Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - momin.ce

Pages: [1] 2
1
আমরা সবাই এখন অনলাইন ক্লাস নিয়ে ব্যাস্ত। গুগল মিটে attendance record করার জন্য আমরা অনেকেই অনেক ধরনের browser extension use করে থাকি, কিন্তু extension গুলো সব সময় ঠিক মত কাজ করে না, আবার স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে গেলে, অনেক সময় extension সবার attendance count করতে পারে না, এর জন্য সব চেয়ে সহজ এবং নির্ভরযোগ্য একটা উপায় নিয়ে আপনাদের সামনে এসেছি। ক্লাস শুরু হবার সাথে সাথে, আপনি স্টুডেন্টদের chat box এ তাদের আইডি কমেন্ট করতে
 বলবেন, ক্লাস শেষে, একটা ছোট্ট পাইথন ফাইল দিয়ে, তাদের আইডি গুলো আপনি খুব সহজে, sort করতে পারবেন। বিস্তারিত জানার জন্য, ৭ মিনিটের এই ভিডিওটা দেখতে পারেন, আর প্রয়োজনীয় ফাইলস নিচের লিঙ্ক থেকে downlaod করতে পারবেন।

ধন্যবাদ ।

Youtube Video: https://youtu.be/3TinPs7zYrI?list=PL5vemSEpmu0MufI-jhQt3SK5ECGPp6MG9


To download necessary files, please https://drive.google.com/drive/u/2/folders/1UgQXQqwI8f1TBDK3xZxl9a5-tM-f9j8g

2
অনেক ধন্যবাদ এত সুন্দর তথ্য সম্মৃদ্ধ একটা পোস্ট করার জন্য।
http://www.coursera.org/ তে কি ড্যাফোডিল থেকে আবেদন করা হইয়াছে ? আমরা কি কোনো কোর্স করতে পারবো সেখানে ? যদি এটা নিয়ে কিছু জানতেন ।

ধন্যবাদ।

3
জীবনে সব কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে না । প্রতি দিনই কিছু না কিছু কাজ বা ক্ষেত্রের মধ্য দিয়ে আমরা যায় যেটা আগে কখনো করি নাই । বর্তমানে যে জরুরী অবস্থা চলছে,এমন অভিজ্ঞতা তোমাদের যেমন নাই, তোমাদের শিক্ষকদের ও নাই , ইভেন অধিকাংশ শিক্ষকদের বাবা মায়ের ও নাই। ছোট বেলায় বইয়ে পড়েছিলাম, কলেরা , ওলা বিবি ( হাজার বছর ধরে , উপন্যাস ) গ্রামের পর গ্রাম উজাড় করে চলে গেছে। এগুলো এত দিন আমাদের কাছে গল্পের মতন মনে হয়েছে, এখন সেটার বাস্তবতা দেখছো। এমন পরিস্থিতিতে সবার উৎকণ্ঠা , কি হবে না হবে , কি করবো না করবো , হতাশা , আসা অস্বাভাবিক কিছু না।

অভিযোজন ! এই কথাটা আগে শুনেছো ? ইংরেজিতে Adaptability বলে । অভিযোজন হচ্ছে নিজেকে সম্পূর্ণ নতুন কোনো পরিবেশ বা অবস্থার সাথে খাপ খাওয়ায়ে নেওয়া। প্রতিকূল বা অনুকূল হোক , নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। সৃষ্টি কুলের সকল জীব-ই এই অভিযোজনের মধ্য দিয়েই যায়।

তো তোমাদের এখন অনলাইন ক্লাসের সাথেও নিজেকে অভিযোজিত করতে হবে। কারণ পরিবেশ টাই এখন এমন, এটা আমাদের জন্য প্রতিকূল অবস্থা, আর এটার সাথে আমাদের খাপ খাওয়ায় নিতে হবে।

একেক জনের একেক রকম সমস্যা থাকবেই , সেটা সব সময়ই থাকে । এরপরেও আমাদেরকে সবাইকে সাথে নিয়েই আগাতে হবে। একটু চিন্তা করে দেখো, বিকল্প ভেবে দেখে , পরিবারের সাথে আলাপ করে দেখো তোমার সমস্যা কীভাবে সমাধান করা যায়। সাধারণ ছুটি 31 তারিখ থেকে বেড়ে 4 তারিখ পর্যন্ত গেছে , আল্লাহ না করুক অবস্থা যদি আরো খারাপ পর্যায়ে যায় তবে কি হবে সেটা চিন্তা করতে চাচ্ছি না ।

