Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Abu Hasan

Pages: [1]
1
Miscellaneous / ফেয়ার ফেস প্লাস্টার
« on: January 16, 2024, 05:54:43 PM »
সময়ের পরিবর্তনের সৌন্দর্য ও দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে ম্যাটেরিয়ালসের নতুনত্ব যোগ হচ্ছে দিন দিন। তেমনি একটি ম্যাটেরিয়ালস ‘ফেয়ার ফেস প্লাস্টার’। ফেয়ার ফেস প্লাস্টার ইন্টেরিয়র ও এক্সটেরিয়র উভয় জায়াগায়ই ব্যবহার করা যায়। ফেয়ার ফেস প্লাস্টার ব্যবহার করলে আর নতুন করে পেইন্ট করতে হয় না। এটি দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী।

সংসদ ভবন, মুক্তিযুদ্ধ যাদুঘর, আই ডি বি ভবন, আর্মি গল্ফ ক্লাব ফেয়ার ফেস স্ট্রাকচারের বাস্তব উদাহরণ। সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি বিভিন্ন স্থাপনাসমূহে ব্যাপকভাবে ফেয়ার ফেস প্লাস্টারের ব্যবহার লক্ষ্যনীয়।

#ফেয়ার_ফেস_প্লাস্টার কি?
ফেয়ার ফেস হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিমেন্ট বেইজ এক ধরনের প্লাস্টার। এটি মূলত ৬০ শতাংশ হোয়াইট সিমেন্ট ও ৪০ শতাংশ গ্রে-সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী স্টোন চিপসের সমন্বয়।

#ব্যাবহার
ইটের শুকনো দেয়ালে ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর লাগাতে হয়। সাধারণ প্লাস্টার করার মতোই ফেয়ার ফেস প্লাস্টারের প্লাস্টার করতে হয়।এমনকি সাধারণ প্লাস্টার করার পরও ফেয়ার ফেস প্লাস্টার করা যায়। সে ক্ষেত্রে সাধারণ প্লাস্টারকে রাফ করে নিতে হয়।

#স্পেসিফিকেশন
ফেয়ার ফেস প্লাস্টার দেখতে উজ্জ্বল ছাই রঙা ধরনের। সিমেন্ট বেইজ হওয়ায় এটি অত্যন্ত মসৃণ ও গ্লসি হয়ে থাকে। সাধারণত ২০-৩০ বছরের স্থায়িত্বের গ্যারান্টিতে ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করা হয়। ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা গেলেও এক্সটেরিয়েরই ব্যবহার করা হয় বেশি।

১. #পুরুত্ব
ফেয়ার ফেস প্লাস্টারের পুরুত্ব ৮ মিলিমিটার।

২. #গ্রুভ 
ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করার সময় ইচ্ছে অনুযায়ী গ্রুভ ব্যবহার করা যায়। সাধারণত প্রতি ২ ফিট পর পর ১-২ ইঞ্চি গ্রুভ ব্যবহার করা হয়। ইচ্ছে করলে এর কম-বেশিও করা যায়।

০৩. #কিউরিং
ফেয়ার ফেস প্লাস্টার কাজ করার পর তিন থেকে সাত দিন কিউরিং করলে ভালো হয়। প্লাস্টারে হেয়ার ক্র্যাক হয় না।

#বাংলাদেশে_কোথায়_পাবেন?
বাংলাদেশে বেশ কয়েকটি দেশের ফেয়ার ফেস প্লাস্টারের প্রিমিক্স পাউডার পাওয়া যায়। দেশগুলো হচ্ছে দুবাইয়ের কনমিক্স, জার্মানির বিএসএফ, ভারতের ড. ফিক্সিট ও ফসরক। টাইলসের বড় শোরুমগুলোতে খোঁজ করলেও ফেয়ার ফেস প্লাস্টার পাওয়া যাবে।

দেখতে অত্যন্ত মসৃণ, আভিজাত্য ও অনন্য সুন্দর হওয়ায় বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকা শহরের অভিজাত এলাকায় অনেক বিল্ডিংয়েই ব্যবহৃত ফেয়ার ফেস প্লাস্টার আপনার নজর কাড়বে। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি চলে যুগের পর যুগ।

2
Geotechnical Engineering / Different Types of Pile Test
« on: August 18, 2023, 03:13:13 PM »
পাইলের গুরুত্বপূর্ণ কিছু টেস্ট এর নামঃ

