Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - tasnuba.swe

Pages: [1] 2 3 ... 6
1
ভবিষ্যতে নতুন চিপযুক্ত এমন স্মার্টফোন বাজারে আসবে, যা মাত্র ১০ মিনিটেই পুরোপুরি চার্জ সম্পন্ন করা যাবে। বর্তমানে স্মার্টফোনগুলোতে ব্যবহৃত লিথিয়ামের ব্যাটারি গরম হয়ে ওঠা ঠেকাতে বিশেষ শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে মোবাইল সেট চার্জ হতে বেশি সময় লাগে। নতুন এই চিপ ফোনের ব্যাটারিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে পারবে। এতে ব্যাটারি দ্রুত চার্জ হবে।
Source:http://www.prothom-alo.com/technology/article

2
টুইনমসের ‘কম্বো গ্যাজেট’ বাজারে এসেছে। একই সঙ্গে এ যন্ত্রটি কার্ড রিডার এবং ইউএসবি হাব হিসেবে কাজ করে। এতে এসডি, এসডিএইচসি, এমএমসি, এমএমসি প্লাস, এমএস, এমএস প্রো, এমএস প্রো ডুয়ো, সিএফ, এম ২, মাইক্রো এসডি, মাইক্রো এসডিএইচসি কার্ড সমর্থন করে। কম্প্যাক্ট ডিজাইনের এই গেজেটে রয়েছে বিল্ট ইন ইউএসবি কেব্ল, ওভার কারেন্ট প্রোটেকশন এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা যন্ত্রটির দাম ৩৫০ টাকা।
source:http://www.prothom-alo.com/technology/article

3
প্রযুক্তিপণ্য নির্মাতা হিউলেট প্যাকার্ড (এইচপি) ও ঘড়ি নির্মাতা টাইটান একজোট হয়ে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ বাজারে আনছে।
এ বছরের শেষ নাগাদ ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে স্মার্টওয়াচ আনবে টাইটান ও এইচপি। দুটি প্রতিষ্ঠান মিলে অনন্য জীবনধারার পণ্য বাজারে আনবে। প্রচলিত সময় দেখার পদ্ধতিকে বদলে দেবে নতুন ধরনের এই স্মার্টওয়াচগুলো।
Source:http://www.prothom-alo.com/technology

4
প্রকল্প ব্যবস্থাপক বা প্রজেক্ট ম্যানেজারদের জন্য পিএমপি পরীক্ষার প্রস্তুতি কোর্সের আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ডটকম সিস্টেমস। রাজধানীর সোনারগাঁও রোড এলাকায় অবস্থিত ডটকম সিস্টেমসের কার্যালয়ে ৪ ডিসেম্বর থেকে এই প্রস্তুতি কোর্স শুরু হবে।
পাঁচ সপ্তাহের এই কোর্সে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস রয়েছে।
ডটকম সিস্টেমসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তুতি কোর্সের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত ধারণা, প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ক অবকাঠামো, প্রকল্প বিষয়ক সময় ব্যবস্থাপনা, পিএমআই, পিএমপি পরীক্ষা বিষয়ক খুঁটিনাটি বিষয় শেখানো হবে। কোর্স পরিচালনা করবেন মোবাইল ফোন অপারেটর রবির মহাব্যবস্থাপক (ইপিএমও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পিএমপি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে স্বীকৃতি দাতা একমাত্র আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।

Source:http://www.prothom-alo.com/technology

5
অনলাইনে দারাজ ডটকম ডট বিডি থেকে পণ্য কিনে অনলাইনেই মূল্য পরিশোধ-সুবিধা চালু হয়েছে। এর ফলে দারাজ ডট কম ডট বিডি থেকে পণ্য কিনে মূল্য পরিশোধ করা যাবে ইজিপেওয়ের মাধ্যমে। এ বিষয়ে গত রোববার উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। এ সময় দারাজ ডটকম ডট বিডির (www.daraz.com.bd) প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সিংহ বলেন, এখন থেকে আমাদের সঙ্গে কাজ করবে পেমেন্ট গেটওয়ে ইজিপেওয়ে। ইজিপেওয়ের (www.easypayway.com) ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মোহাম্মাদ বলেন, গ্রাহকেরা এখন থেকে দারাজের ওয়েবসাইট থেকে পণ্য কিনে ইজিপেওয়ের মাধ্যমে গ্রাহক বাসায় বসেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন
Source:http://www.prothom-alo.com/technology/

