Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: najnin on September 29, 2012, 05:22:25 PM

Title: মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি
Post by: najnin on September 29, 2012, 05:22:25 PM
মস্তিষ্ক থেকে মুছে দেয়া যাবে ছোটবেলার ভয়ের স্মৃতি। যুক্তি না মানা মনের অজানা ভয়ের স্মৃতিগুলোকে মুছে ফেলার এক অভিনব উপায় খুঁজে বের করেছেন সুইজারল্যান্ডের উপসালা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। খবর ইয়াহু নিউজ-এর।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় আবিষ্কার করেন, ভয়ের স্মৃতিগুলো মস্তিষ্কের প্রোটিনে চিরস্থায়ী ছাপ ফেলার আগেই তা ঠেকানো সম্ভব। শুধু তাই নয়, পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব ভয়ের স্মৃতিগুলো।

গবেষণায় অংশ নেয়া ব্যক্তিদের প্রথমে ভীতিকর একটি ছবি বারবার দেখান বিজ্ঞানীরা। একই সময় দেয়া হয় খুব অল্প পরিমাণে ইলেকট্রিক শক। এরপর গবেষণায় অংশ নেয়া অর্ধেক ব্যক্তিকে তারা আবার ওই ভীতিকর ছবিটি দেখান; তবে এবার ইলেকট্রিক শক ছাড়াই। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ছবিটি দেখে আর ভয় পাচ্ছেন না তারা।

সুইডিশ বিজ্ঞানীদের এই নতুন প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি নয় ব্যাপক ব্যবহারের জন্য। তবে বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে যুদ্ধকালীন অভিজ্ঞতার মতো ভয়াবহ স্মৃতি ভুলতে সাহায্য করবে তাদের নতুন প্রযুক্তি।

http://tech.bdnews24.com/details.php?shownewsid=4227
Title: Re: মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি
Post by: goodboy on September 29, 2012, 11:02:49 PM
Fantastic information!
Title: Re: মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি
Post by: sethy on October 03, 2012, 02:02:46 PM
Great news,,,,,,,,,,,,,,,,
Title: Re: মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি
Post by: nature on October 05, 2012, 01:33:57 AM
Nice and new information..............interesting.