১/ Pile Integrity Test (PIT)
প্রোগ্রামিং এর মাধ্যমে পাইল কনস্ট্রাকশন এর পর পাইল এর গভীরতা নির্নয়ের পদ্ধতি হল পাইল ইন্টিগ্রিটি টেস্ট, এর মাধ্যমে জানা যায় পাইল কত গভীর পর্যন্ত আছে।
নির্মাণ কাজে বিভিন্ন ত্রুটির কারনে পাইল উপযুক্ত গভীরতায় নাও পৌছাতে পারে, তাই পাইগু‌লো উপযুক্ত গভীরতায় পৌ‌ছে গি‌য়ে‌ছে কিনা, তার জন্যই প্র‌কৌশল গত একটা নিরীক্ষা এইটা। ‌ঠিকাদার এবং প্র‌কৌশলীগণ সাই‌টে ঠিকমত পাইল কা‌স্টিং ক‌রে‌ছে কিনা, কিংবা কা‌জের প‌রিমাণ কম হ‌য়ে‌ছে কিনা। তার উপর নিরীক্ষা প্র‌তি‌বেদন তৈ‌রি কর‌তেই PIT টেস্ট করা হয়।

২/ Crosshole Sonic Logging (CSL)
ক্রসহোল সোনিক লগিং (সিএসএল) ড্রিল শ্যাফ্ট এবং অন্যান্য কংক্রিটের পাইলের কাঠামোগত অখণ্ডতা যাচাই করার জন্য একটি পদ্ধতি।

৩/ Static Load Test (SLT)
পাইল ড্রাইভ করার পর পাইল তার ডিজাইন অনুযায়ী লোড বহনে সক্ষম কিনা তা জানার জন্য স্ট্যাটিক এ্যক্সিয়াল কম্প্রেসিভ পাইল লোড টেস্ট করা হয়।

৪/ Pile Driving Analyzer (PDA) or Dynamic Load Test.
পাইলের আলটিমেট লোড কত আছে এই টেস্টের মাধ্যমে সরাসরি জানা যায় এছাড়াও পাইলের সেটেলমেন্ট কত আছে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত এটি সরাসরি জানা যায়।

3
সিমেন্ট এক ধরণের বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সংমিশ্রণে কংক্রিট, মর্টার বা মসলা, প্লাস্টার ইত্যাদি বিভিন্ন কাজে বালি এবং খোঁয়ার সংযোগ ঘটায়।

সিমেন্টের ধরণ :
BDS EN 197-1:2003 স্ট্যান্ডার্ড  অনুযায়ী সিমেন্ট মূলত  ৫ (পাঁচ) ধরণের হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর ৩ (তিন) ধরণের সিমেন্ট পেয়ে থাকি।

01.সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement – CEM I)
02.পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট (Portland Composite Cement – CEM II)
03.ব্লাস্ট ফার্নেস সিমেন্ট (Blast Furnace Cement – CEM III)

এছাড়াও এক্সপোর্টের জন্য  ফ্লাই অ্যাশ সিমেন্ট এবং সৌন্দর্য্য বর্ধন কাজের জন্য হোয়াইট সিমেন্ট  বাংলাদেশে পাওয়া যায়।

বাড়ি নির্মাণের জন্য কি ধরণের সিমেন্ট দরকার ?

ল্যাবরেটরীতে পরীক্ষণের মাধ্যমে সিমেন্টের ন্যূনতম শক্তি ২৮ দিনে যদি৩৬২০psi (PCC) , ৪০৬০ psi (OPC)  পাওয়া যায় তাহলে সেই সিমেন্ট বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করা যাবে।

ভাল সিমেন্ট চিনতে ল্যাবরেটরি পরীক্ষার পাশাপাশি কিছু হাতে-কলমে পরীক্ষাও আছে, নিম্নে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো যেগুলোর মাধ্যমে আপনি সরাসরিই সিমেন্ট ভালো-খারাপ বুঝতে পারবেন।।।।।।।

ক) ভাল মানের সিমেন্টের ব্যাগে হাত প্রবেশ করালে ঠাণ্ডা অনুভূত হবে। কিন্তু বর্তমানে সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট প্রস্তুতের পরপরই সরবরাহ করা হয় বলে সিমেন্টের ব্যাগ গরম থাকে।

