Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Md.A.K.Azad

Pages: [1]
1
মাইকে আসেনি....

শিক্ষা মানে সিলেবাস কাঠামোই বাঁধানো তথ্যের আদান প্রদান।
শিক্ষা মানে (a+b)√।
শিক্ষা মানে third person শেষে s বা es যোগ।
শিক্ষা মানে ছকে বাঁধা ৮০ নম্বর।
শিক্ষা মানে পুস্তকে পুতে ফেলা অদম্য মেধা।
শিক্ষা মানে শিক্ষিত উপাধি।

বাকিটা সিলেবাসে ধরেনি...

শিক্ষা মানে অধিনস্থ আত্মসমর্পন,
মান সম্মান সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে অন্যায়ে অর্থ উপার্জন,
কারো ক্ষতি সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে দালালের উপরে উঠা,
কাঁধের ময়লা সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে তথ্য বানিজ্য,
দায়িত্বে অবহেলা সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে বাঁকা চোখের কামনা,
নীতি নৈতিকতা সিলেবাসে ধরেনি।

কিছু মৃত্যুর খবর মাইকে আসেনা।
শিক্ষা, মানবতা, দায়িত্ব, স্বচ্ছতা আর জবাবদিহিতা- আমি এদের মরতে দেখেছি।
কিন্তু - এ খবর মাইকে আসেনি, কাগজে আসেনি।

2
Allied Health Science / নাই কাজ তো খই ভাজ।
« on: March 23, 2019, 05:49:38 PM »
নাই কাজ তো খই ভাজ। কি কাজ নেই! তাহলেতো খই ভাজতে হবে। অহো খই ভাজতেতো ভুট্টা দানা লাগবে। হুম ভুট্টা। দাড়াও। ও তো বেশ চাষ করেছে। তার থেকেই নিব। না না ওর থেকে নিব কেন? আমি কন কিসের আমি নিজেই চাষ করব। ধুর তেরি, অনেক সময়ের ব্যপার। ও, খই ভাজতে তো আগুন ও লাগে।  ভাজা ভাজি বন্ধ। না ভেজে ওর জমিতেই ওই আগুন লাগিয়ে দেব। ও অনেক বেড়েছে। এত ভুট্টা চাষ কেউ করে নাকি? আচ্ছা কিভাবে আগুনটা দেয়া যায়? পাশের ভায়ের সাহায্য নেই। ভাই, ও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কিছু একটা করা দরকার। অকে সামনে বাড়তে দেয়া যাবেনা। এসব আমাদের বাঙ্গালি চিত্র।
কাজ নেই এমন মানুষ নেই। যে ভাবে কাজ নেই, তার এসবই কাজ। কম কাজ করে বেশি ফাইদা, গ্রুপিং আর তেল বাজির খই ভাজি।
যার কাজ নেই মনে হই তার থেকে বহু দূরে থাকুন। এরা বোমার থেকেও খারাপ। ধিরে ধিরে মারার চেষ্টা করতে দিয়ে নিজে জীবনে কিছুই করতে পারেনা। এসব করেই মরে। অদের দারা সাময়িক ক্ষতি হলেও নিজের কাজ চালিয়ে যান। অরা সবশেষে পরাজিত ও অপদস্থ হয় এবং হবেই...

3
Pharmacy / সুরা...মদ্য
« on: August 28, 2018, 02:22:30 PM »
যদি পান কর সুরা-কোনই লাভ নাই ক্ষতিটাই পুরা...।।। কিছুদিন আগ পর্যন্ত বলা হতো অল্প পরিমান অ্যালকহোল/ মদ হৃদযন্তের জন্য ভাল। নতুন গবেষণায় বলা হচ্ছে কোন পরিমান মদই নিরাপদ নয়। এতেও ক্যান্সার, স্থুল শরীর ও অন্যান্য জটিল অসুখ হতে পারে।

সুত্রঃ Lancet

4
Pharmacy / Is SUGAR always sweet...
« on: May 03, 2018, 01:42:19 PM »
SUGAR tastes sweet. Our life is also sweet and beautiful as we said always. Is sugar always sweet? No!!! Sugar is not sweet always. It looks like our life beyond it's limit.
1. Sugar causes blood glucose to spike and unstable blood sugar often leads to mood swings, fatigue, headaches.
2. Sugar increases the risk of obesity, diabetes and heart disease.
3. Sugar interferes with immune function.
4. Sugar accelerates aging.
5. Sugar increases stress.
6. Sugar can cause gum disease, which can lead to heart disease.
7. It overloads and damages your liver.
8. Even, sugar Can Give You Cancer

