Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on March 21, 2020, 12:29:35 PM
-
পুঁজি,পুজাঁরিনী-‘ওগো,
- নাগ, নন্দিনী-বালা
সোভিত কুসুম-মঞ্জরী,
- প্রণিতের অর্ঘ্য ঢালা।।
হৃদি পরশে রক্ত জমা
-বেদনার থলে ভরা
ভক্তির আসরে অশ্রুজল,
অর্পনের ঢালা ভরা।।
পুঁজি স্বামী, অন্তর-যামী
-ধূঁপ-ধূপাঁনী-‘হাহাকার’
সিবানী‘গো‘ প্রাণনাথ,
পদ-মঞ্জরী চুমিবার।।
যত আশা ভালবাসা
-উদিত-কামনা মনে
বুভূক্ষ্র এসে করে প্রাণ,
শূন্য বারি শনে।।
ল‘হো, প্রাথর্না-স্বামী
এ ন‘হে, প্রাপ্তির জল-ধারা,
অসার কুন্ঠিতা- ন‘হে
ন‘হে, কামনার বালু-চূড়া !! ।।