সারা দিন তোমাকে ঘরের মাঝেই থাকতে হবে। তোমাকে যদি কোনো কাজ না দেওয়া হয় দেখবে এমনিতেই বিরক্ত লাগছে , মনে হবে বাসার বাহিরে থেকে ঘুরে আসি। অনলাইন ক্লাস টাকে অনলাইন আড্ডা মনে করো । স্যার + বাকি ফ্রেন্ড যাদেরকে তুমি এখন পাশে পাচ্ছ না তাদের সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে , ভালো আছে না খারাপ আছে জানতে পারছো। এটা খারাপ কি ?

.
খন্দকার আল মোমিন
লেকচারার
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট

4


তথ্য প্রয়োজন? ইন্টারনেট তো আছেই। তবে বিশ্বাসযোগ্য এবং নানা রকম সূত্রসমৃদ্ধ তথ্য পেতে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া এখন সেরা অবলম্বন। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ে পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাগিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান। তবে সেটি ইংরেজি ভাষায়। এর সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব। এখন তিনি ব্যস্ত অনলাইনের মাধ্যমে উচ্চশিক্ষা দেওয়ার কাজে। তাঁর শিক্ষক ডট কম এরই মধ্যে পেয়েছে গুগলের পুরস্কার।

 

উইকিপিডিয়ায় যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে তথ্য যোগ বা সম্পাদনা করতে পারেন। এ সুযোগটি নিলেন রাগিব। নিজের প্রয়োজনীয় তথ্যসহ বাংলাদেশের বিভিন্ন তথ্য যোগ করতে থাকেন এই বিশ্বকোষে।

রাগিবের উদ্যোগে ইংরেজি ভাষায় বাংলাদেশের নিবন্ধের সংখ্যা বাড়তে থাকে। ২০০৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে উইকিপিডিয়ার প্রশাসক হন রাগিব। এরই মধ্যে বাংলা উইকিপিডিয়া চালুর উদ্যোগ নেন তিনি। বললেন, ‘২০০৬ সালের আগ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ার দিকে নজর দিতে পারিনি ইন্টারনেটে বাংলা লেখার কারিগরি সমস্যার কারণে। সে সময়ে বাংলা উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) মাত্র শ পাঁচেক খালি পাতা ছিল।’

প্রবাসে থাকলেও ই-মেইলে যোগাযোগ ও নানা ব্লগে লেখার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার জন্য কর্মী তৈরিতে মনোযোগ দেন রাগিব। বললেন, ‘মাত্র ছয় মাসের মধ্যেই বাংলা উইকিপিডিয়ার ভুক্তির (এন্ট্রি) সংখ্যা ১০ হাজারে তুলে আনি।’ এভাবেই শুরু হয় বাংলা ভাষায় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার যাত্রা। এখন বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ২৫ হাজারের বেশি। উইকিপিডিয়ার পরিচালনাকারী সংস্থার নাম উইকিমিডিয়া। বর্তমানে উইকিমিডিয়ার বাংলাদেশ শাখা প্রতিষ্ঠিত হয়েছে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের নানা পদে বাংলাদেশিরা কাজ করছেন। আর রাগিব হাসান এখন হয়ে গেছেন বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাট উইকিপিডিয়ার সর্বোচ্চ পদ।

রাগিব হাসান এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। মাস খানেক আগে তাঁর নিজের আরেকটি অনলাইন উদ্যোগের কারণে গুগলের ‘রাইজ’ পুরস্কার পেয়েছেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের জন্য গুগল এ পুরস্কার দিয়ে থাকে। ২০১৩ সালে এ পুরস্কার পেয়েছে রাগিবের অনলাইনে শিক্ষাদান ওয়েবসাইট শিক্ষক ডট কম (www.shikkhok.com)। সারা বিশ্বের ৮০০টি প্রকল্পের মধ্যে সেরা ৩০টি প্রকল্পকে পুরস্কৃত করে গুগল। এশিয়া মহাদেশে এবারই প্রথম এ পুরস্কার এসেছে। গত বছর চালু হওয়া শিক্ষক ডট কমে বর্তমানে প্রায় ২৫টি কোর্সে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