5
Pharmacy / ভাল থাকি, ভাল রাখি...
« on: August 29, 2017, 03:19:46 PM »
আপনি জানেন কি আপনি কতটা স্বাধীন? সামাজিক বা রাষ্ট্রীয় স্বাধীনতার কথা বলছিন না। শারীরিক ভাবে আপনি কতটা স্বাধীন? মাত্র চারটা অঙ্গ পুরোপুরি স্বাধীন-হাত, পা, চোখ এবং মুখ। আর মাত্র দুই তিনটা অঙ্গ অর্ধ স্বাধীন- যেমন নাক, কান। বাকি মন্তিস্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, কলিজা, অন্ত্র সহ সবকিছু পরাধীন (তারমানে তারা স্বাধীন)। সব অঙ্গ মিলেই তো আমি, আপনি। প্রতিনিয়ত খাইয়ে পরিয়ে ওদের বাঁচিয়ে রাখি, বিনিময়ে ওরা বাঁচিয়ে রাখে আমাকে। কতইনা পুস্টিকর খাবার। অক্সিজেন দেই, শর্করা দেই, আমিষ দেই, ভিটামিন দেই, দেই আরও কতকি? তবে কেন ওরা অসুস্থ হয়? কেন আমদের কথা শোনেনা? পরাধীন যেকোনো জিনিসকে ভাল রাখতে হলে শুধু খাবার দিলে হবেনা- তাকে সবদিক থেকেই ভাল রাখতে হবে। তাকে কোন ভাবেই জটিল পরিবেশ, পরিস্থিতিতে ফেলা যাবেনা। কখন আমাদের এই মূল্যবান অঙ্গগুলো বাজে পরিস্থিতিতে পড়ে? আপনি যখন বাজে চিন্তা করবেন, মানসিক চাপ নিবেন বা চাপে থাকবেন, বেশি রাগ করবেন, ষড়যন্ত্র করবেন, কৌশল রচনায় নির্ঘুম রাত পার করবেন, অন্যর উপর ক্ষমতা দেখাবেন তখন আপনার শরীর বেশি পরিমান এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করবে যেমন-করটিসল, এড্রেনালিন, ভ্যাসপ্রেসিন প্রভিতি যা ঐসব মূল্যবান অঙ্গগুলার পরিবেশ ও কাজ কর্মকে উলটপালট করে দেয়। দিনের পর দিন এমন চলতে থাকলে ঐ অঙ্গগুলা অপারগতা প্রকাশ করে, যাকে আমরা অসুখ বলি। তাহলে এদের ভাল রাখবেন কিভাবে? ভাল চিন্তা, উতফুল্ল্য থাকা, সহযোগিতা করা, উপরের বাজে বিষয়গুলো পরিহার করা- এসব করলে যেসব রাসায়নিক পরিমিত পরিমান তৈরি হয় এবং ঐ অঙ্গগুলকে এবং আপনাকে ভাল রাখে, যেমন-এন্ডরফিন, ডপামিন, অক্সিটসিন, সেরটনিন, গাবা ইত্যাদি। এবার আপনার ভাবনা- শুধু খেতে দিয়ে ভাল রাখবেন, নাকি ঐ পরাধীন মূল্যবান অঙ্গগুলকে সবদিক থেকে ভাল রাখবেন। নাকি খারাপ রাখবেন। সিদ্ধান্ত আপনার, আমার। আসুন আগে নিজে ভাল থাকি তাহলে সব ভাল থাকবে। ভেবে দেখুন মাত্র চারটা স্বাধীন অঙ্গ নিয়েই মানুষ আজ কতটা বেয়াড়া?

6
Pharmacy / ময়লা......
« on: August 10, 2017, 03:53:09 PM »
আমি ময়লা, পৃথিবী ময়লা;
তুমি ময়লা, সেও ময়লা।

ময়লা ময়লা করে
কয়লা ময়লা করে।
আমি যা পরি ময়লা করি,
আমি যা ব্যবহার করি ময়লা করি;
আমি ময়লা তাই অনিচ্ছায় ময়লা করি।

আমি ময়লা অপসারন করি, পৃথিবীও অপসারন করে;
তুমিও ময়লা অপসারন কর, সেও করে।
আমি ময়লা তাড়াই হস্থ দিয়ে, রাসায়নিক দিয়ে;
পৃথিবী ময়লা তাড়াই জীবাণু দিয়ে, পচন দিয়ে।     

যে ময়লা তাড়ানো যায়না, যে ময়লা বিবেককে তাড়ায় এমন ময়লা করছিনা তো???

