Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Topic started by: mustafiz on November 13, 2014, 06:00:55 PM

Title: মেদ ঝরাতে কমলা লেবু
Post by: mustafiz on November 13, 2014, 06:00:55 PM
 শীত প্রায় এসেই গেল। আর শীত কাল মানেই টক মিষ্টি কমলা লেবুর সময়। স্বাদে অতুলনীয় হওয়া ছাড়াও, এই ফলটি আমাদের শরীরে ভিটামিন সি এবং ফোলেট বলে একটি উপাদান এর পুষ্টি যোগায়।

(http://dailylive24.com/file/2014/11/orange-655x360.jpg)


এছাড়াও শরীরের বাড়তি মেদকেও ঝরাতে সাহায্য করে। কমলালেবু শরীরে বাজে ক্যালোরি জমতে দেয় না। এছাড়াও কমলা লেবুতে থাকা প্রাকৃতিক মিষ্টি শরীরে গ্লুকোজের চাহিদাও মেটায়।

কমলালেবু মিষ্টি হওয়া সত্ত্বেও এতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত নগণ্য এবং ফাইবারও বেশি। এটি পাকস্থলীকে বেশ অনেকটা সময় পর্যন্ত ভর্তি রাখে। তাই অসময়ে খিদের চাহিদা মেটায়। কমলা লেবুতে যে ভিটামিন সি থাকে তা শরীরচর্চার সময় অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
 তবে এক্ষেত্রে কমলালেবুর রসের বদলে গোটা কমলাই খাওয়া উচিৎ। কারণ কমলা লেবুর রসে মিষ্টির পরিমাণ বেশি থাকে ও ফাইবার একেবারেই থাকে না। অতএব, এই শীতে মেদ ঝরাতে দিনে একটা করে কমলা লেবু খাওয়া বুদ্ধিমানের।
Title: Re: মেদ ঝরাতে কমলা লেবু
Post by: sazirul on November 14, 2014, 02:56:52 PM
One of my favorite fruits. Thanks for sharing......  :)
Title: Re: মেদ ঝরাতে কমলা লেবু
Post by: ayasha.hamid12 on December 02, 2014, 06:35:23 PM
Orange is a very healthy fruit and testy as well.