Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on January 20, 2021, 08:56:41 PM

Title: আর্ট অব লিভিং
Post by: Mohammad Nazrul Islam on January 20, 2021, 08:56:41 PM

শুনার মত কান না হলে, শুধুই মাত্র গান শুনা
কেমনে করিব নিগুর কথা বর্ননা, রে.. মনা।।

গুপ্ত ছিল অসীম শক্তি, নূ`রে মতলব হয় বসতি
হেমায়েতগঞ্জ পুষিধা‘তে জাতে মতলব দেয় হানা ।

গুপ্ত কি আর থাকতে পারে-গল কূ`তে বাহির করে,
অহেদ` আল অযু‘দের পরে-নাম প্রচারে রাব্বানা।।

রবে ঘিরা নূর মুহাম্মদ- জিন্দা সেই হাইয়ুণ সেফাত
“হু আল হাইয়ুম কাইয়ুম’’ পুস্তকে যায় জানা।।

রব-রহমান নাম করলেন গোপন-মালেক নামটি ধরলেন তখন
কলম কে করিলেন সৃজন- লিখতে নিজের কল্পনা।।

তিন লাখ বছর কলম- লিখে আরশের ঐ তাঁকে তাঁকে
“লাইলাহা ইল্লাহ’  আকেঁ কি সুন্দর এক নমুনা।।

কলম কেঁদে হয় জারে জার- মালিক মাওলা ‘হে পরোয়া
তুমার নামের পাশে নামটি কাহার, জানতে বড় বাসনা।।

কু‘সির উপর কাদের গণি- মিম, হে, দাল-এর গিলাব টানি
ঘিরেছে এক লামের ছানি- কুদরতের নাই তুলনা।।

সিঁজদাতুল মুনতাহার যথা-গুপ্ত লীলার প্রকাশ তথা
জ্ঞান বিহীন বিদ্যাবৃথা, খুলেনা যার জ্ঞানের দ্বার।।