Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Ishtiaque Ahmad

Pages: 1 ... 3 4 [5] 6 7 8
61
History / Human Traits May Not Have Evolved All At Once, Scientists Say
« on: October 17, 2015, 10:31:46 AM »
Though the history of human evolution is undoubtedly complex, one thing most scientists can agree on is that the first members of the genus Homo emerged around 2 million years ago in Africa. But the story got a new twist this week after a group of anthropologists claimed that humans did not evolve from their ape-like ancestors in as quick or neat a process as previously believed.

According to long-established opinion among scientists, the human lineage emerged a little more than 2 million years ago, as the forests on the African continent retreated and the dry savanna expanded. In order to survive, our ape-like ancestors were forced to adapt key human traits such as longer legs, a bipedal gait, larger brains and the use of stone tools.

Now a trio of anthropologists are claiming that these evolutionary changes did not take place in one big leap, as had been previously believed, but came together in a piecemeal, or patchwork, fashion. As reported on NPR’s Morning Edition this weekend, the scientists–Rick Potts of the Smithsonian’s National Museum of Natural History, Susan Anton of New York University and Leslie Aiello of the Wenner-Gren Foundation–have analyzed fossils found over the past few decades. They found that at least three different types of early humans inhabited Africa around the period in question (around 2.5 million to 1.5 million years ago), all with different features that would end up in more modern humans.

According to Aiello, “…[T]he whole package that makes us human–long linear bodies, very large body size, delayed growth and development for the kids–didn’t evolve at the same time.” She and her colleagues, who lay out their findings in this week’s issue of the journal Science, point to two species, Homo rudolfensis and Homo habilis, both of which preceded the large-brained, more modern-proportioned Homo erectus but shared its uniquely “human” skull, teeth and jaw shapes. In addition, they call attention to Australopithecus sediba, a bipedal species discovered in 2008 at Malapa, South Africa that lived 1.98 million years ago. A relative of the famously well-preserved Australopithecus known as “Lucy,” it had apelike arms and a small brain, but also boasted such modern human traits as small teeth and longer legs.

The fact that such a mosaic of traits can be seen in different species living around the same time suggests that the evolutionary process progressed in patchwork style, not in one big leap as previously believed. Chris Stringer of London’s Museum of Natural History, who was not involved with the new research, tells National Geographic that What we consider as ‘modern’ traits seem to have been assembled piecemeal in Africa over a long period of time.”

Potts argues that what drove this type of evolution wasn’t a single event–such as the drying out of Africa’s climate–but a pattern of frequent climate change, or a “kind of unpredictability and uncertainty in the environment.” Thanks to rapid fluctuations between wet and arid conditions, he and his colleagues believe, early humans evolved the ability to adapt quickly to whatever new circumstances such changes might bring. For example, their growing brains and increasing use of tools allowed them to become generalists in their diet, consuming millet and grasses that would not have been on the menu for their predecessors.

Some fellow anthropologists urge caution, saying the new research is based on relatively little physical evidence. Stringer argues that climate change may not have been the driving factor in such evolutionary processes, while William Jungers of the State University of New York at Stony Brook questions why evidence of this “super-adaptability” hasn’t been found in other mammals subject to the same pattern of climate change. In the end, though the new report may have done little to resolve things, there’s no doubt its authors have added another piece to the complex puzzle of human evolution.

62
History / Ancient Chinese Teeth Challenge Human Migration Timeline
« on: October 17, 2015, 10:28:02 AM »
A set of 47 teeth discovered by researchers in a Chinese cave could take a bite out of the conventional timeline of human migration. According to a new study, the ancient fossils suggest Homo sapiens left Africa at least 20,000 years earlier than previously thought.

A new study published Wednesday in the scientific journal Nature could rewrite the conventional timeline of early human migration. The study’s authors reported that they discovered a set of 47 fossilized human teeth embedded in the floor of a massive limestone cave system in the Daoxian region of southern China. Along with the teeth, they found the remains of hyenas, extinct giant pandas and dozens of other animal species but no stone tools, which suggests that the humans did not live in the cave but were hauled there by predators.
Geographical location and interior views of the Fuyan Cave, Doaxian with dating sample (lower left), plan view of the excavation area with stratigraphy layer marked (center), the spatial relationship of the excavated regions and researcher finding human tooth (right). (Credit: Y-J Cai, X-X Yang, and X-J Wu)
Geographical location and interior views of the Fuyan Cave, Doaxian with dating sample (lower left), plan view of the excavation area with stratigraphy layer marked (center), the spatial relationship of the excavated regions and researcher finding human tooth (right). (Credit: Y-J Cai, X-X Yang, and X-J Wu)

María Martinón-Torres, a paleoanthropologist at the University College London and a co-leader of the study, said on a Nature podcast she had no doubt the teeth found inside Hunan Province’s Fuyan Cave came from Homo sapiens due to their small size, thin roots and flat crowns. Their morphology matched those of both ancient and present-day humans. What was a surprise, however, was just how ancient those teeth were. “They really look modern, but they are very old,” she told Nature. “And they are very old also particularly when we take into account that they were found in China.”

Since the fossilized teeth lacked any radioactive carbon, the researchers instead dated the calcite deposits under which they were sealed. Using uranium dating, the scientists determined the cave’s stalagmites to be 80,000 years old, which meant anything underneath needed to be older. Radioactive dating of the menagerie of animal fossils inside the cave confirmed they came from the same time period—the Late Pleistocene Era.
Human upper teeth found from the Fuyan Cave, Daoxian. (Credit: S. Xing)
Human upper teeth found from the Fuyan Cave, Daoxian. (Credit: S. Xing)

Researchers said the teeth they discovered could be as many as 120,000 years old. If the dating is correct, it challenges the conventional scientific thought that Homo sapiens first emerged in Africa around 200,000 years ago but did not move around the globe until a great migration that began approximately 60,000 years ago. “This is stunning, it’s major league,” University of Oxford archaeologist Michael Petraglia, who was not involved in the project, told Nature. “It’s one of the most important finds coming out of Asia in the last decade.”