রাগিব হাসানের বাড়ি জামালপুরে, তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা মো. শামসুল হুদা ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মা রেবেকা সুলতানার দুই সন্তানের মধ্যে রাগিব একজন। তাঁর স্ত্রী চিকিৎসক জারিয়া আফরিন চৌধুরী। তাঁদের একমাত্র সন্তান যায়ানের বয়স দুই বছর।

রাগিব চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিকে মেধা তালিকায় চতুর্থ এবং উচ্চমাধ্যমিকে প্রথম হন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রথম স্থান অধিকার করায় পেয়েছিলেন বুয়েটের চ্যান্সেলর পুরস্কার এবং সিএসই বিভাগের স্বর্ণপদক। বুয়েটে শিক্ষক হিসেবে যোগ দেন। ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি পান। পিএইচডি করার সময় গ্রীষ্মকালীন শিক্ষানবিশির অংশ হিসেবে গুগলেও কাজ করেছেন রাগিব। নিজের গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নিয়ে রয়েছে প্রকাশনাও।

শিক্ষকতা আমার পেশা ও নেশা—বললেন রাগিব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যা পড়িয়েছেন, তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে চান তিনি। যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও ই-শিক্ষার মাধ্যমে জ্ঞান আহরণ করা যায়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উচ্চশিক্ষাকেও ছড়িয়ে দিতে চান বাংলাদেশের সর্বত্র।

5


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান। নিজে একজন সফল উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা তৈরি করতেও সব সময় আগ্রহী। ব্যবসায়ী হয়ে ওঠার গল্প, বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা, উদ্যোক্তাদের জন্য পরামর্শ—এমন নানা কিছু নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মো. সাইফুল্লাহ

যত দূর জানি, আপনি পাইলট হতে চেয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়েছেন। জীবনে নিশ্চয়ই এমন একটা মুহূর্ত এসেছে, যেটা আপনার ক্যারিয়ারের গতিপথ ঠিক করে দিয়েছে।

এটা ঠিক যে স্কুল-কলেজে আমার পাইলট হওয়ার ইচ্ছা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেনাবাহিনীর লং কোর্সে টিকেও গিয়েছিলাম। আমি ও আমার এক বন্ধুর সকাল ১০টায় রিপোর্টিং করার কথা। অর্থাৎ সকাল ৮টায় জাহাঙ্গীরনগর থেকে রওনা হতে হবে। সকালে বন্ধু যখন আমার রুমের দরজায় টোকা দিল, কেন যেন বলে বসলাম, আমি যাব না। মনে হচ্ছিল, আর্মিতে চলে গেলে বিশ্ববিদ্যালয়–জীবনটা মিস করব। সবাই খুব অবাক হয়েছিল। মা-বাবা অখুশি হয়েছিলেন। সেদিন যদি আর্মিতে যেতাম, হয়তো জীবনটা অন্য রকম হতো। কিন্তু এই সুযোগটা হারানোর কারণে আমার জেদ চেপে গিয়েছিল। এরপর আরও নানা কিছু করেছি। বিদেশে যাব ভেবে টোয়েফল দিয়েছি। স্নাতক শেষ হওয়ার পর দেখি বন্ধুরা সবাই বিসিএস দেয়, আমিও দিলাম। টিকে গেলাম। আমার পোস্টিং হয়েছিল ডাক বিভাগে। পররাষ্ট্র ক্যাডার পেলে হয়তো সরকারি চাকরিতেই যেতাম। আবার ব্যাংকে চাকরি পেয়েছি। কিন্তু ব্যবসা করার ইচ্ছে সব সময় ছিল, তাই মাস্টার্সের রেজাল্ট হওয়ার আগেই আমি ব্যবসা শুরু করেছিলাম। আমি মনে করি প্রতিটা ব্যর্থতাই একেকটা শিক্ষা। এই যে পররাষ্ট্র ক্যাডারে হলো না, এই ব্যর্থতা আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।

এখন যেমন সবকিছুই কম্পিউটারনির্ভর, প্রযুক্তিনির্ভর। নব্বইয়ের দশকে তো এমনটা ছিল না। কম্পিউটারের ব্যবসা কেন শুরু করলেন?
আমার সব সময় একটা মনোভাব ছিল, আমি সেই ব্যবসাই করব, যেটা সম্পর্কে আমি ভালো জানি। সে সময় কম্পিউটার হয়তো এত পরিচিত ছিল না, কিন্তু যে অল্প কয়েকটা প্রোগ্রাম ছিল, সেগুলোই খুব ভালো জানতাম। কম্পিউটার নিয়ে যেহেতু আমার আত্মবিশ্বাস ছিল, ভাবলাম এই খাতেই ব্যবসা করি। সে সময় কম্পিউটার সায়েন্স নামে কোনো বিষয় ছিল না। কিন্তু আমাদের সময়ই প্রথম কম্পিউটার সায়েন্স নামে ১০০ নম্বরের একটা কোর্স চালু হলো। আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। কারণ পরিসংখ্যানের কিছু বিষয় মজা লাগত না, কিন্তু কম্পিউটার সায়েন্স খুব ভালো লাগত।

