Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Mashud

Pages: 1 2 [3] 4
31
বাংলাদেশ আগামী বছর চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সদ্য প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
ইউএসডিএ বলছে, আগামী ২০১৬ সালের জুলাই পর্যন্ত বিশ্ববাজার থেকে বাংলাদেশ মোট ৫৭ লাখ ৫০ হাজার বেল তুলা আমদানি করবে, যা ২০১৫ সালের চেয়ে সাড়ে ৬ শতাংশ বেশি। একই সময়ে চীনের তুলা আমদানির পরিমাণ দাঁড়াবে ৫৫ লাখ বেল।
পোশাক খাতের ক্রমাগত প্রবৃদ্ধিই বাংলাদেশের তুলা আমদানির চাহিদা বৃদ্ধির মূল কারণ হিসেবে ইউএসডিএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে তুলা আমদানি বেড়ে দ্বিগুণ হয়েছে।
তৈরি পোশাক রপ্তানিতে ২০০৯ সাল থেকেই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।
চীনের তুলা আমদানি কমার কয়েকটি কারণও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সারা বিশ্বে তুলার মজুত বর্তমানে ১০ কোটি ৪৪ লাখ বেল। এ মজুতের সিংহভাগের মালিক চীন, যা দেশটির আমদানি কমার মূল কারণ। এ ছাড়া তৈরি পোশাক খাতে চীনা শ্রমিকদের অতিরিক্ত মজুরি বৃদ্ধি তুলার চাহিদা আরও কমিয়ে দিয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, গ্যাস–বিদ্যুতের সরবরাহ বাড়লে দেশে তুলার চাহিদা আরও বাড়বে।

32
ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহ ও তার রাসূল (সা.) যে সব কাজ করতে নিষেধ করেছেন এবং সে সব কাজের জন্য শাস্তির বিধান অথবা আল্লাহর অসন্তুষ্টি কিংবা রাগের কথা ঘোষণা রয়েছে, সেসবই গোনাহ বা পাপের কাজ।

গোনাহ দু’ভাগে বিভক্ত- প্রথমত কবিরা গোনাহ; দ্বিতীয়ত সগিরা গোনাহ। অভিজ্ঞ আলেমদের অভিমত হলো- গোনাহে জড়িয়ে পড়লে নিম্নলিখিত পার্থিব ক্ষতিসমূহ ভোগ করতে হয়-

১. গোনাহ করার দ্বারা দুনিয়ার মোহ বৃদ্ধি পায় এবং আখেরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়।

২. গোনাহ করার ফলে প্রতিটি গোনাহের জন্য অন্তরে একটি দাগ পড়ে। যা তওবা ছাড়া মুছে না। তওবা না করলে ধীরে ধীরে এ দাগ বাড়তে থাকে। অবস্থা এমন হয় যে, তখন ন্যায় উপলব্ধিকরণের অনুভূতি পর্যন্ত লোপ পেয়ে যায়।

৩. গোনাহ করার দ্বারা আল্লাহতায়ালার অভিশাপ নেমে আসে।

৪. গোনাহ করার ফলে রুজি-রোজগারের বরকত কমে যায়।

৫. গোনাহের দ্বারা অনেক সময় নেক আমলও আল্লাহতায়ালা কবুল করেন না, তা বৃথা হয়ে যায়।

৬. গোনাহ করার দ্বারা অন্তর কঠিন হয়ে যায় এবং ঈমানের পূর্ণতা হ্রাস পায়।

৭. নির্লজ্জ কাজ-কর্মে বিভিন্ন কঠিন রোগের আবির্ভাব ঘটে।

৮. জাকাত আদায় না করলে অনাবৃষ্টি দেখা দেয়।

৯. অবিচার ও ওয়াদা ভঙ্গ করলে শত্রুকে বিজয়ী করে দেওয়া হয়।

১০. মাপে কম দেওয়ার ফলে অনাবৃষ্টি, অভাব অনটন দেখা দেয় এবং বিচারক কর্তৃক জুলুমের শিকার হতে হয়।

