Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on April 30, 2020, 02:52:30 AM

Title: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:52:30 AM
১। আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। (সূরা বাক্বারাহ - ২৫৫)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:52:41 AM
২। নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী। - (সূরা আল ইমরান - ৪)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:52:50 AM
৩। বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসব ও তিনি জানেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। - (সূরা আল ইমরান - ২৯)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:53:01 AM
৪। তিনিই আল্লাহ নভোমন্ডলে এবং ভূমন্ডলে। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা কর তাও অবগত। (সূরা আন'আম - ৩)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:53:13 AM
৫। তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন। কোন পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। - (সূরা আন'আম - ৫৯)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:53:23 AM
৬। বস্তুতঃ যে কোন অবস্থাতেই তুমি থাক এবং কোরআনের যে কোন অংশ থেকেই পাঠ করা কিংবা যে কোন কাজই তোমরা কর অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্ননিয়োগ কর। আর তোমার পরওয়ারদেগার থেকে গোপন থাকে না একটি কনাও, না যমীনের এবং না আসমানের। না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। - (সূরা ইউনুস - ৬১)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:53:49 AM
৭। আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সঙ্কুচিত ও বর্ধিত হয়। এবং তাঁর কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাণ রয়েছে। তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহোত্তম, সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক, রাতের অন্ধকারে সে আত্নগোপন করুক বা প্রকাশ্য দিবালোকে বিচরণ করুক, সবাই তাঁর নিকট সমান। - (সূরা রা'আদ - ৮-১০)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:54:00 AM
৮। জালেমরা যা করে, সে সম্পর্কে আল্লাহকে কখনও বেখবর মনে করো না তাদেরকে তো ঐ দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন, যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে। - (সূরা ইব্রাহীম - ৪২)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:54:13 AM
৯। আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাদগামীদেরকে।  - (সূরা হিজর - ২৪)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:54:25 AM
১০। যদি তুমি উচ্চকন্ঠেও কথা বল, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। - (সূরা ত্বোয়া-হা - ৭)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:54:36 AM
১১। নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। - (সূরা লোকমান - ৩৪)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:54:46 AM
১২। তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু ক্ষমাশীল। কাফেররা বলে আমাদের উপর কেয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার শপথ-অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে। - (সূরা সাবা - ২-৩)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:54:57 AM
১৩। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না; কিন্তু তাঁর জ্ঞাতসারে। কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না। এবং তার বয়স হ্রাস পায় না; কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। - (সূরা ফাতির - ১১)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:55:06 AM
১৪। দি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমানকাউকে ছেড়ে দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে। - (সূরা ফাতির - ৪৫)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:55:18 AM
১৫। কেয়ামতের জ্ঞান একমাত্র তাঁরই জানা। তাঁর জ্ঞানের বাইরে কোন ফল আবরণমুক্ত হয় না। এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে, আমাদের কেউ এটা স্বীকার করে না। - (সূরা হা-মীম সেজদাহ - ৪৭)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:55:29 AM
১৬। যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী। - (সূরা নাজম - ৩২)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:55:39 AM
১৭। তিনি নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন ছয়দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাক। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন। - (সূরা হাদীদ - ৪)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:55:52 AM
১৮। আপনি কি ভেবে দেখেননি যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, আল্লাহ তা জানেন। তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং পাঁচ জনেরও হয় না, যাতে তিনি ষষ্ঠ না থাকেন তারা এতদপেক্ষা কম হোক বা বেশী হোক তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন, তারা যা করে, তিনি কেয়ামতের দিন তা তাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। - (সূরা মুজাদালাহ - ৭)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:56:05 AM
১৯। আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত। - (সূরা ত্বালাক্ব - ১২)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:56:15 AM
২০। তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্নজ্ঞানী, সম্যক জ্ঞাত। - (সূরা মুলক - ১৩-১৪)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - মহান আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টনকারী
Post by: masud.ged on April 30, 2020, 02:56:25 AM
২১। তিনি অদৃশ্যের জ্ঞানী। পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না। - (সূরা জ্বিন - ২৬)