ছাত্রজীবন থেকেই বোধ হয় ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনার মধ্যে ছিল। একজন উদ্যোক্তা হতে হলে যেই বৈশিষ্ট্যটা খুব প্রয়োজন।
হ্যাঁ। আমি কখনোই বেকার থাকতে পছন্দ করতাম না। তখনকার রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকত। এলাকায় গিয়ে তরুণদের ডেকে তখন উন্নয়নের অগ্রদূত নামে একটা সামাজিক সংগঠনের কাজ করতাম। স্কুলে পড়ার সময় খেলাঘর আসর করেছি, স্কাউটিং করেছি। বিশ্ববিদ্যালয়ে রোটার​্যাক্ট ক্লাবে খুব সক্রিয় ছিলাম। সব সময় আগ্রহ ছিল নতুন কিছু করার। পারি বা না পারি, কবিতা আবৃত্তি, বিতর্ক, গান, সবকিছুতে নাম লেখাতাম। কখনো কখনো পুরস্কারও পেতাম। এখন বুঝি, এই আগ্রহই পরে কর্মজীবনে কাজে এসেছে।

২৪ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭ বছর পূর্ণ হলো। ২০০২ সালে যখন শুরু করেছিলেন, তখন বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভাবনা কী ছিল?
আমাদের খুব সৌভাগ্য, শুরুতেই উপাচার্য হিসেবে অধ্যাপক আমিনুল ইসলামের মতো একজন মানুষকে পেয়েছিলাম। তিনি এত দৃঢ়তার সঙ্গে দায়িত্ব নিয়েছিলেন যে সত্যি বলতে, ২০০৭ সাল পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয় নিয়ে খুব একটা ভাবিনি। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটা মূল্যায়ন করল। দেখলাম সেরা ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের অবস্থান ৬ নম্বরে। বিশ্ববিদ্যালয়ের বয়স তখন মাত্র ৪-৫ বছর, অনেক সময় শিক্ষকদের বেতন ঠিকমতো দিতে পারি না, নানা সমস্যা। আমি খুব অবাক হলাম, এত সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে আমরা এত ভালো করলাম। তখন বুঝলাম, এটা আসলে অধ্যাপক আমিনুল ইসলামের কঠিন নিয়মকানুন ও স্বচ্ছতার ফল। এই ঘটনাটা আমাকে খুব অনুপ্রাণিত করল। তখন মনে হলো, আমিনুল ইসলাম স্যার যদি বিশ্ববিদ্যালয়টাকে এত দূর নিয়ে আসতে পারেন, তাহলে আমি কেন আমার অভিজ্ঞতাটাও তাঁর সঙ্গে যোগ করি না? বিশ্ববিদ্যালয়ে সময় দিতে শুরু করলাম। ঠিক করলাম, প্রত্যেক শিক্ষার্থীকে আমরা একটা করে ল্যাপটপ দেব, বিনা মূল্যে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা প্রায় ৩৪ হাজার ছাত্রছাত্রীকে ল্যাপটপ দিয়েছি।

 ল্যাপটপ দেওয়ার কথা ভাবলেন কেন?
আমার ভাবনা ছিল, শিক্ষার্থীরা যদি ল্যাপটপ পায়, তারা কর্মজীবনে ভালো করবে। তাদের একটা বিরাট অংশ এটাকে কাজে লাগাবে। হয়েছেও তাই। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির সব খাতে দেখবেন আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। কয়েক দিন আগে একটা ছেলে এসে বলল, স্যার, আমি নারায়ণগঞ্জে একটা ব্যবসা করছি। আপনাকে একটা প্রেজেন্টেশন দেখাতে চাই। সে যখন প্রেজেন্টেশন দিতে শুরু করল, দেখলাম সে ড্যাফোডিলের দেওয়া ল্যাপটপ নিয়ে এসেছে। সে যখন বলল, স্যার, এই ল্যাপটপ দিয়েই তো আমি জ্যামে বসে পরিকল্পনা করেছি, ছোটখাটো ব্যবসা শুরু করেছি; আমার মন ভরে গেল।

