জেলা বা থানা পর্যায়ে স্কুল কলেজগুলোতে চাপ দেয়া হয় ১০০ ভাগ পাশের জন্য, বলা হয় খাতায় কিছু লেখা থাকলেই পাশ করিয়ে দিতে। তাই মোটামুটি কিছু ভাল লেখা থাকলেই তার পক্ষে এ+ পাওয়া সহজ হয়ে যায় যেহেতু খুবই নিম্নমানের সবাই পাশ করে যাচ্ছে। পাশের হার কমে গেলে অনেক বেসরকারী স্কুল কলেজের এমপিও বাতিল হয়ে যাবার ভয় থাকে। শিক্ষকেরা নিজেদের বেতন ভাতা না পাবার ভয়েও অনেক নিম্নমানের ছাত্রদের পাশ করিয়ে দিচ্ছেন। এভাবে পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত না হয়েও একজন ছাত্রের পক্ষে এ+ পাওয়া সহজ হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তার মনে সর্বোচ্চ বিদ্যাপিঠগুলোতে পড়ার একটা বাসনা তৈরী হয়। কিন্তু সেসব বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত ভাল মানের প্রশ্ন করায় ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক ছাত্র ফেল করছে। পাশ করে অপেক্ষমান তালিকাতেও সে থাকতে পারছে না।

এদিকে ঢাকাসহ শহরাঞ্চলগুলো বিগত বছরগুলোতে আরেকটি বিষয় বেশ প্রকট আকার ধারণ করছে। অনেক নামী দামী স্কুলগুলোতেও আজকাল ক্লাসে শিক্ষকরা পড়ান না, হোম ওয়ার্ক দেখতে দেখতেই সময় পার করে দেন। এরপর ছাত্রছাত্রীদের বাধ্য করানো হয় শিক্ষকের বাড়িতে বা কোচিং সেন্টারে গিয়ে প্রাইভেট পড়তে। যারা প্রাইভেট পড়ে না, তাদের পক্ষে এই তীব্র প্রতিযোগিতার যুগে টিকে থাকা বা ভাল রেজাল্ট করা কঠিন হয়ে পড়ে, কারণ সে কেবলমাত্র নিয়মিত ক্লাস করে কিছুই শিখতে পারে না।

টারশিয়ারী শিক্ষার বাস্তবতা এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে আয়োজিত এক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন বেতন ভাতা কম হবার কারণে প্রাইমারী এবং সেকেন্ডারী স্কুল লেভেলে মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষকতা পেশায় যেতে চায় না। যার ফলে শিক্ষার মানও ভাল হয় না। এই কমমানের শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে ছাত্ররা পাশ করে বেরিয়ে আসে, তাদেরই কিছু সংখ্যক শিক্ষকতায় নিয়োজিত হয়... এভাবে দিনে দিনে শিক্ষার মান আরো কমতে থাকে।
এই কনফারেন্সে বিভিন্ন বক্তৃতায় যে মূল কথাটি উঠে আসে সেটা হলো শিক্ষাকে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে, দূরত্বের কারণে, ভৌগলিক সীমারেখার কারণে যেন কেউ শিক্ষা অর্জনে পিছিয়ে না পড়ে। এজন্যে ইদানীংকালে ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং নামের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও ক্লাসে নানারকম শিক্ষাপ্রযুক্তি উপকরণ যেমন অফিস ডকুমেন্ট, মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট, বিভিন্ন রকম অনলাইন সোশাল মিডিয়া যেমন ফেইসবুক, টুইটার ইতয়াদি ব্যবহার করে শ্রেণীকক্ষে পাঠদানকে আরো আকর্ষণীয় করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে।কোন পুরোনো স্থায়ী তত্ত্বও বিভিন্ন এনিমেশন দিয়ে উপস্থাপন করে সেটাকে আরো অর্থপূর্ণ এবং আকর্ষণীয় করে তোলা যায় ছাত্রদের কাছে। এর জন্য শিক্ষকদেরও প্রয়োজনীয় প্রস্ততি নেবার দরকার আছে।

শিক্ষাদান পদ্ধতিকে মোটাদাগে দুইভাগে ভাগ করা যায়ঃ শিক্ষক নির্ভর শিক্ষা, শিক্ষার্থী নির্ভর শিক্ষা। শিক্ষক নির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষকের উপরই মূল দায়িত্ব থাকে ছাত্রদের সবকিছু শেখানোর। এ ব্যবস্থায় শিক্ষক ক্লাসে লেকচার দেন, আর ছাত্ররা নোট টুকে নিতে থাকে। এরপর বাড়িতে গিয়ে আর পুনরায় মনোযোগ দিয়ে সেটা নাও পড়তে পারে বা একেবারে পরীক্ষার আগে পড়তে পারে। তাই পুরোনো এই শিক্ষাদান পদ্ধতি বদলে ফেলে যদি ছাত্রদেরকে ক্লাসে আরো বিভিন্নভাবে মনোযোগি করে তোলা যায়, সেটা আরো ভাল ফল দিতে পারে। আজকের ক্লাসে কি পড়ানো হবে সেটা যদি ছাত্রদের আগেই বাড়ি থেকে পড়ে আসতে বলা হয় এবং সে যাই-ই পড়ে বুঝলো সেটার একটা সারাংশ ক্লাসে লিখে নিয়ে আসতে বলা হয়, এরপর ক্লাসে ২-৩জনের গ্রুপ করে আলোচনা করতে দেয়া হয়, নানারকম টিউটোরিয়াল ক্লাস নেয়া হয় সে টপিকের উপর তাহলে ছাত্ররা ক্লাসে আরো বেশি মনোযোগি হবে আশা করা যায়।

ক্লাস নেবার সময়ে আরো দুটো বিষয়ের দিকে নজর দেয়া আবশ্যক, লেকচার কি কন্টেন্টনির্ভর হবে নাকি পদ্ধতিনির্ভর হবে নাকি উভয়েই হবে। একজন ভাল শিক্ষক দুটোর দিকেই নজর দিবেন। কিছু মুখস্থ করা চেয়ে সেগুলো ধারণাগুলো কিভাবে স্বচ্ছভাবে দেয়া যায় এবং কিভাবে টেক্সটবুকের পড়া বাস্তবে কাজে লাগানো যায়, ছোট ছোট প্রজেক্ট করানোর মধ্য দিয়ে যেখানে শিক্ষকেরা কেবল দিকনির্দেশনা দিবেন, ছাত্ররা বাকীটা নিজেরা করতে অভ্যস্ত হবে, এভাবেই শিক্ষাকে ছাত্রদের মাঝে আরো বেশি করে আকর্ষণীয় করে তোলা যেতে পারে।

কায়কোবাদ স্যার অবশ্য মতামত দিয়েছেন ছাত্রদের শেখানোর দরকার নেই, তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে তারাই উত্তরণের পথ খুঁজে নিবে। এ প্রসংগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াড, গণিত এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার উদাহরণ টেনেছেন যেখানে বাংলাদেশী কিছু ছেলেমেয়ে চমতকার সফলতা দেখাচ্ছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হলো সেসব প্রতিযোগিতায় ছেলেমেয়েরা অংশগ্রহণ করে শখ করে, নিজের প্রচন্ড আগ্রহ থেকে। কিন্তু স্কুল কলেজে পড়া হলো নিয়মতান্ত্রিক গতানুগতিক পড়াশোনা। তাই এখানে কেবল ছাত্রদের উপর সব শেখার দায়িত্ব ছেড়ে দেয়া যায় না। ছাত্রদের কেবল চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিলে তারাই একসময়ে প্রশ্ন করবে শিক্ষকেরা তবে আছেন কেন? অভিভাবকেরাই প্রশ্ন করবেন তবে মাসে মাসে এতো বেতন দিয়ে একজন ছাত্র নিয়মিত ক্লাসে যাবে কেন? ছাত্রদের মাথা খাটিয়ে নিজবুদ্ধিতে কিছু করতে দেয়া অবশ্যই পাঠদানের বা শিক্ষা কার্যক্রমের একটা অংশ। কিন্তু এর জন্য ছোটবেলা থেকে বই পড়া বা জ্ঞানের বিভিন্ন উতস থেকে কিভাবে জ্ঞান আহরণ করতে হয় সেটা একটি শিশুকে শেখানোর প্রয়োজন আছে। একজন কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীরা এ ব্যাপারে দরকারী পরিপক্কতা অর্জন করে কিন্তু স্কুল থেকেই। প্রাইমারী স্কুলের একজন বাচ্চার পক্ষে একা একাই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। তাকে ন্যুনতম শিক্ষাটুকু আগে পর্যাপ্তভাবে দিতে হবে, হাতে কলমে শেখাতে হবে চ্যালেঞ্জ কি, তা মোকাবিলা করার উপয়াগুলো কি কি?

কিছুদিন আগে প্রায় ২৬ হাজার প্রাইমারী বিদ্যালয় সরকারী করা হলো। সরকারী করা হলে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে চিন্তা অনেকটাই দূর হয়ে যায়। প্রায় কিছুদিন পরপরই বেসরকারী স্কুলের শিক্ষকেরা আন্দোলন করেন এমপিওভুক্ত হবার জন্য, এর জনইয় তারা দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে আন্দোলন করেন, পুলিশের মারও খান। কিন্তু এসময়টায় তাদের স্কুলগুলোর পাঠদান অবস্থার কি করুণ চিত্র হয় সেটা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত এর প্রভাব ছাত্রছাত্রীদের উপর গিয়ে পড়ে। স্কুল কলেজগুলোতে পর্যাপ্ত ক্লাস না হবার ফলে তারা কিছুই শিখতে পারে না, কিন্তু পরীক্ষার খাতায় ভাল ভাল নাম্বার দিয়ে, গ্রেড দিয়ে তাদের পাশ করিয়ে দেয়া হয়, ১০০ ভাগ পাশ করে…… এভাবে দিনে দিনে একটা ভিতরে ফাঁপা ভবিষ্যত প্রজন্ম তৈরী হচ্ছে, যার কুফল জাতি অচিরেই পাবে। যতই এ+ মেধাবীমুখ বের হোক না কেন, শেষ পর্যন্ত এদের মাঝে খুব কমজনই ভাল কিছু করতে পারবে। ঘুরে ফিরে কিছু সীমিত সংখ্যক প্রকৃত মেধাবীদের উপরই দেশকে নির্ভর করতে হবে, তাই এতো এতো এ+ বা এতো বেশি পাশের হার না বাড়িয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। শিক্ষকদের যেন রাস্তায় রাস্তায় বেতন ভাতার জন্য আন্দোলন করতে না হয়, ক্লাসে বেশি সময় দিতে পারেন, তাদের মাঝে শ্রেণীকক্ষে পাঠদানে যেন কোন রকম অবহেলার মানসিকতা তৈরী না হয়, ছাত্র ছাত্রিদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করার জন্য তাদের যেন কোন হেনস্থা না হতে হয় সেদিকে নজর দিতে হবে। স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের কিভাবে আরো আকর্ষণীয়ভাবে পাঠদান করা যেতে পারে সে ব্যাপারে শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ছাত্র ছাত্রীরা বাড়িতে গিয়ে নিজে কিছু সময় দিচ্ছে কিন পড়াশোনার জন্য, কেবলি যেন প্রাইভেট টিউটরের উপর নির্ভর না করতে হয় এ ব্যাপারে শিক্ষকদের যেমন সচেতনতা দরকার, অভিভাবকদেরও সচেতনতা দরকার। তারাই তাদের ছেলেমেয়েদের তখন প্রাইভেট পড়তে নিরুতসাহিত করবেন। একজন ছাত্র তার মেধা কাজে লাগিয়ে নিজে পড়ে কতটা বুঝতে পারছে, সেটা পরীক্ষা করার পর্যাপ্ত ব্যবস্থা বাড়িতে এবং স্কুল কলেজগুলোতেও থাকা দরকার। এভাবেই হয়তো আমাদের প্রিয় সন্তানদের, ছোট ভাই বোনদের আরো বেশি আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে পারবো।

তথ্যসূত্রঃ

http://www.prothom-alo.com/detail/date/2012-12-29/news/316969
http://www.prothom-alo.com/detail/date/2013-01-03/news/318235

63
Telecom Forum / Making Radios Smarter--- Cognitive Radio
« on: November 05, 2012, 04:06:11 PM »
The term cognitive radio, coined by Dr. Joseph Mitola, refers to "a radio frequency transmitter/receiver that is designed to intelligently detect whether a particular segment of the radio spectrum is currently in use, and to jump into (and out of, if necessary) the temporarily-unused spectrum very rapidly, without interfering with the transmission of other authorized users."

Cognitive radio promises to make future wireless communication devices “smarter.” A device with cognitive radio capability could survey the electromagnetic spectrum, find the channels in use and those that are free, share this knowledge with nearby devices, and then select the best channel to use based on data throughput, signal strength, government regulations, and other factors.

Cordeiro, a senior researcher and project leader with Philips Research in Briarcliff Manor, N.Y, is seeking commercial applications for cognitive radio and establishing Philips’s relationships with academia and industry. He’s also a participant in the IEEE 802.22 Working Group developing standards for wireless broadband services operating at frequencies originally allocated for TV broadcast. The new services had to be designed to not interfere with the TV channels, and that’s why cognitive radios are necessary. They’ll monitor the spectrum and use only idle channels.

To demonstrate such a control scheme, Cordeiro’s team put together a prototype consisting of one computer streaming video to another. The researchers then activated equipment that simulates a TV station’s transmitter, generating a signal at the same frequency as computer–computer video. Ordinarily, the interference would disturb the streaming video.

“But because the computers are equipped with cognitive radios,” Cordeiro says, “they rapidly detect the presence of the TV signal and seamlessly jump to another channel, without interrupting the video transmission.”

With a range of 30 kilometers, the IEEE 802.22 technology may one day bring Internet and voice service to rural areas, disaster-stricken zones, and regions where wired infrastructure is scarce. One place Cordeiro hopes the technology will make an impact is Brazil, where less than 10 percent of households have broadband Internet access.

History

The idea of cognitive radio was first presented officially in an article by Joseph Mitola III and Gerald Q. Maguire, Jr. It was a novel approach in wireless communications that Mitola later described as:
The point in which wireless personal digital assistants (PDAs) and the related networks are sufficiently computationally intelligent about radio resources and related computer-to-computer communications to detect user communications needs as a function of use context, and to provide radio resources and wireless services most appropriate to those needs.

It was thought of as an ideal goal towards which a software-defined radio platform should evolve: a fully reconfigurable wireless black-box that automatically changes its communication variables in response to network and user demands.

Regulatory bodies in various countries (including the Federal Communications Commission in the United States) found that most of the Radio frequency spectrum was inefficiently utilized. For example, cellular network bands are overloaded in most parts of the world, but amateur radio and paging frequencies are not. Independent studies performed in some countries confirmed that observation and concluded that spectrum utilization depends strongly on time and place. Moreover, fixed spectrum allocation prevents rarely used frequencies (those assigned to specific services) from being used by unlicensed users, even when their transmissions would not interfere at all with the assigned service. This was the reason for allowing unlicensed users to utilize licensed bands whenever it would not cause any interference (by avoiding them whenever legitimate user presence is sensed). This paradigm for wireless communication is known as Cognitive Radio.

Terminology

Depending on the set of parameters taken into account in deciding on transmission and reception changes, and for historical reasons, we can distinguish certain types of cognitive radio. The main two are:
•   Full Cognitive Radio ("Mitola radio"): in which every possible parameter observable by a wireless node or network is taken into account.
•   Spectrum Sensing Cognitive Radio: in which only the radio frequency spectrum is considered.
Also, depending on the parts of the spectrum available for cognitive radio, we can distinguish:
•   Licensed Band Cognitive Radio: in which cognitive radio is capable of using bands assigned to licensed users, apart from unlicensed bands, such as UNII band or ISM band. One such system is described in the IEEE 802.15 Task group 2  specification.
•   Unlicensed Band Cognitive Radio: which can only utilize unlicensed parts of radio frequency spectrum. An example of Unlicensed Band Cognitive Radio is IEEE 802.19.

Technology

Although cognitive radio was initially thought of as a software-defined radio extension (Full Cognitive Radio), most of the research work is currently focusing on Spectrum Sensing Cognitive Radio, particularly in the TV bands. The essential problem of Spectrum Sensing Cognitive Radio is in designing high quality spectrum sensing devices and algorithms for exchanging spectrum sensing data between nodes. It has been shown  that a simple energy detector cannot guarantee the accurate detection of signal presence, calling for more sophisticated spectrum sensing techniques and requiring information about spectrum sensing to be exchanged between nodes regularly. Increasing the number of cooperating sensing nodes decreases the probability of false detection.

Filling free radio frequency bands adaptively (OFDM) seems to be the ideal approach. In fact, Timo A. Weiss and Friedrich K. Jondral of the University of Karlsruhe proposed a Spectrum Pooling system in which free bands sensed by nodes were immediately filled by OFDM subbands.

Applications of Spectrum Sensing Cognitive Radio include emergency networks and WLAN higher throughput and transmission distance extensions.

