Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Sultan Mahmud Sujon

Pages: 1 ... 170 171 [172] 173 174 175
2566
এতে অনেক মোবাইল এর Secret Codes আছে যেমনঃ Nokia,LG,Motorola,Sony,Siemens. Etc.
আশা করি কাজে লাগবে।

*******************Download লিঙ্ক নিচে দেওয়া হল*********************

http://depositfiles.com/en/files/ai5nyvjt5
http://www.mediafire.com/?xk3w85ok7zk3e53

2567
আমরা কমবেশি সবাই মোবাইল ব্যবহার করি। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজন মোবাইলের সুরক্ষার জন্য এন্টিভাইরাস ব্যবহার করি। এর ফলে প্রায় বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীই আক্রান্ত হয় বিভিন্ন প্রকার ভাইরাসে। যা মোবাইলে মারাত্বক ধরণের ক্ষতি সাধন করতে পারে। মোবাইলের ভাইরাসগুলি সাধারণত বিভিন্ন এ্যাপ্লিকেশন, ব্ল্রটুথ, ওয়াইফাই ইত্যাদি থেকে আসে। মোবাইলের সুরক্ষার জন্য আপনি বাজারে অনেক এন্টিভাইরাস পাবেন কিন্তু এই ভাইরাসগুলি প্রতিনিয়ত আপডেট হয় তাই নতুন নতুন পদ্ধতিতে আপনার মোবাইলকে আক্রান্ত করতে পারে।

সবগুলি ভাইরাস/মালওয়্যারের সাথে পরিচিত হওয়ার আগে পরিচিত হয়ে নিন সবচেয়ে দুর্দান্ত কয়েকটির সাথেঃ

Cabir: এটি ভয়ংকর একটি ভাইরাস। এটি মূলত সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চালিত মোবাইলগুলিতে আক্রমন করে। এটি আক্রমন করলে মোবাইল চালু হওয়ার সময় প্রত্যেকবার ‘Caribe’ ম্যাসেজটি সো করে। এরপর এটি মোবাইলের ব্লুটুথ দিয়ে অন্যান্য মোবাইলে ছড়ায়।
Duts: এই ভাইরাসটিকে জোঁক এর সাথে তুলনা করা যায়। কারণ এটি ইন্সটল করা এ্যাপ্লিকেশনগুলির ডাইরেক্টরিতে থাকা EXE ফাইলগুলির সাইজ চার মেগাবাইটের উর্দ্ধে বানিয়ে দেয়।
Skulls: এটি মূলত একটি Trojan Horse। এই ভাইরাসে মোবাইল আক্রান্ত হলে মোবাইলের Menu/HomeScreen এর আইকোনগুলির ইমেজগুলি পরিবর্তিত হয়ে একটি মাথার খুলির আইকোন হয়ে যায়। কখনো কখনো আবার এটি মোবাইলের সব এ্যাপ্লিকেশনকেও সংক্রামিত করতে পারে। নিচে এই ভাইরাসের একটি স্কিনশর্ট দিলাম। দেখেন এটি কেমন ভয়ংকর

Commwarrior: এই ভাইরাসটি MMS টাইপ করে ব্লাটুথ দিয়ে অন্যান্য মোবাইলে সংক্রামিত করে। বেশিরভাগ এটি নোকিয়ার সিমবিয়ান সিরিজ 60 এর V3 Edition, V5 Edition, Symbian^3 এর সেটগুলিকে আক্রান্ত করে। Commwarrior একটি executable (EXE) worm ফাইল। এটি আক্রান্ত হওয়ার সাথে সাথে মোবাইলের ব্লুটুথ ব্যবহার করে বিভিন্ন রকমের সংক্রামিত ফাইল ভিন্ন ভিন্ন নামে অন্য মোবাইলে প্রেরণ করে।

তাই এইসব ভাইরাস থেকে বাচতে হলে। প্রয়োজন ছাড়া আপনার মোবাইলের ব্লুটুথ, WiFi ইত্যাদি বন্ধ রাখুন।