Although traces of modern humans dating back approximately 100,000 years have been discovered outside of Africa, such as those found in the Skhul and Qafzeh caves in Israel, most scientists believed they were connected to failed migrations. “This demonstrates it was not a failed dispersal,” Petraglia told Nature. “This is a rock-solid case for having early humans—definitely Homo sapiens—at an early date in eastern Asia.”
Human lower teeth found from the Fuyan Cave, Daoxian. (Credit: S. Xing)
Human lower teeth found from the Fuyan Cave, Daoxian. (Credit: S. Xing)

The dating of the teeth also suggests modern humans were present in southern China between 30,000 and 70,000 years before they appeared in Europe, although it is considerably further from the horn of Africa. Martinón-Torres postulates the frigid climate of the Ice Age and the presence of Neanderthals in Europe may have driven early humans east to the warmer climes and emptier lands of Asia.

Some researchers are taking a cautious approach to the new study. Jean-Jacques Hublin, a paleoanthropologist at Germany’s Max Planck Institute for Evolutionary Anthropology, notes some of the teeth have visible cavities, which is uncommon in human teeth more than 50,000 years old. “It could be that early modern humans had a peculiar diet in tropical Asia,” he told Nature. “But I am pretty sure that this observation will raise some eyebrows.”

“This is just the tip of the iceberg,” Petraglia told Nature. “There’s a lot more work that needs to be done.”

Martinón-Torres says the research team will more closely examine the cavities as well as any patterns of tooth wear to learn more about the diets of the early humans. There are many other questions to answer as well, she says. “We really have to understand the fate of this migration. We need to find out whether it failed and they went extinct or they really did contribute to later people,” she told the BBC. “Maybe we really are descendants of the dispersal 60,000 years ago—but we need to re-think our models. Maybe there was more than one ‘Out of Africa’ migration.”

63
কোমল পানীয় উৎপাদক পেপসি এবার বাজারে আনছে নিজস্ব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। মার্কিন এ প্রতিষ্ঠানটি এক আনুষ্ঠানিক বক্তব্যে জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই চীনে নিজস্ব স্মার্টফোনের মোড়ক উম্মোচন করতে যাচ্ছে তারা।

“পেপসি সবময়ই সংস্কৃতির পালাবদলের সঙ্গে তালমিলিয়েছে। আর বর্তমানে ভোক্তার সঙ্গে ভাববিনিময়ে অন্যতম সাংস্কৃতিক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি।” –এবিসি নিউজকে দেয়া এক মন্তব্যে পেপসির এক মুখপাত্র এভাবেই বিষয়টি ব্যখ্যা করেন।

“তবে পেপসি মোবাইল ফোন উৎপাদন করবে না। বরং প্রযুক্তির এ যুগে ভোক্তাদের কাছে নতুনভাবে পেপসি ব্র্যান্ডের প্রচারণা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

“আরও অগ্রগতির সঙ্গে নতুন তথ্য আমরা প্রকাশ করব।”

কোমল পানীয় উৎপাদক প্রতিষ্ঠানটি একটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে এ সকল স্মার্টফোন প্রস্তুত করবে। পণ্যে পেপসির নাম থাকবে এবং ফোন উৎপাদিত হবে অংশীদার প্রতিষ্ঠানটির মাধ্যমে। “এটা অনেকটা পেপসি ব্র্যান্ডের পোশাকের উৎপাদন প্রক্রিয়ার মতো হবে।”- জানান প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

এদিকে মবিপিকার নামে প্রযুক্তিবিষয়ক খবরের এক সাইট জানিয়েছে, এ মাসের ২০ তারিখেই ‘পেপসি পি১’ নামে প্রথম মডেলটি উন্মোচিত হবে।

ফোনটিতে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে বলেও জানায় মবিপিকার। ফোনটির দাম পরবে ২০৫ ডলার যা চীনের স্মার্টফোন বাজারে মোটামুটি সাশ্রয়ী।

ফেইসবুক ফোন, অ্যামাজন ফায়ার ফোন এবং মটোরলা রকার-এর মতো এটিও স্মার্টফোনের বাজারে ব্যর্থ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

64
History / Tools Suggest Scotland Inhabited in the Ice Age
« on: October 14, 2015, 10:18:48 AM »
A set of 12,000-year-old tools made by the Ahrensburgian culture were unearthed on the coastline of the island of Islay in the Inner Hebrides. Tools of this style are usually found in mainland Europe, Denmark, and Sweden. Finding such Ice Age tools in Scotland suggests that the Ahrensburgian people were coastal foragers who may have hunted sea mammals from skin boats in northern Scotland during the summer months. “The Ice Age tools provide the first unequivocal presence of people in Scotland about 3,000 years earlier than previously indicated. This moves the story of Islay into a new historical era, from the Mesolithic into the Palaeolithic,” Karen Wicks of the University of Reading said in a press release. The site was discovered when some pigs, who had been released on the island to reduce bracken, uncovered some Mesolithic artifacts. A resident alerted the team from the University of Reading.

65

বিজ্ঞানীরা টুইটারের সহায়তায় ৬০ সেকেন্ড আগেই আসন্ন ভূমিকম্প সম্পর্কে তথ্য পাবেন। জরুরি সতর্কবার্তা আরও সুনির্দিষ্টভাবে পাবার লক্ষ্যেই অভিনব এই অংশীদারিত্বের সম্পর্ক সৃষ্টি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকার নিয়োজিত বিজ্ঞানীরাও নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, ২০০৯ সাল থেকেই তথ্য সংগ্রহ করার জন্য সামাজিক মাধ্যমগুলোর সঙ্গে কাজ করে আসছে মার্কিন জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।

নিজেদের ৩১ কোটি ৬০ লাখ ব্যবহারকারীর টুইটের উপর নির্ভর করে মার্কিন বিজ্ঞানীদের ভূমিকম্প সম্পর্কিত আগাম তথ্য দেবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। বুধবার এক ব্লগ পোস্টে টুইটার জানিয়েছে, একটি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের টু্ইট থেকে ভূমিকম্প সম্পর্কিত টুইটগুলো আলাদা করবে। যখনই নির্দিষ্ট কোনো এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ ভূমিকম্প নিয়ে টুইট করা শুরু করবেন, তখনই বিজ্ঞানীদের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। বিশেষ এ প্রক্রিয়াটির নাম দেয়া হয়েছে ‘টুইট ইমার্জেন্সি ডিসপ্যাচ’।