The main functions of Cognitive Radios are:

o     Spectrum Sensing: detecting the unused spectrum and sharing it without harmful interference with other users, it is an important requirement of the Cognitive radio network to sense spectrum holes, detecting primary users is the most efficient way to detect spectrum holes. Spectrum sensing techniques can be classified into three categories:

o   Transmitter detection: cognitive radios must have the capability to determine if a signal from a primary transmitter is locally present in a certain spectrum, there are several approaches proposed:
   - matched filter detection
   - energy detection
   - cyclostationary feature detection

o   Cooperative detection: refers to spectrum sensing methods where information from multiple Cognitive radio users are incorporated for primary user detection.

o   Interference based detection.

o      Spectrum Management: Capturing the best available spectrum to meet user communication requirements. Cognitive radios should decide on the best spectrum band to meet the Quality of service requirements over all available spectrum bands, therefore spectrum management functions are required for Cognitive radios, these management functions can be classified as:

        - spectrum analysis
        - spectrum decision

o     Spectrum Mobility: is defined as the process when a cognitive radio user exchanges its frequency of operation. Cognitive radio networks target to use the spectrum in a dynamic manner by allowing the radio terminals to operate in the best available frequency band, maintaining seamless communication requirements during the transition to better spectrum

o   Spectrum Sharing: providing the fair spectrum scheduling method, one of the major challenges in open spectrum usage is the spectrum sharing. It can be regarded to be similar to generic media access control MAC problems in existing systems
Three obstacles to cognitive radio

Cognitive radio (CR) is the next step in the evolution of software-defined radio (SDR). It takes SDR's ability to adapt to changing communications protocols and frequency bands and adds a new dimension: the ability to perceive the world around it and learn from experience.

FCC Commissioner Jonathan Adelstein says, "Cognitive radio technologies offer the potential for even more innovation that can spur our nation's productivity and our citizens' safety."

To the military this means radios that can adapt to the needs of any branch of the service, in any country, across time. To emergency and public-service providers this means spectrum sharing, while maintaining their priority. For the consumer it means a cell phone that can "tell" them, in real time, what the traffic conditions are ahead, where the nearest gas station is, and even how the surrounding terrain was formed.

It is a powerful vision of the future, which brings with it attendant challenges. The advent of CR engenders a quantum leap for policy makers and users alike. The concept of radio that can "learn" is a fundamental change in the perception of radio and the rules that govern it. In addition, the technology to create this new usage means a substantial overhaul of the way we do telephony today.

To realize the full potential of cognitive radio, there are hurdles to overcome. These include: the FCC development of policies that address and enforce the process and rules governing how frequencies and waveforms are selected and approved for use by cognitive equipment; software flexibility that can interface with policy updates; and functional interaction in the real world.

Development of policies


The first actionable challenge to development of CR lies with the Federal Communications Commission and related international governing bodies in developing policies governing cognitive radio. The two primary considerations are the language and protocols for initial interfacing with software and compliance/validation for existing instruments as policies change across time.

May 2003, marked the FCC's first public recognition of CR as a way to dramatically improve the efficiency of spectrum use. One of its first steps was a notice of proposed rule making and request for comment on "how rules and enforcement policies should address possible regulatory concerns posed by authorizing spectrum access based on a radio frequency (RF) device's ability to reliably gather and process real-time information about its environment or on the ability of device and/or users to cooperatively negotiate for spectrum access."

In response, a number of groups formed to provide feedback to the FCC. The National Science Foundation is studying and holding a number of interactive meetings with interested participants.
The newly formed Software Defined Radio Forum (SDRF) is taking a leadership role in exploring the questions that will help the FCC define policy. The SDRF is actively organizing people to begin to ask the right questions, defining interfaces and holding technical conferences.

Legacy spectrum holders are weighing in with their concerns about losing their spectrum. Internationally, the European and Asian communities are moving forward to develop their own policies, hoping there will be efforts to harmonize these policies among Europe, Asia and the Americas.

Software development


This need for national and international standards and policies is not theoretical, but urgently practical. Without it there can be no software development, and software is the very heart of CR.

Fundamentally, CR will have computational models of itself, its user, the uses it is put to, the networks available and its environment. Formulating standards in which waveform software has well-defined interfaces will not only make it feasible, but will in fact spur cooperation among developers of software.
As development moves forward, the greatest difficulty will be creating for an unknown future. As cognitive radios are placed in service, they will comply with prevailing operating rules of engagement. But on both the national and international fronts, policy will necessarily be fluid, adapting to changing needs, users, borders and technological advancements and challenges. It will be no small task to develop software agile enough to anticipate, accommodate and adapt to these unknown changes.

Current software development includes cellular waveform software, specifying what kind of waveform is needed to communicate in a particular application. But it must now expand into the kind of software that multimode radios can use to implement more than one waveform type. In addition, networking software needs to be developed that allows CR to participate in more than one network.

Other software development in the United States, principally through the Department of Defense and in academia, is in the early experimental stages.

Meanwhile, in Europe the E2R research program took a brisk approach and is studying end-to-end reconfigurability. This could effectively position them to control the intellectual property of CR. If the United States wants leadership in software development it may be necessary to set a more aggressive pace in software development.

Real-world functionality


The third and final hurdle for cognitive radio is real-life functionality. Cognitive radio will be required to interface with ever-expanding networks.

When the dream of cognitive radio melds into our highly mobile lives, it will be necessary to exhibit maximum flexibility and cognition to access shared spectrum on an opportunistic basis. For example, a construction foreman who stops at Starbucks on his way to the job site will need to see the color of the roofing that is being delivered to the site, and then find real-time alternatives to freeway congestion. When he gets to the site he'll need to e-mail the latest blueprint revisions to his home office, through the least expensive network. If he accidentally loses his phone, he needs it to call him and tell him where he lost it. And do this while sending and receiving phone calls and e-mails.

Currently there are few, if any, standardized protocols that lay the groundwork for this functionality.
As the appetite and need for services grows, networks are proliferating. In the defense community alone there are perhaps hundreds of different waveforms and networks made of those waveforms. Government networks are growing, including metro-area networks. In the commercial community there are Wi-Fi, WiMax, and Bluetooth networks. Add to these satellite networks based on Iridium that are capable of voice and data transmission.

The question now becomes: with so many points of entry and networks, each with their own services, how will CR be able to interface with the proliferation? The challenge then is to write software that is smart enough to choose the optimal network that fits the radio operator's requirements today and tomorrow.

Additionally, networks must be able to announce their availability. This network intelligence and access is integral to the CR's cognitive power.

We have difficult and complex questions facing us in the next decade. In addition to the pressing need to develop standards and policies, we face the daunting challenge of developing software that can imbue CR with the ability to reason, establish situational awareness and adapt to changing conditions in both policies and functionality.

By focusing time, energy and resources into both policies and software, we can realize the full potential of cognitive radio and its ability to maximize use of the spectrum while delivering ever-expanding services both here and around the world.







64
কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ইন্টারনেট কোম্পানি গুগল ইনকরপোরেট।

বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা বিশ্বের অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানের কাজ দেখভাল করবেন কাজী মনিরুল কবির, যিনি এর আগে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ছিলেন।
এছাড়া গ্রামীণ ফোনের সাত সদস্যের ম্যানেজমেন্ট কমিটি ও জিপিআইটি পর্ষদেও দায়িত্ব পালন করেন মনিরুল।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে গুগলের নতুন পদে যোগ দেন।
বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপ থেকে এমবিএ মনিরুল বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলালিংক ও রহিম আফরোজসহ বেশি কয়েকটি কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
অবশ্য গুগল এখনই বাংলাদেশে পুরোদমে কাজ শুরু করছে না। আপাতত তারা বাংলাদেশের বাজারের সব দিক বুঝে নিতে চায়। বর্তমানে বিশ্বের ৪৯টি দেশে নিজস্ব সেবা ও পণ্য বিক্রি করছে গুগল।
জনসংযোগ পেশায় দক্ষতার জন্য সুনাম অর্জন করা মুনিরুল বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খানিকটা দূরত্ব রাখাই যাদের রেওয়াজ।
“হ্যাঁ, আমি গ্রামীণ ফোন ছেড়ে গুগলের কান্ট্রি কনসালটেন্ট হিসাবে কাজ শুরু করছি। আমি দারুণ এক্সাইটেড”, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মুনিরুল।
বিভিন্ন বড় বড় কোম্পানির সেলস, কর্পোরেট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে কাজ করে আসা মুনিরুল তার নতুন মিশনে নতুন চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় আছেন। গুগল তাদের কর্পোরেট পণ্য বিক্রির ক্ষেত্রে অনেকটাই ই-কমার্স ব্যবস্থাপনার ওপর নির্ভর করে থাকে।
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ও মেইল আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম জিমেইলের মতো সেবা বিনা পয়সায় দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট সল্যুশনস বিক্রি করে গুগল। গুগলের আয়ের একটি অংশ আসে বিভিন্ন কোম্পানির কাছে সার্চ টেকনোলজি বিক্রির মাধ্যমে।
গুগল বাংলাদেশে যাত্রা শুরু করায় এ দেশে মোবাইল ও ইন্টারনেট অ্যাপসের বাজারও চাঙ্গা হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, আর তিন বছরের মধ্যে বিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারীদের ছাড়িয়ে যাবে। বাংলাদেশ এরইমধ্যে সেই অবস্থায় পৌঁছে গেছে।
আর এ কারণেই সাম্প্রতিক দিনগুলোতে আনড্রয়েড অপারেটিং সিস্টেমসহ মোবাইল ফোন সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের ব্যবসায় অনেক বেশি মনোযোগী হয়েছে গুগল।