উপরোক্ত কয়েকটি মারাত্বক ভাইরাস ছাড়াও নিচের তালিকাটি থেকে দেখে নিতে পারেন মোবাইলের ভাইরাস/মালওয়্যারগুলির ধরণ-

2568
যালান্স ট্রান্সফারের জন্য একটা নতুন সেবা চালু করা হয়েছে। প্রিপ্রেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই যে কোন সময়ে যে কোন রবি প্রিপেইড একাউন্টে ব্যালান্স ট্রান্সফার করতে পারেন।

এই সেবা রবির গ্রাহকগণকে যোগাযোগের ক্ষেত্রে চমৎকার সুযোগ করে দেবে। ব্যালান্স ১ টাকার কম থাকলেও গ্রাহকগণ যোগাযোগ করতে পারবেন। রবির প্রিপেইড গ্রাহকগণ যে কোন রবি নম্বরে ব্যালান্স চেয়ে অনুরোধ পাঠাতে পারেন। এধরনের সুযোগ বাংলাদেশে এই প্রথম।

কিভাবে ব্যালান্স ট্রান্সফার করবেন?

ব্যালান্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন নেই। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালান্স গ্রহণকারীর নম্বর)|
প্রথমবার লেনদেনের পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন।
সফলভাবে ট্রান্সফারের পর আপনি একটি পিন কোড পাবেন। পুনরায় ট্রান্সফার এর জন্য পিনটি ব্যবহার করুন। পিনটি বন্ধ করতে off <আপনার পিন> লিখে ১২১০ নম্বরে এসএমএস করুন।

কিভাবে ব্যালান্সের জন্য অনুরোধ পাঠাবেন?

অনুরোধ পাঠাতে আপনার একাউন্টে মাত্র ৫৮ পয়সা থাকলেই চলবে।
মেসেজ এর অপশনে যত টাকা চান তার পরিমাণ (যেমন, ২৫) লিখে ১২১১০১৮yyyyyyyy নম্বরে এসএমএস পাঠান (এখানে ০১৮yyyyyyyy হচ্ছে ব্যালান্স প্রদানকারীর নম্বর)|
দাতা অনুরোধটি এসএমএস হিসাবে পাবেন।

আপনি যখন একটি অনুরোধ পাবেন:

অনুরোধটি গ্রহণ করলে, Y লিখে এসএমএস এর উত্তর দিন;
অনুরোধটি গ্রহণ না করলে, N লিখে এসএমএস করুন;
অনুরোধটি ব্লক করতে চাইলে, B লিখে এসএমএস করুন।

চার্জ (খরচ):

ট্রান্সফারের জন্য ২.০০ টাকা (+ভ্যাট) এবং
ট্রান্সফার এর পরিমাণ থেকে ২.০০ টাকা (+ভ্যাট) কেটে নেওয়া হবে।

(ভয়েস) নির্দেশনা শুনেও আপনি সহজে ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনার রবি নম্বর থেকে ১২১০ নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুযায়ী আপনার কাঙ্খিত রবি নম্বরে ব্যালান্স ট্রান্সফার করতে পারেন।
দ্রষ্টব্য:
১.
একজন প্রিপ্রেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
২. একজন পোস্টপেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
৩.
প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকদের জন্য সর্বনিম্ন ট্রান্সফারের পরিমাণ হবে ১০ টাকা এবং একমাসে সর্বোচ্চ ১,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
৪.
ট্রান্সফারের পরিমাণ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। (যেমন, ১৫.৩০ টাকা প্রযোজ্য না)।
৫. ভ্যাট এবং শর্ত প্রযোজ্য।

2569
বর্তমান যুগে মাল্টিমিডিয়া মোবাইল নাই এমন মানুষ খুব কমই আছে।আর এসব মোবাইলের জন্য দরকার হয় বিভিন্ন software,games,themes etc.
আজ আমি এমন কতগুলো সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যাতে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় সবকিছু।আর নকিয়া র জন্য extra সুবিধা তো আছেই।

www.findwap.mobi
www.xtramaza.com
www.mcitrus.com
www.mobile9.com
www.downloadwap.com
m.zedge.net
www.bd2fun.com
www.waptrick.com
www.wapfamily.com
www.gomob.in
মোবাইলের ভিডিও ডাউনলোডের সাইট।যেকোনো ভিডিও সার্চ দেন আর সাথে সাথে পেয়ে যাবেন।
www.vuclip.com

