Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on December 31, 2023, 04:46:11 PM

Title: বন্ধু এসো নতুনের ডাকে! ‘শুভ নববর্ষ!
Post by: Mohammad Nazrul Islam on December 31, 2023, 04:46:11 PM
আবারও নতুনের ডাক নিয়ে ফিরে এলো আরও একটি নতুন বছর ইংরেজী ২০২৪ সাল। পুরাতনকে ছাপিয়ে নতুনের এই ডাক, সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর হাসি গান। পুরাতনের ক্লান্তি নাশিতে নতুনের উল্লাসে দুর হোক জীবনের সমস্ত জরা-ব্যাধি। ফুলেল সম্ভারে সুরভিত হোক জীবনের প্রতিটি অধ্যায়। ফেলে আসা কালিমা ধুয়ে-মুছে যাক নব-যৌবনের আরিফতায়।

বন্ধু, বিগত দিনে ভুল ছিল জোয়ারে জলে পা দেয়া। সৌন্দর্য বৃদ্ধিতে মাথায় সিঁথি করা। হাতা কাঁটা জামা পড়ে কদম তলায় আখিঁ ঝড়ানো- সখি সে যে কেন এলো না...! ধূসর কূয়াশাকে ভালো লাগার দিন- ক্ষণ গণনায়। জীবনের প্রয়োজনে হিমালয়ের চূড়ায় আঘাত করে বিদীর্ণ হওয়া। বকুল ভরা ডালে ঢিল ছুড়া।

ভুল ছিল, শিমুল ফুলের রং দেখে মুগ্ধ হওয়া, স্বর্ণলতার মধুর চয়নে দিন পার করা। গভীর জলে- হারানো নথ খোঁজে ফেরা। গলদে বল-বিহারী খোঁজা। সুন্দর অক্ষিতে মুগ্ধ হওয়া। ধিক্কার-অবহেলাকে আলিঙ্গন করা। মন পচনে মলম খোঁজা কিম্বা হুতাশনের সাথে বন্ধুত্ব করা।

বন্ধু, পুরাতনকে ভুলে নতুনের আশায় এসো গড়ি খেলাঘর। ফিরে দেখি, জীবনের নতুন অলিন্দ। গান গাই হাসি মুখে, সংকর-সংর্কীণতায়। ভালবাসার বুকে ভগবানের ছবি আঁকি। পরিয়ে দেই প্রিয় জনের হাতে রাখিঁ। চঞ্চল-চপলতায় বুকে রাখি-প্রণয়-প্রয়াস। পবন নন্দনের হাত ধরে পথ চলি-আকাশের সিড়িঁ বেঁয়ে।।

নতুন বছরের এই দিনে তব রাঙ্গা পদে বন্ধু এই মিনতি-

নিশি অবসানপ্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত!
 আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও,  যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত।
আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার,
 সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার।
তখন কঠিন ঘাতে  এনো অশ্রু আঁখিপাতে অধমের করিয়ো বিচার।
আজি নব-বরষ-প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার।
যাহা-কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ।
ওই এল এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ—
মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস।
নব অতিথিরে তবু  ফিরাইতে নাই কভু-- এসো এসো নূতন দিবস!
ভরিলাম পুণ্য অশ্রুজলে আজিকার মঙ্গলকলস।