উদ্যোক্তা তৈরির জন্য আপনি অনেক দিন ধরেই কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে যেমন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ নামে একটা বিভাগ আছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আরও নানা রকম কার্যক্রম আছে ড্যাফোডিলের।
প্রতি সপ্তাহে আমরা ছাত্রছাত্রীদের জন্য একটা স্টার্টআপ মার্কেটের সুযোগ করে দিই। এই মার্কেটে ছাত্রছাত্রীরা বিভিন্ন পণ্য সাজিয়ে বিক্রি করে। আবার বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁ চালানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের খাবার কিংবা টি–শার্ট সরবরাহ...সবকিছুই করে শিক্ষার্থীরা। একটা দল পাস করে বের হয়ে যাচ্ছে, নিজের ব্যবসা চালু করছে। আবার নতুন একটা ব্যাচ এসে হাল ধরছে। এ ছাড়া আমরা ক্যাম্পাসে প্রচুর প্রতিযোগিতার আয়োজন করি। হাল্ট প্রাইজ, গেট ইন দ্য রিং, আর ইউ নেক্সট স্টার্টআপ, স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড...এই সব প্রতিযোগিতার উদ্দেশ্যই হলো শিক্ষার্থীকে ব্যবসায় উদ্বুদ্ধ করা, চর্চা করার সুযোগ করে দেওয়া। সম্প্রতি একটা তহবিল চালু করেছি। আমি ছাত্রছাত্রীদের কিছু ক্লাস নিই। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার জন্য আমাকে বেতন দেওয়া হয়। আমি বললাম, আমি বেতন নিলে সেটা তো ভালো দেখা যায় না। এই টাকাটা দিয়ে বরং একটা তহবিল গঠন করা হোক। উদ্যোক্তা উন্নয়ন তহবিল। কোনো শিক্ষার্থী যদি ব্যবসা করতে চায়, তার যদি তহবিলের দরকার হয়, সে বিনা সুদে এই তহবিল থেকে ঋণ নিতে পারবে।

 তরুণ উদ্যোক্তাদের জন্য যদি সংক্ষেপে ৩টি পরামর্শ দিতে বলি...
প্রথম পরামর্শ হলো, শুরু করো। দ্বিতীয় পরামর্শ, ফান্ড নিয়ে ভেবো না। শুরু করতে পারলে ফান্ডের ব্যবস্থা হবে। তৃতীয় পরামর্শ হলো, সব লিখে রাখো। আমি অনেক বড় ব্যবসায়ীকে দেখেছি, যদি বলি আপনার ব্যবসার পরিকল্পনা আমাকে পাঠান, আমি একটু বিশ্লেষণ করে দেখি। দিতে পারে না। এটা খুব দুঃখজনক। মাথায় রাখলে হবে না। নোট রাখতে হবে। তাহলে পরিকল্পনাটা গোছানো হয়, ভুলগুলো জানা যায়।

6


The future of the tech industry was once decided by messianic entrepreneurs (assisted by venture capitalists and assorted Silicon Valley boosters) pumping out their sermons to rapt crowds in cavernous arenas. Today it's the fustier crew of competition regulators and policy wonks - more commonly spotted in carpeted conference rooms - who appear to have seized the pulpit.

Investors in Apple, Facebook, and Alphabet will no doubt testify to this shift in power after the threat of US antitrust action caused their shares to fall at the start of this week (Apple's have rallied slightly).

There was certainly a great show of purpose from the attendees at an OECD trust-buster gathering that I attended in Paris on Monday, helped no doubt by the Americans finally starting to follow Europe's lead in tackling the tech giants' monopolistic tendencies. Margrethe Vestager, the EU's top competition official, lined up with officials from the US Department of Justice and Federal Trade Commission, as well as top regulators from Britain, France and Germany, to offer pointers about what lies in store for the industry.

Source: https://gadgets.ndtv.com/apps/opinion/apple-facebook-and-google-have-lost-the-monopoly-argument-2049064


7

Explore the best colleges with civil engineering degrees. Find the civil engineering colleges that are right for you.

Find the details here: https://www.niche.com/colleges/search/best-colleges-with-civil-engineering

8
Teachers often lament that phones can be a distraction in classrooms. Some governments have even banned phones outright in schools. But a few school administrations see phones in schools as a benefit because they can help keep track of students more efficiently.

