Daffodil International University

Career Development Centre (CDC) => Career Planning => Career Guidance => Career Opportunity => Topic started by: sadiur Rahman on December 09, 2019, 12:23:59 PM

Title: বিসিএস পরীক্ষা (বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি)
Post by: sadiur Rahman on December 09, 2019, 12:23:59 PM
বিসিএস পরীক্ষা
বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি


বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রণীত বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী বিসিএস-এর নিম্নোক্ত ২৭টি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশন কর্তৃক ৩ স্তরবিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়।

 বিসিএস-এর ২৭টি ক্যাডারের নাম (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে)

১.বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)  সাধারণ ক্যাডার

২.বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) কারিগরি/পেশাগত ক্যাডার

বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।

৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) সাধারণ ক্যাডার

৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) সাধারণ ক্যাডার

৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) সাধারণ ক্যাডার

৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) সাধারণ ক্যাডার

৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) সাধারণ ক্যাডার

৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডার

৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) কারিগরি/পেশাগত ক্যাডার

১০.বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

১১.বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) সাধারণ ক্যাডার

১২.বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) কারিগরি/পেশাগত ক্যাডার

১৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) কারিগরি/পেশাগত ক্যাডার

১৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) কারিগরি/পেশাগত ক্যাডার

১৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

১৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

১৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)   সাধারণ ক্যাডার

১৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)  সাধারণ ক্যাডার

১৯. বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল) vকারিগরি/পেশাগত ক্যাডার

২০. বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত) কারিগরি/পেশাগত ক্যাডার

২১. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)  কারিগরি/পেশাগত ক্যাডার

২২.বাংলাদেশ সিভিল সার্ভিস  (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)  সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

২৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)  কারিগরি/পেশাগত ক্যাডার

২৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান)  কারিগরি/পেশাগত ক্যাডার

২৫. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)  সাধারণ ক্যাডার

২৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা)  কারিগরি/পেশাগত ক্যাডার

২৭. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)  সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

#For more details #  http://www.bpsc.gov.bd/site/page/4bc95017-18d6-412b-8c4f-76d3e1599d8e/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE