Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: zafrin.eng on November 03, 2018, 06:11:07 PM

Title: General Knowledge G
Post by: zafrin.eng on November 03, 2018, 06:11:07 PM
৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।