At least 10 schools across the US have installed radio frequency scanners, which pick up on the Wi-Fi and Bluetooth signals from students' phones and track them with accuracy down to about one meter (just over three feet), said Nadir Ali, CEO of indoor data tracking company Inpixon.

find more: https://www.cnet.com/news/how-schools-are-using-kids-phones-to-track-and-surveil-them/

9


Beijing, February 25

Seventy-one new coronavirus deaths were reported from China, taking the total number of casualties to 2,663, even as reports suggested that the number of new cases has seen a sharp decline.

According to a daily report released by the National Health Commission (NHC) on Tuesday, the number of confirmed cases has reached 77,658, a jump of 508 cases.

The report stated that 68 deaths were reported in Hubei, two in Shandong and one in Guangdong.

China’s daily new confirmed cases of COVID-19 outside ground zero Hubei came down to nine, indicating a continued declining trend.

The daily number of cured and discharged patients has surpassed that of new cases for the seventh consecutive day, the NHC claimed.

Monday saw 2,589 people walking out of hospital after recovery, much higher than the new confirmed patients, state-run Xinhua news agency reported.

A total of 27,323 patients had been discharged by the end of Monday, it said.

The agency reported that Monday marked the sixth consecutive day when China’s daily number of new infections remained under 1,000.

Newly recovered coronavirus patients in both Hubei and Wuhan outnumbered new cases, it said.

Confirming the declining trend, Canadian epidemiologist Bruce Aylward, who headed the WHO mission to China, said the drop in the number of cases was possible due to actions taken by the Chinese government.

“I know the challenges with the statistics that come out of China, sometimes with changing numbers. What we had to do is to look very carefully at different sources of information to say confidently this is actually declining,” Aylward told reporters here.

“A lot of compelling data and observations on the ground support this,” he added.

Aylward headed the first WHO technical team on February 10 and later paved the way for a 12-member expert team that arrived in Beijing last Monday.

The team, along with Chinese experts, visited worst-hit Hubei province over the weekend to conduct field investigations on the virus outbreak.

Aylward said when he arrived in Beijing on February 10, China was reporting about 2,500 cases a day, which had now declined to over 400.

The observation was made from the data collected from fever clinics and the availability of hospital beds, he said, stressing that the numbers dropped amid heightened awareness and the push to get oneself tested.

Secondly, doctors in Wuhan are for the first time reporting vacant beds in hospitals to accommodate new patients, he said, adding that earlier China had to build two makeshift hospitals with a capacity of 2,300 beds.

Later, officials converted stadiums and dormitories into hospitals to accommodate more patients.

“The (WHO) team wanted to be convinced. Very rapidly multiple sources of data point to the same thing that the cases are falling and they are falling because of actions that are being taken,” he said, adding that the world needed the experience and expertise of China.

Elaborating further, Aylward said old approaches like suspension of travel and quarantine were used to contain the spread of the virus by the Chinese authorities.

“These significant measures could only be adopted with tremendous collective will, not only in the community but also top officials, which is rare to see,” Aylward said.

Liang Wannian, who headed the Chinese expert team, said the deadly virus had not significantly mutated.

“The animal host has not been confirmed--a bat could be the host, but also a pangolin,” Liang Wannian said.

“The transmission route is respiratory droplets. The fecal-oral route needs to be further studied,” Liang said in the joint press conference with Aylward.

Liang said 3,000 medical staff, mostly in the worst-hit Wuhan, are estimated to have been infected by the virus. Ten medical staff have died. PTI

Source: https://www.tribuneindia.com/news/with-71-new-coronavirus-deaths-number-of-casualties-in-china-touches-2-663-47045

10


বাংলাদেশে যাত্রা শুরু করছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রার তথ্য জানায়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিওন জি  বলেন, ‘রিয়েলমি বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি স্থাপন করেছে। রিয়েলমি আন্তর্জাতিক স্মার্টফোন বাজার এবং তরুণদের চাহিদার ওপর দৃষ্টি রেখে কাজ করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার দুই কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে, যা প্রতিবছর ৫০০ শতাংশ হারে বাড়ছে।’