6
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের উদ্যোগে ৪ ও ৫ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ৪র্থ সিএসই উত্সব-২০১৫। দুই দিনের এই উৎসবে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকছে ‘বট-বল’ নামের রোবোটিকসের প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিতর্ক প্রতিযোগিতা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক অলিম্পিয়াড।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আছে তথ্য-প্রযুক্তি বিষয়ক মেলা। প্রযুক্তিপণ্য বিপণন ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নেবে।
Source:http://www.prothom-alo.com/technology/

7
সম্প্রতি বাজারে ছাড়া কিছু ল্যাপটপে নিরাপত্তা ত্রুটির কথা জানিয়েছে মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল। গতকাল সোমবার ডেল কিছু মডেলের ল্যাপটপে একটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ত্রুটি থাকায় ডেলের ত্রুটিযুক্ত ল্যাপটপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রি-ইনস্টল বা আগে থেকে ল্যাপটপে থাকা একটি সফটওয়্যার বা প্রোগ্রামের কারণে এই ঝুঁকি দেখা দিতে পারে। এই সফটওয়্যারটি কেবল ব্যক্তিগতভাবে মুছে দেওয়া যায়। সফটওয়্যারটি সরিয়ে না ফেলা হলে হ্যাকারদের পক্ষে সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে সুরক্ষিত বার্তা পড়ে ফেলা ও ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া সম্ভব।
ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এবং ডেলের ওয়েবসাইটের মাধ্যমে এই সার্টিফিকেট বা সফটওয়্যারটি পুরোপুরি সরিয়ে ফেলার নির্দেশনা সরবরাহ করবে। পুরো প্রক্রিয়াটি মধ্যে বেশ কিছু কারিগরি বিষয় যুক্ত আছে।
Source:http://www.prothom-alo.com/technology/

8
 সহজ কিছু কৌশল খাটালে পেনড্রাইভের গতি বাড়িয়ে নেওয়া সম্ভব।
এনটিএএস ফাইল সিস্টেম
পেনড্রাইভের গতি বাড়াতে ফাইল সিস্টেম অবশ্যই এনটিএফএস (নিউ টেকনোলজি ফাইল সিস্টেম) হতে হবে। যদি এনটিএফএস করা না থাকে তাহলে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে ফরম্যাট করুন। তারপর File system থেকে NTFS নির্বাচন করে, Quick Formate থেকে টিক উঠিয়ে দিন এবং Start বাটনে ক্লিক করে পেনড্রাইভটি ফরম্যাট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
দূর করুন ডিস্কের ত্রুটি
ডিস্কের ত্রুটি দূর করতে পেনড্রাইভের ওপর ডান বাটনে ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Tool ট্যাব নির্বাচন করুন। Check বাটনে ক্লিক করে Start বাটনে ক্লিক করুন। এই কাজটি সম্পন্ন হতে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় লাগতে পারে। সময় নির্ভর করবে পেনড্রাইভের খালি জায়গার ওপর।
কিছুদিন পরপর ফরম্যাট
যখন আপনি অনেক দিন ধরে পেনড্রাইভ ব্যবহার করবেন তখন পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতি কমে যায়। আপনি আপনার পেনড্রাইভটি ফরম্যাট করলে আবার আগের গতি ফিরে পাবেন। এই কাজটি মাসে অন্তত একবার করাই ভালো। এ ছাড়া আপনি আপনার ইউএসবি পোটের সংস্করণ হালনাগাদ (২.০ থেকে ৩.০) করে নিলেও আপনার পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতি অনেকটাই বাড়বে।
source:http://www.prothom-alo.com/technology

9
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষ থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত সহজ এবং দীর্ঘমেয়াদি কিস্তিতে ল্যাপটপ কম্পিউটার কেনার সুযোগ দেবে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দিন ও ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, ড্যাফোডিল কম্পিউটার্সের কোম্পানি সচিব মো. মনির হোসেনসহ অনেকে।
Source:http://www.prothom-alo.com/technology

