Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mahmud12

Pages: [1]
1


গুগল ও এর অন্যান্য ফিচার ব্যবহারকারীরা মৃত্যুর পরও তাদের তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করতে বা মুছে দিতে পারবেন! বিষয়টা অনেকটা সম্পত্তি উইল করে যাওয়ার মতো।

সাধারণত একজন ব্যবহারকারী মারা গেলে কিংবা নিস্ক্রিয় হয়ে গেলে তার তথ্য সাইবার জগতে জমা থাকে। সেটা যদি গুগলের ব্যবহারীর হয় তাহলে তা তাদের সার্ভারে থেকে যায়।

গুগলের এ নতুন ফিচারে একটি নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীরা গুগল থেকে তাদের তথ্য মুছে ফেলতে আগেই নির্দেশা দিয়ে রেখে যেতে পারবেন বা তার পছন্দের কোনো মানুষের কাছে স্থানান্তর করতে পারবেন। 

বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্টারনেট ব্যবহারকারীরা মৃত্যুর পরে ইন্টারনেটে থাকা তাদের তথ্যের কী হবে তা নিয়ে অনেক সময়ই উদ্বেগ প্রকাশ করেন।এ রকম আবেদন থেকেই গুগল এমন একটি উদ্যোগ নিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। জিমেইল, গুগলপ্লাস, ইউটিউব ও গুগললের অন্য যে কোনো ফিচার ব্যবহকারীরা এ সেবা পাবেন।

একটি ব্লগপোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আশা করি এই নতুন ফিচার আপনার মৃত্যুর পরে ডিজিটাল তথ্যের ভবিষ্যৎ নিয়ে আপনাদের পরিকল্পনা করতে সহযোগিতা করবে। এটা এমন একটি উপায়ে আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা সংরক্ষণ করবে যা আপনি কবরে চলে যাওয়ার পরও আপনার তথ্য সুরক্ষিত রাখবে এবং আপনার প্রিয়জনের জীবন সহজতর করবে।’   

ওই ব্লগপোস্টে আরো বলা হয়, ব্যবহারকারীরা তথ্য তাদের নিষ্ক্রিয়তার একটি নির্দিষ্ট সময়: তিন, ছয় এবং ১২ মাস পর মুছে ফেলার নির্দেশনা দিতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা চাইলে তাদের তথ্য পছন্দের মানুষের অ্যাকাউন্টেও স্থানাস্তর করতে পারবেন।   

এ ফিচারে আরো যা রয়েছে তা হলো- ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হলে গুগল স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে অথবা সেকেন্ডারি ইমেইল অ্যাড্রেসে অ্যালার্ট মেইল পাঠিয়ে সতর্ক করবে।

উল্লেখ্য, গুগলই প্রথমবারের মতো এ ধরনের একটি সংবেদনশীল ইস্যু ব্যবহারকারীদের সামনে আনলো।

2
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শিনজেনে মানুষের ডিম্বাণু নিয়ে চলছে রমরমা ব্যবসা। এক একটা ডিম্বাণু বিক্রি হচ্ছে ৩২ হাজার ৫২০ ডলারে!

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আছেন কিছু লাইসেন্সবিহীন চিকিৎসক। তারা কিশোরীদের কাছ থেকে এসব ডিম্বাণু সংগ্রহ করে থাকেন।

ওই চিকিৎসকেরা ডিম্বাণু সংগ্রহ এবং একে নিষিক্তকরণ থেকে শুরু করে বন্ধ্যা নারীর জরায়ুতে তা প্রতিস্থাপন পর্যন্ত পুরো কাজটি করেন। এক্ষেত্রে অবশ্য ওই ক্লায়েন্টের স্বামীকেই শুক্রাণু দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়।

স্বাস্থ্য বিভাগ বলছে, ডিম্বাণু সংগ্রহের জন্য ডোনারের ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের করে আনতে অস্ত্রোপচার করতে হয়। আর এ প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমনকি একজন কিশোরীর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

আর এই ডিম্বাণু বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তার মাত্র ১০ থেকে ২৫ শতাংশ পেয়ে থাকেন ডিম্বাণু দানকারী কিশোরী।

ক্রেতাদের মধ্যে আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। কেনার সময় তারাই বলে দেয়, কেমন কিশোরীর ডিম্বাণু তাদের চাই।

উল্লেখ্য, চীনে মানুষের ডিম্বাণু সংগ্রহ এবং বিক্রয় নিষিদ্ধ। আর ইতোমধ্যে এমন অনেক অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

3
ভারতে প্রতিবছর হৃদরোগে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষত, দেশটির দক্ষিণাঞ্চলে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার বেশি। আশঙ্কাজনক হারে বাড়ছে তরুণদের হৃদরোগে আক্রান্তের হারও।

দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ূসহ অন্যান্য রাজ্যে প্রতিদিন হৃদরোগীর সংখ্যা বাড়ছে। এ অঞ্চলের অধিকাংশ মানুষই নিরামিষভোজী। কিন্তু নিরামিষভোজীরাও হৃদরোগ থেকে রক্ষা পাচ্ছেন না।

ভারতের গবেষকরা বলছেন, এর অন্যতম কারণ নারিকেল তেল। ভারতের বিখ্যাত রেডিওলজিস্ট ইন্ডিয়ান রেডিলজিক্যাল অ্যান্ড ইমাজিং সেন্টারের প্রেসিডেন্ট ড. হর্ষ মহাজন বলেন, “২০০৪ সালে ভারতে প্রতিবছর মোট মৃত্যুবরণকারীর ১৪ শতাংশের মৃত্যু হয় হৃদরোগজনিত কারণে। এ সংখ্যা ক্রমে বাড়ছে। দক্ষিণ ভারতের হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। এখানকার অধিকাংশ মানুষ নিরামিষভোজী হওয়া সত্ত্বেও হৃদরোগের ঝুঁকি থেকে মুক্তি পাচ্ছে না। নারিকেল তেলের কারণে তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।”

তার মতে, ভারতে ২০২০ সাল নাগাদ প্রতিবছর ৪০ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করবে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলের জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও উত্তর প্রদেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে

Pages: [1]