Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - afsana.swe

Pages: [1] 2 3 ... 17
1
দীর্ঘ সময় ধরে পড়াশোনা করলে মাঝে মাঝে ক্লান্তি আসা একেবারে স্বাভাবিক, এবং এমন পরিস্থিতিতে ঘুম আসাও খুব সাধারণ। যখন আপনি গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করছেন, তখন কখনও কখনও আপনার শরীর বা মন বিশ্রামের জন্য অনুরোধ করে। তবে চিন্তা করবেন না—আপনি যদি পড়াশোনার সময় ঘুমিয়ে পড়তে থাকেন, তবে কিছু কার্যকরী কৌশল ব্যবহার করে আপনি ঘুম কাটিয়ে আরও বেশি মনোযোগী এবং উৎপাদনশীল হতে পারেন। আসুন, দেখে নিই কিভাবে পড়াশোনার সময় ঘুম আসলে তা কাটিয়ে উঠবেন।

১. ছোট বিরতি নিন
ঘুম আসা প্রতিরোধ করার অন্যতম কার্যকরী উপায় হল ছোট ছোট বিরতি নেয়া। পোমোডোরো টেকনিক একটি জনপ্রিয় পদ্ধতি, যেখানে আপনি ২৫ মিনিট পড়াশোনা করবেন এবং তারপর ৫ মিনিট বিরতি নিবেন। এই ছোট বিরতিগুলি আপনার মস্তিষ্ককে বিশ্রাম নিতে এবং পুনরায় শক্তি সঞ্চয় করতে সহায়তা করে, ফলে ক্লান্তি অনেক কমে যায়। এই বিরতিতে আপনি শরীরচর্চা করতে, হাঁটাহাঁটি করতে বা শুধু একটু বিশ্রাম নিতে পারেন।

২. পরিবেশ পরিবর্তন করুন
আপনার পড়াশোনার পরিবেশ বড় ভূমিকা রাখে মনোযোগ বজায় রাখতে। যদি আপনি অন্ধকার বা আরামদায়ক জায়গায় পড়াশোনা করেন, তবে সেখানে ঘুম আসা সহজ। পরিবর্তে, একটি ভালো আলোতে বসুন এবং এমন জায়গায় পড়াশোনা করুন যা মনোযোগী থাকতে সহায়ক। পরিবেশের পরিবর্তন, যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াও আপনাকে সতর্ক রাখতে সাহায্য করবে।

৩. পানি পান করুন এবং হালকা খাবার খান
পানি পান করা এবং হালকা খাবার খাওয়াও খুব জরুরি। শরীরের পানি শূন্যতা এবং ক্ষুধা ঘুম এবং ক্লান্তি বাড়াতে পারে। তাই এক গ্লাস পানি পান করুন এবং কিছু হালকা স্ন্যাকস, যেমন ফল, বাদাম বা দই খেতে পারেন। ভারী খাবার বা বেশি চিনি এড়িয়ে চলুন, কারণ এগুলো পরবর্তী সময়ে ক্লান্তি সৃষ্টি করতে পারে।

৪. শরীরচর্চা করুন: জাগ্রত থাকার জন্য শারীরিক কার্যকলাপ
যদি আপনার ঘুম আসতে থাকে, তবে কিছু শারীরিক কার্যকলাপ করতে পারেন। যেমন, কিছু ঝাঁপ দিয়ে বা শরীর চর্চা করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে নিতে পারেন। এমনকি ২ মিনিটের একটি ছোট শারীরিক কার্যকলাপও আপনাকে সতেজ করতে এবং মনোযোগী রাখতে সহায়ক হতে পারে।

৫. গভীর শ্বাস প্রশ্বাস নিন
গভীর শ্বাস প্রশ্বাস একটি সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি যা আপনাকে সতেজ করতে সাহায্য করতে পারে। ৪-৭-৮ শ্বাসপ্রশ্বাস পদ্ধতিটি চেষ্টা করতে পারেন, যেখানে আপনি ৪ সেকেন্ড ধরে শ্বাস নিবেন, ৭ সেকেন্ড ধরে ধরেই রাখবেন, এবং ৮ সেকেন্ডে শ্বাস ছাড়বেন। এটি আপনার মন শান্ত করবে এবং নতুন শক্তি যোগাবে।