আর 3GP নাটক ডাউনলোডের জন্য
www.fusionbd.com
hindi গান ডাউনলোডের জন্য
www.songs.pk
www.123music.mobi
অনেকের এসব সাইট জানা থাকতে পারে।এটা তাদের জন্য না।যার জানেন না তাদের জন্য।

2570
মোবাইলে অনেক সময় আনজিপ করার দরকার হয়। দরকার হয় পিডিএফ বা ওয়ার্ড ফাইল পড়ার, কিংবা কোন ফাইল কনভার্ট করার । মাঝে মাঝে আবার ডিকশনারিও লাগে। অনেক সময় পিডিএফ ফাইল থেকে কপি হয় না, তখন দরকার হয় পিডিএফ ফাইলকে আনলক করা। এসবের জন্যই আজ আপনাদের কিছু দরকারি লিংক দিলাম। কাজে লাগে কি না দেখুন।

১। ইংলিশ টু বাংলাঃ http://bdword.com/bangla_dictionary/lite/index.php?q=
২। গুগল ডিকশনারিঃ http://www.google.com/dictionary?hl=en&sl=en&tl=bn&q=Word
৩। বাংলা ডিকশনারিঃ http://www.dictionary.tamilcube.com/bengali-dictionary.aspx
৪। ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ http://view.samurajdata.se/
৫। অনলাইন কনভার্টারঃ http://www.online-convert.com/
৬। পিডিএফ আনলকঃ http://www.ensode.net/pdf-crack.jsf
৭। অনলাইন আনজিপঃ http://lux.wen.ru/unzipper.html

ডিকশনারিগুলোতে ব্রাউজার থেকে শব্দ কপি করে সার্চ বক্সে পেস্ট করেও শব্দার্থ বের করা যাবে। অন্যান্যগুলোর (৪-৭) বেলায় আপনার ফাইলের লিংক দিয়ে অথবা মোবাইল থেকে আপলোড করেও কাজ করতে পারবেন

লিংকগুলো যে শুধু মোবাইলে কাজ করবে তা কিন্তু নয়। কমপিউটারেও সমানভাবে কাজ করবে।

2571
Telecom Forum / মোবাইলে টিভি দেখুন
« on: October 08, 2011, 08:40:57 PM »
শিরোনাম দেখে বুজতে পারছেন মোবাইলে টিভি নিয়ে আলোচনা করব। গেটজার অথব মবানগোতে coreplayer বা stromplayer সাস' দিলেই পাবেন । প্লেযারটি ওপেন করে টুলসে যান সেটিন্সে ব পেপেরেন্স ক্লিক করুন । তারপর selet p মিন্স বাম পাশের সিলেক্সন কি চেপে নেটওযাক ক্লিক করে নেটওযাক একসেস এনাবল চেক বক্স টিক দেন তারপর নিচের দেযা লিন্ক গুলো ট্রাই করেন আর মজা মেরে টিবী দেখুন. আর হে এখন আমি অপনাদের একটা টিবী সপ্তওযার দিব খুব কাজের । সেটা হল মুনডু টিবী . m.mundu.tv যান আপনার ফোন থেকে । download করেন আর রেজেস্ত্রেশণ.ও করতে হবে তারপর আট টি চেনেল দেখুন. বিদায।
rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_4.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf1/cid_34.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_35.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_7.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_29.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_32.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_33.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_31.sdp

rtsp://ss1c6.idc.mundu.tv:554/prf0/cid_2.sdp

rtsp://121.244.145.226:554/prf0/cid_45.sdp

rtsp://121.244.145.226:554/prf0/cid_62.sdp

rtsp://121.244.145.226:554/prf0/cid_61.sdp

MUSIC BOX - rtsp://stream.the.sk/live/musicbox/musicbox-3m.3gp
AFTVAdventure -

rtsp://video3.multicasttech.com/AFTVAdventure3GPP296.sdp
AFTVClassics্

rtsp://video3.multicasttech.com/AFTVClassics3GPP296.sdp
AFTVComedy -
rtsp://video3.multicasttech.com/AFTVComedy3GPP96.sdp
AFTVCrime -

rtsp://video2.multicasttech.com/AFTVCrime3GPP296.sdp
AFTVHorror - rtsp://video2.multicasttech.com/AFTVHorror3GPP296.sdp
AFTVMystery

