Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Hinduism => Topic started by: Narayan on May 20, 2013, 11:40:20 AM
-
আশ্রম সাধারণ কথায়, আখড়া বা আশ্রয় স্হানকে বুঝায়। তবে এর একটা গুঢ়ার্থ দিক আছে। তা হলো সংসার ত্যাগী সাধু-সন্তদের আবাস। বাসস্থান। সাধনাক্ষেত্রে বা বৈদিক শাস্ত্রচর্চার পীঠস্হান। পৌরাণিক ঋষিদের তপোবন। নির্জন নিরালা-নিলয়।
আর মন্দির বলতে গৃহ, ভবন এবং পুরও বুঝায়। মন্দিরের একটা বিশেষ দিক হল শ্রীকৃষ্ণালয়। গৌর-নিত্যানন্দালয়। দেবালয়। পূজো বা উপাসনার গৃহ। আশ্রম এবং মন্দির এর পার্থক্য হল বৈষ্ণব বা সাধু ব্যক্তিরা যেখানে অবস্থান করেন তা আশ্রম। আর আশ্রমের পাশেই থাকে যে ভগবদ আলয় বা ইষ্টদেবের গৃহ, তাই মন্দির। মন্দির ভগবানের বিলাসস্থল। আশ্রম ভক্তের আবাসস্থল। মন্দিরে থাকেন ভগবান আর আশ্রমে থাকের ভক্ত। ভক্ত মন্দিরে ভগবানের পূজো করেন। আর আশ্রমে থেকেই সেই আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের বিদ্যা শিক্ষা চর্চা করেন এবং কৃষ্ণভাবনাময় কর্ম সম্পাদন করেন।
Original Source: http://www.sonatonblog.com/index.php?s=12&user_id=8&post_id=5 (http://www.sonatonblog.com/index.php?s=12&user_id=8&post_id=5)
-
Thank you sir for inform us