৬. সক্রিয়ভাবে পড়াশোনা করুন
প্যাসিভ পড়াশোনা যেমন পড়া বা হাইলাইট করা কিছু সময় ঘুমঘুম ভাব তৈরি করতে পারে। পরিবর্তে, সক্রিয়ভাবে পড়াশোনা করুন, যেমন কাউকে বিষয়টি বুঝিয়ে বলা, ফ্ল্যাশকার্ড ব্যবহার করা বা সমস্যা সমাধান করা। এই পদ্ধতিগুলি আরও মনোযোগ এবং শক্তির প্রয়োগ দাবি করে, ফলে আপনি ক্লান্তি কাটিয়ে তাজা অনুভব করবেন।

৮. অন্যদের সাথে পড়াশোনা করুন
যদি সম্ভব হয়, বন্ধু বা গ্রুপের সাথে পড়াশোনা করুন। আপনার সাথে বিষয়গুলো আলোচনা করার এবং একে অপরের সাহায্য নিয়ে পড়াশোনা করার ফলে মনোযোগ ধরে রাখা সহজ হবে। এটি আপনাকে আরও বেশি উৎসাহিত করবে এবং আপনাকে গা-ছাড়া ভাব থেকে দূরে রাখবে।

উপসংহার
পড়াশোনার সময় ঘুম আসা একটি সাধারণ সমস্যা, তবে এটি সহজেই কাটিয়ে ওঠা যায় যদি আপনি কিছু সহজ পরিবর্তন আপনার পড়াশোনার রুটিনে আনেন। ছোট বিরতি নেওয়া, সঠিক পরিবেশে পড়াশোনা করা, শারীরিক কার্যকলাপ করা এবং সঠিক ঘুমের অভ্যাস বজায় রাখার মাধ্যমে আপনি আরও বেশি মনোযোগী এবং সতেজ থাকতে পারবেন। মনে রাখবেন, ঘুম কাটানোর মূল কথা শুধু যুদ্ধ করা নয়—বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে আপনার মন আরও কার্যকরী এবং সতেজ থাকে। এই টিপসগুলো অনুসরণ করে, আপনি পড়াশোনা আরও কার্যকরীভাবে করতে পারবেন।

2

The Palestine-Israel conflict is a century-old, bloody struggle rooted in the heart of the Middle East. With new escalations emerging almost every decade, this war is not merely a territorial dispute between two nations. Its roots run deep in history, colonialism, religion, geopolitics, and national identity. The Israeli assault on Gaza in 2023–24 has once again turned the world’s attention toward this long-standing yet unresolved crisis.

In the Depths of History: Where Did It Begin?
The conflict can be traced back to the late 19th century when the political movement of Zionism emerged in Europe. Zionists called for the establishment of a Jewish state, choosing Palestine as the desired location — a land where Arab Muslims, Christians, and Jews had coexisted for centuries.

During the British colonial rule, the 1917 Balfour Declaration marked Britain's support for the establishment of a Jewish state in Palestine. After World War II, particularly in the aftermath of the Holocaust, many European and American states supported increased Jewish immigration to Palestine.

1948: The Birth of a State, the Displacement of a Nation
In 1948, the state of Israel was established. Simultaneously, disaster descended upon the Palestinian people—known as the Nakba or "catastrophe," when more than 700,000 Palestinians were forcibly displaced from their homeland. Over the next seven decades, Israeli occupation, settlement construction, the Jerusalem issue, the refugee crisis, and the blockade of Gaza have further complicated this conflict.

Present Reality and the Humanitarian Crisis
Today, the Gaza Strip is practically an open-air prison, where around 2 million people live under Israeli blockade. Constant bombings, shortages of food and medicine, and extreme humanitarian suffering have become part of everyday life. On the other hand, Israel justifies its attacks on Gaza as necessary for its national security.

Key Causes in Brief:

  • Colonial history and Zionism

    Land occupation and settlement expansion

    Ownership and religious control of Jerusalem

    Refugee crisis and the demand for return

    Blockade and suppression of Gaza

    Biased roles of the international community
The Palestine-Israel war is not just a territorial conflict — it is a profound crisis of history, identity, and justice. A lasting solution cannot be achieved through military means alone. What is truly needed is a resolution based on political will, historical acknowledgment, and justice.

Curtacy: Online Desk, Janakanta

3
🎯 1. Start with a Strong, Relevant Research Problem
Choose a novel, impactful, and well-defined problem.

Read recent papers from top journals to spot gaps, limitations, or future work suggestions.

Make sure your work contributes to advancing the field—not just repeating what's already known.

Pro tip: Look for topics that are hot and underexplored.

📚 2. Do a Thorough Literature Review
Review Q1 journal articles related to your topic.

Use databases like Scopus, Web of Science, IEEE Xplore, Springer, ScienceDirect, etc.

Highlight what others missed and where your research fits in.

You should be able to clearly answer: “What is missing, and how does my work address it?”

🧪 3. Use a Solid, Reproducible Methodology
Clearly describe data, tools, experiments, evaluation metrics.

Justify why you chose specific algorithms or techniques.

Apply state-of-the-art methods (e.g., comparing deep learning with classical ML if applicable).

Include statistical validation: cross-validation, confidence intervals, significance testing.

📊 4. Present Results with Depth
Go beyond accuracy: show precision, recall, F1, AUC, etc.

Include baselines and ablation studies (e.g., what happens if you remove a key component).

Use neat, publication-quality graphs/tables.

🧠 5. Write Like a Pro
Use clear, formal, and concise language.

Follow the journal’s author guidelines exactly (formatting, reference style, etc.).

Use a structured abstract, informative figures, and logical flow.

Tools to help:

Grammarly or Hemingway for clarity

LaTeX for typesetting (preferred in most Q1 journals)

🧩 6. Choose the Right Journal
Use tools like Scopus, SJR, or Journal Finder (Elsevier, Springer, Wiley).

Check:

Scope: Does your paper match the journal's focus?

Recent publications: Are they in line with your topic?

Impact factor / SJR rating: Look for Q1.

📬 7. Submit Strategically
Tailor your cover letter well: highlight novelty and significance.

Be patient and expect revisions—they're normal, even for excellent work.

Respond to reviewers professionally and thoroughly, point-by-point.

🔄 8. Collaborate and Get Feedback
Work with experienced co-authors if possible.

Share drafts with colleagues for internal review.

Present at conferences or workshops to get early-stage feedback.

⏳ 9. Stay Consistent
Publishing in Q1 journals takes time and multiple iterations.

Often, your first paper might get rejected—but use reviews to improve and resubmit.

💡 Bonus Tips for ML/AI Research:
Use open datasets or publish your dataset/code on GitHub.

Compare your approach with recent benchmark models.

Explain practical real-world applications of your method.

4
Software Engineering / Start with Data Science
« on: April 15, 2025, 11:39:51 PM »
I am doing my PhD on Data Science. I followed the following steps to learn the basics of Data Science. If you are interested to learn, can communicate with me or follow the following steps:

🚀 Step 1: Understand the Basics
What to Learn:

What is ML? Types: Supervised, Unsupervised, Reinforcement Learning.

Terminology: Features, labels, models, training/testing, overfitting, etc.

Applications: Image classification, recommendation systems, prediction, etc.

Resources:

Andrew Ng's ML Course (Coursera)

Google’s ML Crash Course

YouTube (StatQuest with Josh Starmer is amazing for intuition)

📊 Step 2: Brush Up on Prerequisites
Math:

Linear Algebra (Vectors, matrices, operations)

Probability & Statistics (Bayes’ theorem, distributions, expected value)

Calculus (Derivatives, gradients – especially for deep learning)

Programming:

Python is the go-to language. Learn libraries: NumPy, Pandas, Matplotlib, Seaborn.

Tip: Don’t get stuck here forever. Learn just enough and move forward.

🧪 Step 3: Learn Core ML Algorithms
Start with Supervised Learning:

Linear/Logistic Regression

Decision Trees, Random Forests

K-Nearest Neighbors (KNN)

Support Vector Machines (SVM)

Naive Bayes

Then explore Unsupervised Learning:

K-Means Clustering

Hierarchical Clustering

Principal Component Analysis (PCA)

Finally, Intro to Neural Networks

Practice: Use scikit-learn to build models and test them.

📁 Step 4: Work with Real Data
Kaggle: Join competitions or work on datasets (Titanic, Housing Prices, etc.)

Clean and preprocess data: Handle missing values, encode categorical data, normalize features, etc.

