Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: shirin.ns on February 17, 2020, 03:04:51 PM

Title: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: shirin.ns on February 17, 2020, 03:04:51 PM
কোনো কারণে চাপে থাকলে আমরা প্রায়ই বলি জীবনটা তেজপাতা হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই তেজপাতা কিন্তু মানসিক চাপ কমায়। শুধু মানসিক চাপই নয়, আরও অনেক ক্ষেত্রেই উপকারী রান্নার এই সুগন্ধি মশলা।

জেনে নিন উপকারিতা:

- খুশকি ও চুল পড়ে যাওয়া নিয়ে বিপাকে আছেন? চুলের যত্নে তেজপাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান। কয়েকটি তেজপাতা গরম পানিতে সেদ্ধ করুন। কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এবার এ পানি দিয়ে চুল ও স্কাল্প ধুয়ে ফেলুন। অবশ্যই শ্যাম্পু করার পর এটি করবেন।

- একটি প্যানে ২ কাপ পানিতে ৫টি শুকনো তেজপাতা নিয়ে ঢেকে জ্বাল দিন। এরপর ঢাকনা খুলে ২ মিনিট জ্বাল দিয়ে একটি সসপ্যানে নামিয়ে নিন। একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ভাপ আপনার ত্বকে নিন। এভাবে মিনিট দশেক ভাপ নিলেই ব্রণ ও রিংকেল সমস্যা দূর হবে। ভালো ফল পেতে সপ্তাহে দুই বার করুন।

- কোষ্ঠকাঠিন্য? তেজপাতা আপনার স্বাভাবিক হজমশক্তি ফিরিয়ে আনবে। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয়। অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় ও হজম রস তৈরিতে এটি উদ্দীপক হিসেবে কাজ করে।

- তেজপাতায় রয়েছে রুটিন ও ক্যাফেক অ্যাসিড। এ উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়।

- তেজপাতা প্রদাহের বিরুদ্ধে কাজ করে। এটি যেকোনো ধরনের মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথা উপশমে কার্যকরী।

- যদি দিনের শেষে আপনার মনমেজাজ ভালো না লাগে তাহলে এক কাপ তেজপাতার চা খেয়ে দেখতে পারেন। এটি স্নায়ু শান্ত করে ও উদ্বিগ্নতা কমায়।
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: murshida on February 17, 2020, 03:33:10 PM
good
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: sayma on February 23, 2020, 09:21:22 AM
nice ;)
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: Shahnoor Rahman on March 03, 2020, 04:12:07 PM

Thank you for sharing.

Shah-Noor Rahman
Assistant Professor
Business Administration
Modify message
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: Raihana Zannat on March 09, 2020, 03:50:06 PM
good
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: kamrulislam.te on March 14, 2020, 07:49:38 PM
Good one👍
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: Umme Atia Siddiqua on March 15, 2020, 11:41:46 AM
Good one  :D
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: tnasrin on March 16, 2020, 10:04:54 AM
informative post
Title: Re: জীবনটা তেজপাতা নয়, হোক তেজপাতাময়
Post by: Anta on June 01, 2021, 09:11:16 PM
Thanks for sharing  :)