Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Rubaida Easmin

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
46
Software Engineering / Human-like robots
« on: April 26, 2017, 11:43:24 PM »
The world's most human-like robots have been unveiled in China and the resemblance is uncanny.

They were developed by China's University of Science and Technology and were showcased at the World Robot Conference in Beijing.

One of the robots, called Jiajia, can talk with you, recognise faces, identify the gender and age of people, and detect your facial expressions.

http://www.businessinsider.com/china-world-robot-conference-beijing-artificial-intelligence-human-like-2016-10

48
Software Engineering / 3-D-printable implants for damaged knees
« on: April 25, 2017, 07:23:33 AM »
A cartilage-mimicking material created by researchers at Duke University may one day allow surgeons to 3-D print replacement knee parts that are custom-shaped to each patient's anatomy.
Human knees come with a pair of built-in shock absorbers called the menisci. These ear-shaped hunks of cartilage, nestled between the thigh and shin bones, cushion every step we take. But a lifetime of wear-and-tear -- or a single wrong step during a game of soccer or tennis -- can permanently damage these key supports, leading to pain and an increased risk of developing arthritis.
The hydrogel-based material the researchers developed is the first to match human cartilage in strength and elasticity while also remaining 3-D-printable and stable inside the body. To demonstrate how it might work, the researchers used a $300 3-D printer to create custom menisci for a plastic model of a knee.



49
Software Engineering / Re: Cyber Security Centre, DIU
« on: April 22, 2017, 03:52:56 PM »
Hope this center will contribute in Cyber Security Research of DIU  :)

50
History / The History of the Bengali Calendar
« on: April 22, 2017, 03:49:58 PM »
The Bengali Calendar, introduced by Mughal Emperor Akbar, has an interesting history. Here is an excerpt from Amartya Sen’s Argumentative Indian on the topic:

Akbar's attempt at introducing a combined calendar paralleled his interest in floating a combined religion, the Din-ilahi. On the calendrical front, Akbar may have begun by just taking note of various calendars (Hindu, Parsee, Jain, Christian and others), but he proceeded then to take the radical step of trying to devise a new synthetic one. In 992 Hijri (1584 CE, Gregorian), just short of the Hijri millennium, he promulgated the brand new calendar, viz. the Tarikh-ilahi, God's calendar - no less. The zero year of Tarikh-ilahi corresponds to 1556 CE (the year in which Akbar ascended to the throne), but that is not its year of origin, which was 1584. It was devised as a solar calendar (like the Hindu and Iranian/Parsee calendars of the region), but had some features of the Hijri as well, and also bore the mark of a person who knew the calendrical diversity represented by Christian, Jain and other calendars in local use in Akbar's India. The Tarikh-ilahi became the official calendar, and the decrees of the ruling Moghal emperor of India (the farmans) henceforth carried both the synthetic Tarikh and the Muslim Hijri date, and occasionally only the Tarikh.

Even though Tarikh-ilahi was introduced with a grand vision, its acceptance outside the Moghal court was rather limited, and the subcontinent went on using the Hijri as well as the older Indian calendars. While Akbar's constructive calendar died not long after he himself did, his various synthesizing efforts left a lasting mark on Indian history. But has the calendrical expression, in particular, of Akbar's synthesizing commitment been lost without trace?

Not so. There is a surviving calendar, the Bengali San, which was clearly influenced by Tarikh-ilahi, and which still carries evidence of the integrating tendency that is so plentifully present in many other fields of Indian culture and tradition (such as music, painting, architecture, and so on). It is year 1407 now (as I write in 2000 CE) in the Bengali calendar, the San. What does 1407 stand for? Encouraged by Akbar's Tarikh-ilahi, the Bengali calendar was also 'adjusted' as far as the numbering of year goes in the late sixteenth century. In fact, using the zero year of the Tarikh, 1556 CE (corresponding to year 963 in the Hijri calendar), the Bengali solar calendar, which has a procedure of reckoning that is very similar to the solar Saka system, was 'adjusted' to the lunar Hijri number, but not to the lunar counting system. That is, the 'clock' of this solar calendar was put back, as it were, from Saka 1478 to Hijri 963 in the newly devised Bengali San. However, since the Bengali San (like the Saka era) remained solar, the Hijri has marched ahead of the San, being a lunar calendar (with a mean length of 354 days, 8 hours and 48 minutes per year), and the Bengali San - just turned 1407 - has fallen behind Hijri as well.
 