১১. খেয়ানত করার দ্বারা শত্রুর আতঙ্ক মানুষকে ভীত-সন্ত্রস্ত করে রাখে।

১২. দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ ও মৃত্যুর ব্যাপারে উদাসীনতার দ্বারা শত্রুর মন থেকে ভয়-ভীতি দূর করে দেওয়া হয়।

১৩. গোনাহের কারণে উপকারী জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হতে হয়।

১৪. গোনাহের কারণে মানুষের আয়ু কমে যায় এবং তওবা করার সুযোগ হয় না।

১৫. একজনের গোনাহের জন্য অন্যান্য লোক এমনকি জীবজন্তুকেও কষ্টে পতিত হতে হয়। এর ফলে গোনাহকারী তাদের অভিশাপ পায়।

১৬. হজরত রাসূলুল্লাহ (সা.)-এর পক্ষ হতে গোনাহগারের প্রতি অভিশাপ দেওয়া হয়।

[প্রিয় পাঠক বাংলানিউজের আয়োজনে গ্রামীণ ফোন থেকে আপনি পেতে পারেন বিভিন্ন ধরনের ইসলামী তথ্যসেবা। আজ রয়েছে অভিশপ্ত শয়তান প্রসঙ্গে আলোচনা। আপনি চাইলেই তা শুনে নিতে পারেন। এ জন্য গ্রামীণ ফোনের যেকোনো নম্বর থেকে ডায়াল করতে হবে ৮৮৭৭ নম্বরটি। আপনি সাবস্ক্রাইব করে দিনভর শুনতে পারেন এই আয়োজন। সঙ্গে রয়েছে সবশেষ নিউজ আপডেট, রাশিফল, ট্রাফিক আপডেটও। আর সারাদিনের সব তথ্যের জন্য খরচ মাত্র ১ টাকা। এখনই সাবস্ক্রাইব করতে ডায়াল করুন ৮৮৭৭।]

১৭. গোনাহের ফলে ফেরেশতাদের নেক দোয়া হতে বঞ্চিত হতে হয়। অনেক সময় গোনাহের কারণে ফেরেশতা থেকে শুরু করে আসমান ও পৃথিবীর সমুদয় কিছু তাকে অভিশাপ দিতে থাকে।

১৮. গোনাহের কারণে মানুষের লজ্জা-শরম কমে যায়।

১৯. গোনাহের দ্বারা আল্লাহতায়ালার স্মরণ থেকে দিল গাফেল থাকে।

২০. গোনাহর দরুন আল্লাহতায়ালার নিয়ামত ক্রমশঃ হ্রাস পেতে থাকে।

২১. গোনাহের ফলে নানা রকম বালা-মসিবতে পড়ে অন্তরে পেরেশানি স্থায়ী হয়ে যায়।

২২. শয়তান গোনাহকারীর ওপর প্রভাব বিস্তার করে তাকে ঈমানহারা করে ফেলে।

২৩. গোনাহ করতে করতে গোনাহের প্রতি ঘৃণার ভাব থাকে না, বরং ভালো বোধ হয়। তখন তা ঈমানহারা হওয়ার কারণ হতে পারে। প্রত্যেক মুসলমানের জানা দরকার, কবরস্থানে যেতে হবে, সব ধন-সম্পত্তি রেখে যেতে হবে।

২৪. মৃত্যুকালে গোনাহগারের মুখ থেকে কালেমা বের হয় না।

২৫. গোনাহগারদের অনেক সময় তওবা নসিব হয় না। যদ্দরুন বিনা তওবায় কবরে যেতে হয়। যার পরিণাম হয় খুব ভয়াবহ।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায় যে, মানব সমাজে অশান্তির মূল কারণ হলো, ঢালাওভাবে গোনাহের সঙ্গে। বস্তুত দুনিয়া ও আখেরাতে শান্তি ও সফলতা পেতে হলে, অবশ্যই গোনাহ থেকে বেঁচে থাকতে হবে। যা প্রত্যেক মুসলমানের একান্ত দায়িত্ব।