আন্তর্জাতিকভাবে রিয়েলমি মোট ৯টি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে। এর মধ্যে আছে রিয়েলমি থ্রি সিরিজ, রিয়েলমি ফাইভ সিরিজ, রিয়েলমি সি সিরিজ এবং রিয়েলমি এক্স সিরিজ। এবছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রিয়েলমি দুইটি ফাইভ-জি স্মার্টফোন, রিয়েলমি ‘এক্স ফিফটি’ এবং রিয়েলমি ‘এক্স ফিফটি প্রো’ বাজারে এনেছে।

11



ধুলায় আচ্ছন্ন চারদিক। এতে দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি রোগব্যাধিও। এর মধ্য দিয়েই চলছে প্রতিদিনকার জীবন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায়।  ছবি: আশরাফুল আলম
ধুলায় আচ্ছন্ন চারদিক। এতে দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি রোগব্যাধিও। এর মধ্য দিয়েই চলছে প্রতিদিনকার জীবন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায়। ছবি: আশরাফুল আলম

ইটভাটা ছাড়াও গাড়ি ও কারখানার ধোঁয়া এবং সীমান্ত পেরিয়ে আসা দূষিত বায়ু শহরের বাতাসকে বিষিয়ে তুলছে
ঢাকা শহরের বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে প্রায় ৫ গুণ বেশি। এই শহরের মধ্যে আবার এলাকাভেদে দূষণের রকমফের আছে। অর্থাৎ কোথাও দূষণ অনেক বেশি, কোথাও কম। চার বছর ধরে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে ফার্মগেটকে হটিয়ে ওই স্থান দখল করে নিয়েছে পুরান ঢাকার লালবাগ এলাকা। আর ফার্মগেট নেমে এসেছে দ্বিতীয় স্থানে। এরপরেই যথাক্রমে দূষণের শীর্ষ সারিতে রয়েছে পুরান ঢাকার ইংলিশ রোড, সেগুনবাগিচা, ধানমন্ডির শংকর, নয়াপল্টন ও হাজারীবাগ এলাকা।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটি গত নভেম্বর ও ডিসেম্বরের বিভিন্ন সময়ে রাজধানীর ৭০টি স্থানের বায়ু চারবার পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে শব্দ ও বায়ুদূষণ পর্যবেক্ষণের জন্য ওই ৭০টি স্থান নির্ধারণ করা হয়েছিল। ওই একই স্থানে এয়ার ভিজ্যুয়ালসহ মোট চারটি সংস্থার বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে বায়ুর ওই মান মাপা হয়েছে। মূলত বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম-১, পিএম-২.৫ ও পিএম-১০–এর পরিমাণ পরিমাপ করে বায়ুর মান নির্ধারণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মানমাত্রা ধরে দূষণের এই হিসাব করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাপস-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এত দিন আমরা মনে করতাম, ইটভাটা হচ্ছে ঢাকার বায়ুদূষণের ৬০ থেকে ৬৫ শতাংশ উৎস। কিন্তু বায়ুদূষণকারী উপাদানগুলো বিশ্লেষণ করে এখন মনে হচ্ছে, রাজধানীতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ গাড়ি থেকে বের হওয়া কালো ধোঁয়া, শিল্পকারখানার ধোঁয়া ও সীমান্ত পেরিয়ে আসা দূষিত বায়ু ঢাকা শহরের বাতাসকে বিষিয়ে তুলছে।

source: https://www.prothomalo.com/bangladesh/article/1641241

12


Construction site safety is one of the most overlooked things during a construction project. In most workplaces, accidents are a nuisance for the worker and a headache for HR. However, at construction sites, accidents have the potential to be life-threatening. With every new story about environmental disasters, earth-shattering explosions, and trapped laborers, construction sites become less and less appealing — even as the population grows and demands new, updated structures increases.

 

Construction work is one of the most dangerous professions. And work on the job site is where most accidents occur. Employers do need to mitigate safety hazards to construction workers, but workers need to keep in mind a lot of precautions themselves when working in such hazardous conditions. Thus, construction industry leaders must strive to safeguard their employees — if not for ethical reasons, then for the economic ones. Here are eight ways construction businesses can reduce workplace accidents and promote construction site safety.