– rtsp://video2.multicasttech.com/AFTVMystery3GPP296.sdp
English songs live – rtsp://stream.zoovision.com/live.sdp
B4U Music – rtsp://217.146.95.166:554/playlist/ch12zqcif.3gp
Clubbing TV

– rtsp://217.146.95.166:554/playlist/ch21yqcif.3gp
Bella Club[18+]

– rtsp://217.146.95.166:554/playlist/ch29yqcif.3gp
PDF – rtsp://217.146.95.166:554/playlist/ch11yqcif.3gp
iMusic1

– rtsp://217.146.95.166:554/playlist/ch26yqcif.3gp
Fation tv FTV [18+]- rtsp://217.146.95.166:554/playlist/ch27yqcif.3gp
HiTV [africa]-
rtsp://217.146.95.166:554/playlist/ch13yqcif.3gp
WWF best channel- rtsp://217.146.95.166:554/playlist/wwf_coral_triangle_turtle_qcif1_ym1.3gp
Ads channel (showing best ads)-

rtsp://217.146.95.166:554/vod_rtsp/goviral/swatch_greece_qcif1.3gp
Guitarist TV (teach guitar)-

rtsp://217.146.95.166:554/playlist/ch1yqcif.3gp

2572
বাংলাদেশ এ আই ফোন ব্যাবহার কারির সংখ্যা খুবই কম......।।

তাও যারা ব্যাবহার করছেন কিংবা আগামি তেহ করবেন তাদের জন্য এই পোস্ট...।

অন্যরা মন খারাপ করবেন না ...

আজ কিছু আপ্লিকাশন আমি শেয়ার করব যা খুবই চমৎকার

১.কামেনা...camena-----------

[[http://itunes.apple.com/us/app/camena-song-lyrics/id312578836?mt=8]]

এইখানে detail আছে...

২.ভাইবার।।viber--------

[[http://www.viber.com/]]

3.nimbuzz

[[http://www.nimbuzz.com/en/iphone/download]]

4.ebuddy pro[chatting software]

[[http://www.ebuddy.com/iphone/]]

5.laDiDa[song editor]

[[http://itunes.apple.com/us/app/ladida/id326533688?mt=8]]

6.Swap faces[photo editor]

[[http://itunes.apple.com/us/app/iswap-faces/id305557780?mt=8]]

7.Facebook [social networking]

[[https://www.facebook.com/iphone]]

8.pdf reader[pdf scanner]

[[http://itunes.apple.com/us/app/pdf-reader-pro/id300298606?mt=8]]

9.vlc[music player]

http://itunes.apple.com/us/app/vlc-streamer/id410031728?mt=8

10.photo sender[bluetooth]

http://itunes.apple.com/us....44?mt=8

11.A1 bangladesh[radio]

http://itunes.apple.com/br....53?mt=8

12.skype

http://www.skype.com/intl....r-skype

13.messenger

http://itunes.apple.com/us/app/windows-live-messenger/id376196406?mt=8

14.flowpaper[art]

http://itunes.apple.com/us/app/flowpaper/id424499611?mt=8

[[game]]

1.ninjump dx

2.nfs undercover[ea]

3.nfs shift[ea]

4.tetris[ea]

5.cut the rope

6.the sims 3

7.angry birds

8.angry birds rio

[[বি।দ্র। কিছু কিছু জিনিস apple store থেকে free তে নামানো জাবে।আর কিছু কিছু জিনিশ ডলার চাবে।

আপনার আই ফোন যদি আগে থেকে hack করা থাকে তাহলে আপনি cydiaথেকে installous 4 নামিয়ে সেখানে search দিয়ে free তে নামাতে পারবেন।]]

2573
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা ? আশা করি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভাল আছি।আজ আপনাদের কাছে হাজির হলাম মোবাইল এর কিছু java ফরম্যাট এর সফটওয়্যার নিয়ে।

java ফরম্যাট এর মোবাইল সফটওয়্যার গুলোর তালিকা সমুহ –

1. BlueFTP - Mobile Explore
2. Gmail – Mail check
3. Mig33 - Chatting
4. UC Browser - Browser
5. Opera Mini - Browser
6. Revnx.jar – Show N&R tv
7. BanglaSMS – Bangla Message
8. BD Dictionary - Bangla Dictionary
9. En2BnDictionary - Bangla Dictionary
10. Mini Quran - Holy Quran
11. Snaptu Facebook – Facebook Browsing

http://www.mediafire.com/?f64chhppdrcwfme

2574
অনেক পড়া জমে আছে, কম্পিউটারে নোট আছে কিন্তু তা তো মোবাইলে পড়া যাবে না, কি করবেন তাহলে? হ্যা আপনার জন্য ই একটা দরকারী সফট। এবার মোবাইলেই দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড।

জ্বি, এবার আপনি খুব সহজেই জাভা সাপোর্টেড মোবাইল ডিভাইসে মাইক্রোসফট ওয়ার্ড পড়তে পারবেন। তার জন্য Microsoft Word for Mobile আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। সাইজ খুবি ছোট। মাত্র 86.18 KB।
যে সব মোবাইল সাপোর্ট করবেঃ
LG KS10, Nokia 3250, Nokia 5500, Nokia 5700, Nokia 6110 Navigator, Nokia 6120, Nokia 6121, Nokia 6290, Nokia E50, Nokia E51, Nokia E60, Nokia E61, Nokia E62, Nokia E61i, Nokia E65, Nokia E70, Nokia E90, Nokia N71, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N80, Nokia N81, Nokia N81 8GB, Nokia N82, Nokia N91, N91 8GB, Nokia N92, Nokia N93, Nokia N93i, Nokia N95, Nokia N95 8GB, Samsung i400, Samsung i450, Samsung i520, Samsung i500, Samsung i560.

দেখুন আপনার মোবাইল উপরের তালিকায় আছে কিনা? তাহলে নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করুন।

http://www.mediafire.com/?1herykbahz8xk25

ইনস্টল করার নিয়মঃ

উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করে আনজীপ করে নিন।
আপনার মোবাইলে ফাইলটি পাঠিয়ে দিন।
এবার ইন্সটল করে ব্যবহার কররুন।

2575
আমরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট র সাথে পরিচিত, সবারই কোন না কোন ব্যাংকএ অ্যাকাউন্ট আছে। আজ আমি আপনাদের নতুন একটি ব্যাংকিং এর সাথে পরিচয় করিইয়ে দিব তা হল মোবাইল ব্যাংকিং
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ এই প্রথম নিয়ে এলো মোবাইল ব্যাংকিং ।আপনি চাইলেই ডাচ বাংলা ব্যাংক এর যে কোন শাখা থেকে মোবাইল ব্যাংকিং এর জন্য অ্যাকাউন্ট করতে পারবেন ।
অথবা ডাচ বাংলা ব্যাংক এর অনুমিতও agent বাংলালিঙ্ক customer care ও সিটিসেল cash point থেকেও অ্যাকাউন্ট করতে পারবেন
এ ক্ষেতে আপনার মোবাইলটি হয়ে যাবে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার
শুধু আপনার মোবাইল নাম্বার এর শেষে একটা check digit যোগ হবে
যেমন আপনার মোবাইল নাম্বার ০১৬৭৮ ১২৩৪৫৬
আপনার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হবে ০১৬৭৮ ১২৩৪৫৬৭
আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে লেনদেন করেন তা হলে আপনাকে এর জন্য কোন চার্জ দিতে হবে না কিন্তু যদি বাংলালিঙ্ক customer care অথবা সিটিসেল cash point থেকে লেনদেন করেন তা হলে আপনাকে চার্জ দিতে হবে
জমা ১%
উত্তোলন ২%
তবে এখন একবারে ৫০০০ টাকা র বেশি লেনদেন করা যাচ্ছে না এবং একদিনে ৫ বার লেনদেন করা যাবে

