Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Md. Anikuzzaman on August 26, 2020, 01:40:51 PM

Title: মুহাররম ও আশুরা - গুরুত্ব, করণীয় ও বর্জনীয়
Post by: Md. Anikuzzaman on August 26, 2020, 01:40:51 PM
(https://i.ytimg.com/vi/P85xCY61nA0/maxresdefault.jpg)

ইবনু আব্বাস (রদ্বিয়াল্ল-হু আনহু) হতে বর্ণিত...

‘রসূলুল্ল-হ সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম আশুরা দিন সওম রেখেছেন এবং সাহাবীগনকেও সওম পালনের নির্দেশ দিয়েছেন।
তখন সাহাবীগন আরজ করলো, হে আল্ল-হর রসূল (সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম)! ইয়াহুদী ও খ্রীষ্টানরা এ দিনটিকে সম্মান করে।
তখন রসূল (সল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম) বললেন,
“যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই মুহাররম মাসের নবম তারিখেও সওম পালন করব”।
(মুসলিমঃ ১১৩৪, ২৫৫৭, ইবনু মাজাহ্ঃ ১৭৩৬, আবূ দাউদঃ ২৪৪৫)


*** আশুরার গুরুত্ব, করণীয় ও বর্জনীয় ডকুমেন্ট সংযুক্ত করা হলো।
Title: Re: মুহাররম ও আশুরা - গুরুত্ব, করণীয় ও বর্জনীয়
Post by: Al Mahmud Rumman on November 16, 2020, 01:05:53 PM
May all of us know the proper importance of this day.