এ প্রসঙ্গে সিসমোলজিস্ট পল আর্ল জানিয়েছেন, বৈপ্লবিক পরিবর্তন হতে পারে এমন কিছু করছেন না তারা। শুধু দূর্যোগ মোকাবেলা প্রস্তুতির বেলায় মিনিটখানেক এগিয়ে থাকার লক্ষ্যেই একাজ করা হচ্ছে।

টুইটার ডেটার সাহায্যে আগাম সতর্কবার্তার পাশপাশি বাড়তি কিছু সুবিধাও পাবেন বিজ্ঞানীরা। সেন্সর নেই বা ত্রুটিযুক্ত কোনো সেন্সর যদি ভূমিকম্পের তথ্য ধরতে নাও পারে, তাহলেও বিজ্ঞানীরা টু্ইটারের বদৌলতে তা সঠিক সময়েই জানতে পারবেন।

66
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমিতে তৈরি হচ্ছে নতুন এক শহর। ৩৫ হাজার নাগরিকের ধারণক্ষমতাসম্পন্ন সেই শহরে থাকবে আলাদা ব্যবসা কেন্দ্র, আবাসিক এলাকা, শপিং মল আর চার্চ। কিন্তু এতে কখনোই থাকবে না কেউ। বরং নতুন উদ্ভাবিত প্রযুক্তির কার্যক্ষমতা নিয়ে চলবে নানা পরীক্ষা।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ১শ’ কোটি মার্কিন ডলার খরচ করে ১৫ বর্গ মাইল জায়গা জুড়ে ‘সাইট (সেন্টার ফর ইনোভেশন, টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন)’ শহরটি তৈরি করছে একটি টেলিকমিউনিকেশন্স প্রতিষ্ঠান। কেবল নতুন প্রযুক্তি পরীক্ষার জন্যই তৈরি হচ্ছে শহরটি।

“মূল লক্ষ্যটাই হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা যাতে দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি না করে নতুন পণ্য, সেবা এবং অন্যান্য প্রযুক্তির কার্যক্ষমতা যাচাই ও প্রমাণ করা যায়।”—‘সাইট’ নিয়ে এভাবেই ব্যাখ্যা দিয়েছেন ওই প্রকল্পের পেছনে মূল প্রতিষ্ঠান পেগাসাস গ্লোবাল হোল্ডিং-এর ব্যবস্থাপনা পরিচালক রবার্ট ব্রামলি।

মিররের প্রতিবেদন অনুযায়ী, চালকবিহীন রোবোটিক গাড়ির কার্যক্ষতা থেকে শুরু করে বিকল্প শক্তির উৎসের মাধ্যমে বড় পরিসের বাসস্থানের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি সরবরাহের প্রকল্প নিয়ে পরীক্ষা চালানো হবে ‘সাইট’-এ।

আর ২০১৮ সালের মধ্যেই শেষ হয়ে যেতে পারে মরুভূমির শহরটির সম্পূর্ণ নির্মাণ কাজ।

“এখানে নতুন অনেক কিছুই এনে এর সহ্যক্ষমতা যাচাই করে দেখে অপ্রত্যাশিত ফলাফলগুলো খুঁজে বরে করতে পারবেন আপনি।”—বলেন ব্রামলি।

“এটা এমন একটা জায়গা হবে যেখানে শুধু নতুন প্রযুক্তি, উদ্ভাবক এবং নতুন নতুন চিন্তাধারা যাচাই করে দেখা হবে না, বরং এদের মধ্যে নতুন যোগাযোগ সৃষ্টি হবে।”— যোগ করেন তিনি।

আর নিজের যে কোনো পণ্য ও সেবার কার্যক্ষমতা পরখ করে দেখতে চান এমন সবার জন্যই ‘সাইট’ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ব্রামলি।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে গবেষণা সংস্থা এবং আধুনিক প্রযুক্তি পণ্য ও সেবা নির্মাতা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত ‘সাইট’ ব্যবহারে আগ্রহী হবে বলে আশার কথা জানিয়েছে পেগাসাস গ্লোবাল।

67
পৃথিবীতে এক গোপন ঘাতক এসেছে। এর নাম সিটিং ডিজিজ (Sitting Disease)। এটি নিরবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বিজ্ঞানীরা বলছেন, ‘মানুষের দেহের বিবর্তন হয়েছে হাঁটার কারণে।’ দীর্ঘ সময় বসে থাকা হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার (বিশেষত স্তন ও কোলন: যাতে বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ মারা গিয়েছিলেন) স্থুলতা, রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল, কোমড়ে ব্যথা, ডিমেনশিয়া, বিষণ্নতা ও অকাল মৃত্যুর ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।

আপনি কী সিটিং ডিজিজে ভুগছেন?

একটু খেয়াল করে বলুন তো, প্রতিদিন আপনি কত ঘণ্টা বসে থাকেন? অফিসের কাজে, পড়ার টেবিলে, বাসে বা গাড়িতে, খাবার টেবিলে, টিভির সামনে, ফেসবুক বা কম্পিউটারের সামনে? যোগ করুন।

এক গবেষণায় দেখা যায়, দীর্ঘ সময় বসে থাকার কারণে আমেরিকানদের গড় আয়ু কমে যাচ্ছে। যদি সারাদিন গড়ে ৩ ঘণ্টা বা এর কম সময় বসে থাকেন, তবে গড়ে তাদের আয়ু ২ বছর বেড়ে যাবে। আর এর মধ্যে টিভি দেখার সময়টা যদি ২ ঘণ্টার থেকে কমিয়ে আনে তবে ১ দশমিক ৪ বছর বাড়তি জীবন বোনাস পাবে।

আপনি সারাদিনে মোট কত ঘণ্টা বসে থাকেন?