মোবাইল ব্যাংকিং এ নিরাপত্তা অনেক স্টং প্রত্যেক লেনদেন এর ক্ষেতে আপনার মোবাইল এ একটি IVR call আসবে আপনি যদি লেনদেন এ রাজি থাকেন তা হলে আপনাকে আপনার গোপন পিন দিতে বলবে ।আপনার পিন সঠিক হলেই লেনদেন সম্পুন্ন হবে

আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংক ATM বুথ use করেও টাকা উত্তোলন করতে পারবেন

আমরা অনেকে ডলার বেচা কেনা করার জন্য একে অপরকে টাকা পাঠানোর দরকার হয় সে ক্ষেতে অনেক সময়ই নিকট দুরুত্তে ব্যাংক পাওয়া যায় না এখন আপনি চাইলেই পেরকের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা পাঠাতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে

সর্বোপরি আমি মনে করি মোবাইল ব্যাংকিং আমাদের জন্য একটি বড অর্জন এজন্য আমি স্যালুট জানাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আতিউর রহমান সাহেব কে যিনি ব্যাংকিং সেবার মান উন্নয়ন এ নিরলস চেষ্টা করছেন।আমি মনে করি উনি যদি চেষ্টা করেন তা হলে pay pal কে বাংলাদেশে আনা সম্ভব হবে
এজন্য outsourcing র যারা হর্তা কর্তা তারা উনার সাথে দেখা করতে পারেন অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব .

2576
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট ও খুবই কাজের একটি মোবাইল সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। এই সফটওয়্যার টি তাদের জন্য যারা শেয়ার বাজারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন। আমি জানিনা এই সফটওয়্যার নিয়ে আগে কোন পোষ্ট হয়েছে কিনা। যদি হয় তাহলে মাফ করবেন।

এখন আসি কাজের কথায়।ধরুন আপনি কোন প্রত্যন্ত অঞ্চলে কাজে ব্যাস্ত (হতেই হবে কথা নেই), বারবার ফোন করে আপনার শেয়ার আপডেট নেওয়া কিংবা আপনার সাধের পোর্টফোলিও দেখা কোনভাবেই সম্ভব নয়। আপনার হাতে জাভা সমর্থিত যে কোন হ্যান্ডসেট থাকলেই আর চিন্তা নেই। তবে মোবাইল এ ইন্টারনেট এর কানেকশন এক্টিভেট থাকতে হবে। মাত্র ৫-১০ পয়সা খরচ করে(আমি ডাটা transection এর উপর ভিত্তি করে বলেছি,যারা বিভিন্ন প্যাকেজ ব্যাবহার করেন তারা বাদে......এছাড়া সম্পুর্ণ ফ্রী) আপনি জেনে নিতে পারবেন যে কোন শেয়ারের

১. বর্তমান বাজারমুল্য

২. দিনের সর্বোচ্চ দর

৩. দিনের সর্বনিম্ন দর

৪. মুল্য পরিবর্তন %

এছাড়া আরো পাবেন সম্পূর্ণ এক বা একাধিক পোর্টফোলিও।যার মাধ্যমে মুহূর্তেই জানতে পারবেন আপনার আর্থিক অবস্তা। সফটওয়্যারটি নতুন কিংবা পুরোন বিনিয়োগকারিদের কাজে আসবে বলে আমার ধারণা।

৫৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করুন http://www.mediafire.com/?0xadqomz0ocbxik এইখান থেকে

ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

2577
আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার দুটি HD গেম । তাও আবার ফুল ভার্সন ।

