Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Md.Robiul Hasan Ovy

Pages: [1]
2
আপনার ইন্টারনেট ব্রাউজারের সবকিছুই ব্যাকআপ রাখুন আজীবন

ইন্টারনেট ব্যবহার করার জন্য অন্যতম প্রধান সফটওয়্যার হচ্ছে ব্রাউজার। একজন ব্যবহারকারী যখন অনেকদিন একটা ব্রাউজার কম্পিউটারে ব্যবহার করে তখন এমনিতেই অনেক বুকমার্ক, সেটিংস, অ্যাডঅনস, প্লাগ-ইন, থিম ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু যখন কম্পিউটার নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়া হয় অথবা কোন ক্লিনার দিয়ে পিসি ক্লিন করেন তখন এই সকল গুরুত্বপূর্ণ ব্রাউজার ফাইলগুলো হারিয়ে যায়।
ধরা যাক, আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন। এখন আপনার এই সকল ব্রাউজার ফাইলগুলো যদি এমনভাবে ব্যাকআপ রাখা যায় যেন নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়ার পরে অথবা ক্লিন করার পরেও সেই ব্যাকআপ ফাইল ব্যবহার করে পূর্বের ব্রাউজারের চেহারায় ফিরিয়ে আনা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ মোজব্যাকআপ নামের অসাধারণ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি এই কাজটি অনায়াসেই করতে পারবেন।
“MozBackup” নামের এই অসাধারণ এবং ছোট ফ্রিওয়্যার সফটওয়্যার দিয়ে মজিলা ফায়ার ফক্সের সকল কিছুই ব্যাকআপ রাখা যাবে পরবর্তীতে ব্যবহারের জন্য।



একনজরে MozBackup এর ফিচার
• বুকমার্ক ব্যাকআপ রাখা।
• হিস্টোরি সেভ রাখা।
• সকল ধরণের অ্যাডঅনস, প্লাগ ইন ইত্যাদি ব্যাকআপ রাখা।
• সকল পাসওয়ার্ড সেভ রাখা এমনকি মাস্টার পাসওয়ার্ডসহও সেভ রাখা।
• ব্যাকআপ ফাইল পাসওয়ার্ড প্রোটেক্ট রাখা।
• সবশেষে এই ব্যাকআপ ফাইলটি দিয়ে যে কোন কম্পিউটারে নিজের কম্পিউটারের ব্রাউজারের রুপ দেয়া।

যে সব টুলে এই সফটওয়্যার সাপোর্ট করে
• Firefox 1.0 or newer
• Thunderbird 1.0 or newer
• Sunbird 0.3 – 0.9
• Flock 1.0 – 2.6
• Postbox (Express) 1.0 or newer
• SeaMonkey 1.0a or newer
• Mozilla Suite 1.7 – 1.7.x
• Spicebird 0.4 – 0.8
• Songbird 1.0 or newer
• Netscape 7.x, 9.x
• Wyzo
এছাড়াও Windows 98/ME/NT/2000/XP/2003/Vista/⅞ সাপোর্ট করে।

যেভাবে ব্যবহার করবেন
সফটওয়্যারটি ডাউনলোড করে রার ফাইলটি এক্সার্ট করুন। তারপর Mozilla Firefox Close করে সফটওয়্যারটি ওপেন করে Next এ ক্লিক করে Backup a profile select করে Next এ click করে Password দিয়ে Save করুন। এবং পরবর্তীতে Backup File Restore করতে Software Open করে Next এ ক্লিক করে Restore a profile select করে Next এ click করে File Browse করে আবার Next এ click করে Password দিয়ে Finish করুন। এবং সম্পূর্ণ Process টি করার সময় আপনার Browser টি বন্ধ রাখতে হবে।

Download Link: http://mozbackup.jasnapaka.com/

3
IT Forum / Make PDF file without any software
« on: December 30, 2013, 03:27:41 PM »
আজ আপনাদের দেখাবো কি করে কোন সফটওয়্যার ছাড়াই Word File থেকে PDF File এ রুপান্তরিত করতে হয়। আমরা অনাকেই PDF তৈরি করার জন্য বিভিন্ন রকম Software ব্যবহার করি কিন্ত আমরা হয়তো অনেকেই জানিনা আমাদের MS Office এর মধ্যে Save As Option টিতেই সরাসরি PDF তৈরি করার Default Option রয়েছে। Option টি শধুমাত্র Update Window Version এর মধ্যেই রয়েছে। আপনার Windows টি Update দেওয়া নেই? চিন্তার কোন কারন নেই, যাদের Windows Update দেওয়া নেই তাদের জন্য Windows কর্তিপক্ষ ৯১৪.২২ কিলোবাইট এর ছোট্ট একটি Software দিয়ে দিয়েছে। যেটি Install করলে আপনার Save As Option এও PDF Option টি Default আকারে চলে আসবে। নিচের লিঙ্কটিতে ক্লিক করলেই সরাসরি Download Option চলে আসবে।
Download Link: http://download.microsoft.com/download/b/5/3/b5370004-d59d-493f-b005-2299ffca8596
/SaveAsPDF.exe




5
আজ আপনাদের সাথে এমন একটি Software শেয়ার করব যে Software দিয়ে আপনি আপনার বিভাগ, জেলা সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। Software টি Install করার ঝামেলা নেই। শুধু Software টি Open করে আপনার বিভাগ, জেলা Select করুন আর জেনে নিন আপনার আন্চল সম্পর্কে অজানা আনেক তথ্য। ধন্যবাদ সবাইকে।
Download Link: www.mediafire.com/?kasi3cg77j2u8ie