Source: http://bit.ly/TtKEin

65
আমার বাসায় গ্যাস বিল সাশ্রয় করার জন্য এই ভরা শীতে ঘুমোতে যাবার সময় বা আগে দুই ঘন্টার মতো রুম হিটার অন রেখে রুম গরম হবার পর স্ট্যান্ডবাই করে দিয়ে ঘুমাতে যাই। কখনো কখনো অনেক রাতে বাসায় ফিরলে হিটার অন করে দিয়েই শুয়ে পড়ি। গরমটা ভাল করে লাগবার জন্য বেডে না ঘুমিয়ে নিচে ফ্লোর মেটের উপরই ঘুমাই। অনেকক্ষণ পর যখন পিঠে গরম লাগে বেশি তখন উঠে হিটার স্ট্যান্ডবাই করে দেই। কিন্তু কখনো কখনো ঘুম থেকে উঠে দেখি হিটার আবার অন! ঘটনা কি? নাহ, এটা কোন ভুত-পেত্নীর আছর না। :)

ঐ হিটারের সাথে সেন্সর নামক এক পাহারাদার লাগানো আছে যে সবসময়ে রুমের তাপমাত্রা মাপতে থাকে। যখনই সহনশীল মাত্রার নিচে নেমে যায় তাপমাত্রা তখনই সে হিটার অন করে দিয়ে গৃহকর্তাকে অতিশীতের হাত থেকে রক্ষা করে। তা না হলে দেখা যেত ঘুমের ভিতরেই মাইনাস ডিগ্রী তাপমাত্রায় হি হি করে কাঁপছি!

তাহলে আমরা এবার জানতে চাই এ সেন্সর মানে কি? খায় নাকি মাথায় দেয়? সেন্সর নেটওয়ার্কই বা কি জিনিস?

বাংলাদেশের লোডশেডিং-এর জামাই আদরের মাঝে থেকে এ সরকারের আমলে আপনারা সবাই কম-বেশি সৌর বিদ্যুত নামটার সাথে পরিচিত। :) এই সৌরবিদ্যুতের যে মূল ইউনিট সেটা হলো ‘সোলার সেল’। এটাও একটা সেন্সর যন্ত্র। এর কাজ হলো দিনের বেলায় সূর্যের তাপ সেন্স করতে থাকে, তারপর সে অনুযায়ী বিদ্যুত উৎপাদন করে। একটা সোলার প্যানেলে হাজার হাজার সোলার সেল থাকে। সাথে থাকে ট্র্যাকার, যেটা দিয়ে সকাল-দুপুর-বিকেল সূর্যের গতিপথের পিছপিছ ঘুরে।তবে সোলার প্যানেল থেকে ডিসি বিদ্যুত উৎপন্ন হয় যেটা ব্যাটারী চার্জ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়। সেটা দিয়ে ফ্যান চালাতে হলে ইনভার্টার দিয়ে এসি বিদ্যুতে পরিবর্তন করে নিতে হয়।

তবে পোস্টের মূল উদ্দেশ্যের বাইরে গিয়ে বলি আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ বিদ্যুত দরকার সেটা সোলার প্যানেল দিয়ে পূরণ করা সম্ভব না, কারণ এটা দিয়ে খুব অল্প ভোল্টেজের বিদ্যুত উৎপন্ন হয়, কিন্তু সোলার প্যানেলগুলোর দাম অত্যধিক।গ্রামে- গন্জে বিশেষ করে দ্বীপ অন্চলে যেখানে বিদ্যুতের তার পৌঁছানো কষ্টকর সেখানে নাই মামা চেয়ে কানা মামা ভাল হিসেবে সৌর বিদ্যুত কাজে লাগে।

তাহলে আমরা কি দেখলাম? একটা সেন্সর (Sensor) এক শক্তিকে আরেকটা শক্তিতে রূপান্তর করে।এটার আরেকটা নাম হলো ট্রান্সডিউসর (Transducer). যেমন ধরুন, তাপ শক্তি থেকে বিদ্যুত শক্তি, আলোক শক্তি থেকে বিদ্যুত শক্তি, শব্দ শক্তি থেকে আলোক শক্তি, চুম্বক শক্তি থেকে শব্দ শক্তি ইত্যাদি ইত্যাদি।

তাহলে আমরা নানারকমের সেন্সরের প্রকারভেদটা একটু দেখে নেই,

১। ম্যাকানিক্যাল সেন্সর (পিজোইলেকট্রিক ইফেক্ট কাজে লাগায়, নদীর জোয়ার ভাটা নির্ণয়ে, বন্যা পরিস্থিতিতে পানির উচ্চতা মাপতে পারে)
২। ম্যাগনেটিক, ইলেক্ট্রোম্যাগনেটিক সেন্সর (হল ইফেক্ট কাজে লাগায়)
৩। থার্মাল সেন্সর (এটা আমার রুমে কাজ করে)
৪। অপটিক্যাল ট্র্যান্সডিউসার (ফটোভোল্টায়িক ইফেক্ট কাজে লাগায়, এটা হলো গিয়ে সোলার সেল)
৫। ক্যামিক্যাল এবং বায়োলজিক্যাল সেন্সর (বিভিন্ন ফুড মনিটরিং-এর কাজে, ব্লাড প্রেশার মাপতে, হার্টের অবস্থা ইত্যাদি চেক করতে ব্যবহৃত হয়)

ব্র্যাকেটের ভিতরে কিছু তাত্ত্বিক ইফেক্টের কথা বলা আছে, মানে এই সেন্সরগুলো কিভাবে কোন পদ্ধতিতে সেন্সিং-এর কাজ করে সেই নামগুলো। এগুলো সাধারণের না জানলেও চলবে, কেবল এই লাইনের টেিক লোকেরা নিজ দায়িত্বে পড়ে বুঝে নিলেই হবে বা অনেকে জানেও। :)

এবার আমরা একটু বুঝে নেই সেন্সর নেটওয়ার্ক কি জিনিস? মনে করুন কোন এক স্থানের পরিবেশের ব্যাপারে আপনার উপাত্ত দরকার। তাহলে কি করতে হবে অনেকগুলো সেন্সর ডিভাইস (Sensor/ Actuator) সেখানে ছড়িয়ে দিতে হবে, তাদের কাজ হবে আশপাশের পরিবেশ থেকে কাঙ্খিত তথ্য সংগ্রহ করা, যেমন ধরেন তাপমাত্রা, এরপর সেটাকে মেশিন বুঝবে সেরকম ভাষায় পরিবর্তন করা মানে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করা। এদের সবার মাঝে বিভিন্ন টপোলজিতে কানেকশান থাকবে। কানেকশান হতে পারে রিং টপোলজিতে (Ring Topology) বা মেশ টপোলজিতে (Mesh Topology) বা আর কোনভাবে। আবার কানেকশান হতে পারে তারসহ (Wired) বা তারছাড়া (Wireless). বেশিরভাগ ক্ষেত্রে তারহীন সেন্সর নেটওয়ার্ক ব্যবহার করা হয়, ঝামেলা কম, কস্ট কম তাই। সেন্সর নেটওয়ার্ক সাধারণত এডহক নেটওয়ার্কের (Adhoc Network) ন্যায় কাজ করে।

Fig. 1: Attachment 1

এরপর একটা মাস্টার থাকে (Gateway Sensor node) বা ধরেন গিয়ে মোবাইল ফোনের যে বেইস স্টেশন (Base Station) আছে সেরকম কিছু, তার কাজ হলো বিভিন্ন সেন্সর নোড থেকে উপাত্তগুলো সংগ্রহ করা, কোন নোড নষ্ট হয়ে গেল কিনা, তার আয়ু শেষ হয়ে এলো কিনা এসব দেখা। যদি লিন্কের মাঝখানের কোন নোড নষ্ট হয় তাহলে বিকল্প কানেকশান তৈরী করা, নোডগুলোতে পাওয়ার সাপ্লাই দেয়া ইত্যাদি ইত্যাদি। এরপর সে উপাত্তগুলো জোগাড় করে উপরের মহলে পাঠায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবার জন্য।