Split your data: Train/Test/Validation

🧠 Step 5: Go Deeper into Special Topics
Model Evaluation: Confusion matrix, precision, recall, F1-score, ROC-AUC

Feature Engineering and Selection

Hyperparameter Tuning: Grid Search, Random Search, Cross-validation

Dimensionality Reduction

Ensemble Methods: Boosting (XGBoost, LightGBM), Bagging

🧱 Step 6: Learn Deep Learning Basics
Neural Networks, Activation Functions, Backpropagation

Frameworks: TensorFlow or PyTorch

CNNs, RNNs, LSTMs (for image and sequential data)

🔬 Step 7: Apply to Projects or Research
Build projects (prediction systems, classification tools, etc.)

Work on domain-specific ML (e.g., health, finance, NLP)

If you’re into research: start reading ML papers (arXiv, Google Scholar)

📚 Bonus: Stay Updated & Network
Follow AI/ML researchers on Twitter or LinkedIn

Join communities: Kaggle, Reddit (r/MachineLearning), GitHub

Subscribe to newsletters (e.g., “The Batch” by Andrew Ng)

5
Software Engineering / Admission is going on ! (M.Sc in SWE)
« on: April 15, 2025, 11:33:33 PM »
Dear Students,

Admission is going on for the M.Sc in SWE program. For the detail email : coordinator.msc.swe@daffodilvarsity.edu.bd

6
২০০২ সালে আমি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪.৭৫ জিপিএ নিয়ে এসএসসি ও ২০০৪ সালে ৪.৯০ জিপিএ নিয়ে এইচএসসি পাস করি। পরে বগুড়া মেডিকেল কলেজে ভর্তি হই, কিন্তু কিছুদিন পর ইস্তফা দিয়ে চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিজের পছন্দে এবার পড়তে শুরু করি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগে। স্নাতকের শুরুটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হলেও, এখন মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিল না। স্নাতক (প্রথম শ্রেণিতে চতুর্থ) ও স্নাতকোত্তরে (প্রথম শ্রেণিতে ষষ্ঠ) ভালো ফল নিয়েই বেরিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বেসরকারি প্রতিষ্ঠান ‘লেজার মেডিকেল সেন্টার’–এ ক্লিনিক্যাল পুষ্টিবিদ হিসেবে খণ্ডকালীন চাকরি শুরু করি। স্নাতকোত্তর পাসের পর কিছুদিন জনতা ব্যাংক লিমিটেডে কাজ করি। কিন্তু সব সময় বিসিএস চাকরির প্রতি আলাদা আকর্ষণ ছিল। ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিতে যোগ দিয়ে শুরুতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করার সুযোগ পাই। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলায় কাজ করি। আর এখন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ক্রওফোর্ড স্কুল অব পাবলিক পলিসিতে ‘পাবলিক পলিসি: ইকোনমিক পলিসি’ বিষয়ে স্নাতকোত্তর করছি।

https://www.prothomalo.com/education/article/1642522/%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

7
Software Engineering / সবুজ শহর গড়া হবে
« on: March 04, 2020, 02:00:59 PM »
সবুজ শহর গড়া হবে। শতাধিক তরুণ-তরুণী সমবেত হলেন। তাঁদের মধ্যে রয়েছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জনপ্রতিনিধি। উপজেলা প্রশাসনের কর্মকর্তা। ছিলেন গণমাধ্যমের কর্মীরাও। পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে তাঁদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রায় ৭০ জন শিক্ষার্থী কমিটির মাধ্যমে স্বেচ্ছাশ্রমে নিজেদের এ কাজে যুক্ত করেছেন।

গত সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে বকুলতলার গোলচত্বরে এ কমিটি গঠিত হয়।

https://www.prothomalo.com/bangladesh/article/1642995/%E2%80%98%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C-%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E2%80%99-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE

8
ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিড়ম্বনা বাড়িয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সাংবিধানিক বৈধতা মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন জানাল জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার রক্ষা হাইকমিশনার কার্যালয় এই মর্মে ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদন দাখিল করেছে। এই সিদ্ধান্তের কথা তারা জেনেভায় ভারতের স্থায়ী দূতাবাসকে জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার রক্ষা হাইকমিশনার কার্যালয়ের এই আবেদন সুপ্রিম কোর্ট গ্রাহ্য করবে কি না, এই মুহূর্তে তা জানা যায়নি। তবে এই সংগঠনের পক্ষে এ ধরনের পদক্ষেপ বিরল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছে, ‘সিএএ একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতীয় সংসদ যেকোনো ধরনের আইন প্রণয়নের অধিকারী। সেটা দেশের সার্বভৌম অধিকার।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার আজ মঙ্গলবার ওই বিবৃতিতে বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতের সার্বভৌম অধিকার নিয়ে কোনো বিদেশির প্রশ্ন তোলার কোনো এখতিয়ারই নেই।’

https://www.prothomalo.com/international/article/1642890/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