10
য়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) অ্যাড-ব্লক ব্যবহার করেন এমন অনেক ইয়াহু মেইল ব্যবহারকারী সাম্প্রতিক সময়ে ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। বিষয়টি ইয়াহু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে ইয়াহু মেইল ব্যবহার করছেন এমন অনেকেই অভিযোগ করেছেন, মেইল দেখার ক্ষেত্রে অনেকেই একটি বার্তা পাচ্ছেন। সেখানে লেখা আছে ইনবক্স ব্যবহার করতে চাইলে শুরুতে অ্যাড-ব্লকার সফটওয়্যারটি বাদ দিন। অবশ্য ইয়াহু জানিয়েছে, নতুন পণ্য ব্যবহারের অভিজ্ঞতার অংশ হিসেবে কিছু ব্যবহারকারী এ ধরনের সমস্যায় পড়ছেন। এর মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্রের।

অ্যাড-ব্লকিং ফোরামের এক সদস্য জানিয়েছেন, বিষয়টি তাঁরা জেনেছেন। অ্যাড-ব্লক ব্যবহারের ক্ষেত্রে যাতে বাধা দেওয়া না হয়, সে বিষয়টি নিশ্চিত করার দাবিও তাঁদের। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বিজ্ঞাপন বন্ধ করার এমন সফটওয়্যারের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে।
source:http://www.prothom-alo.com/technology

11
The sound of a basketball swooshing through the net from a heavily-contested mid-range jumper you took can feel pretty satisfying. Problem is, most courts you tend to play in haven’t had a net in months, if not years.
Unlike traditional basketball nets, it’s not intended to be left on the rim after a game is done. Instead, it’s designed to be put on when you’re playing and removed once you’re done. That way, you can take your net home just like you take home your luxury leather basketball, so it doesn’t have to be subjected to either the elements or the countless other players who come through the courts.
Source:http://www.coolthings.com/black-net-removable-basketball-portable/

12
অনেক তরুণের আগ্রহের জায়গা ফ্রিল্যান্স আউটসোর্সিং। ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির নানা ধরনের কাজ করে অনেকেই সাফল্য পেয়েছেন। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ সোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দিয়েছে আউটসোর্সিং পুরস্কার ২০১৫। একক, জেলাভিত্তিক ও প্রতিষ্ঠান মিলে ৮৪টি পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কয়েকজন ফ্রিল্যান্সারের কথা তুলে ধরেছেন নুরুন্নবী চৌধুরী এবং রাহিতুল ইসলাম

source:http://www.prothom-alo.com/technology/article

13
উন্নত বিশ্বের শিশুরা যখন ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করছে, তখন আমাদের দেশে সেই পুরোনো পদ্ধতির শিক্ষাব্যবস্থা চালু আছে। বড় ব্যাগ এবং ভারী বইপত্র আর নয়। শিশুদের পড়াশোনা হবে একটি মাত্র ডিজিটাল যন্ত্রে।
Source:http://www.prothom-alo.com/technology/article

14
প্রাথমিক স্তরের উল্লেখযোগ্য সংখ্যক পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ প্রকাশ করে প্রাথমিক শিক্ষাকে আরও অর্থবহ করা হচ্ছে। প্রাথমিক শ্রেণির ৩৪টি বইয়ের মধ্যে ১৭টি বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি হচ্ছে। ইংরেজি বিষয়ের ৫টি বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি করবে সেভ দ্য চিলড্রেন এবং ১২টি করবে ব্র্যাক।
Source:http://www.prothom-alo.com/technology/

15
৮ ডিসেম্বর ঢাকায় হবে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের সম্মেলন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউটে বসবে ফ্রিল্যান্সারদের এ মিলনমেলা। এতে ফ্রিল্যান্সারদের জন্য থাকবে একাধিক কারিগরি অধিবেশন।

পাশাপাশি ফ্রিল্যান্স আউটসোর্সিং খাতে কাজ করছেন—এমন ফ্রিল্যান্সাররা কীভাবে নিজেদের দক্ষতা বাড়াবেন, বিশেষ কৌশল প্রয়োগ করবেন এবং পেশাগত সমস্যার সমাধান করতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে থাকবে আলোচনা।

বিস্তারিত: www.daffodil.ac/freelancer_meet


Source:http://www.prothom-alo.com/technology/

Pages: [1] 2 3 ... 6