খ) এক মুঠো সিমেন্ট হাতে নেয়ার পর হাতের তালুতে একটি স্তুপ তৈরি করা হলে যদি তা অপরিবর্তিত থাকে তবে তা ভাল সিমেন্ট।

গ) এক মুঠো সিমেন্ট নিয়ে পানিতে ফেললে তা যদি সাথে সাথে পানিতে তলিয়ে যায় এবং কোন অংশ পানিতে ভেসে না থাকে তবে বুঝতে হবে ঐ সিমেন্ট ভাল মানের।

ঘ) ভাল মানের সিমেন্ট হাতের মধ্যে নিয়ে মুষ্টি বন্ধ করে পানির ট্যাপের নিচে ধরলে অথবা কিছু পানি মুষ্টির উপর ঢাললে যাতে করে মুঠোর ফাঁক দিয়ে পানি প্রবেশ করে সিমেন্ট ভিজতে পারে তখন হাতের ভেতর তাপমাত্রা বাড়ছে বলে অনুভূত হবে।

ঙ) দু-আংগুলের মাঝে সিমেন্ট নিয়ে ঘর্ষণ করলে যদি রেশমের মত মসৃণ অনুভূত হয় তাহলে ঐ সিমেন্ট ভাল বলে গণ্য হবে।

4
Construction Management / General Tasks of a Site Engineer
« on: May 07, 2023, 11:00:06 AM »
As a site engineer, there are several tasks that need to be completed before starting the construction work of a building. Some of these tasks include:

Site Inspection: Conduct a thorough inspection of the site to assess the site's suitability for the proposed construction work. This involves examining the soil conditions, topography, drainage, access, and any potential hazards that may affect the construction.

Site Preparation: Ensure that the site is properly prepared before construction work begins. This may include clearing and grading the site, installing temporary fencing, and establishing site access points.

Materials and Equipment Checking: Select and procure the necessary materials and equipment required for the construction work, ensuring they meet the project specifications and standard.

Quality Control: Implement and maintain a quality control system to ensure that all work on the site meets the project specifications and standards. This involves regular inspections of the work, reviewing and approving construction documents, and ensuring that materials and equipment meet the necessary requirements.

Project Coordination: Work closely with the project team, including the project manager, contractors, and subcontractors, to ensure that the project is completed on time and within budget. This may involve monitoring progress, resolving issues, and managing changes to the project scope.

Health and Safety: Develop and implement a comprehensive health and safety plan that adheres to local regulations and guidelines. This includes regular safety training for all workers and ensuring that all necessary safety equipment is available and being used.

Cost Control: Monitor and control project costs to ensure that the project is completed within budget. This involves developing and managing the project budget, reviewing invoices and purchase orders, and negotiating prices with suppliers and contractors.

Documentation: Maintain accurate and up-to-date records of all aspects of the project, including progress reports, change orders, and inspection reports. This information is critical for ensuring that the project is completed successfully and that all parties involved are held accountable.

By completing these tasks effectively, the site engineer supervision can ensure that the construction project is completed safely, efficiently, and to the required specifications and standards.

5
Structural Engineering / Haunch_Bar
« on: March 15, 2023, 01:15:56 PM »
Haunch_Bar কি ?? কেন দেওয়া হয় ??
#Haunch_Bar কোন ধরনের বিল্ডিং এ ব্যাবহার হয় ???
Haunch Bar সাধারনত ভারী লোড বহনকারী স্ট্রাকচারে ব্যাবহার করা হয়।
যেমনঃ ইন্ডাস্ট্রিয়াল হেভি বিল্ডিং (হেভি মেশিনারিজ লোড বহনকারী), বড় স্প্যানের বিল্ডিং , ওয়াটার ট্যাংক ইত্যাদি

#Haunch_Bar কি ??
সাধারত সাপোর্টিং পয়েন্ট এবং জয়েন্ট এ ডিজাইন অনুযায়ী বিভিন্ন ধরনের হনচ বার ব্যাবহার করা হয় । জয়েন্ট এবং সাপোর্ট এ অতিরিক্ত রিনফোর্সমেন্ট ব্যাবহারের সাথে ক্রস সেকশন ও বাড়ানো হয় এই হনচ রিনফোর্সমেন্ট বিম এ ।

#কেন Haunch Bar ব্যাবহার করা হয় ?

