Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - tasnim.eee

Pages: [1] 2 3 ... 33
1
Environmental Science and Disaster Management / Re: Jute pulp paper
« on: February 27, 2020, 01:02:34 PM »
informative

2
Thanks for sharing

3
জুলাইয়ের ১৯ তারিখ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে ২০ জুলাই পৌঁছানোর পর ২১-২৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে নাসার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

২১ জুলাই ফ্যালকন-নাইন স্পেস শাটলের উড্ডয়ন অনুষ্ঠানে অংশ নেবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮'এ বিজয়ীদল এবং প্রতিনিধিরা। পরবর্তী দুই দিন (২২-২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে বিশ্ব চ্যাম্পিয়ন ৬টি দল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে এবং কেনেডি স্পেস সেন্টার ঘুরে দেখবে।

উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮-তে বাংলাদেশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি, ২০১৯। প্রথমবারের মতো ১৩৯৫টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নেয় বাংলাদেশ। বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে শীর্ষ চারে স্থান করে নেওয়া ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের দলকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে সিলেট থেকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনয়ন পাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’।
Source:
https://www.ittefaq.com.bd/scienceandtechnology/63628/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

4
ইউআরএল-এর মধ্যে ওয়ার্ড অনুসন্ধান

এটি আরেকটি দারুণ সার্চ ট্রিকস। আর এখানে একটি ওয়ার্ড অনুসন্ধান করছেন কোনো ওয়েবসাইট বা ওয়েবসাইটের টাইটেলে নয়; আপনি ওয়ার্ড সার্চ করছেন ওয়েবসাইট-এর ইউআরএলের মধ্যে। আরেকভাবে বলতে গেলে এটি হলো ওয়েব অ্যাড্রেসের ভেতর কীওয়ার্ড অনুসন্ধানের ট্রিকস। ধরুন আপনি এমন ইউআরএল অনুসন্ধান করতে চাচ্ছেন যার ভেতর ইড়মত্ধ দেখা আছে। এক্ষেত্রে আপনি যা করবেন তা হলো; একইভাবে ব্রাউজারের সার্চবার বা গুগল সার্চবারে যাবেন। তারপর লিখবেন রহঁত্ষ কোলন আপনার কীওয়ার্ড। এর দেখা যাচ্ছে যে, কেবল যেসব ইউআরএল এর ভেতরে Bogra ওয়ার্ডটি আছে সেগুলো সামনে চলে এসেছে।

এখানে আপনি দরকারমতো যেকোনো ওয়ার্ড সম্বলিত ওয়েব অ্যাড্রেসগুলো বের করতে পারবেন। ওয়েবসাইটের এসইও সম্পর্কিত কাজের ক্ষেত্রে কীওয়ার্ড রিসার্চের কাজে এ ট্রিকসটি খুবই কাজে আসবে।

ওয়েবসার্চে বিয়োগের ব্যবহার

আপনি আপনার সার্চ রেজাল্ট থেকে অনাকাঙ্ক্ষিত কীওয়ার্ডকে বিয়োগ করে আপনার ওয়েব সার্চকে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলতে পারেন। এটি খুবই সহজ আরেকটি ওয়েব সার্চ ট্রিক। আমরা যখন কোনো কিছু সার্চ করার জন্য কোনো কীওয়ার্ড লিখে গুগলে সার্চ করি তখন সেই ওয়ার্ডের সঙ্গে সম্পর্কিত অনেক অনাকাঙ্ক্ষিত ফলাফলও আমাদের সার্চ রেজাল্টে চলে আসে।

