Daffodil International University

DIU Activities => ACADEMIC PROGRAMS AT DIU => Topic started by: Karim Sarker(Sohel) on March 10, 2015, 01:22:09 PM

Title: বিসিক-ড্যাফোডিল ইউনিভার্সিটি চুক্তি
Post by: Karim Sarker(Sohel) on March 10, 2015, 01:22:09 PM
দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি ও একাডেমিক সহায়তা দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (০৯ মার্চ) এ সর্ম্পকিত একটি চুক্তিতে স্বাক্ষর করেন বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এম লুৎফর রহমান।

এ উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বর্তমান মুক্তবাজার অর্থনীতির এ পৃথিবীতে এক দেশের বাজার অন্য দেশ দখল করছে। শ্রম ও উদ্ভাবন শক্তি দিয়ে এই বিশ্ববাজারের দখল নিতে হবে বাংলাদেশকে।

বিশ্ববাজার দখল করতে টেকসই শিল্পোন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রী।
 
এই চুক্তির ফলে, বিসিকের নির্ধারিত টাঙ্গাইল, সিলেট, রাজশাহী, যশোর এবং বরিশাল কেন্দ্রের উন্নয়ন, সংস্কার, দক্ষতা, মানবসম্পদ উন্নয়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারিগরি ও একাডেমিক সহায়তা দেবে।

আহমেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান।
Title: Re: বিসিক-ড্যাফোডিল ইউনিভার্সিটি চুক্তি
Post by: Karim Sarker(Sohel) on March 10, 2015, 01:23:25 PM
ছবিতে দেখিন