=> সাপোর্টে অতিরিক্ত শেয়ার ফোর্স ডেভেলপ হবার কারনে, সাপোর্ট পয়েন্টে Haunch Bar ব্যাবহার করা হয় । যার ফলে ডেপথ বৃদ্ধি পায় এবং শিয়ার ক্র্যাক হওয়া থেকে বিরত রাখা যায় ।

=> কালভার্ট এর স্ল্যাব এ শিয়ার ফেইলিউর রেসট্রিকট করার জন্যে Haunch Bar ব্যাবহার করা হয় ।

=> ওয়াটার ট্যাংক এ অতিরিক্ত হাইড্রো স্ট্যাটিক প্রেসারের কারনে স্ট্রাকচার ডেমেজ হবার সম্ভবনা থাকে সেজন্য ওয়াটার ট্যাংক এ Haunch Bar ব্যাবহার করা হয় ।

=> Haunch Bar ব্যাবহারের ফলে জয়েন্ট এবং সাপোর্টে শিয়ার ফোর্স বহন ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও রোটেশন ও ডিফ্লেকশন কমে যায়। এর ফলে জয়েন্ট এবং সাপোর্টিং পয়েন্ট আরো রিজিড হয় ।

#Haunch Bar ব্যাবহার
Haunch Bar এর সাইজ নির্ভর করে স্ল্যাবের ডেপথ এর উপর , বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন সাইজের ও পরিমানের Haunch Bar ব্যাবহার করা হয়।
.
Haunch Bar সাধারন্ত ১ঃ১ স্লোপ মেন্টেইন করে ব্যাবহার করা হয়।
Example 150 X 150 mm

6
Miscellaneous / পৌরসভা এপ্রোভাল শীট
« on: November 09, 2022, 08:00:48 AM »
আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের এপ্রভাল ড্রয়িং এর দরকার পরে , নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন তাদের অনেকের ধারণা থাকে না কিভাবে এপ্রোভাল ড্রয়িং করবেন এবং কি কি ড্রয়িং দিতে হবে।  এপ্রোভাল  এর ধারণা গুলো  আপনারা পান  তাই একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে দিচ্ছি যা আপনাদের উপকারে আসতে পারে।

পৌরসভার আওতাধীন কোন ভবন নির্মান করতে চাইলেই আপনি নির্মান করতে পারবেন না, যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রইং করান না কেন কাজে আসবেনা যদি কর্তিপক্ষের অনুমুতি না নেন।

#চলুন জেনে নেই কি কি লাগবে-

প্রথমে আবেদন ফরমে আবেদন করতে হবে এবং সাথে ৭ কপি ড্রইং জমা দিতে হবে, তবে কোন কোন পৌরসভায় এর কম দিলেও হয়। ড্রইংগুলো ৩০"x২০" সাইজের এমোনিয়া শীট বা ট্রেসিং পেপারে (ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ) জমা দিতে হয়।

#একটি ড্রইং শীটে কি কি ড্রইং থাকতে হবে আসুন জেনে নেই-
১. ফ্লোর প্ল্যান
২. অন্যান্য ফ্লোরের প্লান
৩.সম্মুক্ষ বা ফ্রন্ট এলিভেশন
৪.লে-আউট প্ল্যান
৫.কলাম, বীম, ফাউন্ডেশনের সেকশন
৬.মোট কভার এরিয়া
৭.মৌজা ম্যাপ
৮. ভবনের ক্রস সেকশন
৯.সেপটিক ট্যাংক এবং সোক ওয়েলের প্লান ও সেকশন
১০.সিড়ির প্লান ও ডিটেইল
১১. ছাদের বিস্তারিত ড্রইং
১২. ছাদের পানি নিষ্কাশনের প্ল্যান
১৩. কলাম পজিশন বা কলাম লে-আউট
১৪. গ্রেড বীম ও সেকশন
১৫. ইলেকট্রিক ড্রইং
১৬. সেনেটারী ড্রইং (বহুতল ভবনের ক্ষেত্রে)
১৭. সেটব্যাক (অত্যন্ত জরুরী), নির্দিষ্ট পরিমানে ভবনের চারপাশের জমি ছেড়ে দেওয়াকে বুঝায়।

#আনুষঙ্গিক কাগজ পত্র:

১. পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতপত্র।
২ প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও সাক্ষর এবং সীলমোহর।
৩. মূল দলিলের ফটোকপি।
৪. দাগ নম্বর,খতিয়ান নম্বর ও মৌজার নাম।
৫. মালিকের সাক্ষর।
৬. মাটি পরিক্ষার রিপোর্ট (৩ তলার অধিক হলে)।
৭. জমির পরিমান ও তফসিল।
৮.নির্ধারিত ফি

7
Miscellaneous / FAR calculation
« on: July 19, 2022, 10:36:41 PM »
FAR কিভাবে বের করবেন ? এখুনি হিসাবটা
শিখে নিন। আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করি তাদের ফার জানা খুব দরকার।

ধরুন, আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে
রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন । টাকা- পয়সা
নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ?
আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে
পারবেন না রাজউকের নিয়মানুযায়ী । কারন একটা ভবন
বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে
দিয়ে তারপর ডিজাইন করতে হয়। সেটাকে
সেটব্যাক বলে । আমরা শুধুমাত্র ফার নিয়ে
আলোচনা করবো আজকে।

FAR জানার সুবিধাঃ
১. ফার জানলে যেকোনো ভালো অফিসে
চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যায় ।
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব
করতে পারবেন অংক করে ।

FAR এর হিসাব করবেন যেভাবেঃ
মনে করি,
ভূমি- ৫ কাঠা,
রোড- ২০ ফুট,
ফার- ৩.৫ (রাজউকের বিল্ডিং নির্মান বিধিমালা বই থেকে পাওয়া যাবে)

ইঞ্জিনিয়ারিং বইগুলোতে শুধুমাত্র ফার লিখে কত কাঠার জন্য কত ফার সেটা উল্লেখ থাকে কিন্তু হিসাব থাকে না। ফারের হিসাব জানা অনেকটা আর্থিক বিষয়ে জড়িত। এখানে ফারের হিসাবটা দেখানো হয়েছে।

Maximum Build Area (M.B.A)= Land x Far
= 5 katha x 3.5 (far 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720square ft)
= 3600×3.5
=12600 sqft
Maximum Ground Coverage(M.G.C)- 62.5%
( এটাও লেখা আছে বইতে)
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sqft.
Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 floor
= 6.6 floor ( ৭ তলা )
এই হিসাবে প্রায় সাত তলা বাড়ি করা যাবে।

8
Structural Engineering / Retrofitting of Structures
« on: December 17, 2021, 08:15:35 PM »
Retrofitting of structures refers to the strengthening of the existing structures to make them stable against applied loads, seismic and high wind loads.

What Is Need Retrofitting?

Retrofitting of buildings is required for homes that are affected by failures and damage by seismic forces. Retrofitting done for your home makes it resistant to seismic activity caused by earthquakes. There are several problems that structural members experience and needed to be tackled among them some common problems include:

* Structural cracks
* Damage to structural members
* Excessive loading
* Errors in design or construction
* Modification of the structural system
* Seismic damage
* Corrosion due to penetration- honeycombs


Methods of Retrofitting or strengthening of existing structures

* Jacketing (Concrete jacketing, steel jacketing, steel caging etc.)
* Fiber-reinforced polymer (FRP) like Glass and Carbon fiber polymer wrapping system
* Adding New Shear Wall
* Adding Steel Bracing
* Wall Thickening Technique
* Base Isolation Technique
* Mass Reduction Technique
* Epoxy Injection Method

You may visit these sites for more details knowledge about retrofitting
https://tutorialstipscivil.com/civil-topics/what-is-retrofitting-in-civil-engineering/
https://civiconcepts.com/blog/retrofitting
https://www.constrofacilitator.com/retrofitting-of-structures-design-and-techniques/

9
Construction work is one of the riskiest jobs as it involves machines and humans both. So, construction workers face some common risk factors that can turn out to be life-threatening. When it comes to protecting workers at a job site, personal protective equipment (PPE) is the best option. These PPE guard workers against accidents and prevents injuries. Employers should make sure that all safety measures must be followed.

Depending on the circumstances and potential hazards present, additional PPE may be required. This determination will by made by your supervisor based on the preliminary Job Hazard Analysis; EHS may also be consulted. Additional PPE may include:

•   Head and face shields when cutting, grinding, or chipping
•   Protective gloves
•   Hearing protection
•   Chemical splash goggles
•   Respiratory protection
•   Fall protection equipment when working above 6 feet
•   Specific protective clothing such as welding leathers when welding or FR clothing when working with live electric.

Pages: [1]