Daffodil International University

Faculties and Departments => Business Administration => Business & Entrepreneurship => Economics in Business => Topic started by: 710001508 on March 28, 2019, 05:26:51 PM

Title: আইসিটি খাতের উন্নয়নে যুক্তরাজ্য ও বাংলাদেশ একসাথে কাজ করবে
Post by: 710001508 on March 28, 2019, 05:26:51 PM
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস, হাউজ অব কমন্স ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিসহ উপদেষ্টাগণের সাথে মতবিনিয়মকালে এ আগ্রহের কথা জানান। লন্ডনের স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভার অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাউজ অব লর্ডস-এর ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান Lord Howell, সদস্য Baroness Jenkin, হাউজ অব কমন্স-এর সদস্য Stephen Timms, এমপি, Mr. John Howell এমপি, Mr. Paul Scully এমপি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক দূত Ms. Rushanara Ali এমপি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা Mr. James Cummings, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ডিজিটাল বিষয়ক উপদেষ্টা Mr. Mario Creatura. যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের কমিশনার মুনা তাসনীম।
এছাড়া আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ডিজিটাল মিনিস্টার Mr. Margot James, হেল্থ মিনিস্টার Mr. Matthew Hancock, লন্ডনের উপ মেয়র Mr. Rajesh Aggarwal এর সাথে পৃথক পৃথক বৈঠক করনে।
বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষকরে আইটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক্ স্থাপন, আইটি সংঞ্জামাদি আমদানি-রপ্তানীর উপর শুল্ক হ্রাস/প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে তাদের অবহিত করনে। হাইটেক পার্কে বিভিন্ন বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানী বিনিয়োগ করছে। তিনি বলেন, উন্নয়নের অংশিদার যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। সরকারের বিনিয়োগ বান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে আইসিটি খাতসহ বিভিন্ন খাতের যুক্তরাজ্যের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।
প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেন, ডিজিটাল বিপ্লবে বিশ্বে নিজেদের অবস্থান করে নেয়ার সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌছানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
যুক্তরাজ্যের মন্ত্রীগণ অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিভিন্ন খাতে অনেক সফলতা অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন। উন্নয়নের অংশীদার হিসেবে যুক্তরাজ্য অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের সাথে থাকবে। আগামী দিনগুলোতে বাংলাদেশ আরো বহুদুর এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী LICT আয়োজিত Bangladesh your Next IT Destination শীর্ষক সেশনে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন এবং Next Generation of e-governance বিষয়ে যুক্তরাজ্যের খ্যাতনামা আইটি প্রতিষ্ঠান ক্যানারি হোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, হাওয়ার্ড ডবার, বোস্টন কনসাল্টিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক Miguel Carrasco, Senior Advisor Kyle Peters, Andrew Greenway, emma Gawen এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন।