Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - ariful892

Pages: 1 2 [3] 4 5 ... 44
33
Demo Link: app.ecure24.com
Username: demo
Password: demo
Contact: 01811458825
[/size]

eCURE (Hospital Management Software) is a comprehensive suite of health care applications designed to provide a complete solution for managing hospitals, clinics, pharmacies and medical group practices. It integrates the entire resources of a hospital into one integrated software application.

Modules of eCure:

1.   Patient Registration, Admission and Enquiry Management
2.   OPD Ticketing System
3.   Diagnostic Center Management System
4.   Payment Collection & Refund Management
5.   Pharmacy Management System
6.   Spectacles Store Management System
7.   Payroll
8.   Financial Accounts


Why eCURE best?

   Hospital & treatment information at one click
   Timely treatment decisions
   Sharing data between the healthcare specialists
   Patient’s history at one place and in a click
   Get access from anywhere
   Saves time & money
   Diagnosis research
   Medical tests reporting
   Cabin, Bed allocation
   Indoor & Outdoor patient management
   Online patient access
   Less HR but smart performance
   Complete Treatment history at your smart device
   Analyze the Operational, Clinical and Financial Performance

34
Software Industry in Bangladesh / Business ERP of Daffodil Software Ltd.
« on: November 11, 2017, 10:44:58 AM »
Demo Link: erp.businesserp.biz/ontest
Username: demo
Password: demo
Contact: 01811458825

Business ERP Software: This software is a fascinating kind of business solutions for those, who emphasize on peace of mind, as well as want to adopt technological acceleration. The software is designed with a focus to address the need for any kinds of business. By this solution, you can connect your departments, branches, customers, suppliers, agents under a central system.

Followings are the module of this Software:

A.   Financial Accounting Module

a.   Chart of Accounts
•   Assets
I.   Current Assets
II.   Non-Current Assets
•   Liability
I.   Equity
II.   Non-Current Liability
III.   Current Liability
•   Income
I.   Direct Income
II.   Indirect Income
•   Expenses
I.   Direct Expenses
II.   Indirect Expenses
b.   Journal Voucher
c.   Payment (Dr) Voucher
•   Cash Payment
•   Bank Payment
d.   Receive (Cr) Voucher
•   Cash Received
•   Bank Received
e.   Voucher Posting
f.   Accounts Opening Balance
•   Assets
•   Liability
g.   Accounts Report
•   Balance Sheet
•   Trial Balance
•   Accounts Ledger
•   Receipt and Payment
•   Income and Expenses
•   Income Statement
•   Supplier Ledger
•   Received and Payment
h.   Money Receipt Pending List
i.   Client Ledger
j.   Budget
k.   Year End Process
l.   GL Mapping
m.   Purchase Payment Posting
n.   Voucher With Multiple Client

B.   Purchase Management

a.   Purchase Requisition
b.   Pending List
c.   Approve List
d.   Purchase Order
e.   Bill Prepare
f.   Payment
g.   Purchase Report

C.   Inventory Management

a.   Item Info
b.   Item Receive
c.   Inventory Report
d.   Branch Transfer Requisition
e.   Item Issue
f.   Lost Info
g.   Damage Info
h.   Pending List
i.   Approve List
j.   Item OB
k.   Reproduction Approval
l.   Item Requisition
m.   Item Requisition Issue

D.   Payroll Management

a.   Allowance Or Deduction
b.   Bonus
c.   Pay Scale Setup
d.   Payroll Configuration for Employee
e.   Salary Setup
f.   Generate Salary Sheet
g.   Disbursement And Printout
h.   Pay Slip
i.   Pay Slip Pending and Approve list

E.   Sales
a.   Sales Order
b.   Sales Info
c.   Sales Return
d.   Sales Report
e.   Exchange
f.   Money Receipt
g.   Sales Approve Pending List
h.   Modify Sales Price
i.   Sales Price List with Stock
j.   Perform POS Batch Process
k.   Sales Installment

F.   Reports
a.   Purchase
b.   Inventory
c.   Accounts
d.   Sales
e.   Client Ledger


35
Software Industry in Bangladesh / Smart Edu ERP of Daffodil Software Ltd.
« on: November 11, 2017, 10:37:26 AM »
Demo Software:

Link: school.businesserp.biz
Username: demo
Password: demo
Contact: 01811458825
[/size]

Online Smart Edu ERP is a solution considering the current ICT trend, worldwide digital advancement and complex management architecture. We offer you a Management solution which is a blessing to those smart leaders who run their schools, colleges, universities, and institutions digitally to ensure smart education with Automation. This lucrative and customizable web-based Software Solutions can be handled by anyone with basic IT knowledge and it generates essential reports at any time from anywhere in the world.
 
Education Solution Modules:
1.   Academic Module:

i.   Education Board Information
ii.   Board Program Information
iii.   Class Information
iv.   Subject Information
v.   Session Information
vi.   Section Information
vii.   Curriculum Information
viii.   Subject Curriculum Mapping
ix.   Batch Information
x.   Teacher Assign
xi.   Class Routine (Teacher wise & Total semester wise)

2.   Student Portal

i.   Students Personal Information
ii.   Previous Degree/Study
iii.   Parents Information
iv.   Guardian Information
v.   Health Information
vi.   Reference
vii.   Documents List
viii.   Students Feedback
ix.   Online Students Account

3.   Exam & Result Module

i.   Marks Head Setup
ii.   Marks Distribution
iii.   Marks Entry
iv.   Grade Sheet

4.   Teacher’s Portal

i.   Teacher’s Personal Profile
ii.   Marks Entry
iii.   Class attendance

5.   Students Payment System

i.   Payment Head
ii.   Payment Head Setup
iii.   Tuition Waiver
iv.   Payment Collection
v.   Payment Lock
vi.   Daily Collection Report (Date wise)
vii.   Payment Collection Report
viii.   Payment Head wise Collection Report
ix.   Transfer Payment Report
x.   Transport payment Due List
xi.   Dues List

6.   Admission/Re-admission Module

i.   Admission
ii.   Re-admission

7.   Financial Accounting Module

a.   Chart of Accounts
b.   Journal Voucher
c.   Payment (Dr) Voucher
d.   Receive (Cr) Voucher
e.   Voucher Posting
f.   Accounts Opening Balance
g.   Accounts Report


36
Software Industry in Bangladesh / Daffodil Software Limited
« on: November 11, 2017, 10:32:59 AM »
Daffodil Software Ltd. (DSL) is the brainchild of Daffodil Group to fulfill the exact demand of application software for existing and potential market and to accomplish the Corporate Sector needs. Clients from home and abroad are gaining business value from our products and services. DSL is run by an expert management team who are certified by International Software Testing Qualifications Board (ISTQB), posse’s considerable training and expertise in the relevant field and have powerful strategic alliances with secured market positioning. DSL have developed Capability Maturity Model Integration (CMMI), Level-3 processes, guidelines and quality manual for software development. 

Daffodil clients really appreciate our passion for doing whatever is necessary to keep their businesses strong and agile. We pay effort in three sectors- software supply, software lifecycle management and infrastructure solutions. We strive to deliver technical support, information and problem-solving advice of real value to our clients. DSL also offers project consultancy, system integration, application services, software support, data entry and call center solution to all level of customers.

Daffodil Software Ltd. (DSL) is a multidisciplinary Software/web development and IT Consultancy Company with the specific focus on utilizing client-server technology and the Internet.

DSL uses state-of-the-art technology to impart fast, user- friendly, easy and comprehensive solutions that satisfy the clients. DSL was formed to specifically address the growing Enterprise Resource Planning Software market.

The business environment has changed more in the last five years than it did over the previous five decades. The pace of change continues to accelerate and companies around the world seek to revitalize, reinvent and resize in an effort to position themselves for success in the 21st century. Business organizations would be able to accomplish their growth by utilizing Integrated Business Application Software and at the same time, they will be able to utilize the information to competitive advantage.

Over the years, the company has built a valuable reservoir of expertise and experience, from which the company can draw upon, to develop and implement practical solutions tailored to a client's specific needs. This was possible by recruitment of qualified and experienced IT professionals from a variety of public and private sector backgrounds, who have a unique understanding of present and future challenges.

There are 3 products of Daffodil Software Ltd.:
1. eCure (Hospital Management Software)
2. Business ERP Software (Business Management)
3. Smart Edu ERP Software (Education Management)

Website: www.daffodilsoft.com

37
সঞ্চয়পত্র কি এবং সঞ্চয়পত্র ক্রয় করার নিয়ম

জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনে বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র প্রচলিত আছে। এতে বাংলাদেশের নাগরিকেরা বিনিয়োগ করতে পারেন। সরকারি হওয়ায় এগুলোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়।
চার ধরনের সঞ্চয়পত্র হচ্ছে: পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
 
১। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
নাম দেখেই বুঝতে পারছেন এই সঞ্চয়পত্রের ম্যাচিউরিটির সময়কাল হচ্ছে ৫ বছর। তবে আপনি চাইলে যেকোন সময়ই আপনার টাকা তুলে নিতে পারেন। এক্ষেত্রে মুনাফার হার একটু কমে আসবে।
যদি একজনের নামে অ্যাকাউন্ট খোলেন তাহলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জমা রাখতে পারবেন। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে সর্বোচ্চ ৬০ লাখ টাকা জমা রাখতে পারবেন। আপনি চাইলে যে কেউকে নমিনী করতে পারেন বা যতজন ইচ্ছা ততজনকে নমিনী করতে পারেন।
 
২। পেনশনের সঞ্চয়পত্র
পেনশনের সঞ্চয়পত্র কিনতে হলে আপনার বয়স অবশ্যই ৫৫ বছর হতে হবে এবং সরকারি অথবা আধা-সরকারি দপ্তরে চাকরি করতে হবে। আপনি যদি অবসরপ্রাপ্ত কর্মকর্তা হন তাহলে আপনার চাকরিকাল অবশ্যই ২০ বছর বা তার বেশি হতে হবে। এই সঞ্চয়পত্রের মেয়াদকালও ৫ বছর। এবং এক্ষেত্রেও আপনি চাইলেই যেকোন সময় টাকা তুলে নিতে পারেন।
 
সর্বনিম্ন ৫০ হাজার টাকার সঞ্চয় কিনলে প্রতি তিনমাস পর পর মুনাফা পবেন প্রতি ১ লাখ টাকায় ৫০ টাকা। সর্বোচ্চ ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা যাবে। তবে এক্ষেত্রে ৫% হারে ট্যাক্স কেটে নেয়া হবে আপনার মুনাফা থেকে।
 
৩। তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র
তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন ১ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে হবে এবং আপনি একা সর্বোচ্চ ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট হলে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। তিন বছর মেয়াদি এই সঞ্চয়পত্রেও আপনি যেকোন সময় টাকা তুলে ফেলতে পারবেন।
 
৪। পরিবার সঞ্চয়পত্র
এই সঞ্চয়পত্র শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্ক নারীই কিনতে পারেন। পাঁচবছর মেয়াদি এই সঞ্চয়পত্রে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় কেনা যাবে। প্রতি তিনমাস পর পর ১১২০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে; প্রতি ১ লাখ টাকায় ৮৩ টাকা মুনাফা পাওয়া যায়। এই সঞ্চয়পত্রের ক্ষেত্রেও আপনি যেকোন সময় টাকা তুলে ফেলতে পারবেন।
 
ক্রয়সীমা: পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে ৩০ লাখ টাকা এবং যুগ্ম নামে ৬০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়। পরিবার সঞ্চয়পত্র একক নামে ৪৫ লাখ টাকা পর্যন্ত, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র একক নামে ৩০ লাখ ও যুগ্ম নামে ৬০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়। পেনশনার সঞ্চয়পত্রের ক্রয়সীমা একক নামে ৫০ লাখ টাকা।
 
কীভাবে কিনতে হয়: বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সব বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সারাদেশে ৭১টি সঞ্চয় ব্যুরো অফিস এবং পোস্ট অফিসে সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। নগদ টাকা ও চেকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনা যায়। ক্রেতা ও নমিনির দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি লাগে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর অন্তর্ভুক্তির জন্য মূল কপি দেখাতে হয়।


Source: https://goo.gl/XscqHs

38
প্রতিটি ব্যর্থতা অধিকতর জ্ঞানী ও শক্তিশালী হওয়ার প্রাথমিক পর্যায়। আজ চলুন দেখা যাক কয়েকটি ধাপে ব্যর্থতাকে কীভাবে জয় করবেন।

১. ব্যর্থতার কারণ খুঁজে বের করুন

আপনি নির্দিষ্ট গোল, লক্ষ্য থেকে কেন ছিটকে পড়েছেন? এটা কি প্রতিরোধ করা যায় না? নিশ্চয় যায়। প্রথমত আপনি এর সহজ সমাধান খুঁজে বের করুন। উদ্দীপনা নিয়ে কাজ করুন এবং ফলাফল বিবেচনা করুন। আপনার প্রত্যাশা এখনো কি অপূর্ণ থেকে যাচ্ছে? তাহলে আপনার কাছের মানুষদের কাছে, দলের সবার কাছে এ সম্পর্কে বলুন।

আপনি যদি আপনার প্রত্যাশিত কাজ করতে ব্যর্থ হন আপনার সুপারভাইজারের সাথে আলোচনা করুন। যতক্ষণ পর্যন্ত সঠিক সমাধান না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। যে কাজে ব্যর্থ হয়েছেন সেখান থেকে কিছু নতুন ধারণা, প্রশ্ন এবং ভবিষ্যতে কীভাবে উন্নতি করবেন তা বের করে আনুন। আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ বাছাই করতে ব্যর্থ হলে অনলাইন থেকে এমন কয়েকজনকে খুঁজে বের করুন যারা উক্ত কাজে সফল হয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা কি আপনার থেকে বেশি? অনেক বছরের অভিজ্ঞতা? তারা কি বিশেষ কোন সময়ে কার্যক্ষেত্রে প্রবেশ করেছে?

আপনি প্রেমে ব্যর্থ হয়ে থাকলে নিজেকে প্রশ্ন করুন আপনার সঙ্গীর উপর অস্বাভাবিক প্রত্যাশা কিংবা চাপ চাপিয়ে দিয়েছিন কিনা। আপনি কি বুঝতে চেয়েছেন ভালোবাসা সম্পর্কে আপনার সঙ্গীর মতামত? আপনি কি তার বন্ধুত্ব ও কাজকে সাপোর্ট করেছেন?

২. নির্দিষ্ট গোল সেট করুন

অতীতে ব্যর্থ হয়ে থাকলে ভবিষ্যতের জন্য কিছু বাস্তববাদী গোল সেট করুন। এবং সে অনুযায়ী কাজ করুন। পরবর্তীতে নিজেকে কোথায় দেখতে চান? কোন কাজগুলো বাছাইকরণের মাধ্যমে আপনি সফলতা লাভ করবেন তা খুঁজে বের করুন।
প্রচন্ড ইচ্ছাশক্তি নিয়ে সামনে অগ্রসর হোন। বার বার ব্যর্থতা আসতেই পারে। ভেঙে না পড়ে সামনের পথে অগ্রসর হোন। সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক কাজগুলোকে ভাগ করে নিন। নিজের স্বপ্নের কথা একটি ডায়েরীতে লিখে ফেলুন। প্রথম ছয় মাসে আপনি কী কী অর্জন করতে চান, পরবর্তী ছয় মাসে কী কী অর্জন করতে চান, আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান সেইসব নিজস্ব ডায়েরিতে লিখে ফেলুন। প্রত্যাশা অনুযায়ী পরিশ্রম করতে থাকুন। মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।

৩. মানসিক বৈপরীত্য অনুশীলন করুন

কল্পনা করুন বাস্তবতার সাথে মিল রেখে। প্রথমত আপনার প্রত্যাশিত কাজটি খুঁজে বের করুন যা স্বাচ্ছ্যন্দের সাথে করতে পারবেন। কয়েক মিনিটের মধ্যে সফলতার ভবিষ্যত পরিকল্পনা করে ফেলুন। সফলতার পথে কোন কোন পরাজয় বা ব্যর্থতা আসতে পারে তা আগে থেকে চিন্তা করে রাখুন। সার্বিক দিক বিবেচনা করে যদি বুঝতে পারেন আপনার লক্ষ্য বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় তাহলে অকল্পনীয় লক্ষ্য থেকে বেরিয়ে এসে বাস্তবিক এবং অর্জনযোগ্য লক্ষ্যের দিকে ফোকাস করুন।

৪. পদ্ধতি বা পন্থা পরিবর্তন করুন

একবার ব্যর্থ হলে পরবর্তীতে একই পথে না হেঁটে অন্য পন্থা অবলম্বন করুন। নতুনত্ব নিয়ে আসুন চিন্তায় এবং কাজে। একই ভুল বার বার করা থেকে বিরত থাকুন। ভুল থেকে শিক্ষা নিন। নিজেকে প্রশ্ন করুন আপনার উদ্দেশ্য, লক্ষ্য সঠিক আছে কিনা, যে সকল সমস্যা উদ্ভূত হবে তা সমাধান করতে পারবেন কিনা, ঝুঁকি নিতে আপনি প্রস্তুত কিনা ইত্যাদি। ব্যবসায়ে সফল হতে হলে ঝুঁকি নিতে হবে। কথিত আছে, “No risk No gain”

৫. আবার চেষ্টা করুন

সফল হতে হলে প্রয়োজন অদম্য চেষ্টার। আপনার নতুন গোল, নতুন পরিকল্পনা নিয়ে অবিরাম কাজ করে যান। তবে কাজ শুরু করে তার কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সফলতার কথা চিন্তা করবেন না। এটা বোকামী ছাড়া অন্য কিছু নয়। সফলতার জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন। কৃষক যখন নির্দিষ্ট সময়ে জমিতে বীজ বপন করে তেমনি একটি নির্দিষ্ট সময়ে ফসল ঘরে তোলেন, একটি শিশু জন্মের সাথে সাথেই হাঁটতে পারে না। হাঁটার জন্য উপযুক্ত বয়সের প্রয়োজন হয়। তাই আপনাকে চূড়ান্ত সফল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং অবিরাম পরিশ্রম করে যেতে হবে।

সফলতার পথে পথে পরাজয় বিছানা পেতে থাকবে তা স্বাভাবিক। ব্যর্থতাকে জয় করে সামনে অগ্রসর হলেই প্রকৃত অর্থে সফল হওয়া যায়। জীবনে ব্যর্থতা থাকবেই। তাই বলে হাল ছেড়ে বসে থাকলে চলবে না। নতুন করে শুরু করতে হবে এবং কাজে সফল হওয়ার জন্য বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে।


Source: http://youthcarnival.org/bn/how-to-overcome-failure/

39
২০টি টিপস আপনাকে সফল উদ্যোগক্তা করে তুলবে

উদ্যেক্তা হওয়ার ইচ্ছেটা প্রত্যেকের মাথাতেই থাকে। সবাই চায় একজন ভালো ব্যবসা সফল উদ্যেক্তা হতে। কিন্তু সবাই কি এতে সফল হয়? সবাই কি লক্ষে পৌছাতে পারে? উদ্যেক্তা হওয়ার স্বপ্ন কি সবার পূর্ণ হয়?

আপনি যদি একজন উদ্যেক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। নিচের পঞ্চাশটা কাজ আপনার জন্য। দেখুনতো একজন উদ্যেক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিচের কাজ গুলোকে অভ্যাসে পরিবর্তন করতে পারেন কি না!


১) আপনি কখনো থেমে থাকতে পারবেন না। প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করতে হবে।

২) আপনি নতুন নতুন আইডিয়ার জন্ম দিতে চেষ্টা করুণ  খারাপ কিংবা ভালো। আইডিয়া উপস্থাপন এবং ঐগুলোকে নিয়ে কাজ করা থামাতে পারবেন না।

৩) তুচ্ছ এবং ছোট ছোট আইডিয়া নিয়ে কাজ করুন। যা আপনার মাঝে প্রাকৃতিক ভাবে আসবে।

৪) সফল উদ্যেক্তাদের দেখে বিস্ময় প্রকাশ করুন। স্টিভ জবস, রিচার্ড ব্রানসন, বিল গেটস এবং মার্ক জুকারবার্গদের মতদের হিরু হিসেবে মনে স্থান দিন।

৫) ছোট খাট ব্যবসা উদ্যেগ গুলোতে যখন সফল হবে তখন কিছুটা এক্সাইটেড থাকুন। সাধারন পার্টি বা অনুষ্ঠান করে উপভোগ করুন।

৬) নতুন কিছু শিখতে ভালোবাসোন। আপনার কাজের ব্যাপারে যত রকম দিক নির্দেশনা পান তা সব আয়ত্ব করার চেষ্টা যেন সব সময় থাকে।

৭) কিভাবে বিভিন্ন জিনিস গুলো কাজ করে তা জানতে উৎসাহী হোন। উদাহরণ স্বরূপ বলা যায়, একটা রিমোট, টিভি কিংবা মোবাইল ফোনের ওয়ার্কিং প্রসেসটা কী রকম সেটা জানুন।

৮) বেশি সম্পদের স্বপ্ন দেখুন। টাকা সব কিছু নয়। তবে সব কিছুকে সহজ ভাবে উপস্থাপনের জন্য টাকার প্রয়োজন রয়েছে।

৯) কোনো কিছু থেকে সহজেই মুখ ফিরিয়ে নিবেন না।  বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হোন। হাল ছেড়ে দেয়া চলবে না।

১০) কঠিন কোনো কাজ করতে কখনো ভয় পাওয়া চলবে না।  পুরো জীবনটাই নিজের কাজে লাগানোর চেষ্টা করুন।

১১) যে কোনো কাজে সর্বোচ্চ ঝুঁকি নেয়ার চেষ্টা করুন। তবে তা অবশ্যই যেন প্রয়োজনীয়তার খাতিরে হয়।

১২) বিভিন্ন মানুষের সাথে আপনার কাজের ব্যাপারে কথা বলুন। সহজ এবং ফলপ্রসু হবে।

১৩) বারবার নিজের ব্যর্থতা গুলো থেকে ফিরে আসুন। ব্যর্থতা কখনোই আপনাকে থামিয়ে রাখতে যেন না পারে। বরং ব্যর্থতা গুলো যেন অভিজ্ঞতা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে।

১৪) নিজের জন্য একটা লক্ষ স্থির করুন। ছোট কিংবা বড় যে কোনো লক্ষই আপনাকে পরিপূর্ণ করে তুলতে পারে।

১৫) যতটুকু পারা যায় মানুষকে সাহায্য করুন। প্রত্যেককে সাহায্য করার ব্যাপারে উৎসাহী হোন।

১৬) নিজের প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ খুজুন। চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে তার থেকে সুযোগ গুলো বের করে আনুন।

১৭) মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। কেননা অনুপ্রাণিত হওয়ার প্রধান কৌশল হচ্ছে অনুপ্রাণিত করা।

১৮) ছোট বড় প্রত্যেকটা কাজের আগে পরিকল্পনা এবং প্রস্তুতি নিন। এতে করে কাজের মাঝে কখনো বাধা প্রাপ্ত হবেন না। হলেও তা থেকে সহজেই নিজেকে উত্তোলিত করতে পারবেন।

১৯) প্রত্যেকটা কাজের জন্য সময়সীমা নির্ধারন করে নিন। এর জন্য কোনো অজুহাত নয়।

২০) নিজেকে নিয়ে গর্ববোধ করুন। আপনি তেমনই যেমন আপনি হতে চান।


Source: https://goo.gl/2TofWm

40
১০ দিনেই ঝরে যাবে পেটের মেদ!


ওজন কমানোর জন্য মরিয়া, কিন্তু কোনভাবেই ওজন কমাতে পাড়ছেন না। এরকম মানুষের সংখ্যা নেহায়েত কম না। আবার কঠিন কঠিন ডায়েট পরিকল্পনাও কাজে দিচ্ছে না, এমন মানুষের অভাব নেই। তাই মজাদার খাবার খেয়েই ওজন কমানোর চেষ্টা এবার কাজে লাগতে পারে।

ওজন কমানোর সময়ে সবথেকে বেশি সমস্যা হল পেটের মেদ কমানোর ক্ষেত্রে। পেটের মেদ যেন কিছুতেই কমতে চায় না। আর সবথেকে তাড়াতাড়ি মেদ জমে যায় এই পেটেই। সারাদিন জিম আর যোগব্যায়াম করে চলে পেটের মেদ কমানোর প্রচেষ্টা। কিন্তু আপনার ঘরেই রয়েছে এমন এক পানীয়, যা খেলে মাত্র ১০ দিনেই কমে যাবে পেটের মেদ।

আমাদের প্রত্যেকের বাড়িতেই আদা এবং জিরা থাকে। খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরেরও অনেক উপকার করে আদা। লক্ষ লক্ষ বছর ধরে তাড়াতাডি খাবার হজম করার জন্য ব্যবহার করা হয় আদা। জিরারও উপকারী গুণাগুণ অনেক। কোলেস্টেরলের মাত্রা কম রাখে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধিও আটকায়। এবার সেই আদা আর জিরা দিয়ে তৈরি পানীয় দিয়েই মাত্র ১০ দিনে কমিয়ে ফেলতে পারবেন পেটের মেদ।

আসুন জেনে নেয়া যাক কীভাবে এই যাদুকরী পানীয় তৈরি করে নেয়া যাবে-

এক চামক জিরা এবং এক টুকরো আদা ৫০০ মিলিলিটার জলে দিয়ে ভালো করে ফোটান। যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ। আপনি চাইলে স্বাদের জন্য তাতে দারুচিনি এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। টানা ১০ দিন এই পানীয় পান করুন। নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন।


Source: http://bd24live.com/bangla/article/1505239320/140786/index.html

42
বাথরুমে ঢুকলেন, মাথায় পানি ঢাললেন, শ্যাম্পু দিলেন, আর ব্যস হয়ে গেল! দীর্ঘদিন ধরে যদি এই নিয়ম চালাতে থাকেন, তাহলে টাক পড়া থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবেন না৷ তবে বলি কি? একবার চোখ বুলিয়ে নিন, দেখে নিন কীভাবে শ্যাম্পু করলে চুল থাকবে ভালো-

১। প্রতিদিন শ্যাম্পু না করে ২ দিন অন্তর শ্যাম্পু করুন।

এতে মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা ত্বকের তৈলাক্ত ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবার চুলের উজ্জ্বলতাও ঠিক থাকবে।

২। শ্যাম্পু করার মাঝে খুব বেশি কিছুদিন গ্যাপ দেওয়াও ঠিক নয়। এতে ময়লা জমে চুল রুক্ষ হয়ে যাবে আবার চুল পড়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

আপনার চুলের স্বাস্থ্যে ও ধরণ বুঝে সঠিক ব্র্যান্ডের শ্যাম্পু বাছাই করুন।

৩। শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে নিন ও পানি দিয়ে ভিজিয়ে নিবেন।

৪। শ্যাম্পু করার সময় নির্দিষ্ট পরিমাণ পানি নির্দিষ্ট পরিমাণ শ্যাম্পুর সাথে মিক্স করে ব্যবহার করুন যাতে ফেনা বেশি হয় আর চুলের গোঁড়ায় শ্যাম্পু ভালোভাবে যায়।

৫। ফেনাযুক্ত চুল হালকা ভাবে আস্তে আস্তে ঘসতে থাকুন আর আঙ্গুলের ডগা দিয়ে ঠিকঠাক ম্যাসাজ করুন। ১৫ মিনিট আঙুল এর ডগা দিয়ে ধীরে ধীরে ম্যাসাজা করুন। এভাবে শ্যাম্পু করলে আপনার মাথার তালুতে জমে থাকা ময়লা পরিষ্কার হবে।

৬। মোটা দাতেঁর চিরুনি দিয়ে চুল আস্তে আস্তে আঁচড়াবেন যাতে চুলের সঙ্গে জমে থাকা ময়লা উঠে যায়।

৭। শ্যাম্পু করার জন্য অবশ্যই সবসময় ঠান্ডা পানি ব্যবহার করবেন। গরম পানি আপনার চুলের গোড়া নরম করে ফেলে চুল পড়া সমস্যা তৈরি করবে।
দরকার হলে একই সঙ্গে ২য় বার শ্যাম্পু করুন। তবে ২য় বার শ্যাম্পু করা ভাল কারণ, চুলের গোড়ায় ম্যাসাজের ফলে সিরাম নামক এক ধরণের তেল বের হয় যা ২য় বার শ্যাম্পুর ফলে পরিষ্কার হয়ে যাবে।

৮। চুলকে উজ্জ্বল, নরম আর ফুরফুরে রাখতে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। অবশ্যই ব্রান্ডের বিশ্বস্ত কন্ডিশনার চুলে হালকা ভাবে লাগিয়ে একটু সময় অপেক্ষা করে ঠাণ্ডা ও বেশি পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৯। ভিজা চুল বেশিক্ষণ রাখবেন না। চুল মোছার জন্য পরিস্কার নরম তোয়ালে ব্যবহার করুন।