This (somewhat complicated) combination of the lunar Muslim Calender and the solar Hindu system means that every Bengali year references two events: One, the Hijra or the migration of Prophet Mohammad from Mecca to Medina, which is the year 1 of both the Islamic as well as the Bengali Calendar. The other event the Calender references is Akbar’s coronation, at which point the Mughal Empire retrospectively changed its official calendar from Islamic (lunar) to Akbar's own Tarikh-ilahi (solar).

The “formula”, as it were, for calculating the Bengali year, therefore is: Islamic year at Akbar’s crowning (966) + Current Gregorian (solar) year (2017) - Gregorian (solar) year at Akbar’s crowning (1559)

This gives us 1424, which, voila, is the current Bengali year today.

51
With our ever-expanding bucket lists, rife with extreme sports and exotic locations, we often lose sight of the beauty that exists in our own backyard. Sure, who wouldn't want to spend the next weekend sipping an authentic Café au Lait in a dainty French bistro? As charming as that may be, sometimes, there's just no alternative to the inexplicable joy of exploring home. But when time is limited and so is your wallet, you have to keep your desires in check - but to what extent? That is, exactly what I set out to find on my two-day trip to Bandarban - with a budget of four thousand.

http://www.thedailystar.net/shout/cover-story/48-hours-bandarban-1291171

52
ভুয়া অ্যাকাউন্ট বন্ধে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এজন্য “আসল ইনস্টাগ্রাম ফলোয়ার পেতে ও অনেক জনপ্রিয় হয়ে উঠতে” স্বয়ংক্রিয় উপায় হিসেবে নিজেদের প্রচার করা তৃতীয় পক্ষের সেবা ইনস্টাগ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে।


এ নিয়ে ইনস্টাগ্রেস জানিয়েছে, ইনস্টাগ্রামের ‘অনুরোধে’ প্রতিষ্ঠানটিকে এর সেবা বন্ধে বাধ্য করা হয়েছে।

এই টুল “আপনার নিজের ছোট রোবট ক্লোন বানাবে, যার আপনার মতো একই স্টাইল ও আগ্রহ থাকবে, তারপর এই রোবট ইনস্টাগ্রামে আপনার হয়ে কাজ করবে”- বন্ধ হয়ে যাওয়া ইনস্টাগ্রেস ওয়েবসাইটে এমনটাই বলা হয়, খবর ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার। ইনস্টাগ্রাম তাদের প্লাটফর্মে কথিত বট কার্যক্রমের বিস্তার রোধে সক্রিয় হচ্ছে বলে এই পদক্ষেপের মাধ্যমে আভাস পাওয়া যায়।  ইনস্টাগ্রামের এক মুখপাত্র বিজনেস ইনসাইডারকে বলেন, “আমরা কোনো নির্দিষ্ট অ্যাপ নিয়ে মন্তব্য করি না।” সেই সঙ্গে তিনি ইনস্টাগ্রামের ডেভেলপার নীতিমালার দিকে নির্দেশ করেন, যেখানে ইনস্টাগ্রাম ডেটা তৃতীয় পক্ষের মাধ্যমে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি ক্যালডার উইলসন নামের এক চিত্রগ্রাহক বলেন, তিনি ইনস্টাগ্রেস ব্যবহার করে দুই বছরে প্রতি মাসে হাজার হাজার লাইক পেয়েছেন ও অন্য ছবিতে কমেন্ট করেছেন।

ইনস্টাগ্রেস-এর জন্য ব্যবহারকারী কী পরিমাণ অর্থ পরিশোধ করেছিলেন তা এখনও অস্পষ্ট। এটি ব্যবহারে ব্যবহারকারীদের মাসে ১০ ডলার গুণতে হয়। তিন বছর ধরে এই অ্যাপটি কাজ করে যাচ্ছিল।

২০১৫ সালের এক গবেষণায় জানা যায়, প্রায় আট শতাংশ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটেড স্প্যাম অ্যাকাউন্ট হওয়ার আশংকায় রয়েছে। শত শত তৃতীয় পক্ষের সেবাদাতা প্লাটফর্মটিতে ভুয়া ফলোয়ার বিক্রি আর জালিয়াতি কার্যক্রম চালিয়ে থাকে।

53
Software Engineering / Re: Maintaining counselling hour file
« on: April 22, 2017, 03:38:19 PM »
Yeah, it will help to keep the records for future activities.

