Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Topic started by: Md. Nurul Islam on March 04, 2020, 04:48:42 PM

Title: সাংবাদিকতা ছেড়ে ব্যবসায় সফল।
Post by: Md. Nurul Islam on March 04, 2020, 04:48:42 PM
নিজের ব্যবসা শুরু করলে পরিবার বাধা দেয় তাসলিমাকে, কিন্তু এখন ৩০জন কাজ করে তার কারখানায়।

২০০৮ সালে সাংবাদিকতা ছেড়ে ব্যবসা শুরু করেন তাসলিমা। চাকরি ছেড়ে যখন ব্যবসা শুরু করেন তখন তার সে সিদ্ধান্তকে সমর্থন দেয়নি পরিবার। তাদের কাছ থেকে বাধা এসেছে, বলেছে- কেন তুমি এটা করছো তুমি আরেকটা চাকরি খুঁজো। কারণ আরেকটি ব্যবসা করতে গিয়ে লোকসানের মুখে পড়েছিলেন তাসলিমা মিজি। তাই নতুন ব্যবসা শুরু করায় তার উপর ভরসা করতে পারছিলো না পরিবার।

কয়েক বছরের মাথায় পরিবারের সে ধারণাকে ভুল প্রমাণ করেন, এখন ৩০ জনের বেশি কর্মী কাজ করেন তাসলিমার কারখানায়।

তসলিমা বলেন- "এখন এটা অবশ্যই খুবই আনন্দের, আমার বাবার সাথে যখন কথা বলি যে- আমি ব্যবসা বাড়াবো, আমার ফ্যাক্টরিটাকে আমি বড় করবো আমার বাবা তখন চান যে তাঁর জমিতে এরকম একটা ফ্যাক্টরি করি যেটা গ্রামের অনেক লোকের কর্মসংস্থান করবে। এটা বড় একটা অর্জন।"

কীভাবে তাসলিমা মিজি তার ব্যবসা দিয়ে ঘুরে দাঁড়ালেন, প্রতিষ্ঠিত করলেন চামড়াজাত পণ্যের ব্র্যান্ড গুটিপা?

ত্রিশোর্ধ নারীদের জীবন সংগ্রাম নিয়ে বিবিসি বাংলার ধারাবাহিক 'তিরিশে ফিনিশ'-এর এই গল্পটি তাসলিমা মিজির।
Title: Re: সাংবাদিকতা ছেড়ে ব্যবসায় সফল।
Post by: anika.cse on March 05, 2020, 07:39:13 PM
Successful entrepreneur
Title: Re: সাংবাদিকতা ছেড়ে ব্যবসায় সফল।
Post by: kamrulislam.te on March 11, 2020, 07:26:55 AM
A very successful entrepreneur.  Good to know🙂