Daffodil International University

Bangladesh => Business => Business => Topic started by: shafayet on March 25, 2017, 01:45:15 PM

Title: অনলাইনে গন্তব্যের খোঁজ
Post by: shafayet on March 25, 2017, 01:45:15 PM
অনলাইনে গন্তব্যের খোঁজ

এখন মানুষ প্রযুক্তির সাহায্য নিয়ে তাদের পরবর্তী গন্তব্যের খোঁজ করছে। অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগোর তথ্য অনুযায়ী, পর্যটকেরা এখন অনলাইনে পরবর্তী গন্তব্যের খোঁজ করছেন বেশি।

বর্তমান বিশ্বের ৫০ শতাংশের বেশি হোটেল অনুসন্ধান, বুকিং, অর্থ পরিশোধ ও পর্যালোচনার বিষয়টি অনলাইনে হচ্ছে। কোথাও যাওয়ার আগে ৯৬ শতাংশ ক্ষেত্রে অনলাইনে গবেষণা করে তারপর বেড়াতে যাওয়ার ঘটনা ঘটছে। অনলাইনে এ ধরনের গবেষণা বাড়ায় বাংলাদেশে পর্যটকদের আকর্ষণ আরও বাড়ছে। এ ক্ষেত্রে অনলাইনে হোটেল বুকিং সেবা দিয়ে পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জোভাগো (www. jovago. net)।

গত কয়েক বছরে বাংলাদেশে জোভাগোর প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন হোটেল বুকিং সেবাও বেড়েছে। মুঠোফোন থেকে হোটেল বুকিং সাইটে গিয়ে আগে থেকে হোটেলের নানা তথ্য জেনে নিচ্ছে মানুষ। ঢাকার বাইরের মানুষও অনলাইনে এ ধরনের সেবার দিকে ঝুঁকেছে।