54
কার্ডিয়াক সার্জারিতে ব্যবহৃত করোনারি স্টেন্টের (রিং) দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৭ সদস্যের একটি কমিটি করেছে সরকার।


ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ওই কমিটির সদস্যরা ইতোমধ্যে আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে জানতে পেরেছেন, বাংলাদেশের বাজারে করোনারি স্টেন্টের দাম সহজেই অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।   

ভারত সরকার সম্প্রতি স্টেন্টকে ‘অতি জরুরি চিকিৎসা সামগ্রী’র তালিকায় অন্তর্ভুক্ত করে এর দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার পর বাংলাদেশ সরকারের তরফ থেকে এ উদ্যোগে নেওয়া হল।

ঔষধ প্রশাসনের মহাপরিচালক বলেন, “আমরাও এটা করব। তবে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এ বিষয়ে আমরা পুরোপুরি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের ওপর নির্ভরশীল। আমরা দ্রুত কোনো কঠোর পদক্ষেপে যেতে পারছি না।”

ভারতে স্টেন্ট উৎপাদন হয় বলে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছে জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয়, আমরা দুই মাসের মধ্যে দাম ঠিক করতে পারব।”

মহাপরিচালক জানান, বাংলাদেশে বর্তমানে ২১টি কোম্পানি বছরে ১৮ হাজারের মত স্টেন্ট আমদানি করে। কিন্তু কোনো নিয়ন্ত্রণ না থাকায় এবং আমদানিকারকরা নিয়ম অনুযায়ী মোড়কের গায়ে দাম উল্লেখ না করায় বাংলাদেশে আমদানি মূল্যের চেয়ে পাঁচ থেকে ছয়গুণ বেশি দাম রাখা হয়।

জরুরি এই চিকিৎসা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক ও ভ্যাট দিতে হয় না। আর সরকারের নিয়ম অনুযায়ী বিক্রেতারা তাদের কেনা দামের সর্বোচ্চ ১.৫৫ শতাংশ বেশি টাকায় গ্রাহকের কাছে বিক্রি করতে পারেন।

মহাপরিচালক জানান, স্টেন্টের দাম নিয়ন্ত্রণে গঠিত ১৭ সদস্যের কমিটিতে বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, কাস্টমস কমিশনার, এনবিআরের প্রতিনিধিরা যেমন আছেন, তেমনি আমদানিকারক ও ওষুধ শিল্প খাতের প্রতিনিধিরাও রয়েছেন। 

“প্রাথমিকভাবে আমরা আমদানিকারকদের সঙ্গে বসেছি এবং তাদের দাম পর্যালোচনা করতে বলেছি। চারটি কোম্পানি ২৫ থেকে ৫০ হাজার টাকায় স্টেন্ট বিক্রি করতে রাজি হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দেওয়ার আগ পর্যন্ত তাদের ওই দামেই বিক্রি করতে বলেছি।”

মোস্তাফিজুর রহমান জানান, দাম নির্ধারণ হয়ে গেলে স্টেন্টের মোড়কে দাম, রেজিস্ট্রেশন নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করা হবে।

“আমরা তাড়াহুড়া করছি না, কারণ আমদানিকারকরা রোগীদের জিম্মি করার সুযোগ নিতে পারে। তবে আমরা সাধ্যের মধ্যে মানসম্মত স্টেন্ট বিক্রির ব্যবস্থা করতে দাম নিয়ন্ত্রণ করব।”

বাংলাদেশে যেসব চিকিৎসা সরঞ্জাম আমদানি করতে হয়, তার একটি তালিকা করারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। সেসব সরঞ্জাম যাতে একটি নির্ধারিত দামে বিক্রি হয় তা নিশ্চিত করার উদ্যোগে নেওয়া হবে।

55
Health Tips / Common Monsoon Diseases
« on: April 22, 2017, 03:33:12 PM »
For us monsoons is all about hot cup of tea and snacks, retro music in the background and the pitter-patter of the raindrops on your window pane. But this picture perfect situation goes out of the window as soon as you step out. You need to know about 10 monsoon diseases:

http://www.indiatimes.com/health/healthyliving/monsoon-diseases-10-most-common-monsoon-diseases-236426.html

56
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সেন্সর তৈরির লক্ষ্যে একদল জৈবচিকিৎসা প্রকৌশলী নিয়োগ দিয়েছে অ্যাপল। কিন্তু প্রকল্পটি আপাতত গোপন রাখছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