6
IT Forum / Make Your Folder Colorful (Folder Highlight)
« on: December 29, 2013, 01:11:00 PM »
Folder Highlight নামক এই সফ্টওয়ার দিয়ে আপনি ইচ্ছে মত আপনার কম্পিউটারের ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন। সফ্টওয়ারটি ইনস্টল করার পর আপনি যেই ফোল্ডারটির রং পরিবর্তন করতে চান সেটির উপর মউসের রাইট বাটন ক্লিক করে FolderHighlight এ ক্লিক করে ইচ্ছে মত রং পরিবর্তন করুন। সফ্টওয়ারটি ইনস্টল করার পর আপনি অটোমেটিক স্ক্রিন শট পেয়ে যাবেন।
Download Link :
http://www.mediafire.com/?c5ww194h2m01smz[/color]



7
অনেক ফেসবুক ইউজারের প্রায় একটি স্যমস্যার কথা বলতে দেখা যায় সেটি হচ্ছে মজিলা বা ক্রোমে ফেসবুক ব্যবহার করার সময় বংলা দেখতে না পাওয়া এবং লিখতে না পারা। তাই আজ আপনাদের জন্য এর একটি সুন্দর সমাধান নিয়ে হাজির হলাম। পুরো প্রক্রিয়াটি ছবিসহ দেখতে চাইলে PDF বইটি ডাউনলোড করতে পারেন।
Download PDF Book: http://www.mediafire.com/download/6ga539e46xc77ag/Mozila+%26+Chrom+a+Bangla+Dekhun+%26+Likhun+by+Ovy.pdf


প্রথমে ছোট্ট একটি process করে try করতে পারেন
অভ্র ইন্সটল দেয়ার পর সি ড্রাইভে যাবেন । সেখানে একদম শেষে দুইটা ফন্ট এর ফাইল দেখবেন । ওই দুইটা ইন্সটল করে নেন।
যদি এইভাবে কাজ না করে তাহলে নিচের process টি apply করে দেখুন।


প্রখমে নিচের লিঙ্ক থেকে অভ্র ৫.১.০ অথবা ৪.৫.১ ভর্সনটি ডাউনলোড করে ইনস্টল করুন।
Avro Keyboard 5.1.0
http://www.omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe




মজিলার জন্য যা করতে হবে

ধাপ ১:

মজিলা ওপেন করে Tools>Option>Content>Advanced এ যান।
Fonts For: Bengali,
Proportional: Serif.
Serif: Siyam Rupali,
Sans-Serif: Siyam Rupali,
Monospace: Siyam Rupali.
Size, Size and Minimum Font Size: 16
Default Character Encoding: Unicode (UTF-8)


ধাপ ২:

আবার Tools>Option>Content>Advanced এ যান।
Fonts for: Western,

Proportional: Serif.
Serif: Times New Roman,
Sans-Serif: Arial,

Monospace: Courier New.
Size, Size and Minimum Font Size: 13
Default Character Encoding: Unicode (UTF-8)

এবার মজিলা রিস্টার্ট করুন দেখবেন সচ্ছ বাংলা দেখা যাচ্ছে।

আপনার কম্পিউটারে যদি Siyam Rupali ফন্টটি না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে Siyam Rupali সহ আরো কিছু ইউনিকোড ভিওিক বাংলা ফন্ট ডাউনলোড করে নিন। এবার ফন্ট গুলো ডাউনলোড করার পর Start Menu>Control Panel>Fonts এ গিয়ে পেষ্ট করুন।
http://www.omicronlab.com/bangla-fonts.html


ক্রোমের জন্য যা করতে হবে

ক্রোমে সাধারনত বাংলা দেখা নিয়ে স্যমস্যা হয় না। তবে যদি স্যমস্যা হয় তাহলে নিচের পদ্বতি অনুসরণ করুন।
ক্রোমে মজিলার মত এত ঝামেলা নেই একদমই সহজ, শুধু নিচের ধাপ গুলো অনুসরন করুন।
Go Google Chorome > Settings > Options > Under the hood > Web Content > Customize Fonts
তারপর ফন্ট গুলো নির্দিষ্ট স্থানে সিলেক্ট করুন।
Standard Font: Siyam Rupali
Sans-serif font: Siyam Rupali


8
IT Forum / Easy Unlock, Delate, Move Your Folder
« on: December 29, 2013, 12:51:27 PM »
Unlocker
বিভিন্ন কারণে ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, রিনেম করা যায় না। এসবের মুল কারণ হচ্ছে উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন চলতি প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এইসব সমস্যা থেকে মুক্তির জন্য "Unlocker" নামে অনেক ছোট একটি সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটি ইনস্টল করে যেই ফাইল বা ফোল্ডারে সমস্যা হচ্ছে তার উপর মাউসের ডান বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করলে দেখা যাবে উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন কোন প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এবার Unlock All বাটনে ক্লিক করেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও বাম পাশের No action ড্রপ-ডাউন থেকে Delete নির্বাচন করে Unlock All বাটনে ক্লিক করলে ফাইল বা ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। এভাবে Rename বা Move করা যাবে।
Download Link: http://www.filehippo.com/download_unlocker/



9
Internet / Re: Important Web Address
« on: December 29, 2013, 12:46:16 PM »
thanks for share

10
Internet / Re: Important Web Address
« on: December 29, 2013, 12:41:52 PM »
thanks for share... :)

Pages: [1]