নড়াচড়া করুন: আগে ধারণা করা হতো যে ছেলেটা টানা বহু সময় জড়ভারত হয়ে বই নিয়ে বসে থাকে, সে লক্ষ্মী ছেলে। অফিসে যে কর্মী নিচে নেমে চা খায় না, টেবিলে যাকে সব সময় পাওয়া যায়, সে নিবেদিত প্রাণ। এখন এই ধারণা বদলাবার সময় এসেছে।

ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনসুলিনের উপর কাজ করে ডায়াবেটিস প্রবণতা কমায়, চিনি ও চর্বির বিপাকে কাজ করে দেহের ইনফ্লামেশন কমায়, একইসঙ্গে কিছু কিছু হরমোনের ভারসাম্যহীনতাও কমায়। সুতরাং যত নড়াচড়া করবেন, দেহঘড়ি ততো স্বাস্থ্যকর ও সহজ হবে।

কাজেই প্রতি ঘণ্টায় ঘণ্টায় নড়াচড়া করুন। থ্যাবড়া মেরে ‘গুড’ বয় হয়ে বসে থাকবেন না।

নিয়মিত ব্যায়াম সিটিং ডিজিজের সমাধান নয়: আশ্চর্য হলেও সত্যি, উইসকনসিন ডিসকভার-তে এই কথা উঠে এসেছে। যারা প্রতিদিন নিয়ম মেনে দীর্ঘ সময় ব্যায়াম করেন তারাও রেহাই পাবেন না সিটিং ডিজিজের প্রাণঘাতী থাবা থেকে।

বিশেষজ্ঞদের মতে, যিনি নিয়মিত ব্যায়াম করেন এবং যিনি মোটেই ব্যায়াম করেন না, উভয় ব্যক্তিই সিটিং ডিজিজে আক্রান্ত হতে পারেন।

কতক্ষণ সর্বোচ্চ বসে থাকবো: গড়ে প্রতি আধা ঘণ্টায় (বসার পরে) এক থেকে তিন মিনিট উঠে দাঁড়ান বা হাঁটুন। আপনার চেয়ারকে ট্রেডমিল বা হাটার যন্ত্র দিয়ে রিপ্লেস করার প্রয়োজন নেই।

সিটিং ডিজিজ থেকে মুক্তির উপায়:

•    অভ্যাস করুন (যদি চিকিৎসকের নিষেধ না থাকে)
দ্রুত হাঁটুন: ক্যালরি দ্রুত পুড়বে, পায়ের পেশী শক্তিশালী হবে-যা আপনার ফুসফুস ও হৃদপিণ্ডের জন্য উপকারী। আমরা সবাই ‍জানি, দ্রুত হাঁটা জীবনী শক্তি বাড়ায়।

সিঁড়ি ভাঙুন: আপনি হয়তো হাজার বার এ কথা শুনেছেন। কিন্তু এটা কি জানেন, শুধু মাত্র ২ তলা সিঁড়ি দিয়ে ওঠা-নামা করলে বছরে এমনি এমনিই আপনার ৬ পাউন্ড পর্যন্ত ওজন হাওয়া হয়ে যাবে?

আরও মজার কথা হলো, দিনে ২ মিনিট করে সপ্তাহে ৫ দিন সিঁড়ি বেয়ে ওঠা হলো ৩৬ মিনিট হাঁটার সমান। নিজেকে একটা সহজ টার্গেট দিন।

ধরুন-প্রথম সাতদিনে ১ তলা সিড়ি বেয়ে উঠে লিফট নেবেন। তারপরের সপ্তাহে ২ তলা উঠে লিফট নিন। এর ৭ দিন পরে ৩ তলা উঠে লিফট নিন।

এভাবে প্রতিদিন ৬ তলা পর্যন্ত সিঁড়ি ভাঙার লক্ষ্যমাত্রা স্থির করুন। (সিঁড়ির ধাপ প্রতি তলায় ১০টি যেখানে, ৩ তলা = ৬০ ধাপ) ধাপ কম-বেশি নিজে নিজে অ্যাডজাস্ট করে নিন। উপরে উঠতে যে পরিমাণ শক্তি লাগে, নিচে নামতে তার আর্ধেক শক্তি ক্ষয় হয়।

বিভিন্ন সময় হাঁটুন: দুপুরে খাবার পর ১৫ মিনিট হাঁটুন। কর্মজীবীদের ক্ষেত্রে যদি লাঞ্চ ব্রেক ৩০ মিনিট হয়, তবে ১৫ মিনিটে খেয়ে ১৫ মিনিট হাঁটুন। এই ১৫ মিনিটের হাঁটা আপনাকে পরবর্তী ২ ঘণ্টা চাঙ্গা রাখবে।

প্রতিদিন ১০ হাজার ধাপ হাঁটুন। পেডোমিটার নামে যন্ত্র আপনি কত ধাপ হাঁটছেন তা মেপে দেবে। মোবাইলেও অ্যাপ পাওয়া যায়।

তবে এই ধাপগুলো একবারে হাঁটলে হবে না। প্রতি আধা ঘণ্টা অন্তর অন্তর ১ থেকে ৩ মিনিট হাঁটুন।

নাচুন: মোবাইলে প্রতি ৩০ মিনিট পর অ্যালার্ম দিন। উঠে দাঁড়ান, নাচের অঙ্গভঙ্গী করুন। দেহ ও মন দুটোই ভালো থাকবে।

দাঁড়িয়ে মোবাইলে কথা বলুন:  ফোন এলে দাঁড়িয়ে যান।

স্ট্রেচিং করুন: দিনে ৫ থেকে ৬ বার স্ট্রেচিং ব্যায়াম করলে এক মাসের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবেন। দেহে সব সময় ফুরফুরে ভাব থাকবে।

কাফ মাসেল: দাঁড়িয়ে কাজ করার সময় এক পায়ে ভর দিয়ে অন্য পা সামান্য উচু করুন, ২ সেকেন্ড থাকুন। এবার অন্য পা তুলুন। এভাবে প্রতিদিন ২০, ৪০ বা ৬০ বার করুন।

ঘর সাজান: ফার্নিচার এমনভাবে সাজান যেন বসার জায়গা কমে যায় এবং হাঁটা এবং দাঁড়ানোর প্রয়োজন হয়। যেমন: খাবার পানিটা দূরে রাখুন, জানালার পাশে।

•    অফিসের আচরণ পরিবরতন  করুন:
কলিং বেলকে না: ফাইল পাঠাতে পিয়নের সাহায্য না নিয়ে নিজেই যান। এতে আন্তরিকতা যেমন বাড়বে, হাঁটাও হয়ে যাবে। আবার নিজের চা, পানি, নিজেই নিয়ে নিলে আপনার সম্মান মোটেও কমবে না।

দাঁড়িয়ে আড্ডা দিন: আড্ডার সময় দাঁড়িয়ে থাকুন। যতটা সম্ভব দাঁড়িয়ে থাকুন।

হেঁটে হেঁটে মিটিং: কিছু কিছু মিটিং যা না বসেও করা যায়, সেগুলো হেঁটে হেঁটে করুন। এ ক্ষেত্রে মোবাইলের ভয়েস রেকর্ডারে নোট নিন।