কুচিন্তা, চালাকিতে মনটাকে ময়লা করছিনা তো?
স্বার্থে অফিসের ফাইলটাকে ময়লা করছিনা তো?
তেল দিয়ে বসকে ময়লা করছিনা তো?
উঁচুতে থাকতে নিচুদের জীবন ময়লা করছিনা তো?
অসৎ উপার্জনে পরিবারের খাবার ময়লা করছিনা তো?
ক্ষমতার জোরে মানবতাকে ময়লা করছিনা তো?
মানুষকে অমানুষ বানিয়ে জাতিকে ময়লা করছিনা তো?
অমানুষের সম্প্রদায় গড়ে পৃথিবীকে ময়লা করছিনা তো?

ময়লা করলে পৃথিবী তোমাকে ময়লা বানিয়ে আপসারন করবে,
কটাদিন পরে...কটা বছর পরে।
ময়লা অপসারন করবে জীবাণু দিয়ে, পচন দিয়ে।

মোহাঃ এ, কে, আজাদ

7
Allied Health Science / ময়লা......
« on: August 10, 2017, 03:50:06 PM »
আমি ময়লা, পৃথিবী ময়লা;
তুমি ময়লা, সেও ময়লা।

ময়লা ময়লা করে
কয়লা ময়লা করে।
আমি যা পরি ময়লা করি,
আমি যা ব্যবহার করি ময়লা করি;
আমি ময়লা তাই অনিচ্ছায় ময়লা করি।

আমি ময়লা অপসারন করি, পৃথিবীও অপসারন করে;
তুমিও ময়লা অপসারন কর, সেও করে।
আমি ময়লা তাড়াই হস্থ দিয়ে, রাসায়নিক দিয়ে;
পৃথিবী ময়লা তাড়াই জীবাণু দিয়ে, পচন দিয়ে।     

যে ময়লা তাড়ানো যায়না, যে ময়লা বিবেককে তাড়ায় এমন ময়লা করছিনা তো???

কুচিন্তা, চালাকিতে মনটাকে ময়লা করছিনা তো?
স্বার্থে অফিসের ফাইলটাকে ময়লা করছিনা তো?
তেল দিয়ে বসকে ময়লা করছিনা তো?
উঁচুতে থাকতে নিচুদের জীবন ময়লা করছিনা তো?
অসৎ উপার্জনে পরিবারের খাবার ময়লা করছিনা তো?
ক্ষমতার জোরে মানবতাকে ময়লা করছিনা তো?
মানুষকে অমানুষ বানিয়ে জাতিকে ময়লা করছিনা তো?
অমানুষের সম্প্রদায় গড়ে পৃথিবীকে ময়লা করছিনা তো?

ময়লা করলে পৃথিবী তোমাকে ময়লা বানিয়ে আপসারন করবে,
কটাদিন পরে...কটা বছর পরে।
ময়লা অপসারন করবে জীবাণু দিয়ে, পচন দিয়ে।

মোহাঃ এ, কে, আজাদ

8
Use of Blog / ময়লা...
« on: August 10, 2017, 03:30:35 PM »
আমি ময়লা, পৃথিবী ময়লা;
তুমি ময়লা, সেও ময়লা।

ময়লা ময়লা করে
কয়লা ময়লা করে।
আমি যা পরি ময়লা করি,
আমি যা ব্যবহার করি ময়লা করি;
আমি ময়লা তাই অনিচ্ছায় ময়লা করি।

আমি ময়লা অপসারন করি, পৃথিবীও অপসারন করে;
তুমিও ময়লা অপসারন কর, সেও করে।
আমি ময়লা তাড়াই হস্থ দিয়ে, রাসায়নিক দিয়ে;
পৃথিবী ময়লা তাড়াই জীবাণু দিয়ে, পচন দিয়ে।     

যে ময়লা তাড়ানো যায়না, যে ময়লা বিবেককে তাড়ায় এমন ময়লা করছিনা তো???

কুচিন্তা, চালাকিতে মনটাকে ময়লা করছিনা তো?
স্বার্থে অফিসের ফাইলটাকে ময়লা করছিনা তো?
তেল দিয়ে বসকে ময়লা করছিনা তো?
উঁচুতে থাকতে নিচুদের জীবন ময়লা করছিনা তো?
অসৎ উপার্জনে পরিবারের খাবার ময়লা করছিনা তো?
ক্ষমতার জোরে মানবতাকে ময়লা করছিনা তো?
মানুষকে অমানুষ বানিয়ে জাতিকে ময়লা করছিনা তো?
অমানুষের সম্প্রদায় গড়ে পৃথিবীকে ময়লা করছিনা তো?

ময়লা করলে পৃথিবী তোমাকে ময়লা বানিয়ে আপসারন করবে,
কটাদিন পরে...কটা বছর পরে।
ময়লা অপসারন করবে জীবাণু দিয়ে, পচন দিয়ে।

মোহাঃ এ, কে, আজাদ

Pages: [1]