Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - wahid

Pages: 1 2 [3]
31
শিগগিরই হয়তো বাজারে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কাচ সদৃশ হাই ডেফিনেশন টেলিভিশন (এইচডিটিভি) দেখতে পাওয়া যাবে। স্বচ্ছ ফ্ল্যাট প্যানেল টেলিভিশন দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে এবং এই টেলিভিশনের অন্য পাশে কী আছে সেটা দেখা যাবে। এক খবরে ইয়াহু জানিয়েছে, লোয়ি ইনভিজিও নামের এই টেলিভিশনের নকশা করেছেন মাইকেল ফ্রিবি।
ইউরোপের বাজারে লোয়ি বিলাসবহুল টিভি ও অডিও হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০১১ সালের আইএফ কনসেপ্ট ডিজাইন প্রতিযোগিতায় এই টেলিভিশনের নকশা তঁাকে সেরা নকশাবিদের পুরস্কার এনে দিয়েছিল।
এদিকে, সম্প্রতি `লোয়ি' নামের প্রতিষ্ঠানটি অ্যাপল কিনছে বলেও খবর প্রকাশিত হয়েছে। লোয়িকে অ্যাপল কিনে নিলে অ্যাপল বর্্যান্ডের অধীনেই এই `স্বচ্ছ' টেলিভিশনটি বাজারে আসবে। টেলিভিশনটি হবে স্বচ্ছ এলসিডি প্রযুক্তির। এর পাওয়ার বাটন চাপলে এলসিডি চালু হবে এবং বন্ধ করা হলে আবারও তা স্বচ্ছ হয়ে যাবে।
এই স্বচ্ছ টেলিভিশনে কোনো বর্ডার বা ফ্রেম থাকবে না। এখনো নকশা পর্যায়ে থাকলেও শিগগিরই স্বচ্ছ টেলিভিশন বাজারে আসবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

                                                                                   

32

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি এখন থেকে কেনাকাটার ওয়েবসাইট রকমারি ডট কমে (www.rokomari.com) পাওয়া যাবে। আগ্রহীরা রকমারির ওয়েবসাইটে ঢুকে বা ০১৮৪১১১৫১১৫ নম্বরে ফোন করে ক্যাসপারস্কি কিনতে পারবেন। এ বিষয়ে গতকাল বুধবার ক্যাসপারস্কির পরিবেশক অফিস এক্সট্র্যাক্টসের সঙ্গে অন্যরকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রকমারি ডট কমের একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে অফিস এক্সট্র্যাক্টসের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি সাউথ এশিয়ার চ্যানেল সেলস পরিচালক জগন্নাথ পাটনায়েক, অন্যরকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসানসহ অনেকে।

33
ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান রয়েছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানের নিচে লাল দাগ পড়ে। এ সুবিধা পেতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/ addon/bengali-bangladesh-dictionary ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। ফয়ারফক্স বন্ধ হয়ে আবার খুলবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে ডানে ক্লিক করে Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে। এ অ্যাড-অনটি ফায়ারফক্সের সব ভার্সনে কাজ না-ও করতে পারে। অ্যাড-অনটি ডাউনলোড করার আগে ওই পেজের নিচে থেকে দেখে নেবেন আপনার ব্রাউজারটি এ অ্যাড-অনটি সমর্থন করবে কি না।

34
Food Habit / Drink water
« on: May 17, 2012, 09:00:39 PM »
Now it is summer. The temperature is increasing day by day.I request you all to drink at least five litres water in a day. Avoid soft drinks, drink juice.

In fine, I request you all to drink liquid foods as much as you can.

35
Inspiration Stories / Tareq the Gladiator !
« on: May 17, 2012, 08:51:04 PM »
At once time the Arabian Muslim reigned half of the total world. There were some famous gladiators. Their contribution was outstanding to win the war. Tareq is one of them. But He is popular for his extreme intelligence in leading the group of soldier  in the war field. That is why he is one of the best warriors among Muslim.

The Muslim had won all the war very easily throughout the world except Spain War. By the way, Spain war was very vital for Muslim because they were able to win all other country. Spain was the last among them. At that time Spain was very enriched country regarding strong warriors with huge amount of war weapon.

So, The Muslim decided to attack Spain. On the other hand Spain was aware for the war. The Leader of Muslim group was Tareq. When they reached at the bordar of Spain, they looked that there were huge amount of soldier than them with gigantic weapon. Meanwhile, The Muslim soldiers became scared. After a few moment, The Muslim soldier saw that there were fire behind them. Moreover, Tareq appeared before them and said " Look, You can not go back rather you can go forward.This is our last war so Do not be scared,We must win"

Then one soldier raised his hand and said that he was ready for the war. Gradually, All the soldier agreed to fight. Then the war was begun. At last the Muslim won the battle with their strong determination.

Actually, Tareq understood that his soldier were scared, with his instant intelligence he made fire.
After winning the battle he revealed this truth to his soldier. That is why Tareq is one of the popular gladiator of Muslim.

It is clearly said that Tareq was the main base for winning the battle.   

36
Foundation Day / Waiting for 12th Foundation DAY 2013 !
« on: May 14, 2012, 10:53:12 PM »
I am eagerly waiting for next foundation day in 2013. Hope that it will be bigger than earlier.

37
One Student One Laptop / Enhancing Laptop Backup Time !
« on: May 09, 2012, 09:55:33 PM »
Recently, Load Shedding is increasing day by day. At this time, increasing laptop backup time is crying need for those who works in Laptop instead of PC. Almost all laptops of recent times are able to back up starting from two hours till five hours.
It can be easily said that you will get less back up time if you see videos.
The more you will run the resource hungry (video, audio etc), the less back up time you will get. A question may rise in your mind, " So Avoid working or hearing audios or exploring videos ?" The answer is "NO" , For this regard I am sharing some tips for you.

First of all, Operating system is responsible for decreasing back up time. You will get more back up time If you use Windows 7 instead of Windows XP/Vista.

But the most important thing is Display. Unbelievable but it is true that About 43% of Laptop Battery is expended by Display whereas 21% motherboard, 9% processor,8% graphics,5% hard disk and 4% network device.

So, I recommend you to adjust your display settings or Mobility center.

To open the adjusting box follow the instructions : 

 Press (Windows + X key)

Then you can easily be able to adjust your display and other things. Again, It is recommended that you should stop the wireless connection and Wi-Fi when these are not needed.
Moreover, You can check your power plan by pressing on battery icon of notification area at right bottom of your taskbar. 


Hope that the tips will be effective for you. 
 

 

   

Pages: 1 2 [3]