33
দু’দিনের সরকারি সফরে ১৬ আগস্ট রোববার আবুধাবি পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই মোদি আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে যান। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটি ঘুরে ঘুরে দেখেন মোদি। মসজিদ পরিদর্শনে গিয়ে মোদি তার স্বভাসুলভ ভঙ্গিমায় সেলফিও তুলেন। পরে সেটা টুইটারে পোস্ট করেন।

শেখ জায়েদ মসজিদ পরিদর্শনের মাধ্যমে মোদি প্রথমবারের মতো কোনো মসজিদে পরিদর্শন করলেন। মসজিদ পরিদর্শন করতে যেয়ে মসজিদের নির্মাণশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ও মসজিদ নির্মাণের ভূয়সি প্রশংসা করে আরব আমিরাত সরকারকে মোবারকবাদ জানান।

রোববার আবুধাবি পৌঁছালে মোদিকে প্রথাভেঙে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ অাল নাহিয়ান ও তার পাঁচ ভাই। দীর্ঘ ৩৪ বছর পর কোনো ভারতী প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন।আরব আমিরাতের রাজধানী আবুধারিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদটি বিশ্বের বড় ১০টি মসজিদের মধ্যে অন্যতম। মসজিদটিকে দেশটির সর্বাধুনিক স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা মনে করা হয়। এছাড়া মসজিদটি আরব আমিরাতেরও সবচেয়ে বড় ও অপরূপ সুন্দর মসজিদ হিসেবে গণ্য করা হয়।

মসজিদের পাশেই রয়েছে আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কবর। সেখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত চলতে থাকে।

মসজিদটি এক নজর দেখতে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীদের পদভারে মুখরিত থাকে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ আবুধবিতে রাষ্ট্রীয় সফরে গেলে বিখ্যাত এ মসজিদটি প্রথম পরিদর্শন করেন।

34
বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় সোয়া লাখ সাহাবি হজব্রত পালন করেছেন। কিন্তু মক্কা-মদিনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অল্প সংখ্যক সাহাবিরই কবর খুঁজে পাওয়া যায়। কারণ বিদায় হজের বাণী মোতাবেক সাহাবিরা পৃথিবীর নানাপ্রান্তে ছড়িয়ে পড়েন ইসলামের দাওয়াত নিয়ে। ফলে ওইসব দেশেই তাদের মৃত্যু হয়। আর এ কারণেই বহু সাহাবির কবর ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যেমন—

হজরত উকবা ইবনে নাফে (রা.) -এর কবর আলজেরিয়ায়।
হজরত আবুল বাকা আনসারী (রা.)-এর কবর তিউনিসে।
হজরত রুয়াইফা আনসারী (রা.)-এর কবর লিবিয়ায়।
হজরত আবদুর রহমান (রা.)-এর কবর উত্তর আফ্রিকায়
হজরত মাবাদ ইবনে আব্বাস (রা.)-এর কবর উত্তর আফ্রিকায়।

হজরত আবু রাফে (রা.)-এর কবর খোরাসানে।
হজরত আবদুর রহমান ইবনে সামুরা রাহ.-এর কবর খোরাসানে।
হজরত আবু আইউব আনসারী (রা.)-এর কবর ইস্তাম্বুলে।
হজরত আবু তালহা আনসারী (রা.)-এর কবর বোহায়রা রোমে।
হজরত ফযল ইবনে আব্বাস (রা.)-এর কবর সিরিয়ায়

হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর কবর হিমসে।
হজরত বিলাল হাবশী (রা.)-এর কবর দামেশকে।
হজরত আবুদ্দারদা (রা.)-এর কবর জর্ডানে।
হজরত জাফর ইবনে আবী তালিব (রা.)-এর কবর মোতায়।
হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা (রা.)-এর কবর জর্ডান নদীর পাশে।

হজরত মুআয ইবনে জাবাল (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
হজরত যিরার ইবনুল আযওয়ার (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
হজরত উবাদা ইবনুছ ছামেত (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
হজরত আবু যামআহ (রা.)-এর কবর তিউনিসে।
হজরত কুছাম ইবনে আব্বাস (রা.)-এর কবর সমরকন্দে।
হজরত আমর ইবনে মাদিকরিব (রা.)-এর কবর নেহাওয়ান্দে।

৫০ হিজরিতে হজরত মুহাম্মদ ইবনে আবি সগরা (রা.) কাবুলের রাস্তা হয়ে পেশাওয়ার এবং পেশাওয়ার থেকে লাহোর হয়ে কেলাত পর্যন্ত পৌঁছেছিলেন। কেলাতের পাহাড়ে আজও সাতজন সাহাবি ও তাবেয়ির কবর আছে।

এ তালিকা থেকে বোঝা যায়, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবিগণ দ্বীনের ডাকে আপন ভূমি থেকে দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়েছিলেন। ইসলামের পথে ঘরবাড়ি ছেড়ে নিজেদের উৎসর্গ করেছিলেন। রাজিয়াল্লাহু আনহুম।
Ref: http://www.banglanews24.com/fullnews/bn/418611.html

35
Textile Engineering / APPLICATIONS OF TENCEL FIBER
« on: August 20, 2015, 03:54:14 PM »
Professional business wear.
Leotards
Hosiery
Casual wear
Upholstery
Window-treatment fabrics
Filters
Printers’ blankets
Specialty papers
Medical dressings
Conveyer belts for strength & softness
Botanic Tencel bed

36
Textile Engineering / properties of Tencel fiber
« on: August 20, 2015, 03:52:53 PM »
Soft, strong, absorbent , lightweight, breathable, comfortable
Fibrillated during wet processing to produce special textures
It has high wet and dry strength, it is stronger than Cotton and Wool.
Wrinkle resistant
Very versatile fabric, dye able to vibrant colours, with a variety of effects and textures.
Can be hand washable
Simulates silk, suede, or leather touch
Good drapability
Biodegradable
Fine yarn counts can be spun
Resistant to sunlight , abrasion and aging
Hand feel is similar to rayon

37
Textile Engineering / Raw Material for Tencel fibre
« on: August 20, 2015, 03:50:48 PM »
Cellulose
Most abundant natural resource on earth.
It is obtained form wood pulp.
Trees like Eucalyptus , bamboo and pine tree are used.
Eucalyptus is primarily used to produce the Tencel fibre.

38
Textile Engineering / Best way to negotiate an enviable salary
« on: August 18, 2015, 05:49:04 PM »
While negotiating salary or sealing a major deal, expressing sadness during negotiations can turn the scale in your favour, suggests a new study.

People who show sadness during negotiations can gain concessions when it elicits empathy from others, the findings showed.

We know that emotions play a role in negotiations, especially because there is a lot at stake both professionally and personally, said one of the researchers Shirli Kopelman, an assistant professor of management and organizations at the University of Michigan in the US.

It turns out that sadness is expressed more often than one might imagine at work, and is important because it produces reactions of empathy, Kopelman noted.

Sadness may be communicated in words and doesn't necessitate crying.

For example, one may say, What you are saying makes me sad, or I feel sorrow about the way things are going.

The key is that for it to have an impact on the negotiation, the recipients must have a reason to experience concern for the one who expresses sadness, the study said.

A series of experiments involving face-to-face interactions showed how the phenomenon works.

Sadness increased concessions when people on the other side viewed the sad negotiator as having less power, or thought they would be involved with them in the future.

Recipients who viewed the relationship with the person showing sadness as collaborative were also more likely to cede some ground in the negotiation.

Our experiments showed that expressing sadness increased value claiming in negotiations, but only when the relationship provided reasons to experience concern for the expresser, Kopelman said.

Ref:Source: Times of India

39
বই পড়তে কম-বেশি সবাই ভালোবাসে। আমরা অনেক ধরনের, অনেক আকারের বই পড়ি। কিন্তু বই কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে পড়ি?

না, বই এত ছোট হয় না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এত ছোট বইও কিন্তু রয়েছে। সেই বইটা পড়তে হয় স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে। গিনেস বুক অব ওয়ার্ল্ড’স রেকর্ডসে স্থান করে নেওয়া পৃথিবীর সবচেয়ে ছোট বইটির দৈর্ঘ্য ও প্রস্থ মাত্র ১০০ মাইক্রোমিটার ও ৭০ মাইক্রোমিটার।

বইটি কিন্তু আবার ছোটদের একটি বইয়ের ক্ষুদ্রতম সংস্করণ। নাম ‘টিনি টেড ফ্রম টার্নিপ টাউন (Teeny Ted from Turnip Town)।’ বইয়ের লেখক ম্যালকম ডগলাস চ্যাপলিন।

এ বইটির লেখাগুলো ক্রিস্টালের সিলিকন পৃষ্ঠার উপরে আয়ন বিমের সাহায্যে খোদাই করা হয়েছে।

আর বইটির মূল্য কত জানো? ১৫ হাজার ডলার! যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ।

Ref: http://www.banglanews24.com/fullnews/bn/411937.html

40
বিড়াল, বাঘ, হরিণ, সিংহসহ বিভিন্ন প্রাণীর চোখ ‍অন্ধকারে জ্বলতে দেখা যায়। কিন্তু কেন জ্বলে জানো?

গবেষণায় জানা যায়, ‌যেসব প্রাণীর চোখ অন্ধকারে জ্বলে, তাদের অক্ষিপটের উপর লুমিনাস ট্যাপেটাম নামে একধরনের স্ফটিক উপাদান থাকে। এ থেকে আলো প্রতিম্বিত হয়ে জ্বলজ্বল করে।

রাতের ‍আলো যত কমই হোক না কেন এদের চোখের উপর পড়ে তা চকচক করে। আর অন্ধকারে এরা সব স্পষ্ট দেখতে পায় বলে এদের বলা হয় নিশাচর প্রাণী।

তবে সব প্রাণীর চোখ থেকে কিন্তু একই রঙের আলো বিচ্ছুরিত হয় না। দেখা যায়, যাদের চোখের অক্ষিপটে রক্ত বেশি থাকে তাদের চোখ ইটভাটার আগুনের মতো জ্বলে। আর যাদের কম তাদের চোখ জ্বলে অনেকটা হলদেটে আভায়।
Ref: http://www.banglanews24.com/fullnews/bn/412340.html

41
Science and Information / Natural fibre
« on: September 28, 2013, 11:38:03 AM »
natural fibre, any hairlike raw material directly obtainable from an animal, vegetable, or mineral source and convertible into nonwoven fabrics such as felt or paper or, after spinning into yarns, into woven cloth. A natural fibre may be further defined as an agglomeration of cells in which the diameter is negligible in comparison with the length. Although nature abounds in fibrous materials, especially cellulosic types such as cotton, wood, grains, and straw, only a small number can be used for textile products or other industrial purposes. Apart from economic considerations, the usefulness of a fibre for commercial purposes is determined by such properties as length, strength, pliability, elasticity, abrasion resistance, absorbency, and various surface properties. Most textile fibres are slender, flexible, and relatively strong. They are elastic in that they stretch when put under tension and then partially or completely return to their original length when the tension is removed.     
         History The use of natural fibres for textile materials began before recorded history. The oldest indication of fibre use is probably the discovery of flax and wool fabrics at excavation sites of the Swiss lake dwellers (7th and 6th centuries bc). Several vegetable fibres were also used by prehistoric peoples. Hemp, presumably the oldest cultivated fibre plant, originated in Southeast Asia, then spread to China, where reports of cultivation date to 4500 bc. The art of weaving and spinning linen was already well developed in Egypt by 3400 bc, indicating that flax was cultivated sometime before that date. Reports of the spinning of cotton in India date back to 3000 bc. The manufacture of silk and silk products originated in the highly developed Chinese culture; the invention and development of sericulture (cultivation of silkworms for raw-silk production) and of methods to spin silk date from 2640 bc.
    With improved transportation and communication, highly localized skills and arts connected with textile manufacture spread to other countries and were adapted to local needs and capabilities. New fibre plants were also discovered and their use explored. In the 18th and 19th centuries, the Industrial Revolution encouraged the further invention of machines for use in processing various natural fibres, resulting in a tremendous upsurge in fibre production. The introduction of regenerated cellulosic fibres (fibres formed of cellulose material that has been dissolved, purified, and extruded), such as rayon, followed by the invention of completely synthetic fibres, such as nylon, challenged the monopoly of natural fibres for textile and industrial use. A variety of synthetic fibres having specific desirable properties began to penetrate and dominate markets previously monopolized by natural fibres. Recognition of the competitive threat from synthetic fibres resulted in intensive research directed toward the breeding of new and better strains of natural-fibre sources with higher yields, improved production and processing methods, and modification of fibre yarn or fabric properties. The considerable improvements achieved have permitted increased total production, although natural fibres’ actual share of the market has decreased with the influx of the cheaper, synthetic fibres requiring fewer man-hours for production.
       Classification and properties Natural fibres can be classified according to their origin. The vegetable, or cellulose-base, class includes such important fibres as cotton, flax, and jute; the animal, or protein-base, fibres include wool, mohair, and silk; an important fibre in the mineral class is asbestos.
    The vegetable fibres can be divided into smaller groups, based on their origin within the plant. Cotton, kapok, and coir are examples of fibres originating as hairs borne on the seeds or inner walls of the fruit, where each fibre consists of a single, long, narrow cell. Flax, hemp, jute, and ramie are bast fibres, occurring in the inner bast tissue of certain plant stems and made up of overlapping cells. Abaca, henequen, and sisal are fibres occurring as part of the fibrovascular system of the leaves. Chemically, all vegetable fibres consist mainly of cellulose, although they also contain varying amounts of such substances as hemicellulose, lignin, pectins, and waxes that must be removed or reduced by processing. The animal fibres consist exclusively of proteins and, with the exception of silk, constitute the fur or hair that serves as the protective epidermal covering of animals. Silk filaments are extruded by the larvae of moths and are used to spin their cocoons.

    42
    Environmental Science and Disaster Management / Types of gear
    « on: June 06, 2013, 01:56:00 PM »
    1) Spur Gear-Parallel and co-planer shafts connected by gears are called spur gears. The arrangement is called spur gearing.

    Spur gears have straight teeth and are parallel to the axis of the wheel. Spur gears are the most common type of gears. The advantages of spur gears are their simplicity in design, economy of manufacture and maintenance, and absence of end thrust. They impose only radial loads on the bearings.

    Spur gears are known as slow speed gears. If noise is not a serious design problem, spur gears can be used at almost any speed.


    2)     Helical Gear-Helical gears have their teeth inclined to the axis of the shafts in the form of a helix, hence the name helical gears.

    These gears are usually thought of as high speed gears. Helical gears can take higher loads than similarly sized spur gears. The motion of helical gears is smoother and quieter than the motion of spur gears.

    Single helical gears impose both radial loads and thrust loads on their bearings and so require the use of thrust bearings. The angle of the helix on both the gear and the must be same in magnitude but opposite in direction, i.e., a right hand pinion meshes with a left hand gear.

    3)   Herringbone Gear - Herringbone gears resemble two helical gears that have been placed side by side. They are often referred to as "double helicals". In the double helical gears arrangement, the thrusts are counter-balanced. In such double helical gears there is no thrust loading on the bearings.

    4)  Bevel/Miter Gear-Intersecting but coplanar shafts connected by gears are called bevel gears. This arrangement is known as bevel gearing. Straight bevel gears can be used on shafts at any angle, but right angle is the most common. Bevel Gears have conical blanks. The teeth of straight bevel gears are tapered in both thickness and tooth height.

    Spiral Bevel gears: In these Spiral Bevel gears, the teeth are oblique. Spiral Bevel gears are quieter and can take up more load as compared to straight bevel gears.

    Zero Bevel gear: Zero Bevel gears are similar to straight bevel gears, but their teeth are curved lengthwise. These curved teeth of zero bevel gears are arranged in a manner that the effective spiral angle is zero.

