Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: ishaquemijee on July 31, 2012, 02:51:06 PM
-
আগুনে পুড়তে পুড়তে যে ছাই হয়ে গেছে,
সেই ছাইকে আবার তুই পোড়ানোর হুমকি দিস?!
"আশাভঙ্গের মত এত কষ্টদায়ক পৃথিবীতে আর অন্যটি নেই"
বরং দ্বিমত হও,
আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও,
প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো,
সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না।
কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে।â€
-
right sir