Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: firoz_hasan on July 16, 2022, 04:43:59 PM

Title: স্মার্টফোনে ভিডিওর আকার কমাবেন যেভাবে
Post by: firoz_hasan on July 16, 2022, 04:43:59 PM
স্মার্টফোনে ছবি তোলার পাশাপাশি ভিডিও করেন অনেকে। আকারে বড় ভিডিও বিনিময় করতে দীর্ঘ সময়ের পাশাপাশি ইন্টারনেট ডেটাও বেশি খরচ হয়। তবে চাইলেই ভিডিও সংকোচনের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যায়।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ভিডিও সংকোচনের জন্য বর্তমানে বেশ কিছু অ্যাপ পাওয়া যায়, যার মধ্যে ‘ভিডিও কম্প্রেসর’ ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
অ্যাপটি ব্যবহারের জন্য প্রথমে https://play.google.com/store/apps/details? id=com. videoconverter.videocompressor ঠিকানা থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার অ্যাপটি চালু করে ড্যাশবোর্ডে প্রবেশের পর Allow Storage Access অপশন নির্বাচন করে Allow চাপতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে Video Compressor অপশনে ক্লিক করলেই দেখা যাবে মিডিয়া গ্যালারি। এখানে যে ভিডিওটি সংকোচন করতে হবে, সেটি নির্বাচন করতে হবে। Browse অপশন কাজে লাগিয়েও নির্বাচন করা যাবে ভিডিও।
ভিডিও নির্বাচনের পর Encoder অপশন থেকে পছন্দের এনকোডার নির্বাচন করে Video Format অপশনে প্রয়োজনীয় ফরম্যাট ও File Size বেছে নিতে হবে। যদি ভিডিওটি ই–মেইলে পাঠাতে চান, তবে Fit to E–mail: 25 MB অপশন ও 480P বা 360P রেজল্যুশন ফরম্যাট নির্বাচন করে Compress বাটনে ক্লিক করতে হবে। এরপর ভিডিও ফাইলের নাম দিয়ে Start বাটনে ক্লিক করলেই ভিডিও সংকোচন হতে থাকবে।
https://www.prothomalo.com/technology/advice/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87