গাড়ির ব্যবহার কমান: প্রথম সপ্তাহে ২০ ধাপ, এরপর ৩০ ধাপ, এভাবে ক্রমান্বয়ে গন্তব্যের অর্ধেকটা যেতে পারেন কিনা দেখুন।

পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন: এক স্টপেজে নেমে পড়ুন এবং হাঁটুন। প্রয়োজনে আবার বাসে উঠুন।

•    বাসায় যা করবেন:
বাগান করুন: ছাদে, বারান্দায়, বেসিনের উপর ছোট ছোট টবে গাছ লাগান। প্রতিদিন পানি দিন। মাটি খুঁচিয়ে দিন। কিছু কিছু গাছ আছে যেগুলো ছায়ায় রাখা যায়। সেগুলো ঘরে রাখুন। এতে ঘরের বাতাস বিশুদ্ধ হবে। সেই সঙ্গে আপনার নড়াচড়াও হয়ে যাবে।

সঙ্গীকে সাহায্য করুন: স্ত্রীকে চা, পানি এগিয়ে দিলে এই সামান্য নড়াচড়া কেবল আপনার স্বাস্থ্যই ভালো রাখবে না, দাম্পত্য জীবনও সুন্দর হবে। যারা সংসার জীবন শুরু করেননি তারা পরিবারের অন্য সদস্যদের যত্ন নিন। সম্পর্কের মাধুর্যতা বাড়বে। একইসঙ্গে রান্না ঘরে দাঁড়িয়ে কাজ করুন।

টিভির সামনে বসবেন না: বাসায় ফিরে টিভি বা খবরের কাগজ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করবেন না। নাচের অনুষ্ঠান হচ্ছে এমন একটা চ্যানেল ধরে নিজেও একটু নেচে নিন এবং দাঁড়িয়ে টিভি দেখুন।

বাচ্চাদের সঙ্গে নিন, দেখবেন নির্মল স্বাস্থ্যকর বিনোদনের স্পর্শ পাবেন।

প্রাইভেট টিউটরকে সচেতন করুন: আপনার বাচ্চাদের যিনি পড়ান তাকে বলুন, প্রতি ৩০ মিনিট পর বাচ্চাদের ৫ মিনিটের ব্রেক দিতে। এতে বাচ্চাদের নড়াচড়া যেমন হবে, মনোযোগও তেমন রিচার্জ হবে।

ছোট ছোট মেরামতের কাজ: বাসায় বাল্ব লাগানো, এসি পরিষ্কার করা ইত্যাদি মেরামত কাজ নিজেই করুন, বাচ্চাদেরও শেখান।

ঘর পরিষ্কার করুন: নিয়ম করে ধূলো ঝাড়ার কাজ করুন। স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি আপনার নড়াচড়াও হবে যাবে।

বড় জগে পানি রাখুন: বড় জগ ভরে পানি রাখুন। এতে গ্লাসে পানি ঢালার সময় ক্যালরি খরচ হবে।

রান্না ঘরে গ্যাজেট কমান: মেশিনে সালাদ না বানিয়ে বা রোটি মেকারে রুটি না বানিয়ে হাতে বানান। সাধারণত মহিলাদের বলা হয় কৈ মাছের প্রাণ। সহজে মরে না।

তার কারণ, বাড়ির কর্তারা অফিসের কাজ শেষে বাসায় ফিরে বাবু হয়ে বসে বিশ্রাম করতে পারেন। কিন্তু গিন্নিমা মরার আগে বিশ্রাম পান না। এখন দেখা যাচ্ছে, এই বিশ্রাম না পাওয়াটাই সাপে বর হয়েছে।

ফার্নিচার পরিবর্তন: অনেক অফিসে বা বাসায় পুরাতন চেয়ারগুলো বাদ দিচ্ছে। যেমন ওয়েলনেস বল। ওয়েলনেস বল চেয়ারের বিকল্প হিসেবে ব্যবহার করুন।

68
সৌর পরিবারের দূরতম সদস্য প্লুটোর প্রথম রঙিন ছবি পেয়েছে নাসা, যাতে দেখা গেছে এর আকাশও অনেকটা পৃথিবীর মতোই নীলাভ।

শুধু তাই নয়, নভোযান নিউ হরাইজনের পাঠানো ছবিতে বামন গ্রহটির উপরিভাগের কয়েকটি স্থানে জমাট পানি বা বরফখণ্ড দেখতে পাওয়ার কথাও বৃহস্পতিবার জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

গোলাপি আকাশের গ্রহ মঙ্গলে প্রবহমান পানির অস্তিত্বের ইঙ্গিত মেলার সপ্তাহ গড়াতেই প্লুটোর এই রহস্যভেদের কথা জানালেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা।

এর আগে প্লুটোর যত ছবি এসেছিল পৃথিবীতে, তার সবই ছিল সাদা-কালো। তাতে প্লুটোর ১৩০ কিলোমিটার উপরে হালকা স্তর ধরা পড়লেও তার রঙ বোঝার উপায় ছিল না।

গত ১৪ জুলাই থেকে পাঠানো  রঙিন ছবিতে ধরা পড়ে এই রঙটি নীল। ওই ছবি পাওয়ার পর তথ্য বিশ্লেষণে বসেন নাসার বিজ্ঞানীরা, বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

“কে আশা করছিল, কেইপার বেল্টে (সৌরমণ্ডলের নেপচুন গ্রহ পর্যন্ত বিস্তৃত অঞ্চল) নীল আকাশ দেখা যাবে? এটা সত্যিই অনিন্দ্য সুন্দর,” বলেন অ্যালান স্টার্ন; যিনি নিউ হরাইজনের প্রধান গবেষক।

প্লুটোর নীলাভ আকাশের বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, ওই স্তরটিকে সূর্যের আলো বিকীর্ণ হয়ে এই রঙের সৃষ্টি করেছে।

প্লুটোর বায়ুমণ্ডলে পৃথিবীর মতোই নাইট্রোজেন প্রধান বায়ুমণ্ডল রয়েছে।  তবে মিথেনের উপস্থিতিতে সূর্যালোকের অতি বেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়ায় এটি কনার মতো কুয়াশার চাদর তৈরি করতে পারে। 

