Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Business Administration => Topic started by: fahmidaemran on November 07, 2017, 11:26:21 AM

Title: "ব্যাংক সুদের হার ও বিনিয়োগ একে অপরের বিপরীত "
Post by: fahmidaemran on November 07, 2017, 11:26:21 AM
"ব্যাংক সুদের হার ও বিনিয়োগ একে অপরের বিপরীত "

উপরের কথা টার সাথে হয়ত অনেকেই পরিচিত। আবার অনেকেই পরিচিত নয়।
তবে যারা পরিচিত তারা অনেক সময় কনফিউশনে থাকেন যে ব্যাংক সুদের হারের সাথে বিনিয়োগ এর কি সম্পর্ক?

কথা টা বোঝার আগে আমাদের জানতে হবে,
কি রকম ব্যাংক সুদর কথা এখানে বলা হয়েছে।
এখানে বলা হয়েছে, ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক যে হারে সুদ প্রদান করে।
যেমন, আপনি ব্যাংকে কিছু টাকা রাখলেন সেই টাকার উপর ব্যাংক নির্দিষ্ট হারে একটা সুদ প্রদান করবে। এই সুধের হার কমা বাড়াও করতে পারে সময় অনুসারে।

বিনিয়োগ বলতে কি বুঝায় তা সবাই জানি তার পরেও বলি। আমাদের হাতে যদি টাকা জমা থাকে তাহলে সেই টাকা আমরা নিশ্চয় অলস বসিয়ে না রেখে কোন ব্যবসায় বা শেয়ার বাজের বিনিয়োগ করব।

এখন আসি উপরের কথাটায়।

আচ্ছা ধরেন,
আপনার কাছে ১০০০০০ টাকা আছে। এখন এই টাকা ইচ্ছা করলে আপনি ব্যাংকে জমা রাখতে পারেন আবার অন্য কোন ব্যবসায় এ বিনিয়োগ করতে পারেন বা শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারেন।

আপনি যদি ব্যাংকে জমা রাখেন তাহলে আপনি ব্যাংক থেকে সুদ পাবেন। অপর দিকে যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে মুনাফা পাবেন।

এখন কথা হল আপনি কোথায় টাকা টা দিবেন।
মনে করুন, আপনি যদি ব্যাংকে টাকাটা জমা রাখেন, আর ব্যাংক আপনাকে ১০% হারে সুদ দেবে। তাহলে আপনার আয় হবে ১০০০০ টাকা।

অপর দিকে যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে লাভ পাবেন ৮০০০ টাকা। তার মানে লাভ হচ্ছে ৮% হারে।

তাহলে আপনি নিশ্চয় টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ না করে ব্যাংকে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে ব্যাংক সুদের হার এখানে বেশি শেয়ার বাজারের লাভের হারের তুলুনায়। তার কারণে কি হল। শেয়ার বাজারে বিনিয়োগ এর পরিমান কমে যাবে।

আবার কিছু দিন পরে দেখা গেল, ব্যাংক এর জমার পরিমান বেড়ে যাওয়ায় ব্যাংক সুদের হার কমিয়ে দিল, ১০% থেকে ৬% এ। তখন আপনার ব্যাংক সুদে আয় হবে ৬০০০ টাকা অপর দিকে শেয়ার বাজার থেকে হতে পারে ৮০০০ টাকা।

এবার আপনি নিশ্চয় ব্যাংকে জমা না রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। তার মানে ব্যাংক সুদের হার কমার সাথে শেয়ার বাজারে বিনিয়োগ বেড়ে যাবে।

তাই বলা হয়ে থাকে,
ব্যাংক সুদের হার ও বিনিয়োগের পরিমান একে অপরের বিপরীত।

Source: https://www.facebook.com/AccountingArea/posts/210038909534868