Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: sami on December 24, 2011, 11:27:40 PM

Title: তেলচালিত ল্যাপটপ
Post by: sami on December 24, 2011, 11:27:40 PM
জ্বালানি তেলে চলে এমন ল্যাপটপ তৈরির জন্য সম্প্রতি দুটি পেটেন্ট আবেদন করেছে টেক জায়ান্ট অ্যাপল। এমনকি, ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করেও চালানো যাবে অ্যাপলের তৈরি ল্যাপটপ। খবর টাইম ম্যাগজিন-এর।

২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করা এ পেটেন্ট আবেদনে অ্যাপল প্রযুক্তিটির নাম দিয়েছে ‘ফুয়েল সেল সিস্টেম টু পাওয়ার এ পোর্টেবল কম্পিউটিং ডিভাইস’। এ প্রযুক্তির দুটি অংশ। এটি অংশের আবেদনে বলা হয়েছে, কম্পিউটারে তেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে আর সে বিদ্যুৎই ল্যাপটপের শক্তি হিসেবে কাজ করবে।

আরেকটি আবেদনে বলা হয়েছে, রিচার্জ করা যায় এমন ব্যাটারি এবং পোর্টেবল কম্পিউটিং ডিভাইসকে জ্বালানিচালিত নতুন ল্যাপটপ শক্তির যোগান দেবে যা প্রয়োজন হলে তা থেকে চার্জও নিতে পারবে। এ প্রযুক্তিতে জ্বালানি কোষ হিসেবে এমন ব্যাটারি ব্যবহার করা হবে যাতে ব্যাটারির আকার এবং ওজন কমে যাবে এবং ডিভাইস হবে অনেক হালকা-পাতলা।

একবার তেল দেয়া হলে কম্পিউটার একসপ্তাহেরও বেশি চলবে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। বোরোহাইড্রাইটের সঙ্গে পানি মিশিয়ে অ্যাপল ল্যাপটপের জ্বালানির কাঁচামাল তৈরি করা যাবে বলেও অ্যাপল তাদের আবেদনে উল্লেখ করেছে।

(collected)