Daffodil International University

Science & Information Technology => Technology => Technology News => Topic started by: frahmanshetu on February 10, 2022, 01:53:55 PM

Title: স্মার্টফোন হবে স্ক‍্যানার
Post by: frahmanshetu on February 10, 2022, 01:53:55 PM
ব্যক্তিগত কাজে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য স্ক্যানের প্রয়োজন হয়। ঘরে স্ক্যানার না থাকলে অন্যের সাহায্য নিতে হয়, যা বেশ ঝামেলাও বটে। তবে চাইলে ঘরে বসেই মুঠোফোনের সাহায্যে প্রয়োজনীয় তথ্য স্ক‍্যান করা যায়। এ জন্য বাড়তি কোনো যন্ত্র বা অর্থেরও প্রয়োজন হবে না। মুঠোফোনে একটি অ্যাপ ডাউনলোড করা থাকলে যেকোনো সময় স্ক্যান করার সুযোগ মিলবে। গুগল প্লে স্টোরে ৪.৬ রেটিং পাওয়া অ‍্যাপটির আকার মাত্র ১১৮ মেগাবাইট।
‘টিনি স্ক‍্যানার’ অ্যাপটি মুঠোফোনের ক‍্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিকেই স্ক‍্যান কপিতে রূপান্তর করে। ফলে সব ধরনের তথ্য, রসিদ, চালানের পাশাপাশি বিভিন্ন তথ্য দ্রুত স্ক্যান করা যায়। এ জন্য মুঠোফোনে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। সার্চের সুবিধা থাকায় প্রয়োজনীয় ফাইলও সহজে খুঁজে পাওয়া যায়।
অ্যাপটি ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। ছবি তোলার পর স্মার্ট ক্রপিং ও অটো ইমেজের সুযোগ থাকায় স্ক্যানের মানও হয় বেশ ভালো। স্ক্যানের পর ইমেজের টেক্সট ও গ্রাফিকস উচ্চ রেজল্যুশনে সংরক্ষণ করা যাবে। স্ক্যান করার পর ফাইলগুলো চাইলে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সংরক্ষণ করা যায়। এক কোটির বেশিবার ডাউনলোড হওয়া অ‍্যাপটি প্লে স্টোর থেকে বিনা মূল‍্যে ডাউনলোড করা যাবে।