“এই নীলাভ স্তর আমাদের কুয়াশার সেই চাদরের আকার এবং গঠনের কথা বলবে,” বলেন নিউ হরাইজনের ‘টিম মেম্বার’ কার্লে হোয়েট।

তিনি বিবিসিকে বলেন, প্লুটো থেকে সরাসরি যদি উপরে তাকানো হয়, তবে বায়ুমণ্ডলের কারণে আকাশ কালোই দেখাবে। তবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তা দেখাবে নীল।

নাসার ছবিতে প্লুটোতে বরফখণ্ড

প্লুটোর প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ উপরিভাগের অনেক স্থানে জমাট পানির স্তরও বেশ কৌতূহলী করে তুলেছে বিজ্ঞানীদের।

গবেষকরা বলছেন, এটা জানতে হবে, কেন কিছু স্থানে বরফ রয়েছে।

“আমরা প্লুটোতে বরফ প্রত্যাশা করছিলাম। অনেক দিন ধরে তার খুঁজছিলামও, কিন্তু এর আগে তার কোনো নমুনা পাইনি,” টুইট করেছেন গবেষক অ্যালেক্স পার্কার।

পৃথিবী থেকে ৫০০ কোটি দূরত্ব অতিক্রম করে প্লুটোর ছবি নিচ্ছে নিউ হরাইজন। ২০১৬ সাল নাগাদ আরও স্পষ্ট তথ্য সেখান থেকে আসবে বলে আশায় আছেন বিজ্ঞানীরা।

69
বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় মারাত্মক তেজস্ক্রিয় দূষণে পরিত্যাক্ত ইউক্রেইনীয় শহর চেরনোবিল ৩০ বছর পর দুর্যোগপূর্ণ এলাকা ছাপিয়ে প্রাকৃতিক অভয়ারণ্য হয়ে উঠেছে।

মানুষের জন্য নিষিদ্ধ ওই এলাকাটি বল্গাহরিণ, হরিণ, নেকড়ে, শুকর ও বন বেড়ালসহ বিভিন্ন বন্যপ্রাণীতে পরিপূর্ণ হয়ে উঠেছে বলে সোমবার ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে জানিয়েছেন বিজ্ঞানীরা।

১৯৮৬ সালে ওই দুর্ঘটনার পর চেরনোবিলের চার হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকাকে স্থায়ীভাবে মানুষের জন্য ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করা হয়েছিল। ৩০ বছর পর এলাকাটির লক্ষণীয় বাঁক-পরিবর্তন থেকে এই ধারণাই পাওয়া যাচ্ছে, তেজস্ক্রিয় দুষণ বন্যপ্রাণীদের প্রজনন ও সংখ্যাবৃদ্ধিতে প্রতিবন্ধকতা হতে পারে না।

চেরনোবিলের উদাহরণে বন্য-স্তন্যপ্রায়ীদের সংখ্যা বৃদ্ধির পথে ‘মানুষের নেতিবাচক প্রভাবের’ ধারণাটি আরো জোরদার হয়েছে।

“মানুষকে সরিয়ে নেয়া হলেই প্রকৃতির স্ফুরণ  ঘটে, এমনকি বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পরও তা পুনুরুজ্জীবিত হয়,” বলেন ব্রিটেনের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভাইরনমেন্টাল সায়েন্সের বিজ্ঞানী জিম স্মিথ।

তিনি বলেন, “দুর্ঘটনার আগে চেরনোবিলে যে পরিমাণ বন্যপ্রাণী ছিল, তার চেয়ে এখন অনেক বেশি আছে বলেই মনে হচ্ছে।”           

১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর তেজস্ক্রিয় কণার মেঘ বাতাসে ছড়িয়ে পড়ে, হাজার হাজার বাসিন্দা এলাকাটি ছেড়ে যায়, আর ফিরে আসেনি।

লোকালয়হীন ব্যাপক তেজস্ক্রিয়তা আক্রান্ত এলাকার পরিণতি কী হয় তা পর্যবেক্ষণ করার সুযোগটি গ্রহণ করেন স্মিথ ও তার সহযোগী গবেষকরা।

‘নিষিদ্ধ এলাকায়’ চালানো পূর্ববর্তী গবেষণাগুলোতে বন্যপ্রাণীদের ওপর তেজস্ক্রিয়তার বড় ধরনের প্রভাব ও বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পাওয়ার সুস্পষ্ট নজির দেখা গিয়েছিল।

কিন্তু দীর্ঘদিন ধরে চালানো জরিপে প্রমাণ পাওয়া যাচ্ছে, স্তন্যপায়ীর সংখ্যা ফের বৃদ্ধি পেয়ে দুর্ঘটনার আগের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

সাম্প্রতিক জরিপ ও গবেষণায় ওই এলাকায় বল্গাহরিণ, স্থানীয় আরেক ধরনের হরিণ, লাল হরিণ এবং বন্য শুকরের প্রাচুর্য তুলনামূলকভাবে ইউক্রেইনের অন্যান্য সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর সমপর্যায়ে পৌঁছে গেছে বলে দেখা গেছে।

তবে চেরনোবিল এলাকায় সবচেয়ে বেশি বেড়েছে নেকড়ের সংখ্যা, আর তা একই ধরনের যে কোনো সংরক্ষিত প্রাকৃতিক বনের নেকড়ের সংখ্যা থেকে সাতগুণেরও বেশি।

“বড় ধরনের একটি পারমাণবিক দুর্ঘটনা উৎসের কয়েক মাইলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীর সংখ্যা বৃদ্ধির এই অনন্য পরিসংখ্যান দেখাচ্ছে, লোকবসতির চাপ থেকে মুক্ত হলে বন্যপ্রাণীর সংখ্যা ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে,” বলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিম বিয়াসলি।

চেরনোবিলের এ গবেষণা থেকে সম্প্রতি পারমাণবিক দুর্ঘটনায় আক্রান্ত জাপানের ফুকুশিমা এলাকার বন্যপ্রাণীদের ওপর দুর্ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

70
Microsoft unveils its first laptop "Surface Book" which has a detachable keyboard and acts as a tablet as well. Now Mac book cries in terror at 0:59.
http://9gag.com/tv/p/aL8ybX/microsoft-surface-book-macbook-pro?ref=fbl9