9
প্রতিদিন নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত চীনসহ ৭৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়ানোর তথ্য পাওয়া গেছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এসব দেশ ও অঞ্চলে বাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে দিকদিশাহীন বলে বর্ণনা করেছে। এমন শ্বাসতন্ত্রের জীবাণু এর আগে দেখা যায়নি।

কোনো সাধারণ নিয়ম মেনে নতুন এই ভাইরাস দেশ থেকে দেশে ছড়াচ্ছে না। প্রতিটি দেশের ক্ষেত্রে সংক্রমণের ধরন আলাদা বলেই মনে হচ্ছে। দুই মাসের মধ্যে আক্রান্ত হয়েছে ৯১ হাজারের বেশি মানুষ। তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগেভাগে ও আগ্রাসী পদক্ষেপ নিলে এই ভাইরাসের সংক্রমণ বন্ধ এবং জীবন রক্ষা করা সম্ভব।

তবে বাংলাদেশে এখনো কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়নি। ‘কোভিড–১৯’ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে জাতীয় কমিটির নেতৃত্বে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জেলা পর্যায়ের কমিটির প্রধান থাকবেন জেলা প্রশাসক; আর উপজেলা পর্যায়ের কমিটির প্রধান হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব পরিস্থিতি তুলে ধরার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক দেশে সভা, সেমিনার, অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১০০ বছরে একবার আমরা পাব। যেহেতু দেশে এখন পর্যন্ত একজনও করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি, কাজেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের কোনো অনুষ্ঠান বন্ধ থাকবে না।’ তিনি আরও জানান, করোনাভাইরাস–বিষয়ক একটি পরিকল্পনা তৈরি করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ ছাড়া বিশেষজ্ঞরা ‘কোভিড–১৯’ চিকিৎসাবিধি (ট্রিটমেন্ট প্রটোকল) তৈরি করেছেন।

https://www.prothomalo.com/bangladesh/article/1642978/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC

10
বগুড়ার ঐতিহাসিক ভাসুবিহারে প্রত্নখননে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর বিলুপ্ত সভ্যতার বসতিচিহ্ন, স্থাপত্যকাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অস্তিত্ব মিলেছে। মিলেছে পোড়ামাটির তৈরি গৌতম বুদ্ধের প্রতিকৃতি অঙ্কিত টেরাকোটা, পোড়ামাটির রাজহংস প্রতিকৃতি অঙ্কিত ফলক এবং অলংকৃত ইট।

চীনা পর্যটক হিউয়েন সাং ৬৩৯ থেকে ৬৪৫ সালে সম্রাট হর্ষবর্ধনের আমলে ভাসুবিহার ভ্রমণে এসে এখানে ‘পো-সি-পু’ মানে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানে ৭০০ বৌদ্ধ ভিক্ষু বা শিক্ষার্থী রয়েছে বলে তাঁর লেখায় উল্লেখ করেন। আলেকজান্ডার কানিংহামও হিউয়েন সাংয়ের দাবিকে সমর্থন করেন।

https://www.prothomalo.com/bangladesh/article/1642999/%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF

11
চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশমুখে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা আছে ১০৪টি। দূর থেকে সম্ভাব্য অপরাধ ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ছয় বছর আগে এই ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু ছয় মাস ধরে বেশির ভাগ সিসি ক্যামেরাই অচল পড়ে আছে। অনেক জায়গায় ক্যামেরাও নেই। গত রোববার পুলিশের তালিকা অনুযায়ী ১০৪টি ক্যামেরার মধে৵ সচল রয়েছে মাত্র ২৫টি। নষ্ট পড়ে আছে ৭৯টি ক্যামেরা।

