Daffodil International University

Educational => Learning English => Learning English => Topic started by: Karim Sarker(Sohel) on January 07, 2015, 09:45:40 AM

Title: ইংরেজি শিক্ষার গবেষণাধর্মী চর্চা বই প্রকাশিত হতে যাচ্ছে
Post by: Karim Sarker(Sohel) on January 07, 2015, 09:45:40 AM
ইংরেজি শিক্ষার অনেক বই বাজারে রয়েছে। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী পদ্ধতি নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ইংরেজি শিক্ষার নতুন বই ‘এ প্র্যাকটিস্ বুক অফ লার্নিং ইংলিশ ফর বেঙ্গলি লার্নার্স’। শিক্ষার্থী যেন খুব সহজেই বাক্য তৈরি ও চর্চা করতে পারে সেই দিক বিবেচনা করেই বইটি তৈরি করা হয়েছে। ‘অক্সিলারি ভার্ব’ ও ‘টু বি ভার্ব’-এর স্পষ্ট ও সংক্ষিপ্ত উপস্থাপন, ভুকাবুলারি অংশে রয়েছে যে শব্দগুলো কথোপকথন ও পাঠ্যবইয়ে বেশি মাত্রায় ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলোর অর্থসহ পৃথক পৃথক তালিকা। প্রিপজিশন আয়ত্ত্ব করার সহজ ও অভিনব পদ্ধতি। অল্প কিছুদিনের মধ্যেই বইটি প্রকাশিত হবে। বইটির লেখক ও প্রকাশক মোঃ জালাল উদ্দিন শাওন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কবির কলেজিয়েট একাডেমী, হবিগঞ্জ, গত কয়েক বছর যাবত গবেষণার কাজ পরিচালনা করে এ বছর বইটি প্রকাশ করতে যাচ্ছেন।
Collected.