Daffodil International University

Educational => You need to know => Topic started by: M Z Karim on March 14, 2012, 05:29:51 PM

Title: আইটি ক্ষেত্রের দশটি সেরা সনদ
Post by: M Z Karim on March 14, 2012, 05:29:51 PM
আইটি ক্ষেত্রের দশটি সেরা সনদ :

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ এমন একজনকে নিয়োগ করতে আপনি আগ্রহী। এ ধরণের কাউকে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ দেবার আগে মনে রাখবেন একজন আইটি প্রফেশনালকে এ মুহূর্তে প্রকল্প ব্যবস্থাপনা, টেক-সাপোর্ট, নেটওয়ার্ক ওভারসাইট এবং নিরাপত্তা এ সকল ক্ষেত্রে দক্ষ হতে হবে। আর এই ধরণের দক্ষতা অর্জন করতে হলে আপনাকে দেখতে হবে তাদের সনদপত্র। কিন্তু সনদপত্রগুলো গুরুত্ব বুঝবেন কিভাবে? বিখ্যাত ডাইস.কম বাজারে যে সকল সনদের মূল্য রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করেছে।

একজন দক্ষ আইটি প্রফেশনালকে নিয়োগ করতে হলে আপনাকে দিতে হবে সঠিক মূল্য। আামেরিকাতে সাধারণত একজন প্রকল্প ব্যবস্থাপকের বাৎসরিক বেতন ১ লক্ষ ৪ হাজার মার্কিন ডলার বা তার উপরে। কিন্তু তার যদি একটা সনদপত্র থাকে তাহলে সেই বেতন বৃদ্ধি পেয়ে হয়ে যাবে এক লক্ষ বিশ হাজারের বেশি। সেই অনুপাতে বাংলাদেশের স্থানীয় মান নির্ধারণ করে তাদের বেতন হতে পারে। যারা এ ধরণের চাকুরী খোঁজ করছেন তারা ডাইস.কমে চোখ রাখতে পারেন।

এখানে উল্লেখযোগ্য কিছু সনদের ব্যাপারে বিস্তারিত বিবরণ দেয়া হল:

১. কম্পটিয়া:
এ+ | কম্পটিয়া'র এই সনদ প্রমাণ করবে যে সে নেটওয়ার্ক স্থাপনে, প্রতিরোধক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং নিরাপদ অথবা সমস্যার সমাধান করতে দক্ষ।

২. প্রকল্প ব্যবস্থাপক:
ব্যক্তিটি নির্দিষ্ট সময় এবং বাজেটের মধ্যে আপনার প্রকল্পকে সাফল্যের সাথে দাড় করিয়ে দিতে পারবে সেই দক্ষতার পরিচয় দেয়।

৩. সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (CCNA):
ব্যক্তিটি দক্ষতার সাথে মধ্যম মানের রাউটার এবং সুইচ নেটওয়ার্কে ইনস্টল, কনফিগার, রান এবং ট্রাবলশ্যুট করতে পারবে।

৪. সিকিউরিটি+:
এই সনদপত্রটিও কম্পটিয়া প্রদান করে থাকে। সাধারণত কর্মচারী যে সিস্টেম সিকিউরিটি, নেটওয়ার্ক ইফ্রাস্ট্রাকচার, অ্যাকসেস কন্ট্রোল এবং অর্গানাইজেশনাল সিকিউরিটি সম্পর্কে ওয়াকিবহাল সেটাই প্রমাণ করে।

৫. মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার:
আপনি যদি মাইক্রোসফট ২০০০ উইন্ডোজ সার্ভার এবং উইন্ডোজ নির্ভর সার্ভার প্ল্যাটফর্মের ডিজাইন, বাস্তবায়ন এবং পরিচালনা করতে উদ্যোগি হন তাহলে আপনাকে খুঁজতে হবে এমন একজন ব্যক্তিকে যে এই সনদপত্রের অধিকারী।

৬. নেটওয়ার্ক+:
কম্পটিয়া'র এই সনদ প্রমাণ করে আপনার সামনে বসে থাকা ব্যক্তিটি নেটওয়ার্ক পরিচালনা করা, বজায় রাখা, সমস্যার সমাধান, ইনস্টল এবং মৌলিক পরিকাঠামোর নেটওয়ার্ক কনফিগার করতে দক্ষ।

৭. মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল:
এই সনদপত্রটি ডেভেলপার, প্রশিক্ষক, সিস্টেম আর্কিটেক্ট এবং মাইক্রোসফটের প্রযুক্তি সংক্রান্ত দক্ষ ব্যক্তিদের জন্য।

৮. সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল:
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সনদটি নিরাপত্তা ব্যবস্থায় বিশেষজ্ঞদের জন্য। সনদটি পেতে হলে আইটি নিরাপত্তা প্রদানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. আইটি পরিকাঠামো লাইব্রেরী:
এই কারিগরি ব্যবস্থাপনা সনদপত্র সার্ভিস ম্যানেজমেন্ট ফাংশন পরিচালনার ভিত্তি প্রদান করে।

১০. মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনাল:
মাইক্রোসফটের ডাটাবেজ এবং এন্টারপ্রাইজ মেসেজিং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে অভিজ্ঞতার প্রমাণ হিসেবে এই সনদপত্র কাজে লাগে।

এখানকার কিছু সার্টিফিকেট হয়তো বাংলাদেশ থেকে অর্জন করা কঠিন হবে। তবুও সময় তো বসে নেই। যারা এগুলো করতে পারবেন, তাদের জন্য তথ্য-প্রযুক্তি খাতে বেতনের পরিমাণ নিঃসন্দেহে অনেক বেশি হবে।
Title: Re: আইটি ক্ষেত্রের দশটি সেরা সনদ
Post by: goodboy on March 14, 2012, 07:01:21 PM
I've heard of those before. Thanks sir for your detailed version.