Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Topic started by: mustafiz on November 20, 2014, 12:30:13 PM

Title: সময় মেনে ফল খান
Post by: mustafiz on November 20, 2014, 12:30:13 PM
দুপুর ও রাতের খাবারের মাঝে নির্দিষ্ট কিছু ফলমূল ও অস্বাস্থ্যকর খাবার খেলে তা কোমরের জন্য ক্ষতির কারণ হতে পারে। যুক্তরাজ্যের ডেন্টিল অ্যাকটিভ পরিচালিত নতুন এক জরিপে দেখা যায়,

শরীরের গঠন ও বৃদ্ধির জন্য ফলমূল গুরুত্বপূর্ণ হলেও তা দাঁতের ক্ষতি করে থাকে। জরিপে যুক্তরাজ্যের ৪৫৮ জন দন্তচিকিৎসক, পেশাদার বিশেষজ্ঞ ও কর্মী অংশ নেন। তাঁরা দুই খাবারের মাঝে

 মিষ্টি ফল খাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং দাঁতের জন্য ক্ষতিকর কিছু খাদ্যাভ্যাস চিহ্নিত করেছেন। যেমন দাঁত, দন্তমূল ও দাঁতের শক্ত বহিরাবরণের ক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে

জলখাবার। আর এক-তৃতীয়াংশ বিশেষজ্ঞ মনে করেন, চকলেট ও বিস্কুটের মতো আপেলও দাঁত, মাড়ির অনেক ক্ষতি করে।
Title: Re: সময় মেনে ফল খান
Post by: ayasha.hamid12 on November 24, 2014, 03:47:18 PM
Nice post  :)