Daffodil International University

Bangladesh => Liberation of Bangladesh => Topic started by: Sultan Mahmud Sujon on December 04, 2011, 10:07:45 AM

Title: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব
Post by: Sultan Mahmud Sujon on December 04, 2011, 10:07:45 AM
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য মুক্তিযোদ্ধাগণকে বিভিন্ন ধরণের পদক প্রদান করা হয়েছে। এই পদক সমূহ কয়েক স্তরে বিভক্ত। এগুলো হচ্ছে:
১। বীর শ্রেষ্ঠ
২। বীর উত্তম
৩। বীর বিক্রম
৪। বীর প্রতীক
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচচ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্নত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতি স্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে । বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল, গুরুত্বের ক্রমানুসারে, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর এক বাংলাদেশ গেজেট-এর অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কারদাতা দেশ: বাংলাদেশ
ধরন: পদক
যোগ্যতা: বীরোত্ত সূচক অবদানের জন্য ১ম সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার
পরস্কৃত হওয়ার কারন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান ও বীরত্ব প্রদর্শন
১৫ ডিসেম্বর ১৯৭৩ সালের বাংলাদেশ গেজেট কর্তৃক প্রকাশিত
পদকপ্রাপ্ত: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাত মুক্তিযোদ্ধা
বীরশ্রেষ্ঠদের তালিকা
বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হল।
ক্রম/নাম/সেক্টর/পদবী
১. মহিউদ্দীন জাহাঙ্গীর/বাংলাদেশ সেনা বাহিনী/ক্যাপ্টেন
২. হামিদুর রহমান/বাংলাদেশ সেনা বাহিনী/সিপাহী
৩. মোস্তফা কামাল/বাংলাদেশ সেনা বাহিনী/ সিপাহী
৪. মোহাম্মদ রুহুল আমিন/বাংলাদেশ নৌ বাহিনী/ইঞ্জিনরুম আর্টিফিসার
৫. মতিউর রহমান/বাংলাদেশ বিমান বাহিনী/ফ্লাইট লেফটেন্যান্ট
৬. মুন্সি আব্দুর রউফ/সেনা বাহিনী/ল্যান্স নায়েক
৭. নূর মোহাম্মদ শেখ/বাংলাদেশ রাইফেলস/ল্যান্স নায়েক

Title: Re: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব
Post by: hasibur rahaman on December 04, 2011, 12:13:48 PM
Very nice post. Thank you for sharing...!
Title: Re: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব
Post by: Sultan Mahmud Sujon on December 05, 2011, 08:15:31 PM
thank u very much
Title: Re: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব
Post by: nature on December 11, 2011, 08:18:42 PM
Nice post...........and our independent day was come 16th December. We all love our Bangladesh and the Freedom Fighter.
Title: Re: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব
Post by: Sultan Mahmud Sujon on December 11, 2011, 10:10:53 PM
 :)
Title: Re: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খেতাব
Post by: arefin on January 28, 2012, 11:35:02 PM
Thanks for the share.