    5)      Worm Gear- Worm gears are used to transmit power at 90° and where high reductions are required. The axes of worm gears shafts cross in space. The shafts of worm gears lie in parallel planes and may be skewed at any angle between zero and a right angle.In worm gears, one gear has screw threads. Due to this, worm gears are quiet, vibration free and give a smooth output.Worm gears and worm gear shafts are almost invariably at right angles.

    6)      Rack and Pinion- A rack is a toothed bar or rod that can be thought of as a sector gear with an infinitely large radius of curvature. Torque can be converted to linear force by meshing a rack with a pinion: the pinion turns; the rack moves in a straight line. Such a mechanism is used in automobiles to convert the rotation of the steering wheel into the left-to-right motion of the tie rod(s). Racks also feature in the theory of gear geometry, where, for instance, the tooth shape of an interchangeable set of gears may be specified for the rack (infinite radius), and the tooth shapes for gears of particular actual radii then derived from that. The rack and pinion gear type is employed in a rack railway.

    7)      Internal & External Gear- An external gear is one with the teeth formed on the outer surface of a cylinder or cone. Conversely, an internal gear is one with the teeth formed on the inner surface of a cylinder or cone. For bevel gears, an internal gear is one with the pitch angle exceeding 90 degrees. Internal gears do not cause direction reversal.

    8)      Face Gears- Face gears transmit power at (usually) right angles in a circular motion. Face gears are not very common in industrial application.

    9)      Sprockets-Sprockets are used to run chains or belts. They are typically used in conveyor systems.

    Gears may also be classified according to the position of axis of shaft:
    a.Parallel
      1.Spur Gear
      2.Helical Gear
      3.Rack and Pinion
    b. Intersecting
      Bevel Gear
    c. Non-intersecting and Non-parallel
      worm and worm gears

    43


    In ring spinning process, there are some critical success factors which directly effect on yarn quality and profitability of the plant.

      Strength of Yarn

        If there is need to reduce the defects and improve quality of yarn, strength of yarn is so important that without it we can’t take best results in the next process. Strength of yarn depends on twist of yarn, as the twist increases the strength is also increases up to a certain limit.

        CV of Yarn

        From customer’s point of view, CV of count is very important and it’s difficult to achieve and maintain in the ring spinning process. CV of yarn is the variation of different parameters like,strength, count etc.


    44


    Ring spinning process is a very critical process in the whole plant and it has also the direct relation to production of plant. It’s difficult to manage it and lot of problems occurs during process.Following are some production, mechanical and electric problems here.

        Most of operators don’t know about how to handle the machine.
        Due to lack of training of employees, they can create problems when they work in the department like problems of material handling, wrong traveler and bobbin color.
        Ends down is the major problems in ring machine and it cause an efficiency and production loss.
        Due to lack of training of maintenance staff, mechanical fault is creating a problem and loss of
    mechanical parts, efficiency and production of plant.
        Improper maintenance is also creating problems related to maintenance and electric fault during running of machine.
        Electric problems are also occurred due to lack of electric staff and they are unable to take corrective and preventive action against any fault.
        Some faults are occurred due to manufacturer of machine like software problem,communication problem and load capacity problems.

             
     

    45
    Science and Information / Visa and Types
    « on: August 01, 2012, 02:21:19 PM »
     Certificate issued or a stamp marked (on the applicant's passport) by the immigration authorities of a country to indicate that the applicant's credentials have been verified and he or she has been granted permission to enter the country for a temporary stay within a specified period. This permission, however, is provisional and subject to the approval of the immigration officer at the entry point. The common types of visas include: (1) Single entry visa: valid only for one visit. (2) Multiple entry visa: allows any number of visits within its validity period. (3) Business visa: for a short visit to conduct discussions, negotiations, and/or presentations, but not to take up employment. (4) Tourist visa: allows freedom to move around the country and briefly cross its frontiers to another country and return. (5) Residence visa: allows an extended stay but does not grant permission to take up employment. (6) Work visa: gives the permission to stay and take up employment, for a specific job and only for a limited period. Called also work permit. (7) Electronic visa: permission recorded in a computer instead of being issued as a certificate or stamp.
     

    Pages: 1 2 [3] 4