Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on October 16, 2018, 02:51:50 PM

Title: [b]‘এক ফোঁটা শিশির’[/b]
Post by: Mohammad Nazrul Islam on October 16, 2018, 02:51:50 PM
‘এক ফোঁটা শিশির’
এক ফোঁটা শিশিরের গল্প লিখব,
যে জলবৃন্ত শাখে সখি:
ক্ষণ বিন্দু-বারী, একেঁ ছিল
তৃণের, হৃদয়ে মরিচিকার রাখি।।

প্রভাত আলোয় মুক্ত-মালা,
ছিল যার জীবর-পদ-আশা;
সময়ের বাকেঁ, বেদিনের ডাকে-
অগ্নিগর্ভে,  হারালো ভাষা।

রাজ-রাজন, মহৎ-মহাজন,
হাসিঁ উঠিল সবে---;
হিরা-মুক্তা-মানিকের নামে
মেকির সাজন হবে্-ই হবে!!

অধির নিরালায় নির্বাক তৃণলতা,
জীবনে বেদনার আখঁর মাখি;
 -ধুধুরিয়া বুঁকে- নিল
সারা জীবনের কাঁন্না আকিঁ।

অনিন্দন আশা যার- জলস সভার
-তবু তৃষ্ণা জগানিয়া প্রাণ;
 স্মৃতির চয়ণে অতটুকু কনিকা ছিল-
তৃণলতার জীবেন-এক মহার্ঘঃ দান।

-মোহাম্মদ নজরুল ইসলাম







Title: Re: [b]‘এক ফোঁটা শিশির’[/b]
Post by: akhi on October 16, 2018, 03:01:10 PM
Good one
Title: Re: [b]‘এক ফোঁটা শিশির’[/b]
Post by: Mohammad Nazrul Islam on May 15, 2019, 01:30:02 PM
Thank you madam