71
আগামীকাল ফিজিক্স এ নোবেল প্রাইজ দিবে । এই বছর যারা পেতে পারেন তাদের মধ্যে একজন বাংলাদেশীও আছেন । প্রথমবারের মত কালকে বাংলাদেশের বিজ্ঞানী ড.জাহিদ হাসানের তার টিমসহ নোবেলজয়ের সম্ভবনা রয়েছে ৮৫ বছর পর অধরা ভেইল ফার্মিওন আবিষ্কারের জন্য।

https://www.princeton.edu/main/news/archive/S43/64/59M11/index.xml?section=topstories

72

গোলকৃমি ও ম্যালেরিয়ার পরজীবীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তিন বিজ্ঞানী। 

সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউট সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের এই তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

এর মধ্যে আইরিশ উইলিয়াম সি ক্যাম্পবেল ও জাপানি সাতোশি ওমুরা নোবেল পেয়েছেন গোলকৃমির পরজীবী সংক্রমণের চিকিৎসায় নতুন একটি ওষুধ তৈরির জন্য। আর চীনা বিজ্ঞানী ইউইউ টু নোবেল জিতে নিয়েছেন ম্যালেরিয়ার চিকিৎসা নিয়ে কাজের জন্য।

নোবেল কমিটি বলেছে, এই তিন বিজ্ঞানীর উদ্ভাবন পৃথিবীর লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে।

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

কোষীয় তথ্য পরিবহনের স্বরূপ সন্ধানে কাজের জন্য গতবছর যুক্তরাজ্যের গবেষক জন ও’কিফ এবং নরওয়ের বিজ্ঞানী দম্পতি মে-ব্রিট মোসার ও এডওয়ার্ড মোসার চিকিৎসার নোবেল পেয়েছিলেন।

73
আসমানী কিতাবে রোজ কেয়ামতের বিভীষিকাময় বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বিপুল ঝড়-জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে। বলা হয়েছে সবকিছু ডুবে তলিয়ে যাবার কথা, পাহাড়-পর্বতের তুলার মতো উড়ে যাবার কথা। এবার বিজ্ঞানীরাও বলছেন, এমন ভয়াবহ দিন ঠিকই আসতে পারে। ৭ত হাজার বছর আগে নাকি একবার এমনই প্রলয়ঙ্করী এক সুনামি হয়েছিল। ওই সুনামিতে প্রায় হাজার ফুট ঢেউ উঠেছিল। ইকুয়েডোরের ফোগো অগ্নিগিরির একটা একটা অংশ ধসে যাওয়ার কারণে হয়েছিল ওই মেগা সুনামি। তখন পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল।
 
কিন্তু একই রকম কারণে এমন ঘটনা নাকি আবারও ঘটতে পারে। বিশেষত যেসব সামুদ্রিক দ্বীপে একাধিক জীবন্ত বা সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে সেখান থেকে শুরু হতে পারে সুনামি নামের মহাপ্রলয়। সম্প্রতি একদল বিজ্ঞানী এমন আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, ‘‘...a similar giant collapse could present a real threat today, especially around volcanic islands.’’
 
নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লিড সায়েন্টিস্ট ড. রিকার্দো রামালহো বলেন, কোনো একটা বড় আগ্নেয়গিরির একাংশ খুব দ্রুত ধসে গিয়ে ব্যাপক বিপর্যয়ের সূচনা করতে পারে।আর তা থেকে সৃষ্টি হতে পারে সুনামি নামের একাধিক  মহাপ্রলয়।তার মতে, এ-ব্যাপারে এখনই আমাদের সচেতন হতে হবে। এমন সুনামি-প্রলয় সচরাচর ঘটে না। তবে এমনটা যে আবারও ঘটতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। মোদ্দা কথা, সাবধানের মার নেই। এমন মহাবিপর্যয়ের জন্য আমাদের আগেভাগেই প্রস্তুত থাকতে হবে।

তিনি স্মরণ করিয়ে দিতে ভোলেন নি যে, ৭৩ হাজার বছর আগে ফোগো আগ্নেয়গিরির একাংশের ধসের কারণে এক ধাক্কাতেই ৪০ কিউবিক মাইল সমপরিমাণের পাথরের চাঁই উড়ে গিয়ে সমুদ্রে পড়েছিল। আর এর প্রভাবে যে সুনামি হয়েছিল তাতে ৮০০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীদলটির গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘journal Science Advances’ পত্রিকায়।

74
Place / লবণের হোটেল
« on: October 03, 2015, 10:10:51 AM »
বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে ৩শ ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সালার দি উয়ুনি। এটি বিশ্বের বৃহত্তম সল্ট ফ্ল্যাট বা লবণের ভূমি। এখানেই রয়েছে ‘প্যালেসিও দি সল’ নামে লবণের হোটেল। প্যালেসিও দি সল অর্থ লবণের প্রাসাদ। নাম শুনেই বুঝতে পারছো, প্রাসাদ না হলেও হোটেলটি লবণ দিয়েই তৈরি।

লবণের হোটেল কেন তৈরি করা হয়েছে? সালার দি উয়ুনি পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। এখানে প্রচুর পর্যটক আসেন। তাদের বিশ্রামের কোনো ব্যবস্থা এখানে ছিল না। সেজন্য পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য একটি হোটেল নির্মাণ করা প্রয়োজন ছিল। কিন্তু সালার দি উয়ুনিতে হোটেল নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী নেই। তখন একটি অন্য বুদ্ধি বের করা হলো। এখানে যেহেতু লবণের ছড়াছড়ি, তাই লবণ দিয়েই তৈরি করে ফেলা হলো একটি আস্ত হোটেল।

১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে সালার দি উয়ুনিতে নির্মিত হয় প্রথম লবণের হোটেল। কিন্তু কিছু সমস্যার কারণে ২০০২ সালে হোটেলটি ভেঙে ফেলতে হয়।

এরপর ২০০৭ সালে পুনরায় আরেকটি লবণের হোটেল নির্মাণ করা হয়, যার নাম ‘প্যালেসিও দি সল’। ৩৫ সেন্টিমিটারের প্রায় এক মিলিয়ন লবণের ব্লক দিয়ে তৈরি করা হয় হোটেলটি। হোটেলের মেঝে, দেয়াল, ছাদ, এমনকি আসবাবপত্রও লবণ দিয়ে তৈরি।