ধরুন আপনি গুগলে Bangladesh লিখে সার্চ করলেন। কিন্তু ফলাফলে দেখলেন Bangladesh Myanmar সম্পর্কিত নিউজ আপনার সার্চ রেজাল্টে চলে আসছে। আর এখানে আপনি কিন্তু এই Myanmar শব্দটিকে বাদ দিয়ে আরো ভালো প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট তথা ফলাফল পেতে পারেন। আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে আপনার কাঙ্ক্ষিত কীওয়ার্ড লিখতে হবে, তারপর স্পেস দিয়ে একটি হাইফেন দিতে হবে এবং তারপর যে ওয়ার্ড সম্পর্কিত সার্চ রেজাল্ট আপনি দেখতে চান না তা লিখতে হবে। আপনি নানা সময় প্রয়োজনে এই ট্রিকসটি ব্যবহার করে আপনার সার্চ রেজাল্টকে আরো বেশি প্রাসঙ্গিক করতে পারেন।

নির্দিষ্ট কোনো ডোমেইন সমৃদ্ধ ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান

আমরা (.gov, .com, .net, .org) ইত্যাদিকে সাধারণত ডোমেইন হিসেবে চিনি। এদের মধ্যে .মড়া ডোমেইন যেমন সরকারি ওয়েবসাইটগুলোকে নির্দেশ করে, তেমনি .edu ডোমেইন নির্দেশ করে শিক্ষা বিষয়ক ওয়েবসাইটগুলোকে। এখন আপনি সার্চ ইঞ্জিনে কোনো সরকারি তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে আপনি চাইবেন .gov ডোমেইন যুক্ত ওয়েবসাইট থেকে প্রথমে রেজাল্ট আসুক, কেননা এই ডোমেইন যুক্ত ওয়েবসাইটগুলো মূলত সরকারি ওয়েবসাইট। এসময় আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে সরকারি ওয়েবসাইটকেই প্রাধান্য দেবেন, কেননা আপনি কোনো সরকারি তথ্য জানতে চাচ্ছেন। গুগল সার্চ ইঞ্জিনে একটি সুন্দর ট্রিকস ব্যবহার করে আপনি কেবল স্পেসিফিক ডোমেইনের ওয়েবসাইট থেকে তথ্য পেতে পারবেন। আর এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো সার্চ বক্সে site লেখে স্পেস দিয়ে কোলন দিয়ে একটি ডোমেইন যেমন (.gov/.com/.net/.org) লিখে কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। উদাহরণ হিসেবে, site:.gov Tax Info লিখলে .gov ডোমেইন যুক্ত সাইট থেকে রেজাল্ট চলে আসবে। একইভাবে শিক্ষা বিষয়ক তথ্য জানতে .edu ডোমেইন ব্যবহার করা যাবে।

একের অধিক সার্চ ইঞ্জিন ব্যবহার করুন

অনেকেই আছেন যারা কেবল গুগলকেই একমাত্র সার্চ ইঞ্জিন মনে করেন। আপনি আসলে কী সার্চ করছেন, তার ওপর বিবেচনা করে একের অধিক সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। ওয়েব সার্চে প্রাসঙ্গিক ফলাফল পাওয়া নির্ভর করে আপনি আসলে কী লিখে সার্চ করছেন তার ওপর। আপনি এখন কফির জন্য আশপাশের রেস্টুরেন্ট খুঁজছেন, আপনি যদি coffee লিখে সার্চ দেন নিশ্চয়ই প্রাসঙ্গিক ফলাফল পাবেন না। কিন্তু আপনি যদি লেখেন coffee shop nearby সব অথবা coffee shop in Mirpur বা যেখানে আপনি আছেন সেখানে তাহলে অবশ্যই একটি সুন্দর ফলাফল পাবেন।

ইত্তেফাক/আরকেজি
https://www.ittefaq.com.bd/scienceandtechnology/64174/%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

5
ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ভারতের পেসার মোহাম্মদ সামি। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে বিপজ্জনক মোহাম্মদ নবী, আফতাব এবং মুজিব উর রহমানকে আউট করেন সামি।
Source: https://www.ittefaq.com.bd/cricketworldcup2019/64397/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0

7
informative

8
helpful post

9
Thanks for sharing

10
helpful post

11
helpful post

14
helpful post

Pages: [1] 2 3 ... 33