Daffodil International University

Faculty of Humanities and Social Science => Development Studies => Bangladesh Studies => Topic started by: niamot.ds on February 24, 2020, 10:03:45 AM

Title: "বাংলা ভাষার তিন শত্রু" শিরোনামে ড. মোঃ আজম প্রথম আলোতে লিখেছেন
Post by: niamot.ds on February 24, 2020, 10:03:45 AM
বাংলাদেশের বর্তমান ভাষা-পরিস্থিতির সাপেক্ষে বলতে পারি, বাংলা ভাষাপ্রশ্নে যুক্তির বদলে আবেগকে প্রশ্রয় দেওয়া, উপযোগিতার পরিবর্তে ঐতিহ্যের দোহাই ব্যবহার এবং সর্বাঙ্গীণ ব্যবহারের তুলনায় সাহিত্যিক এলিট রূপকে আলোচনা-পর্যালোচনায় প্রধান করে তোলা—এ তিনটিই ব্যবহারিক দুনিয়া থেকে বাংলা ভাষা দ্রুত অপসৃত হওয়ার কারণ। তিনটিরই এমন মুখচ্ছবি আছে যে সহসা এগুলোকে বাংলার পক্ষের উপাদান বলেই মনে হয়। এমনকি যারা সচেতনভাবে বাংলার পক্ষে প্রচারণা চালান, তাঁরাও অজ্ঞাতে এ তিন বালাইয়ের শিকার হন। এ কারণেই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলোকে চিনে নেওয়া দরকার।


https://www.prothomalo.com/special-supplement/article/1640922/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81
Title: Re: "বাংলা ভাষার তিন শত্রু" শিরোনামে ড. মোঃ আজম প্রথম আলোতে লিখেছেন
Post by: kamrulislam.te on March 10, 2020, 09:15:51 PM
নতুন কিছু তথ্য জানলাম। ধন্যবাদ স্যার।