১০। যতটা কম সম্ভব হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন। ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নেওয়াটাই সবচেয়ে ভাল


Source: http://dktime24.com/news/lifestyle/1227/

43
হৃদরোগে ভয় পাবেন না, লাইফস্টাইলে সামান্য পরিবর্তন আনুন, সুস্থ্য থাকবেন


44
আর্থিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। বড় ধরনের কেনাকাটায় সঙ্গে থাকা ক্রেডিট কার্ডটি বেশ কাজে আসে। তবে অনেকের মধ্যে ক্রেডিট কার্ড নিয়ে একধরনের ভীতি কাজ করে। তারা ভাবে, এটা শেষে ব্যয়ের ফাঁদই হয়ে দাঁড়ায় কি না! ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা-অসুবিধা নিয়ে এখানে সংক্ষেপে আলোচনা করা হলো।

দ্রুত লেনদেন
ধরুন, বেশ দামি কোনো জিনিস কিনতে চাইছেন। একসঙ্গে এত টাকা জোগাড় করতে পারছেন না। কারও কাছে ধারও করতে পারছেন না। এসব ক্ষেত্রে সবচেয়ে কাজে দেয় ক্রেডিট কার্ডের ব্যবহার। এর মাধ্যমে পণ্যটি চট করে কিনে কয়েক মাস ধরে মূল্য পরিশোধ করা যায়। এতে ঋণের বোঝা খুব বেশি মনে হয় না। এ ক্ষেত্রেও নিজের বিচার-বুদ্ধিকে কাজে লাগাতে হবে। সময়সীমা অনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে। তা না হলে হয়তো জরিমানা গুনতে হতে পারে।

সুরক্ষা
বলা হয় নগদ, ডেবিট কার্ড ও চেক ব্যবহারের চেয়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি নিরাপদ। আপনার কার্ডটির ভুলত্রুটি বা জালিয়াতি হলে কিংবা চুরি হলে আপনি আপনার অর্থ ফেরত পাবেন।
ধরুন, আপনার কার্ডটি চুরি হয়ে গেল। কেউ টাকা তুলে নিল। এসব ক্ষেত্রে অভিযোগ করলে কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান পুরো অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। যথাযথ প্রমাণ দিয়ে দ্রুত অর্থ ফেরত পাওয়া যায়। এ ক্ষেত্রে একটি ছোট সতর্কতা অবলম্বন করতে হবে। কার্ডের পিন নম্বরটি মনে রাখতে হবে। নম্বরটি লিখে নিজের কাছে কখনো রাখা যাবে না।

ঋণের সুবিধা
কিছু ক্রেডিট কার্ড, বিশেষ করে বিদেশে শূন্য শতাংশ সুদে ঋণ দেয়। এসব ক্ষেত্রে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য পরিশোধ করতে হয়, যা বেশ সুবিধাজনক। আবার কোনো কোন কার্ডে ঋণে সুদের হার অনেক থাকে। এ ক্ষেত্রেও একটা সুবিধা আছে। বোঝা এড়াতে দ্রুত ঋণ পরিশোধ করা হয়। নিজস্ব ঋণ থাকে না।

ব্যয়ের সঙ্গে আয়
ক্রেডিট কার্ডে বিভিন্ন অফার দেওয়া হয়। যেমন: ‘ক্যাশ ব্যাক অফার’, ‘স্পেশাল ডিসকাউন্ট’। দেশের বাইরে বেড়াতে গেলে, হোটেলে ক্রেডিট কার্ডের ব্যবহারে অনেক সময়ই মূল্যছাড় দেওয়া হয়। প্লেনের টিকিট কাটতেও অনেক সময় পাওয়া যায় বিশেষ মূল্যছাড়।

পরিবর্তনযোগ্য
ধরুন, আপনি একটি অফারের ক্রেডিট কার্ড নিয়েছেন। কার্ডটি ব্যবহারে ঋণের বোঝা বেশি মনে হলে এটি পরিবর্তন করে অন্য অফারের কার্ড নেওয়া যায়। এ ক্ষেত্রে হয়তো সামান্য অর্থ বেশি লাগতে পারে। তবে তা লাভজনকই হয়।

ঋণের ফাঁদ
ক্রেডিট কার্ডের ব্যবহার সব সময়ই একটি ঋণ নেওয়ার মাধ্যম। আপনি এখন কিনছেন, পরে অর্থ পরিশোধ করতেই হবে। একটা ঝুঁকি থেকেই যায়। আপনি সময়মতো ঋণ পরিশোধ না করলে ঋণ বাড়তেই থাকবে।

লুক্কায়িত ব্যয়
সুদের হার পরিশোধই ক্রেডিট কার্ড ব্যবহারের একমাত্র ব্যয় নয়। সময়মতো মাসিক মূল্য পরিশোধ না করলে আপনাকে জরিমানা গুনতে হতে পারে। ক্রেডিটে যে ব্যবহারের সীমা থাকে, সেটা অতিক্রম করলেও একটা নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হয়। অর্থাৎ, সময়জ্ঞান না থাকলে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশ বিপজ্জনক। ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ অর্থ তুলতে এর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হতে পারে।

