Daffodil International University

IT Help Desk => Use of email => Topic started by: Sultan Mahmud Sujon on December 05, 2011, 04:15:49 PM

Title: Only Use DIU Mail + many more
Post by: Sultan Mahmud Sujon on December 05, 2011, 04:15:49 PM



একাধিক  জিমইলে একাউন্ট থাকলে বা গুগল এ্যাপস ব্যবহার করলে অথবা পপ ইমেইল ব্যবহার করলে উক্ত একাউন্টের মেইল অন্য জিমেইল একাউন্টে নেবার প্রয়োজন পরে। জিমেইলে পপ সমর্থন করায় এটা খুব সহজেই করা যায়। ধরি আপনি মেইল oldgmail@gmail.com এর সমস্ত মেইল newmail@gmail.com এ নিবেন।
১) এজন্য মেইল oldgmail@gmail.com এ লগইন করে Settings এ যান। এবার Forwarding and POP এর Enable POP for all mail অপশন চেক করে সেভ করুন।
২) এবার মেইল newmail@gmail.com এ লগইন করে Settings এ যান।
৩) এখানে Accounts ট্যাবে Add a mail account you own এ ক্লিক করুন। এবার টেক্সট বক্সে oldgmail@gmail.com লিখে Next Step বাটনে ক্লিক করুন।
৪) এখানে ইউজার, পাসওয়ার্ড, পপ সার্ভার, পোর্ট ঠিকমত লিখে (সয়ংক্রিয়বাবে চলে আসবে) Add Account এ ক্লিক করুন।
৫) এবার Yes, I want to be able to send mail as oldgmail@gmail.com অপশন চেক রেখে Next Steps বাটনে ক্লিক করুন। এখানে একাউন্টের নাম লিখে Next Steps বাটনে ক্লিক করুন।
৬) এবার Send Verification বাটনে ক্লিক করলে oldgmail@gmail.com ঠিকানাতে ভেরিফিকেশন কোড আসবে। উক্ত ভেরিফিকেশন কোড এখানে লিখে Verify বাটনে ক্লিক করলে একাউন্টটি উক্ত যুক্ত হবে এবং আগের মেইলের মেইলগুলো চলে আসবে।
এভাবে আপনি অনান্য পপ সমর্থিত মেইল ঠিকানার মেইল জিমেইলে আনতে পারবেন। এবং জিমেইল থেকে উক্ত ঠিকানা ব্যবহার করে মেইল পাঠাতেও পারবেন।