 
এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এমন তিন ব্যক্তির বরাত দিয়ে প্রকল্পটির কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের এই সেন্সর তৈরি ছিল অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর স্বপ্ন।

সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার পলো অল্টো-তে অ্যাপলের কর্পোরেট প্রধান কার্যালয়ের কাছেই একটি কার্যালয়ে কাজ করবেন এই প্রকৌশলীরা। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি অ্যাপলের এক মুখপাত্র।

সাম্প্রতিক সময়ে উচ্চ প্রযুক্তির ডিভাইসের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ঔষধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করতেও শুরু করেছে।

শুধু ডায়াবেটিস নয় স্নায়ুজনিত রোগ নিরাময়ে আগের বছরই গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসি-এর কাজ করতে শুরু করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ ছাড়া অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান বায়োইলেক্ট্রনিক ডিভাইস তৈরির লক্ষ্যে কাজ করছে।

এবার অ্যাপলও মনযোগ দিয়েছে এই খাতে। খবর প্রকাশের পর সীমিত পরিসরে বেড়েছে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য।

http://bangla.bdnews24.com/tech/article1319143.bdnews

57
Diabetics / Managing Diabetes
« on: April 22, 2017, 03:24:34 PM »
More than 171 million people have this increasingly common condition. But lizard spit, new monitors and an array of other drugs and devices can help control diabetes better than ever.

Diabetes has reached virtually epidemic levels in the modern world. In 2005 the U.S. Centers for Disease Control and Prevention estimated that about 7 percent of the American population (20.9 million people) had diabetes--and 6.2 million of them were unaware of it. More than 1.5 million people over the age of 20 will be diagnosed with it in the U.S. this year. About 21 percent of those older than 60 have the disease.
Small wonder, then, given the severe complications associated with diabetes, that it continues to be the sixth leading cause of death in the U.S. And although diabetes was often called a disease of affluence in the past, it is now one of the fastest-rising health concerns in developing nations as well: the World Health Organization pegs the global total at more than 171 million cases.

https://www.scientificamerican.com/article/managing-diabetes/

59
বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশের দিক দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক 'স্কোপাস ডাটাবেইজ'-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন 'সায়েন্টিফিক বাংলাদেশ।' বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশের দিক দিয়ে ওই তালিকা করা হয়।

সায়েন্টিফিক বাংলাদেশের প্রতিবেদনে দেখা যায়, গবেষণায় ৮০টির বেশি ডকুমেন্টস প্রকাশের মাধ্যমে শীর্ষে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

তালিকা অনুযায়ী শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হল :

১. নর্থ সাউথ ইউনিভার্সিটি

২. ব্র্যাক বিশ্ববিদ্যালয়

৩. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

৪. আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি

৫. আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

৬. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

৭. ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

৮. ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

৯. ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়

১০. স্টামফোর্ড ইউনিভার্সিটি

উল্লেখ্য, গত ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় ওই তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ।

http://bangla.campuslive24.com/private-university/2585/%E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82

60
Software Engineering / Why NoSQL Database?
« on: April 22, 2017, 11:18:42 AM »
NoSQL encompasses a wide variety of different database technologies that were developed in response to the demands presented in building modern applications:

Developers are working with applications that create massive volumes of new, rapidly changing data types — structured, semi-structured, unstructured and polymorphic data.

Long gone is the twelve-to-eighteen month waterfall development cycle. Now small teams work in agile sprints, iterating quickly and pushing code every week or two, some even multiple times every day.

Applications that once served a finite audience are now delivered as services that must be always-on, accessible from many different devices and scaled globally to millions of users.

Organizations are now turning to scale-out architectures using open source software, commodity servers and cloud computing instead of large monolithic servers and storage infrastructure.
Relational databases enforces ACID. So, you will have schema based transaction oriented data stores. It's proven and suitable for 99% of the real world applications. You can practically do anything with relational databases.

But, there are limitations on speed and scaling when it comes to massive high availability data stores. For example, Google and Amazon have terabytes of data stored in big data centers. Querying and inserting is not performant in these scenarios because of the blocking/schema/transaction nature of the RDBMs. That's the reason they have implemented their own databases (actually, key-value stores) for massive performance gain and scalability.

NoSQL databases have been around for a long time - just the term is new. Some examples are graph, object, column, XML and document databases.

Pages: 1 2 3 [4] 5 6 ... 10