Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: ishaquemijee on April 12, 2018, 02:36:13 PM

Title: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: ishaquemijee on April 12, 2018, 02:36:13 PM
একজন ফেসবুক ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে কী করতে পারেন?

ফেসবুকে লগ ইন করুন। তারপর অ্যাপ সেটিং পেজে যান। অ্যাপসে ক্লিক করুন, তারপর অ্যাপস, ওয়েবসাইটস এন্ড প্লাগিন্স-এর এডিট বাটনে ক্লিক করুন এবং প্ল্যাটফর্মটিকে ডিজেবল করে দিন

এটা করার অর্থ হচ্ছে, আপনি ফেসবুক থেকে তৃতীয় কোন পার্টির সাইট ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা খুব বেশি হয়ে যাচ্ছে তখন আপনি অন্য কোন পক্ষ যাতে আপনার ব্যক্তিগত তথ্য সীমিত পরিসরে ব্যবহার করতে পারে এবং আপনিও তৃতীয় পার্টির সাইট ব্যবহার করতে পারেন, তারও উপায় আছে।

ফেসবুকে লগ ইন করুন। তারপর অ্যাপ সেটিং পেজে যান। অ্যাপসে ক্লিক করুন

তারপর 'অ্যাপস আদার্স হউজে' গিয়ে আপনার যেসব তথ্য অন্য কোন অ্যাপস দেখুক সেটা না চান তাহলে সেগুলো আনক্লিক করুন। এর মধ্যে যেমন আছে জন্মতারিখ, পরিবার, ধর্মীয় পরিচয়, আপনি অনলাইন কিনা, আপনার টাইমলাইনের পোস্ট, আপনার আগ্রহ ইত্যাদি বিষয়।

ব্যক্তিগত এসব তথ্যকে বলা হচ্ছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, যা ক্রমশ বড় হচ্ছে

ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে হলে আরো কিছু বিষয় বিবেচনা করতে হবে:

"আপনি যদি কোন খেলা খেলতে চান বা কোন কুইজে অংশ নিতে চান তাহলে সেটা ফেসবুকের মাধ্যমে না করে সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে করবেন," বলেছেন ইস্ট এংলিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক পল বের্নাল।

"ফেসবুক লগ ইনের মাধ্যমে এসব করা খুব সহজ কিন্তু এটা করার অর্থ হলো যারা এসব অ্যাপ তৈরি করেছে তারা তখন আপনার প্রোফাইল থেকে ব্যক্তিগত তথ্য পেয়ে যাবেন।

আর কীভাবে আপনি ফেসবুকের তথ্য রক্ষা করতে পারেন?

আপনি যদি চান আপনার এসব ব্যক্তিগত তথ্য পুরোটাই গোপন থাকুক, তাহলে এর জন্যে একটাই উপায় আর সেটা হলো ড. বের্নালের মতে "ফেসবুক ছেড়ে চলে যাওয়া।"

লোকজন যদি সেটা করতে শুরু করে তখনই ফেসবুক এব্যাপারে আরো বেশি সচেতন ও সক্রিয় হতে বাধ্য হবে।

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর অনেকেই টুইটারে প্রচারণা চালাচ্ছেন হ্যাশট্যাগ দিয়ে। তারা বলছেন ডিলিট ফেসবুক কিম্বা বয়কট ফেসবুক।

কিন্তু ড. বের্নাল মনে করেন বহু মানুষ যে ফেসবুক ছেড়ে চলে যাবে সেরকমটা হওয়ার সম্ভাবনা কম। "বিশেষ করে যারা মনে করেন ফেসবুক তাদের জীবনেরই অংশ, তারা ফেসবুকে থেকেই যাবেন," বলেন তিনি।

এসব তথ্য কতোদিন রাখা হয়?

 আপনি আপনার প্রোফাইল মুছে ফেলতে পারবেন?

ইউরোপে তথ্য সুরক্ষা আইন অনুসারে প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীর তথ্য 'যতো দিন দরকার তারা ততোদিনই' সংরক্ষণে রাখতে পারবে। কিন্তু এই 'রাখতে পারবে' কথাটির অর্থ নানা রকম হতে পারে।

ফেসবুকের ক্ষেত্রে এটা এরকম- যতোক্ষণ পর্যন্ত আপনি সেটা ডিলিট না করবেন ততক্ষণ সেটা ফেসবুকে থাকবে। এবং অনির্দিষ্টকালের জন্য।

ব্যবহাকারী চাইলে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন। যার অর্থ 'কিল' করা। কিন্তু ফেসবুক সবসময় চায় আপনি অ্যাকাউন্ট একেবারে বন্ধ না করে দিয়ে যেনো কিছু সময়ের জন্যে সোশাল নেটওয়ার্ক থেকে ব্রেক বা বিরতি নেন। তারা আপনাকে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করার পরামর্শ দেন যাতে আপনি আবার চাইলে ফেসবুকে ফিরে আসতে পারেন। সূত্র: বিবিসি।
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: Anuz on April 16, 2018, 08:59:26 AM
Very important to prevent Hacking
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: Nahian Fyrose Fahim on April 16, 2018, 10:49:05 AM
Nice sharing ...
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: sanjida.dhaka on April 22, 2018, 01:29:41 PM
Thanks for sharing.
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: Monir Hossan on April 25, 2018, 04:00:28 PM
Thanks for sharing the security issue..
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: arif_mahmud on April 28, 2018, 07:11:23 PM
Thanks for the post
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: sheikhabujar on May 10, 2018, 06:46:19 PM
Very Resourceful
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 01:38:29 AM
tnks... :)
informative post.. (y)
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: Barin on March 18, 2020, 03:48:12 PM
Good to know.. this information also create awareness in our society.
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: sad49 on March 18, 2020, 04:16:41 PM
Thanks for sharing this informative post.
Title: Re: ফেসবুকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন কীভাবে
Post by: sanjida.dhaka on April 04, 2020, 12:18:47 PM
Thanks for sharing