Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: syful_islam on September 08, 2018, 09:48:02 AM

Title: খাঁটি দুধ চেনার ৬ উপায়
Post by: syful_islam on September 08, 2018, 09:48:02 AM

লাইফস্টাইল ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৪ | অনলাইন সংস্করণ
খাঁটি দুধ, ছবি সংগৃহীত।
খাঁটি দুধ, ছবি সংগৃহীত।

রোগীর পথ্য থেকে শুরু করে প্রতিদিনের সুষম খাদ্যের তালিকায় দুধের কোনও বিকল্প নেই। তবে দুধ কিন্তু অবশ্যই খাঁটি হতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ খাঁটি দুধ চিনতে পারেন না।

তবে এমন কিছু উপায় আছে মাধ্যমে ঘরোয়া ভাবেই আপনি দুধে ভেজাল আছে কীনা সেটা চিহ্নিত করতে পারবেন। দেখে নিন সে সব ঘরোয়া উপায়।

মাটিতে সাদা দাগ

একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না।

হলদেটে

দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট।

লবণ

বাড়িতেই করে ফেলুন স্টার্চ টেস্ট। একটু দুধ পাত্রে নিয়ে তাতে ২ চা চামচ লবণ মেশান। যদি লবণের সংস্পর্শে এসে দুধ নীলচে হয়, তা হলে বুঝবেন, এ দুধে কার্বোহাইড্রেট রয়েছে।

ফরমালিন

দুধে ফরমালিন রয়েছে কীনা তা বুঝতে এর মধ্যে একটু সালফিউরিক এসিড মেশান। যদি নীল রং হয়, তবে ফরমালিন আছে।

ইউরিয়া

এক চামচ দুধে সয়াবিন পাউডার মেশান। কিছুক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতেই লাল লিটমাস নীল হয় তবে বুঝবেন ইউরিয়া রয়েছে সেই দুধে।

ফেনা

দুধের সমান পানি মেশান একটি শিশিতে। এবার শিশির মুখ বন্ধ করে জোরে ঝাঁকান। অস্বাভাবিক ফেনা হলেই বুঝবেন, দুধে মেশানো আছে ডিটারজেন্ট।
Published on 8th September in The Daily Jugantor
Title: Re: খাঁটি দুধ চেনার ৬ উপায়
Post by: Mousumi Rahaman on September 10, 2018, 12:27:31 PM
Thanks.......
Title: Re: খাঁটি দুধ চেনার ৬ উপায়
Post by: tokiyeasir on September 11, 2018, 10:44:16 AM
 :) :)
Title: Re: খাঁটি দুধ চেনার ৬ উপায়
Post by: Maksuda Akter Rubi on September 11, 2018, 01:36:54 PM
informative :)
Title: Re: খাঁটি দুধ চেনার ৬ উপায়
Post by: Masuma Parvin on September 11, 2018, 02:52:07 PM
Very interesting.Thanks for sharing.