চট্টগ্রাম নগরের ব্যস্ততম ২ নম্বর গেটে গত শুক্রবার রাতে পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। ঘটনার আগে বিস্ফোরকটি বক্সের ভেতর কে বা কারা রেখে যায়। ছুটির দিন হওয়ায় বন্ধ ছিল আশপাশের দোকান। লোকসমাগম ছিলও কম। বিস্ফোরকটি পুলিশ বক্সের ভেতর কে বা কারা রেখে যায়, তা এখন পর্যন্ত শনাক্ত হয়নি। এ মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিসি ক্যামেরা নষ্ট এমন এলাকাকে বিস্ফোরণের জন্য বেছে নেয় হামলাকারীরা, যাতে কেউ ধরা না পড়ে।

https://www.prothomalo.com/bangladesh/article/1643000/%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A7%8B-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

12
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) গণমাধ্যমের উন্নয়নবিষয়ক উদ্যোগ চতুর্থবারের মতো জাতিসংঘ তথ্য সমাজবিষয়ক বিশ্ব সম্মেলন (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২০ লাভ করেছে।

আগামী ৬ থেকে ৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ডব্লিউএসআইএসের বার্ষিক ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সেক্রেটারি জেনারেল এই পুরস্কার প্রদান করবেন। সারা বিশ্বের ডব্লিউএসআইএসের অংশীজনদের মধ্য থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নবিষয়ক ৩৫২টি মনোনীত উদ্যোগের ওপর প্রদত্ত ২০ লাখ ভোটের ওপর ব্যাপক পর্যালোচনা করে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি।

https://www.prothomalo.com/technology/article/1641772/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%86%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF

13
ওয়ারেন বাফেট এত দিনে স্মার্ট হলেন! ফিচার ফোন ছেড়ে স্মার্টফোন ধরেছেন বিশ্বের চতুর্থ বৃহত্তম ধনী ওয়ারেন বাফেট (৮৯)। এত দিন সেকেলে ধাঁচের ফ্লিপ ফোন ব্যবহার করলেও ২০২০ সালে এসে তাঁর হাতে উঠল আইফোন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট বলেছেন, এত দিন বাফেট স্যামসাংয়ের একটি ফ্লিপ ফোন ব্যবহার করে আসছিলেন। এখন ফিচার ফোন ছেড়ে ব্যবহার করবেন আইফোন ১১।

https://www.prothomalo.com/technology/article/1641787/%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%8F%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E2%80%98%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E2%80%99

14
দেশের বাজারে জনপ্রিয় রেডমি এ সিরিজে নতুন স্মার্টফোন ‘রেডমি ৮এ ডুয়েল’ আনল শাওমি। পেছনে দুই ক্যামেরা সেটআপের স্মার্টফোনটিতে নতুন অরা ‘এক্সগ্রিপ’ নকশা রয়েছে। এ নকশার কারণে ফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট ও মেশ প্যাটার্নের মাধ্যমে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা পাওয়া যাবে।

শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, রেডমি এ সিরিজের ফোন হিসেবে রেডমি ৮এ ডুয়েলে প্রথমবারের মতো পেছনে দুই ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এতে নিখুঁত পোর্ট্রেটের জন্য ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর–সমর্থিত একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর হার্ডওয়্যারটিতে শাওমির এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সিন ডিটেকশন এবং এআই পোর্ট্রেট মোড সমন্বয় করা হয়েছে। ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যাতে সেলফি, ভিডিও কল ও এআই ফেস আনলক সুবিধা পাওয়া যায়।

https://www.prothomalo.com/technology/article/1641822/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E2%80%98%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A6%AE%E0%A6%BF-%E0%A7%AE%E0%A6%8F-%E0%A6%A1%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E2%80%99

15
কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি পুলিশের ব্যবহারের জন্য আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পুলিশ বাহিনীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ক্রেসিডা ডিক। তিনি লন্ডন পুলিশের প্রধান। লন্ডন পুলিশ গত জানুয়ারি থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক, ডিএনএর মতো প্রযুক্তি নিয়ে দেশটির বর্তমান সরকার ২০১৯ সালের নির্বাচনী ইশতেহারে আইনি কাঠামো তৈরির অঙ্গীকার করেছিল। ক্রেসিডা সে অঙ্গীকারকে স্বাগত জানিয়ে গত সোমবার এই দাবি করেন।

https://www.prothomalo.com/technology/article/1641826/%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

Pages: [1] 2 3 ... 17