সেন্সরের আরেক রকম দুই ভাগ হলো: স্মার্ট সেন্সর এবং ভার্চুয়াল সেন্সর।

স্মার্ট সেন্সরের কাজ শুধু কেবল তথ্য সংগ্রহ করা না, সেখানে সিগনাল প্রসেসিং-এরও কাজ হয়, কিছু মেমোরী থাকে, তাৎক্ষণিকভাবে কিছু জরুরী সিদ্ধান্ত নেবার মতো ক্ষমতা থাাকে, জরুরী পরিস্থিতির তৈরী হলে ( নদীতে হঠাৎ বন্যা বা বনে দাবানল ছড়িয়ে পড়লে) এলার্মিং ফাংশানও তৈরী করতে পারে। ভার্চুয়াল সেন্সর, স্মার্ট সেন্সরেরই একটা পার্ট।

Fig. 2: Attachment 2

তাহলে এই হলো অতি সংক্ষেপে সেন্সর নেটওয়ার্কের টেকি গ্যাজানি।

এবার এই নেটওয়ার্কের মজার কিছু এপ্লিকেশন দেখি,

১। ব্যস্ত শহরে রাস্তার জ্যাম কমানো(SFPark Program) :

http://www.technologyreview.com/news/426696/sensor-networks-could-end-parking-rage/

আমেরিকার সানফ্রানসিস্কো শহরে হাজার হাজার ম্যাগনেটিক সেন্সর লাগানো হয়েছে যাতে করে ড্রাইভাররা খুব সহজে শহরে পৌঁছেই কোন পার্কিং করার জায়গা খালি আছে সেটা খুঁজে বের করতে পারে। এর জন্য ড্রাইভারদেরকে একটি ওয়েবসাইট বা স্মার্ট ফোন ব্যবহার করতে হবে।

২। বডি সেন্সর নেটওয়ার্ক অথবা বডি এরিয়া নেটওয়ার্ক (BSN / BAN):

শরীরে তাপমাত্রা, ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ একজন রোগীর অনেক কিছুই ডাক্তার দূরে বসে মনিটর করতে পারবেন।

Fig. 3: Attachment 3

৩। বনের দাবানল সেন্স করা:

http://www.futuregov.asia/articles/2012/jan/18/china-pilots-wildfire-detection-sensor-network/

শীতকালীন শুষ্ক সময়ে অনেক সময়েই বিভিন্ন বনে গাছে গাছে সংঘর্ষ হয়ে দাবানল ছড়িয়ে যেতে পারে। চীনে পাঁচ মিনিটের ভিতরে সেই দাবানল সেন্স করার একটা পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে।

Fig. 4: Attachment 4

66
Be a Leader / Some tips for improving your skills
« on: October 02, 2012, 04:08:05 PM »
Let's start with the basics:

1. We all possess talents
2. We're unsure how to develop those talents to their full potential.

For most of us, the problem revolves around one word: 'how'. How do we recognize talents in ouselves and in those near us? How do we nurture talent in its early stages? How do we gain the most progress in the least time? How do we choose between different strategies, teachers, and methods?


Tip # 1

If you were to visit a dozen talent hotbeds tomorrow, you would be struck by how much time the learners spend observing top performers. When we say 'observing', we aren't talking about passively watching. We are talking about staring - the kind of raw, unblinking, intensely absorbed gazes you see in hungry cats or newborn babies.

We each live with a 'windshield' of people in front of us; one of the keys to igniting your motivation is to fill your windshield with vivid images of your future self, and to stare at them everyday. Studies show that even a brief connection with a role model can vastly increase unconscious motivation. For example, being told that you share a birthday with a mathematician can improve the amount of effort you're willing to put into difficult math tasks by 62 percent.

Many talent hotbeds are fueled by the windshield phenomenon. In 1997, there were no South Korean golfers on the Ladies Professional Golf Association Tour. Today there are more than forty, winning one third of all events. What happened? One golfer succeeded (Se Ri Pak, who won two major tournaments in 1998), and, through her, hundreds of South Korean girls were ignited by a new vision of their future selves. As the South Korean golfer Christina Kim put it, "You say to yourself, 'If she can do it, why can't I?'"

Think of your windshield as an energy source for your brain. Use pictures (the walls of many talent hotbeds are cluttered with photos and posters of their stars) or better, video. One idea: bookmark a few Youtube videos, and watch them before you practice, or at night before you go to bed.



to be continued...

67
ICT / মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি
« on: September 29, 2012, 05:22:25 PM »
মস্তিষ্ক থেকে মুছে দেয়া যাবে ছোটবেলার ভয়ের স্মৃতি। যুক্তি না মানা মনের অজানা ভয়ের স্মৃতিগুলোকে মুছে ফেলার এক অভিনব উপায় খুঁজে বের করেছেন সুইজারল্যান্ডের উপসালা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। খবর ইয়াহু নিউজ-এর।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় আবিষ্কার করেন, ভয়ের স্মৃতিগুলো মস্তিষ্কের প্রোটিনে চিরস্থায়ী ছাপ ফেলার আগেই তা ঠেকানো সম্ভব। শুধু তাই নয়, পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব ভয়ের স্মৃতিগুলো।

গবেষণায় অংশ নেয়া ব্যক্তিদের প্রথমে ভীতিকর একটি ছবি বারবার দেখান বিজ্ঞানীরা। একই সময় দেয়া হয় খুব অল্প পরিমাণে ইলেকট্রিক শক। এরপর গবেষণায় অংশ নেয়া অর্ধেক ব্যক্তিকে তারা আবার ওই ভীতিকর ছবিটি দেখান; তবে এবার ইলেকট্রিক শক ছাড়াই। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ছবিটি দেখে আর ভয় পাচ্ছেন না তারা।

সুইডিশ বিজ্ঞানীদের এই নতুন প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি নয় ব্যাপক ব্যবহারের জন্য। তবে বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে যুদ্ধকালীন অভিজ্ঞতার মতো ভয়াবহ স্মৃতি ভুলতে সাহায্য করবে তাদের নতুন প্রযুক্তি।

http://tech.bdnews24.com/details.php?shownewsid=4227

68
কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার; এ দুটি উপকরণ দিয়েই আপনি সরাসরি দেখতে পারবেন টিভি চ্যানেল কিংবা শুনতে পারবেন রেডিও। শুধু তাই নয় প্রতিষ্ঠানের কিংবা পারিবারিক যে কোনো ভিডিওকেই সরাসরি ইন্টারনেটে দেখাতে পারবেন। এর মাধ্যমে যে কোনো অডিও ও ভিডিও উৎসকেই ইন্টারনেটে সরাসরি সমপ্রচার করা সম্ভব। এতো কিছু সুবিধা সম্বলিত একটি ভিডিও সার্ভার প্রকল্প তৈরি করেছেন সালাউদ্দিন সেলিম। প্রকল্পটির নাম ‘ভিডিও স্ট্রিমিং সার্ভার’।

লাইভ ভিডিও
টিভি চ্যানেলগুলোর জন্য এটি খুবই দরকারি প্রযুক্তি। ইন্টারনেট কিংবা ফাইবার অপটিক সংযোগ আছে এমন যে কোনো স'ানেই ছোট্ট এই ডিভাইসের মাধ্যমেই সরাসরি ভিডিও পাঠানো যাবে। এতে প্রয়োজন মাত্র ১ থেকে ৩ এমবিপিএস গতির ইন্টারনেট কিংবা ইন্ট্রানেট।

এটি তৈরিতে দুটি ভিভাইস ব্যবহার করা হয়েছে। একটি ট্রান্সমিট ইউনিট এবং অন্যটি রিসিভার ইউনিট। ট্রান্সমিট ইউনিট এবং রিসিভার ইউনিট লোকাল এরিয়া নেটওয়ার্ক কিংবা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকবে। ট্রান্সমিটার ইউনিটে একটি পিসিআই কার্ড রয়েছে ভিডিও উৎস সংযোগের জন্য। এতে ভিডিও ক্যামেরা সংযোগ করে দিলে নেটওয়ার্কের মাধ্যমে কনটেন্ট সরাসরি চলে আসবে রিসিভার প্রানে-। রিসিভার থেকে কম্পোজিট কিংবা এসডিআই উভয় ফর্মেটের ভিডিও সিগন্যালই বের করা যাবে এবং এ সিগন্যাল সরাসরি ভিডিও সুইচার কিংবা রাউটারে যুক্ত করে পাঠানো যাবে। এটি ‘এমপিজি-২’ সমমানের ভিডিও আউটপুট দেয় যা পরিপূর্ণ ব্রডকাস্ট কোয়ালিটি। এতে ভিডিও ক্যামেরা, ভিটিআর, স্যাটেলাইট টিভি রিসিভার, ডিভিডি প্লেয়ারসহ যে কোনো ভিডিও উৎসই ব্যবহার করা যাবে।

