Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - naser.te

Pages: 1 [2] 3 4 ... 13
20
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৮তম ল্যাপটপ প্রদর্শনী। এবারের আয়োজনে একটি মেগা প্যাভিলিয়ন, ছয়টি প্যাভিলিয়ন, ছয়টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি হবে।

বিস্তারিত প্রথম আলো-
http://www.prothom-alo.com/technology/article/1038809/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%AA

21
শীতের সময় ত্বক আর চুলের যত্নে অনেকেই তৎপর থাকেন। শীতের সময় ত্বক আর চুলের পাশাপাশি চোখের জন্য বাড়তি যত্ন নেওয়া দরকার। শীতের সময় চোখের পুরোপুরি যত্ন না নিলে দৃষ্টিশক্তির ক্ষতি হয়। শীতে চোখের বাড়তি যত্ন হিসেবে যা করবেন:

চশমা ব্যবহার করুন: যখন বাইরে যাবেন, অবশ্যই চোখে চশমা ব্যবহার করুন। এ সময় বাতাসে ধূলিকণা বেশি থাকে। সরাসরি সূর্যের আলো যাতে চোখে না পড়ে, এ জন্য পুরো চোখ ঢেকে থাকে—এমন ফ্রেমের চশমা ব্যবহার করতে পারেন।

শরীর আর্দ্র রাখুন: শীতের সময় শরীর আর্দ্র রাখতে প্রচুর তরলজাতীয় খাবার খান। শুধু পানি পানের পরিবর্তে গরম গরম স্যুপ খান, যা শরীর উষ্ণ ও আর্দ্র রাখতে সাহায্য করবে। এতে চোখের শুষ্কভাব কমবে।
ওমেগা-৩ যুক্ত খাবার খান: ওমেগা-৩ যুক্ত মাছ বেশি করে খান। এতে চোখে অশ্রু বেশি তৈরি হবে এবং চোখ শুষ্ক হবে না।

ফুলকপি: চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না। ফুলকপিতে থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত।

মিষ্টিকুমড়া: প্রাকৃতিক পুষ্টি উপাদানের ‘পাওয়ার হাউস’ বলা যেতে পারে মিষ্টিকুমড়াকে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত খাদ্যতালিকায় মিষ্টিকুমড়া রাখলে কেবল চোখ ও ত্বক সুস্থ থাকে না, এড়ানো যায় অনেক অসুখ-বিসুখ।

চোখের ব্যায়াম: চোখের উপযোগী ব্যায়াম নিয়মিত করা উচিত। মাথা সোজা রেখে চোখ হাতের ডান থেকে বাঁয়ে ও বাঁ থেকে ডানে ১০ বার ঘোরাতে হবে। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিন দিন করা যেতে পারে।

চোখের ক্লান্তি দূর: চোখের ক্লান্তি দূর করতে প্রকৃতির সবুজ রঙের জুড়ি নেই। একটু সময় পেলে সবুজে ঘেরা কোথাও থেকে ঘুরে আসুন। মনও ভালো থাকবে, চোখও আরাম পাবে।

তথ্যসূত্র: প্রথম আলো

22
Source: Bangla Apparel

গার্মেন্টস খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাতের শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার ঢাকায় আসছেন। চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবেন তিনি।

 
সফরকালে তিনি ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসী সম্মেলনে দক্ষতা উন্নয়ন, চাকরি যোগ্যতা এবং আইএলওর ভবিষ্যত্ কর্মপরিকল্পনার উপর বক্তৃতা দেবেন। এছাড়া মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গেও বসবেন। ঢাকায় অবস্থানকালে তিনি ইউরোপের বিভিন্ন দেশের অর্থায়নে শ্রমমানের উন্নয়নে পরিচালিত বেশকিছু প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

 
২০১২ সালের মে মাসে আইএলওর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন গাই রাইডার। গত মাসে দ্বিতীয় মেয়াদে ফের ৫ বছরের জন্য নির্বাচিত হন তিনি।

Pages: 1 [2] 3 4 ... 13