Daffodil International University

Health Tips => Health Tips => Pain => Topic started by: Md. Zakaria Khan on October 19, 2017, 11:19:41 AM

Title: পাইলসে ভুগছেন!!তবে সারিয়ে তুলুন এক নিমিষেই??
Post by: Md. Zakaria Khan on October 19, 2017, 11:19:41 AM

পাইলসে ভুগছেন!!তবে সারিয়ে তুলুন এক নিমিষেই??
পাইলস বা হেমোরয়েড খুব পরিচিত একটি রোগ। প্রায় ঘরে এই রোগ হতে দেখা দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে ৭৫% মানুষ এই রোগে ভুগে থাকেন।
বিশেষত ৪৫ থেকে ৬৫ বয়সী মানুষেরা এই রোগে বেশি ভুগে থাকেন। বর্তমান সময়ে সব বয়সী মানুষের এই রোগ হতে দেখা দেয়। মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে যাওয়া, জ্বালাপোড়া ইত্যাদি পাইলসের সাধারণ সমস্যা।
পারিবারিক ইতিহাস, কোষ্ঠকাঠিন্য, কম ফাইবারযুক্ত খাবার, স্থূলতা, শারীরিক কার্যকলাপ, গর্ভাবস্থায়, এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকা ইত্যাদি কারণে পাইলস দেখা দেয়।
সাধারণত ওষুধ, অপারেশন পাইলসের চিকিৎসা হয়ে থাকে। এর সাথে কিছু ঘরোয়া উপায় এই সমস্যা সমাধান করা যায়।
১। বরফ ঘরোয়া উপায়ে পাইলস নিরাময় করার অন্যতম উপায় হল বরফ। এটি রক্তনালী রক্ত চলাচল সচল রাখে এবং ব্যথা দূর করে দেয়। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে ১০ মিনিট রাখুন। এটি দিনে কয়েকবার করুন।
২। অ্যাপেল সাইডার ভিনেগার একটি তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে ব্যথার স্থানে লাগান। শুরুতে এটি জ্বালাপোড়া সৃষ্টি করবে, কিছুক্ষণ পর এই জ্বালাপোড়া কমে যাবে।
এটি দিনে কয়েকবার করুন। অভ্যন্তরীণ হেমোরয়েডের জন্য এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে নিন। এটি দিনে দুইবার পান করুন। এরসাথে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন।
৩। অ্যালোভেরা বাহ্যিক হেমোরয়েডের জন্য অ্যালোভেরা জেল আক্রান্ত স্থানে ম্যাসাজ করে লাগান। এটি জ্বালাপোড়া দূর করে ব্যথা কমিয়ে দেবে।
আভ্যন্তরীণ হেমোরয়েডের ক্ষেত্রে অ্যালোভেরা পাতার কাঁটার অংশ কেটে জেল অংশটুকু একটি প্ল্যাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন। এবার এই ঠান্ডা অ্যালোভেরা জেলের টুকরো ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। এটি জ্বালাপোড়া, ব্যথা, চুলকানি দূর করে দেবে।
Source internet
Title: Re: পাইলসে ভুগছেন!!তবে সারিয়ে তুলুন এক নিমিষেই??
Post by: Md. Zakaria Khan on February 28, 2018, 04:38:59 PM
বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে শিশুরাও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকে।তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কোনো রোগ নয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে প্রচুর পানি পান করা কিছু খাবার রয়েছে, যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে।

তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দীর্ঘদিন থাকলে পাইলস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।তাই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া যেতে পারে। তবে শুধুমাত্র কিছু খাবার খেয়েই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।