ওয়েবসাইটে সরাসরি টিভি
এ সার্ভারটি স্যাটেলাইট টিভি রিসিভার কিংবা যে কোনো ভিডিও উৎস থেকে নেয়া ভিডিওকে তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট উপযোগী করে সরাসরি ওয়েব সার্ভারে পাঠিয়ে দেবে এবং নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ওই চ্যানেল দেখা যাবে। অর্থাৎ এর মাধ্যমে কেউ চাইলে স্যাটেলাইট টিভি নির্ভর না কেবল ওয়েব টিভি হিসেবেও চালাতে পারে। এর মাধ্যমে সাধারণ স্যাটেলাইট কিংবা টেরিস্টিয়াল চ্যানেলগুলোতে যেভাবে অনুষ্ঠান (সরাসরি ও রেকর্ড) পরিচালনা করা হয় তেমনভাবেই ইন্টারনেটে টিভি স্টেশন (ওয়েব টিভি) চালানো যাবে। বিভিন্ন প্রোগ্রামকে কাঙ্ক্ষিত সময়ানুযায়ী স্বয়ংক্রিয়ভাবে চালানোর ব্যবস্থা রয়েছে। ৩২ কেবিপিএস থেকে ততোধিক গতির ইন্টারনেটের মাধ্যমে দর্শক ওয়েবসাইট থেকেই টিভি দেখতে পারবেন।

Diragram TV mail -- সংযুক্ত ছবি দেখুন

আইপি টিভি
ইন্টারনেট আছে এমন যে কোনো কম্পিউটার থেকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মাধ্যমেই সরাসরি দেখা যাবে টিভি চ্যানেল। টিভি দেখার জন্য দর্শকদের একটি নির্দিষ্ট আইপি ঠিকানা কিংবা একটা ডোমেইন নেম দিয়ে দেয়া হবে। নেটওয়ার্ক ভিডিও প্লে করতে পারে এমন যে কোনো ভিডিও প্লেয়ারে ( উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, রিয়েল প্লেয়ার, উইন্যাম্প) ওই ঠিকানাটি বসিয়ে দিলেই ওই টিভি চ্যানেল দেখা যাবে। ইন্টারনেট গতি যতো বেশি ছবিও ততো নিখুঁত দেখা যাবে। শুধু টিভি চ্যানেলই নয়; যে কোনো ভিডিওর উৎস ব্যবহার করেই সরাসরি সমপ্রচার করা যাবে।



আইপি রেডিও
টিভি চ্যানেলের মতো যে কোনো রেডিও চ্যানেলকেও সরাসরি আইপি রেডিওতে পরিণত করা যাবে। আবার সরাসরি ওয়েবসাইটেও রেডিও চালানো যাবে। এ ক্ষেত্রে শ্রোতাদের জন্য দিয়ে দেয়া হবে একটি নির্দিষ্ট আইপি কিংবা ডোমেইন ঠিকানা। মিডিয়া প্লেয়ার, রিয়েল প্লেয়ার কিংবা ওয়েবসাইটে গিয়েই শোনা যাবে ওই রেডিও। অনেক কম গতির ইন্টারনেট দিয়েই (১৬ কিলোবিট/সে.) শোনা যাবে রেডিও।



কিভাবে কাজ করে এটি?
এটি তিনটি ধাপে কাজ করে। এই অংশ তিনটি হলো ট্রান্সমিটার ইউনিট, কন্ট্রোল ইউনিট ও রিসিভার ইউনিট। ট্রান্সমিট ইউনিটটি ব্যবহার করা হয়েছে অডিও-ভিডিওকে সংগ্রহ করে তা সার্ভারে পাঠানোর জন্য। এতে একটি পিসিআই কার্ড রয়েছে। এ কার্ডে যে কোনো ধরনের অডিও-ভিডিওর (কম্পোজিট, ফায়ারওয়্যার) উৎস সংযোগ করে দেয়া যাবে। ট্রান্সমিটারেই রয়েছে অডিও ও ভিডিওকে সংকোচন করার জন্য বিশেষ পদ্ধতি (কম ব্যান্ডউইথে ভিডিও পাঠানো যায় এমন সুবিধা পাওয়ার জন্য একে সংকোচন করা হচ্ছে। সংকোচন করার পর ট্রান্সমিটার তা সার্ভার বরাবর পাঠিয়ে দেয়।



একটি পরিপূর্ণ স্ট্রিমিং সার্ভার
এটি একটি পরিপূর্ণ ভিডিও সার্ভার যা ট্রান্সমিটার ও ব্যবহারকারীর মাঝামাঝি অবস্থানে থেকে সবাইকে নিয়ন্ত্রণ করবে। সার্ভারটি একই সঙ্গে একই সময়ে একাধিক টিভি চ্যানেল কিংবা ইন্টারনেটে ব্রডকাস্ট করতে পারে।

এক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ চাইলে ওয়েবসাইটে কিংবা আইপি টিভি হিসেবে বিনামূল্যে না দেখিয়ে টাকার বিনিময়েও দেখাতে পারবেন। সে ক্ষেত্রে সার্ভার থেকেই অনুমোদিত ব্যবহারকারীদের জন্য আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেয়া হবে। ওই আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে ব্যবহাকারীরা বিশ্বের যে কোনো প্রান- থেকেই ইন্টারনেটের মাধ্যমে চ্যানেল কিংবা ভিডিও দেখতে পারবেন।

যাদের পর্যাপ্ত ইন্টারনেট ব্যান্ডউইথ কিংবা সার্ভার কোনোটাই নেই কিংবা যারা নিজেরা সার্ভার স'াপন করতে চান না তাদের ক্ষেত্রে তৃতীয় কোনো মাধ্যম/প্রতিষ্ঠান হিসেবে এটি কাজ করতে পারে। আগ্রহী টিভি চ্যানেলের প্রত্যেকের জন্য একটি করে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। ওই পাসওয়ার্ড ও ঠিকানা ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান- থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে সংযুক্ত হয়ে তারা চ্যানেল প্রদর্শন করাতে পারবেন। এমনকি তারা দূরে বসেই চ্যানেল নিয়ন্ত্রণ করতে পারবেন (প্রয়োজনে চ্যানেল বন্ধ করা ও চালু করা)। একইভাবে কেউ ব্যক্তিগত ভিডিও (পারিবারিক অনুষ্ঠানের দৃশ্য) সরাসরি দূর-দূরানে- থাকা আত্মীয়-স্বজনদেরও দেখাতে পারবেন। একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দূর-দূরানে-র শাখাগুলোর মধ্যে সরাসরি লাইভ কনফারেন্সিংও করা সম্ভব।

ভার্চুয়াল ইউনিভার্সিটি হিসেবেও ব্যবহার করা যাবে এটিকে। দূর-দূরান্তে থাকা শিক্ষার্থীরা তাদের ঘরে বসেই ক্লাস করতে পারবে, ডিসকাশন করতে পারবেন সরাসরি।

প্রত্যেকটি টিভি স্যাটেলাইটের একটি নিজস্ব সীমানা থাকে। যার বাইরে ই"ছা করলেই চ্যানেল প্রদর্শন করানো সম্ভব নয়। তাই একটি টিভি চ্যানেলকে বিশ্বব্যাপী প্রদর্শন করাতে চাইলে একাধিক স্যাটেলাইটের শরণাপন্ন হতে হয়। কিনা এ পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে কাঙ্ক্ষিত চ্যানেল ডাউনলিঙ্ক করে লোকালি পরিবেশন করা সম্ভব।

আমাদের দেশে এমন কয়েকটি টিভি চ্যানেল আছে যারা আমেরিকা, সিঙ্গাপুর ও ইংল্যান্ড ভিত্তিক টিভি চ্যানেল হিসেবে পরিচিত। ওইসব চ্যানেলে এ ভিডিও সার্ভারটি ব্যবহার করে বাংলাদেশ থেকেই দূর দেশে লাইভ ভিডিও, খবর প্রভৃতি প্রদর্শন করানো সম্ভব।

 প্রযুক্তির নাম মাল্টিকাস্ট
মাল্টিকাস্টিং হলো এমন একটা পদ্ধতি যা ডাটা পাঠানোর সময় একটি সিঙ্গেল ভিডিওকেই নির্দিষ্ট ব্যান্ডউইথ ব্যবহার করে সবার মধ্যে পরিপূর্ণভাবে ভাগ করে দেয়। এর ফলে ভিডিও পাঠানোর জন্য সার্ভারের কম ব্যান্ডউইথ প্রয়োজন হয়। মাল্টিকাস্ট সুবিধা থাকাতে একই সঙ্গে একাধিক দর্শক উপভোগ করতে পারবে।

