Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: mikhan.swe on April 23, 2014, 10:30:34 PM
-
নিঃসন্দেহে অনেকের জন্য রসায়ন একটি কঠিন এবং ভীতিকর বিষয়। কিন্তু মজার বিষয় হল বেশিরভাগ ছাত্র ছাত্রী এসএসসি এবং এইচএসসি তে এই সাবজেক্টটাতেই বেশী নাম্বার পায়। কিন্তু কেন?
কারণ একটু গুছিয়ে পড়লেই এই বিষয়ে বেশ ভাল করে লিখা যায়। অবশ্য সেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক কথা না বাড়িয়ে চলুন চট করে দেখে নেই কিভাবে ছন্দ করে পড়ে নির্ভূলভাবে পর্যায় সারণী মনে রাখা যায়ঃ
গ্রুপ 1A- Li Na K Rb Cs Fr
লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
অথবা- বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
অথবা- বিধবা মহিলা কা সার বাসনে রাধে
গ্রুপ 3A- B Al Ga In Ti
বরুন অল্পতেই গেল ইন্ডিয়া তে
অথবা- বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে
গ্রুপ 4A- – C Si Ge Sn Pb
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে
অথবা- কাদঁলে শার্ট গেন্জি স্যান্ডেল পাবে
গ্রুপ 5A- N P As Sb(অ্যান্টিমনি) Bi
নাই প্রিয়া আজ সবই বিরহের
অথবা- না ফিজ আছে আন্টির বাসায়
অথবা- নাই পারুল আছে সাবিনা বিয়ান
গ্রুপ 6A – O S Se Te Po
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
অথবা- ও এস এস-ই তে পড়ে
গ্রুপ 7A – (হ্যালোজেনX) – F Cl Br I At
ফখরুলের ক্লোনটি বড়ই ইডি য়েট
গ্রুপ 0 (নিষ্ক্রিয় ধাতু) – He Ne Ar Kr Xe(জেনন) Rn
হে না আর করিম যাবে রমনায়
ধাতুর সক্রিয়তা সিরিজ -
K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Sb Bi As
কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় সবই বিফলে আজ
Cu Hg Ag Pt Au
কাপুরুষ হাবলু আজি পেটাবে আমায়
উজ্জল ধাতু – Ca Na Mg Ag Al
কা না ম্যাকাইভার আগে এল
নরম ধাতু - Pb Na Ca K
পাব না কেয়া কে
D ব্লকের মৌল – Cu Mn Cr Co Fe Ni Zn
কাজল মার্সিডিজ কারে করে ফেনী যাবে
-
Helpful for students............
-
Nice post. it will help the student to memorize periodic table in a short way.
-
intersting post for student
-
very helpful....
-
It is really helpful
-
Excellent post