চাইলে একবার ঘুরে আসা যায় অদ্ভুত এ হোটেল থেকে। তবে এ হোটেলে থাকতে হলে বা ঢুকতে হলে একটি শর্ত মানতে হয়। ভুলেও যেন হোটেলের কোনো কিছু চুষে দেখা যাবে না। পুরোটাই লবণের তৈরি কিনা, তাই হোটেল ক্ষয় হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ এমন নিয়ম জারি করেছে।

75
গত ২৭-২৮ সেপ্টেম্বর  পৃথিবীব্যাপী সবাই খুব উৎসাহিত ছিল লাল একটা চাঁদ দিয়ে। এটি ছিল একটি  অভাবনীয় ঐতিহাসিক মহাজাগতিক মুহূর্ত, সুপারমুন চন্দ্রগ্রহণ। এই সুপারমুন চন্দ্রগ্রহণকে ব্লাডমুন বলা হলেও এর সবচেয়ে বিস্ময়কর দিক হল “Lunar Eclipse Tetrad”।

সবার আগে আমাদের জানতে হবে, চন্দ্রগ্রহণ কী--

গ্রহণের ইংরেজি শব্দ Eclips। এর মানে হলো, লুকিয়ে যাওয়া বা ঢেকে যাওয়া। যখন চাঁদ পৃথিবী এবং সূর্য এর গতিপথের মাঝে এসে যায় তখন সেটাকে সূর্যগ্রহণ বলে। আর যখন পৃথিবী সূর্য এবং চাঁদ এর গতিপথের মাঝে চলে আসে তখন সেটাকে বলে, চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণের সময়, পৃথিবীর ছায়া মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে চাঁদের কক্ষপথ ঢেকে যায়। যখন চাঁদ তার এই ছায়াবৃত কক্ষপথ পার করে সে সময়টিকেই বলে চাঁদের গ্রহণ লাগা।

মজার কথা হলো, চন্দ্রগ্রহণ সবসময় সূর্যগ্রহণের সঙ্গে দুই সপ্তাহ পর পর জোড়ায় জোড়ায় হয়ে থাকে।  তবে এই জোড়ায় জোড়ায় হওয়ার একটা সরণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।

সূর্য বা চন্দ্র যে কোনো গ্রহণ হতে পৃথিবী, সূর্য এবং চাঁদকে একই সরলরেখায় আসতে হয়, এবং এই সরলরৈখিক অবস্থান একটি চন্দ্রমাসে দুইবার হয়। তাই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ জোড়ায় জোড়ায় হয়।

একটি চন্দ্রগ্রহণ এর স্থায়িত্বকাল নির্ভর করে চাঁদের পৃথিবীর ছায়ার প্রদক্ষিণ কালের উপর, এটি কয়েক ঘণ্টা জুড়েও হতে পারে। যদি চাঁদ পৃথিবীর ছায়ার কার্নিশ দিয়ে প্রদক্ষিণ করে তাহলে তাকে আংশিক চন্দ্রগ্রহণ বলে কিন্তু চাঁদ যদি পৃথিবীর ছায়া ঢাকা সম্পূর্ণ অংশ দিয়ে প্রদক্ষিণ করে তাহলে তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে। 

এবার বলি, Tetrad চন্দ্রগ্রহণ কীভাবে হয়। যখন দুই বছরে পর্যায়ক্রমে চারটি পূর্ণ চন্দ্রগ্রহণ হয় তখন তাকে বলা হয় এস্ট্রোনমির ভাষায় বলা হয় Tetrad. ২০১৪-২০১৫ সালে মোট চারটি পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছে। এই চন্দ্রগ্রহণ পর্যায়ক্রমে হয়েছে ১৫ই এপ্রিল ২০১৪, ৮ই অক্টোবর ২০১৪, ৪ঠা এপ্রিল ২০১৫ এবং ২৭শে সেপ্টেম্বর ২০১৫ এ। এমন বিরল ঘটনা এরপর আবার ২০৩৩সালে দেখা যাবে।

সে তো গেলো Tetrad এর কথা। কিন্তু চাঁদটি এরকম লাল কীভাবে হয়ে গেলো ? কারণটি খুব সহজ। যে কারণে সূর্যাস্তের সময় আমরা আকাশকে লাল দেখি ঠিক একই কারণে এই দুই দিনের চাঁদও লাল ছিল। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। অন্য সব রঙয়ের আলো বায়ুমণ্ডলে শোষিত হলেও লাল রঙের আলো হয় না। সূর্যগ্রহণ কালে চাঁদ পৃথিবীর উপর ছায়া ফেলে। এই ছায়ার সবচেয়ে গাঢ়তম প্রচ্ছায়াকে এস্ট্রোনমির ভাষায় বলা হয় দ্যা আম্ব্রা- পৃথিবীর বুকে এই প্রচ্ছায়া ১৬৬ মাইল(২৬৭ কিলোমিটার) প্রস্থে  হতে পারে।

উল্লেখ্য, পৃথিবী অপেক্ষা চাঁদের কক্ষপথ ঈষৎ হেলানো বলে, প্রতি অমাবস্যায় এবং পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না। পৃথিবী এবং চাঁদের মধ্যেকার এই কৌণিক চাঁদের ছায়া সাধারণত উপর বা নিচের থেকে প্রতিফলিত হয় এই সময়। শুধুমাত্র বছরে দুই বার একই সময় পৃথিবী, সূর্য এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তার ফলেই গ্রহণ হয়।

পৃথিবীর যে সকল অঞ্চলের মানুষ যে সময় চাঁদ দেখতে পারে, তারা চন্দ্রগ্রহণ ও সে সময় দেখতে পারে,  মানে পৃথিবীর অর্ধেক মানুষ একসঙ্গে পূর্ণ বা আংশিক চন্দ্রগ্রহণ দেখতে পারে। একটি পূর্ণ সূর্যগ্রহণে, চাঁদের ছায়া পৃথিবীর বুকের সংকীর্ণ একটি অঞ্চলের উপর পড়ে সেই অংশই কেবল মাত্র পূর্ণ গ্রহণ দেখতে পারে। কিন্তু বাকি বিস্তীর্ণ এলাকা আংশিক গ্রহণ দেখতে পারে।

Pages: 1 ... 3 4 [5] 6 7 8