সঠিক কার্ডটি চেনা
সঠিক কার্ডটি বেছে নেওয়া জরুরি। আপনার জন্য যা সুবিধাজনক। একটি ভুল কার্ড দিনের পর দিন ব্যবহার করলে ঋণের বোঝা কেবল বাড়তেই থাকবে। তবে এটা বুঝতে পুরো শর্তাবলি মনোযোগ দিয়ে পড়তে হবে। কোনটা নিজের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা বেছে নিতে হবে।

Source: https://goo.gl/moszcQ

45
ক্রেডিট কার্ডের ব্যবহার নিঃসন্দেহে অনেক সুবিধে দেয়। কিন্তু, সেটা নির্ভর করে পুরোটাই আপনার ব্যবহারের উপরে! তাই, ঠিক মতো ব্যবহার না করতে জানলে ওই ক্রেডিট কার্ড আপনাকে ফেলতে পারে নানা সমস্যায়। অতএব, কোন কোন ক্ষেত্রে ভুলেও ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, জেনে নিন কয়েক ঝলকে। সঙ্গে খেয়াল রাখুন, কখন ক্রেডিট কার্ডের ব্যবহার আপনাকে সুবিধে দিতে পারে।

কখন ব্যবহার করতে পারেন ক্রেডিট কার্ড :

খুব দামি কিছু কেনার সময়ে : খুব দামি কিছু জিনিস ক্রেডিট কার্ডে কিনলে আপনার লাভ দুরকমের। এক তো খুব সহজেই জিনিসটার শিপমেন্ট ট্র্যাক করতে পারবেন। দ্বিতীয়ত, যদি জিনিসটা ফেরত দিতে চান, সেই সংক্রান্ত লেনদেনও অনেক সহজ করে দেয় ক্রেডিট কার্ড। তা ছাড়া, মাঝে মাঝেই ক্রেডিট কার্ডে কেনাকাটার উপরে বড়সড় ছাড় পাওয়া যায়। সেটার কথাও ভুলে যাওয়া উচিত নয়।

ঘোরাঘুরির কাজে : কোথাও বেড়াতে যাওয়ার আগে হোটেল বুকিং-সংক্রান্ত কাজে মন খুলে ব্যবহার করতেই পারেন আপনার ক্রেডিট কার্ড। কেন না, কিছু কিছু ব্যাঙ্কের সঙ্গে অনেক সংস্থার একটা গাঁটছড়া থাকে। ফলে, সেই সব ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করলে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। সেটা যেমন টাকা বাঁচাবে, তেমনই অতিরিক্ত ডিসকাউন্টও মিলতে পারে।

অনলাইন শপিং-এ : অনলাইন শপিং-এ ডেবিট কার্ডের বদলে ক্রেডিট কার্ড ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। কেন না, ডেবিট কার্ড ব্যবহার করলে আপনর অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে টাকা কাটা যায়। এবার কোম্পানি যদি ভুলভাল হয়, তবে আপনার টাকা ফেরত পাওয়ার কোনও আশা থাকে না। কিন্তু, ক্রেডিট কার্ডে এভাবে ঠকে যাওয়ার সুযোগ নেই।

কখন ব্যবহার করবেন না ক্রেডিট কার্ড:

টাকা তোলার ক্ষেত্রে: খুব বেশি টাকা তোলার দরকার হলে ক্রেডিট কার্ড ব্যবহার না করা-ই বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। ক্রেডিট কার্ডে টাকা তুললে একটা ট্র্যানজ্যাকশন ফি লাগে। সেটার পরিমাণ যত টাকা তুলছেন, তার ২.৪ শতাংশ। এবার বরং নিজেই ভাবুন লোকসানের বহরটা! ফলে, এসব ক্ষেত্রে ডেবিট কার্ড বা চেক ব্যবহার করাটাই ভাল।

ক্যাশ পেমেন্টে ভাল ছাড় পেলে : অনেক সময়েই নানা দোকানে ক্যাশ পেমেন্টের উপরে নানা সুবিধা পাওয়া যায়। সে সব ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করার কোনও মানেই হয় না!

প্রবাসে : অনেক সময়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে বড়সড় একটা ট্র্যানজ্যাকশন ফি লাগে। সেটা এড়ানোই কি ভাল নয়?

মেলায় : কোনো মেলা বা প্রদর্শনী থেকে কেনাকাটা করার সময়ে ক্রেডিট কার্ড ব্যবহার না করাই ভাল। কেন না, এগুলো সব সময়েই অস্থায়ী দোকান। তাই, ঠকে গেলে জিনিস ফেরত তো দিতে পারবেনই না, উল্টে ট্র্যানজ্যাকশন ফি-টা বেকার যাবে! তাই একটু ভেবে দেখুন!

Source: http://www.theengineersbd.com/full_news.php?sl=1515

Pages: 1 2 [3] 4 5 ... 44