নেপথ্যে
বেশ কিছু দিন আগে ইউনিভার্সিটির থিসিসের বিষয় হিসেবে ‘আইপি টিভি’কে প্রজেক্ট হিসেবে নেন সালাউদ্দিন সেলিম। পরবর্তীতে টিভি চ্যানেলে পেশাগতভাবে নিযুক্ত হয়ে বোধ করেন চ্যানেলের জন্য দরকারি প্রযুক্তিগুলোর অভাব। প্রকল্পটি নিয়ে কাজ করতে গিয়ে অনুধাবন করেন এর ব্যাপ্তি। বিশেষ করে নেটওয়ার্ক ব্রডকাস্ট ও লাইভ ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে রয়েছে অনেক দুর্বলতা। এ প্রসঙ্গে সালাউদ্দিন সেলিম বলেন, “বিশ্বের প্রত্যেকটি টিভি চ্যানেলের জন্যই নেটওয়ার্ক ও ইন্টারনেট ভিত্তিক ব্রডকাস্টিং একটি অতি দরকারি প্রযুক্তি। তাই খুঁজতে থাকলাম কম খরচে প্রয়োজনীয় এসব প্রযুক্তির মানসম্পন্ন উন্নয়ন করার। ‘ভিডিও স্ট্রিমিং সার্ভার’ ব্যবহার করে এসব সমস্যার অনেকটাই লাঘব করা সম্ভব।”


তথ্যসূত্র: http://tech.bdnews24.com/detailsCat.php?showcatid=7

69
Ahmadul Hoq, President of Bangladesh Association of Call Centre and Outsourcing, speaks to The Independent
 
The Independent: What are the objectives that you set for establishing, Bangladesh Association of Call Centre and Outsourcing, BACCO?
 
Ahmadul Hoq: Previously I was involved with running and off shoring call centres in countries like India, South America and UK. You may know that some of those countries have turned the call centre business into a mainstream industry and continuously contributing to their economy.
 
Then I came back to Bangladesh and at first I wanted to get permission for (VoIP) Voice over Internet Protocol from, BTRC, Bangladesh Telecommunication Regulatory Commission. During my first endeavour nobody laid much importance on the subject and laws and regulation were tangled with bureaucratic bottleneck that was against the needed business atmosphere. I found some newly built call centres are facing loss because they didn’t know how to run the business and they were lagging behind due to lack of professionalism. Unfortunately they received very little support from the government and other institutions. 
 
Therefore, I convened the trade body with the aim of brining call centres businessmen under an umbrella. Like other trade bodies we are not providing businesses to the members but we are uniting them to project their needs to the policy makers.
 
The Independent: What are the possibilities you are looking at regarding outsourcing? 
 
Ahmadul Hoq: America alone has over US 500 billion dollar worth of pent up demand that needs to be outsourced. Already 35 per cent has been off shored to countries like India, Philippine, Sri Lanka, South Africa; the government in those countries and others with partnership with private sector is making it a national priority in bringing these works to their countries to create jobs for the youths.
 
According to my view, Bangladesh is uniquely positioned to create the same success; our costs are 25 per cent lower than our neighbour India and will continue to have this cost advantage for the next 10 to 15 years. The BPO industry is also a hedge during the recession, since during this time companies are looking to cut costs and hence outsourcing and during boom time they require capacity. To sustain in the business and to win in the global competition the western companies have to outsource. Nothing will stop this trend. There is no cost minimisation mechanism other than outsourcing for companies; it doesn’t matter whether they are local or global.
 
The Independent: Can we make call centre industry successful like our garment industry?
 
Ahmadul Hoq: The garment sector spends less than 5 per cent in salary but in call centre our cost are 65 per cent on salary. In the next 10 to 15 years we have the opportunity in creating 2 lakhs jobs. The salary of staffs would be around fifty thousand, and age limit of most of the recruited staffs will be between eighteen to thirty. This particular age group doesn’t save much that means more cash flow to the local economy.
 
The Independent: What are the benefits we have in Bangladesh to make this industry grow?
 
Ahmadul Hoq: Our population is our strength to boost the sector and we are able to provide 25 per cent cheap labour than India. The percentage of educated young is on the rise. Our young population is very serious towards their work, they are attentive and always egger to learn. For example, when I was in BRAC garments, we use to pay extra 50 Taka per month for full attendance. 95 per cent of the employee earned that money. That only shows how committed they are. We just have to show them respect, provide the right working environment and guide them towards the right path.     
 
The Independent: Please tell us about our preparation with requisite infrastructures? 
 
Ahmadul Hoq: The required ICT infrastructure is slowly spreading across the country. Bandwidth price has come down much more than before. Hopefully, we will get second submarine cable connection soon, it will be a backup to the existing submarine cable connection to support when it is down due to unavoidable reason.
 
Unfortunately we are the only county in the subcontinent which has only one submarine cable connection. A decade ago we missed the chance to get submarine cable connection at free of cost. We could be successful like Indian call centre business if we wouldn’t miss the chance that is present now. Only for wrong policies we incurred huge loss. Just after second submarine cable connection BTRC and BACCO will work in favour of creating a more business friendly policy guidelines.
 
The Independent: Can you tell us the knowledge level of our staffs?
 
Ahmadul Hoq: In UK one week training is enough to employ call centre staffs but in our country we need at least six month to sharpen the skills of staffs. But it doesn’t mean our younger people don’t know English. I found it is hard for them to understand English accent of some regions. So we are providing effective listening practices and emphasising on overcoming diphthong related problems by arranging training; it can help them to pronounce English word in a standard way.  Besides, once they are in a call centre environment where English is spoken around them which will help them to improve continuously.
 
But you should also know that voice only covers 5 to 7 per cent of a call centre functions, many other channel of communications are incorporated in this industry such as chat, SMS, web, live video support, etc, so a more appropriate name is  'contact centre' instead of calling it ‘call centre’. 
 
 
The Independent: What the supports are you expecting from the concern authority?
 
Ahmadul Hoq: For call centre industry we need an industrial park. Time is money for this business, so getting its employees to work at the shortest possible time is very important. Also, the transportation of staffs of call centres should be address as emergency service workers. Like ambulance they need fast transport systems to avoid traffic jam and security should be provided to the staffs because they have to work and travel at night.
 
The Independent: Are you getting female staffs easily?
 
Ahmadul Hoq: Not yet. One of the social prejudices is girl shouldn’t work at night. But I think female staffs will join us when all the security will be ensured and parents will be certain that their girls are working at a safe and proper atmosphere. In my business house I also call parents and husbands of female staffs to show the healthy surrounding of my call centre. It is fact that everywhere female callers are in majority and performing better than male counterparts.     
 
The Independent: Do we need foreign staffs to run the contact centre?
 
Ahmadul Hoq: Yes, but just for a certain period. In the beginning we need foreign experts who can bring expertise and jazz up the local staffs. So visa processing for the foreigner staffs must be easier, even they should be provided 5 years long visa with 1 year stay permission. 25 per cent tax on their salary sound much high. We have to ensure a comfortable atmosphere for foreign trainers and investors whose investment must be protected. 
 
The Independent: How can we make a stunting offer to the outsourcing countries?
 
Ahmadul Hoq: Only this year 15 years tax holiday has just expired in India. Our government should extend the tax holiday for another 15 to 20 years for the BPO industry to give an additional cost advantage over other countries.  We need it because the upfront cost of getting in this business is very high and the ROI is very long.
 
As per our analysis such tax holiday will bring huge investment to the sector. Our IT generation will be able to earn much and individually they will be able to pay more tax on their salary. It will boost up the earning of middles class as well as the economy of the country.
 

 
The Independent
2 March 2012
 
Shahidul K K Shuvra
* IT and Science Editor
The Independent

70
ICT / First Bangladeshi joins .ORG advisory council
« on: September 24, 2012, 02:59:35 PM »
Info-tech guru TIM Nurul Kabir has been appointed as one of the advisers to .ORG Advisory Council. He is the first Bangladeshi who got the prestigious position in Public Interest Registry, PIR, which is the not-for-profit operator of the .ORG domain.

Mr. Kabir led various IT projects in National and International arenas which contributed qualitative changes through capacity building and value creation for required objective. He has played a key role of IPR in the development of ICT and internet governance nationally and internationally in various forums.  He has worked for UN Internet Governance Forum, IGF and WSIS for years.

Since 2003 the .ORG Advisory Council has been a powerful resource for the PIR leadership team by providing advice on policy, outreach and new services to improve registry operations and to support the global, noncommercial .ORG community.

“The position will provide me a big opportunity to deliver services at international level and connecting me with such international body will allow me to promote Bangladeshi IT sector across the globe .” He expressed his reaction just after receiving his appointment letter.

He noted, “Before the next month when .ORG Advisory Council will brief me I will meet with some Bangladesh IT pioneers, policy makers, media etc. I am always branding the country against western median’s focus on our poverty, natural calamity and political turmoil. I think this position will strength up my endeavour to drive the nation towards success.”