মজার ব্যাপার হল এটি চালাতে কোন বাটন এর প্রয়োজন নেই

কারন এটি একটি অটো মোশনসেন্সর গেম যেটির মাধ্যমে আপনি মোবাইল নাড়াচাড়া করেই কন্ট্রোল করতে পারবেন আপনার car কে ।

এই গেইম দুটি nokia s60v5/^3 সেট গুলাতে চালাতে পারবেন।

প্রথমটি হল asphalt4.........

http://gallery.mobile9.com/f/1926597/?view=download

2578
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল।যারা রবি সিম ব্যবহর করেন তাদের জন্য আমার এ টিউন ।রবি মিস কল এলার্ট চালু করেছে।আপনার মোবাইল বন্ধ থাকলে বা নেটওয়ার্কের বাহিরে থাকলে কোন সমস্যা নেই। এই এলার্ট আপনার মোবাইল টি খোলার পর এসএমএস এর মাধ্যমে সকল ইনকামিং কল সম্পকে জানিয়ে দেবে। রবি মিস কল এলার্ট সেবাটির মাধ্যমে রবি গ্রাহকগণ যখন নেটওয়ার্কের বাইরে থাকবে কিংবা তাদের মোবইল বন্ধ থাকবে তখন আপনকে কে ফোন করেছে কলগুলো সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর দেরি না করে সেবাটি চালু করে নিন।

কিভাবে সেবাটি চালু করবেনঃ

১ম, মেসেজ আপশনে যান reg লিখুন 8272 নাম্বারে পাঠান নিশ্চিত করন এস এম এস পাবেন।
২য়, মেনুর মাধ্যমে চালু করতে পারেন এজন্য *180*2*1# এ ডায়াল করুন এবং রেজিষ্টশন নির্বাচন করুন।
কিভাবে সেবাটি বাতিল করবেনঃ
১. আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
২. off লিখুন
৩. ৮২৭২ নম্বরে এসএমএস পাঠান।

অফটঃ
৮২৭২ নম্বরে এসএমএস পাঠাতে স্বাভাবিক এসএমএস চার্জ প্রযোজ্য।

যখন আপনি রবি মিস কল এলার্ট সেবাটির চালু করবেন, তখন আপনার মোবাইলফোন অনুযায়ী আউটগোয়িং কলের ক্ষেত্রে কল ডাইভার্টিং ফরওয়ার্ডিং এর বিভিন্ন বার্তা দেখতে পাবেন। এজন্য আপনার কোন কিছু করার প্রয়োজন নেই।দয়া করে আপনার মোবাইলফোনের ডাইভার্টিং ফরওয়ার্ডিং সেটিং পরিবর্তন করবেন না।সবাই ভালো থাকবেন............ধন্যবাদ

2579
আমদের জীবনে সেল ফোন এখন অনেক গুরুত্বপূর্ণ । কিন্তু মাঝে মাঝে আমরা অনেক বেশী ব্যস্ত থাকি । তখন কারও ফোন ধরার সময় হয় না বা ধরতে বিরক্ত লাগে। তাই বাধ্য হয়ে আপনি সেল ফোনটি বন্ধ করে দেন।পরে আপনার মিসকল এলার্টের সুবিধার্থে জানতে পারেন কে কে আপনাকে কল করেছিল।কিন্তু তখন যদি আপনার ফোনটি ওপেন রাখা জরুরী হয় তাহলে কি করবেন ?

উপায় আছে..আপনার ফোন ওপেন থাকবে..কিন্তু কেউ কল করলে জানবে বন্ধ এবং আপনি তাৎক্ষনিক এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন কে কল করতেছে ।

উপায়

1. আপনার মিসকল এলার্ট সার্ভিস চালু থাকতে হবে

2. Call divert option এ গিয়ে Divert all Voice Call - Active করুন 790 নম্বরে

এখন অন্য নম্বর দিয়ে আপনার নম্বরে কল করে চেষ্টা করুন ।

বি:দ্র: আমার এয়ারটেল দিয়ে এভাবে করেছি..আপনারা চেষ্টা করে দেখুন।

2580
Thank u share this information

Pages: 1 ... 170 171 [172] 173 174 175