 

1. Awareness
Before any worker — no matter his or her role or experience level — can set foot on a construction site, he or she must be fully aware of the possible hazards. Ignorant workers are perhaps the biggest dangers in any industry, as their unknowing mistakes put everyone else at risk. Understanding of perils at hand and sustaining a perpetual state of alertness is perhaps the number-one best way to prevent accidents. To become aware of such risks and how to avoid them, see OSHA Safety Check Lists. Every single person that steps foot onto a construction site should be aware of the risks associated with the job and how to prevent them with their knowledge of construction site safety.
It is the construction manager's job to make sure that every worker is aware of the dangers that come with working on a construction site and they must protect workers from these dangers. Any manager that fails to tell their crew and staff about how to avoid getting hurt and how to ensure safety is failing as a manager. Ensuring the safety of the construction workers and everyone on the site should be the number one priority of any construction manager. If the workers have no concept of construction site safety, they shouldn’t be allowed on the construction site.
2. Training
Though most of a construction worker’s skills can be gained on the job, safety is one skill set that is best learned before works enter the construction site. The Occupational Safety and Health Administration (OSHA) and other organizations publish some resources to help businesses train their new laborers on standard safety and security practices, including pamphlets, worksheets, training videos, and even on-site training opportunities. Experienced workers should be expected to refresh their knowledge of standard safety by attending regular training sessions throughout the year. These training sessions can go over simple things such as fall protection and proper use of ladders, but the goal is to make sure everyone is adequately trained. Leaving these training sessions, workers should know what safety measure to do in the case of an incident.

 

Although workers are expected to attend regular safety training sessions about construction safety throughout the year, being able to practice safety training skills on-site would help construction workers enforce the safety rules. Practicing construction site safety training skills on-site will force workers to practice these skills in an environment where safety is essential and will make sure they are trained. Without the proper training, construction workers can be easily injured or even killed. In such an environment where injuries and fatalities are highly likely, training is necessary and will prevent things like workplace injuries that will hurt you ethically and economically.

find more: https://esub.com/improve-construction-site-safety/

13


The head of the Environment Agency is to warn against building new homes on flood plains, amid flooding in parts of the UK following heavy rain.

In a speech later, Sir James Bevan will say new housing should only be allowed if they are resilient to flooding.

It comes after Storms Ciara and Dennis caused widespread flooding.

River levels are set to reach their highest-ever level in Shrewsbury on Tuesday, where a severe flood warning - meaning a danger to life - is in place.

More on Shrewsbury: Flood levels could be 'highest ever'
The biscuits and boats helping flood-hit villagers
In pictures: Snowy showers hit UK
For years the Environment Agency - which covers England - has raised concerns about building homes on flood plains, and Sir James is set to reinforce that message in his speech on Tuesday.



He is expected to acknowledge that it is not realistic to ban all development in these areas - because they cover so much of the country.

But he says homes should only be built there if "there is no real alternative" - and only if they are designed to be more resilient to flooding.

Examples of some techniques which could "flood-proof" homes include using the ground floor just for garages, so people can stay safe upstairs.
Other natural methods could include planting trees, creating wetland habitats or restoring rivers that have been artificially straightened to their "natural curves".

Sir James will also question whether it may be better for communities to move out of harm's way when the risks of flooding - either from rivers or the sea - become too great.

find more: https://www.bbc.com/news/uk-51620992

14

In 2019, California was rocked by back-to-back earthquakes measuring 7.1 and 6.4, respectively. The quakes brought renewed attention to the state’s vulnerability given its boundaries around the San Andreas fault line.
The U.S. Geological Survey (USGS) has warned that there is a 70 percent probability of at least one magnitude 6.7 or greater earthquake striking the Bay Area before 2030.
But until that happens, here is a list of five of the most devastating earthquakes in North America.

find more: https://geotechpedia.com/News/Show/1642/5-of-the-most-devastating-earthquakes-in-US-history

15
Transportation Engineering / Bangladesh to open Saidpur Airport for Nepal
« on: February 25, 2020, 01:23:59 PM »

Bangladesh has agreed to Nepal using Saidpur Airport in Nilphamari, said Foreign Minister AK Abdul Momen.

The neighbouring country had earlier proposed to use the airport to enhance trade and connectivity between the two countries, the minister said after holding a meeting with his Nepalese counterpart Pradeep Kumar Gyawali in Dhaka today.

Gyawali arrived yesterday following an invitation from Bangladesh.

"We said yes. Now a technical committee will see what type of flights can land and take off from here," Momen told reporters after the meeting held at the state guest house Meghna.

The two South Asian nations have agreed to enhance trade, connectivity and remove all barriers in this regard, according to Momen.

Gyawali said that Bangladesh could get 500MW hydropower within the next five/six years as Indian company GMR was going to start construction of a hydropower plant in Nepal soon.

Pages: [1] 2