“I do believe the country’s has big untapped potential that yet to be unlocked and western nations should know about our budding talents.” He went on, “State’s support is needed to run IT sector, unfortunately still we have only one submarine cable connection and level of exploring human resources with a managerial skill is not up to the mark.”
 
Mr. Kabir has been playing a lead role in the fields of IT management, business consulting, and business process reengineering and enterprise management for more than two decades. He is the founder and CEO of  Spinnovation Limited. Former Sr. Vice-President of Dhaka Chamber of Commerce and Industries, DCCI and Bangladesh Association of Software and Information Services, BASIS.
 
He is well known in organising national and international IT events. He continued, “My appointment is a sign that .ORG is taking Bangladesh in a serous consideration.”
 
As one of the original domains, .ORG has been shaped by the global community as the place to express ideas, knowledge, and causes on the Internet. Whether an individual with an idea to share, a small club organising and motivating members, or a large company conducting educational and marketing campaigns - the .ORG domain name communicates trust, credibility, and community interest.
 
Created in 1984, .ORG is one of the internet's original top-level domains (TLDs), along with .COM, .NET, .GOV, .EDU and .MIL. Although it is "open" and "unrestricted", .ORG soon became the domain of choice for organisations dedicated to serving the public interest. The high regard of these well-intentioned organisations was soon conferred to this domain and today .ORG is considered by people around the world to be the domain of trust.
 
The Council consists of 15 members with at least two from each of the following six regions: Asia/Middle East, Asia Pacific, Africa, Europe, North America and Latin America . During their term, council members will advise on a number of core issues central to .ORG including global outreach, Internet security and key policy initiatives unique to running a top-level registry. All members are hand-selected for their three-year terms in accordance with the Charter of the Council by the PIR Board of Directors.

The .ORG domain now serves over 10 million organisations, companies and individuals globally. Newly elected members of the .ORG Advisory Council include:

Allan Salahedin ( Palestine )
Thomas Mackenzie ( UK )
Justin Watts ( Australia )
TIM Nurul Kabir ( Bangladesh )
Kathy Brown ( USA )
JoAnn Patrick-Ezzell ( USA )
Alex Corenthin ( Senegal )
Guy Tete Benissan ( Senegal )
Marie-Laure Lemineur ( Costa Rica )

Composed of leaders from a broad spectrum of the noncommercial organisations around the world, the Advisory Council was created to advise on issues ranging from public policy to the introduction of new services. Their perspectives, representing the voice of the is global noncommercial community, play a vital role in the long-term success of .ORG.

From small, local groups to huge, global foundations, a diverse range of noncommercial organisations use .ORG to advance their missions. Even many for-profit businesses use .ORG to gain support for their charitable activities.

The transition of .ORG from the previous operator to Public Interest Registry was the largest transfer in Internet history. More than 2.6 million domains were transferred in about a day, without affecting any .ORG registrant or website.

Mr. Kabir has worked as national ICT consultant, experienced in the national ICT policy formulation and preparing ICT road map. He also contributed to prepare mobile banking policy. He has over 23 years of extensive working experience in turn-key project management and business consulting. He has core expertise in change making, project conducting, event management, stakeholder organising and business match making.


sources:

http://www.theindependentdigital.com/index.php?opt=view&page=14&date=2012-08-29
http://www.theindependentbd.com/paper-edition/others/it/128492-first-bangladeshi-joins-org-advisory-council.html


71
ICT / Info-tech in expected green revolution
« on: September 24, 2012, 02:54:07 PM »
The recent World Bank’s report on IC4D 2012 highlights the importance of mobile phone in the green revolution. According to the report mobile applications designed to improve incomes, productivity, and yields within the agricultural sector, which accounts for about 40 percent of the workforce and an even greater proportion of exports in many developing countries.
 
This year ITU’s second annual ‘Green Standards Week’ (GSW), to be held in Paris from 17-21 September, will stimulate the creation of international ‘green ICT’ standards with a view to further expanding the capabilities of information and communication technologies to boost environmental efficiency across all industry sectors.
 
A big part of the World Bank T report is: voice calls and SMS text messages have proven invaluable in increasing efficiency in smallholder agriculture. People can provide real-time price information and improve the flow of information along the entire value chain, from producers to processors to wholesalers to retailers to consumers.
 
As we know wide feature of mobile phone is able to run agricultural functions, its multimedia image based solution is being used to overcome illiteracy and provide complex information regarding weather and climate, pest control, cultivation practices, and agricultural extension services to potentially less tech-savvy farmers.
 
Environmental sustainability has become one of the highest priorities for policy makers worldwide. We now recognise that, over the long term, economic growth at the expense of the environment breeds greater costs than it does benefits. We need decisive actions that can deliver on the world’s commitment to a greener future.
 
Microsoft will host the second ITU Green Standards Week because ICT is so deeply engrained across industry sectors that any study of ICT is necessarily inter-disciplinary in nature. Green Standards Week is therefore an ideal opportunity to ensure a holistic approach to the creation of green ICT policies and standards.
 
The main focus of this year’s forum will be the impact of ICTs on the environment. Forum sessions on e-waste challenges and ‘greening’ the ICT supply chain will look at means of minimising the life-cycle environmental impact of ICT products. An information and training session will detail ITU’s standardised Methodologies for the Environmental Impact Assessment of ICTs. And finally, a forum on environmental sustainability for the ICT sector will expand discussions to address the long-term health of the ICT sector, providing insight into the ICT industry’s reaction to the outcomes of Rio+20 in June.
 
The first day of GSW will feature a gala award ceremony for the second ITU Green ICT Application Challenge, rewarding outstanding concept papers around the topic of “Sustainable Energy for All”.
 
The enabling power of ICTs will be a special focus, with discussions on how standards might increase other industry sectors’ adoption of green ICTs. Smart grids is one case in point: a session on ‘boosting smart grids through energy-efficient ICT’ will look at how new standards in this field will increase the rollout of smart electricity grids globally, while a forum on smart cities will discuss how ICT can offer smarter, greener ways of life to the world’s rapidly urbanising population.
 
ITU will release new reports on ICT-enabled environmental sustainability, many of which have been authored by leading experts from ITU’s new academic membership. Among these, three reports discussing the climate-monitoring and disaster-warning potential of submarine communications cables will fuel a focused discussion on this topic on 20-21 September.



source: http://www.theindependentdigital.com/index.php?opt=view&page=14&date=2012-08-08

72
ICT / e-payment of Taxes
« on: September 24, 2012, 02:51:50 PM »
The National Board of Revenue (NBR) launched an e-payment system by the end of the month March of this year to ease hassles of taxpayers by gradually replacing the manual tax payment system.

Taxpayers including companies, will be able to pay income tax, value added tax and customs duties online after the launch of the electronic payment system, said an official of the NBR yesterday.

But initially, the taxpayers having accounts with banks that share Q cash ATM (automated teller machine) networks will get the scope to pay taxes online.

Two state-run banks, Sonali and Janata, as well as 24 private banks are in the Q cash network.

Other banks that issue Visa debit or credit cards will also come gradually under the e-payment system, said Kanon Kumar Roy, e-governance focal point officer of the NBR.

"Individual taxpayers and businesses will be able to pay tax online using debit or credit cards or bank accounts for any year. Taxes can be paid anytime from anywhere," he said.

Companies will require to log on to the NBR website and register by using their tax identification number or business identification number, said Roy, also the director general of Directorate of Inspection (taxes) under the NBR.

To finally pay online, the taxpayers will have to use their debit or credit card numbers and personal identification number. After completion of these procedures, the taxpayers will get acknowledgement receipts with bar codes.

Roy said these acknowledgement receipts will be treated as approved, allowing the taxpayers to show these printed copies of these receipts or the bar codes at the time of submission of tax returns.

The e-payment system comes in line with the NBR goal of automating the entire revenue collection process to ease hassles of the taxpayers and boost revenue collection by curbing pilferage and anomalies.

Currently, the taxpayers have to pay taxes through treasury chalan (voucher) or pay orders to deposit taxes to the state exchequer through Sonali Bank.

It causes hassles to the taxpayers as they have to stand for long in queues to deposit money and get receipt of payments.

The existing system also has some flaws. Sometimes taxpayers, who complete tax payment related formalities, find that their taxes are not deposited because of misappropriation of fund by middlemen through forgery of documents, insiders said.

In case of pay orders, the taxpayers need to go to the concerned tax office to get receipt of payments. And field-level staffs of tax need to submit these pay orders to treasury for confirmation of tax payment.

But in many cases, the staffs do not submit the pay orders deliberately to get bribe from the taxpayers. It creates uncertainty for the taxpayers, they added.

Roy said e-payment will ease these hassles.

The method will also enable higher authorities to be informed about the latest revenue collection situation, he added.

source: one e-mail from ICT of Bangladesh group

Pages: 1 ... 3 4 [5]